গত মাসে ঘুরে আসলাম মালয়েশিয়া আর সিংগাপুর। ভ্রমনের সেলোগ্রাফী না দিলে কেমন দেখায় বিধায় আজকে ১ম পর্ব দিলাম কুয়ালা লামপুর আর গেন্টিং হাইল্যান্ড এর ছবি দিয়ে।
১৮ টি মন্তব্য : “ফটোব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-১৪”
মন্তব্য করুন
গত মাসে ঘুরে আসলাম মালয়েশিয়া আর সিংগাপুর। ভ্রমনের সেলোগ্রাফী না দিলে কেমন দেখায় বিধায় আজকে ১ম পর্ব দিলাম কুয়ালা লামপুর আর গেন্টিং হাইল্যান্ড এর ছবি দিয়ে।
১ম
:boss:
টুইন টাওয়ারের পিছনের দিকটা আমার বেশ ভালো লেগেছিল, কেমন শান্ত একটা ভাব!
সানওয়ে পিরামিড, সানওয়ে লেগুন- জোস জায়গা!
মইনুল ভাইয়ের বাসার ডিনারটা দেখে ক্ষিধা লেগে গেল! 🙁
জুম কইরা দেখলাম মজা পাইছি...। 😀 😀 😀 😀 😀 কিন্তু আপনি আরেকটু জুম করে তুললেও পারতেন।। :bash: :bash: :bash: :bash:
(সম্পাদিত)
তুই কি সম্পাদক নাকি?? 😉
কি লিখছিলি যে মড়ারেট হয়ে গেল ? :grr:
খাবারগুলা দেখতেই শুধু ইন্টারেস্টিং লাগছে, খাইতে মনে হয়না ভাল্লাগবে (মইনূল ভাই এর বাসারটা ছাড়া)
ঐ :thumbup: :grr:
তয় ১২ নম্বরটা ;;;
ঐ :thumbup: 😀
সহমত আদীব ভাই এবং রেজওয়ান ভাই :grr: 😉
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
গেন্টিং হাইল্যান্ড এর মডেল টা সুন্দর আর বাবুটা খুব কিউট 🙂 🙂
রিবিন ভি, আপনাকে অনেক অনেক অনেক অনেক হিংসা 😐
:clap: :clap: :clap:
নতুন বাংলা ছবি রিলিজ পাইছে ফাঁকিবাজি জিন্দাবাদ!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
:shy:
ভাল্গছে, সুন্দর ছবি। 🙂
আমার বন্ধুয়া বিহনে
:clap:
৫তারা
চ্যারিটি বিগিনস এট হোম
ছবি দেখার পর মালয়েশিয়া আর সিংগাপুর যাইতে মঞ্চায় :)) =))