গত কিছুদিন আগে হয়ে গেলো মালয়েশিয়াতে সিসিবি সমাবেশ ২০১০।
২ দিনের সমাবেশে হাজির ছিলেন
আমাদের সবার প্রিয় মইনূল ভাই(ককক,৯২-৯৮),ফররুখ ভাই (মকক,৯২-৯৮),মিশেল (সকক,৯৪-০০),মুক্তাদির (ককক,৯৪-০০),মেহেদী (বকক,৯৫-০১) এবং লেখক।
তার কিছু ছবি দেয়া হলো ।
২৭ টি মন্তব্য : “সিসিবি সমাবেশঃ মালয়েশিয়া ২০১০”
মন্তব্য করুন
B-)
ধুর !!!! সকল g2g রে মাইনাচ :thumbdown:
খালি যেইটায় আমি থাকুম সেইটা বাদে :grr:
রবিন ভাই। অফিসে বইসা থাকতে থাকতে এমনিতেই ক্ষুধা লাইগা গেছে। তার মধ্যে এমন খাবার ছবি দিয়া ক্ষুধা চাগায়া দেয়ার জন্য আপানার ভ্যান চাইলাম.........
:clap: গেট্টুগেদার্কর্তেমঞ্চায় :dreamy:
একটা নিউজ দিয়া যাই.....
টুশকি ভাই রে ছিল দেয়ার মোক্ষম সময় :grr:
একে তো মেজর স্যার হওয়া তার উপর গতকাল আমরা চাচা হইছি B-)
এখন বাকিটা আপনাদের হাতে :grr:
** কেউ কেউ ফুপিও হইছেন.... 😛
কে সেইটা?
বিরানী খাইতে মুন্চায়।:)
রবিন ভাই future cadet রে দেইখা সবচে ভাল লাগলো।
:thumbup: :thumbup: :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
খুব একটা ভালো হয়নাই B-)
😀 :)) কেন ত্যি জাস নাই দেইখা??? 😉 B-)
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
@ নাজমুল
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
future cadet rockzzz :thumbup: :thumbup:
মালয়শিয়া জায়গাটা ভালা না।খাওয়া তো আর খারাপ 🙁
:)) :)) :)) :))
স্বপ্নচারীকে পুরো পরিবারসহ দেখলাম।
রবিন বুঝলাম না আজ নেপাল কাল মালয়েশিয়া - এতো ঘুরে বেড়াচ্ছো কেন?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আসলে আপু রবিন পানি ছাড়া নাবিক হবার চেষ্টা করছে। যদি দেশে অফিস করাকে দীর্ঘ সমুদ্র যাত্রা হিসেবে কল্পনা করেন, তাইলে রবিনের এই থাইল্যান্ড, মালেয়শিয়া, নেপাল ইত্যাদি ভ্রমনগুলোকে জাহাজ বন্দরে ভেড়ার সাথে তুলনা করা যায়। কদিন পরে রবিন ব্যাংককেও যাবে ...... পুরা নাবিক (পানি ছাড়া)
আপু কি আছে জীবনে? ব্যাচেলর লাইফ টা ঘুইরা নেই। পরের টা পরে দেখা যাবে। আপনার ওখানের টিকেট পাঠান, হাজির হয়ে যাবো 😀
স্বপ্নচারী তোরে অনেকদিন পর দেখে ভাল লাগলো। ভাল থাকিস।
আমার বন্ধুয়া বিহনে
ওই তুই তোর প্রোফাইলে তোর ক্যাডেট নাম দেস না ক্যান ????
তুইও ভালো থাকিস দোস্ত ...
মাইনুল ভাই বোধহয় একটু মোটা হইছেন? নাইলে শুকাইছেন?? ঠিক কইছি না? :-B
ভাতিজিরে অনেক অনেক আদর দিয়েন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ব্যাপক মোটা হই গেসি রে ভাই 🙁 🙁 ...... তার ওপর এখন আবার ড্রাইভিং শিখতেসি ...... গাড়ি চালানো শুরু করলে কি হবে আল্লাহ জানে ...
রবিন ভাইরে কইসা মাইনাচ
🙁
খাইতে মনচায় 😉
খাইয়া লো দোকানে গিয়া