আমার ফটো ব্লগ দেখতে দেখতে নিশ্চয় অনেকে টায়ার্ড। কি করবো, আমি ছিবি তিলতে পছন্দ করি। আপাতত এটাই আমার শেষ ফটো ব্লগ।
মালয়েশিয়া যে কতোটা গুছানো তা তাদের যেকোনো কিছু দেখলেই বুঝা যায়। ওরা নতুন করে একটা শহর তৈরী করতেছে যেখানে সব কিছু ছবির মতো সুন্দর। নাম পুত্রজায়া। আরেকটা সিটি আছে ওদের নাম “সাইবারজায়া”। নামেই বুঝা যায় এখানে সব আইটি অফিস এবং সব ভালো ভালো ইউনিভার্সিটি গুলো। এই শহর টাও দেখার মতো। কিছু ছিবি দিলিম।
শেষের ছবিটা genting এর। যেখানে বিশাল casino আছে। ইস, অনেকগুলা টাকা হারছি সেই রাতে।
অনেকগুলো টাকা/ ৫০ (একক রিঙ্গিত!) = একাধিকবার এক্সট্রা সার্ভিস... :-B
আহারে... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😉 😉
:clap: :clap: :clap: :clap:
Life is Mad.
:salute:
আরে! এই তিনটা জায়গাই আমার কমন পড়ছে! 😀
সাইবারজায়া দেখার মত খুব বেশী একটা কিছু নাই। ওখানে এরিকসনের অফিসটা বাইরে থেকেও সুন্দর, ভিতরেও সুন্দর।
পুত্রজায়াকে ওদের প্রশাসনিক রাজধানী বলা যায়। সব সরকারী অফিস ওখানেই। চমৎকার সুন্দর, গোছানো শহর। শহরের মাঝ বরাবর সোজা এবং বিশাল একটা রাস্তা আছে ইউরোপীয় ইউনিয়নের একটা কমিউনিটি অফিস (সিউর না) থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত। মাঝে পড়ে সুন্দর, শান্ত একটা লেইক। আমার খুব ভালো লেগেছিল পুত্রজায়া।
এখানে গেনটিং হাইল্যাণ্ড শেষেরটা ছবিটা খুব একটা পরিষ্কার না। খুব খুব সুন্দর একটা জায়গা। আসলে আমার কাছে বেশী ভালো লেগেছিল কারণ ওখানেই আমি প্রথম মেঘ স্পর্শ করেছিলাম। আমি দাঁড়িয়ে আছি, আর আমার মধ্য দিয়ে মেঘ চলে যাচ্ছে- এই অনুভূতি ঠিক বলে বোঝানো যাবেনা। ওখানকার ক্যাসিনোতে ঢুকেছিলাম বেশ আগ্রহ নিয়ে, কিন্তু খেলার সাহস আমার হয়নি। যারা মালয়েশিয়া যাবেন, তাদের জন্য পরামর্শ রইল গেনটিং হাইল্যান্ড ঘুরে আসার।
তানভীর, তুই মনে হয় সাইবারজায়া বেশি ঘুরিস নাই? অনেক সুন্দর সিটি। সব কিছু অনেক গুছানো।
আর গেন্টিং এর ছবি পরিষ্কার না কারন পুরোটাই মেঘের ভিতর রাত ৪ টায় তোলা। আমরা গেন্টিং এ গেসিলাম ই ক্যাসিনো খেলতে। তাই রাত ১০ টায় গেছি আর ভোরে ৫ টায় ফিরছি।
রিত দিশটায় গিয়ি ভির পিঁচটায় ফিরিছিস??
বিপরে, ইনিকক্ষিণ জিয়া খিলছিস দিখি 😀 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
হ ভাই, প্রথমে অনেক জিতসি, পরে হারসি
রবিন ভি, ইপনে ইত লিভী কিন??? x-(
জিনেন নি, লিভে পিপ- পিপে ম্রিত্যি?? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :khekz: :khekz: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
কি কিইলিরি জুনা, পিরা গিলিম ঠিশ কিরি :khekz:
ঠিকি বিলছিস, ইতি চিলিকের গিলায় দিড়ি :gulti:
সংসারে প্রবল বৈরাগ্য!
ইপনে যি পিড়ছেন, তি বিঝাবার জিন্য :pira: ইমি দিনি নি কিন...???? :-B :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
যিভিবি ঠিশ কিরা পিরছি,
নিজির জীবিন বিচাতি গিয়িই কি ইর ইমি দিবির কিথা মিনি থিকিরে :(( জিনিসইতি, ইপনি বিচলি বিপির নিম ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
:goragori: :goragori: :goragori: :pira: :pira: :pira:
ঠিকি ঠিকি... :thumbup:
ইক্টা টিস্ট কিরি তো... :-B
ইমার বিপের নিম মাহ্মুদুল ইসলাম...
জিটিল!!! :awesome:
ইমি ইনিকদিন বিঁচবো... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দিখছিস, ইমিত তিরে ইগিই বিলছি, জিন বিচানি ফরজ...
তিই সিবসিময় মিনে রিখবি, বিন্যিরা বিনি সিন্দির শিশিরি মিতৃ ক্রিড়ি :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভি আপনিরি পিরেন ও
কিন্তি ইপনে পিরলেন নি কিন??? 😮
শিব্দটা 'ইপনারা' হিবে... :-B :dukkho pailam:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
রবিনকি মিফ কিরি দি, কিরিণ ইমরা সিবাই জিনি ইনভ্যিসি বিদ্যি হ্রিস :ahem:
সংসারে প্রবল বৈরাগ্য!
দাড়া পিরা এর ব্যাকরন লিখতেছি
শিধি ইমি দিয়ি ইর যি হিক বিকরণ বিই লিখা হিবে নি... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
লিখিকনা, ই ইধিনিক ভিষাটির ইকটি ডিকিমিন্টিশন থিকা জিরিরি, নিহিলে নিতিন প্রিজিন্মের কিছে রবিন দিয়ী থিকি যিবিতো 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
x-( x-(
:khekz: :khekz: :khekz: :pira:
রবিন ভি ছিবিগিলা ইসলেই সিন্দর :clap: :clap: :clap:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ধন্যবাদ
আমিও যাপো :(( :((
মালেশিয়া আসলেই ঘোরাঘুরির জন্য চমৎকার জায়গা। আমি কেএল সেন্টারে FTV এর একটা ফ্যাশান শো দেখেছিলাম। ঐটা ছিল ঝাক্কাস। সাইবারজায়াতে আসলেই বেশি ঘোরাঘুরি করা হয়নি। তবে এরিকসন অফিসটা সত্যিই খুব সুন্দর। পুত্রজায়াতে গিয়ে এক ঠকবাজের হাতে আমার এক ফ্রেন্ড ৫০০$ হারিয়েছিল। সেই ঘটনা আরেকদিন বিস্তারিত বলব। লেখাটা পড়ে মালেশিয়া আবার যাওয়ার ইচ্ছেটা মাথা চাড়া দিয়ে উঠলো।