নেপালের ফটো এর ২য় পর্ব ।
বৌদ্ধনাথ মন্দির এর ভিতরে
বৌদ্ধনাথ মন্দির এর ভিতরে
বৌদ্ধনাথ মন্দির এর ভিতরে
বৌদ্ধনাথ মন্দির এ আমরা
আরেকটা মন্দির , নাম মনে নাই
বৌদ্ধ এর মূর্তি (শম্ভুনাথ মন্দিরে)
প্যালেস মিউজিয়াম
পোখারাতে হোটেল এর সামনে
ব্যাগনাস লেকের সৌন্দর্যে মুগ্ধ আমরা
আমার ফটোগ্রাফী
আমার ফটোগ্রাফী
মনোকামনা মন্দিরে যাবার সময় কেবল কার থেকে
মনোকামনা মন্দিরে যাবার সময় কেবল কার থেকে
পাহাড়ের নাম না জানা অদ্ভুত সুন্দর গাছ
মন্দিরের সামনে কমলা গাছ
মনোকামনা মন্দিরের কেবল কার এর স্টেশন (১৩০২ মিটার উপরে)
বিখ্যাত এভারেস্ট রেঞ্জ, কিন্তু ভালো ক্যামেরা এর অভাবে ছবি ক্লিয়ার না
এই ট্যুর এর ম্যাপ প্রিফেক্ট টুম্পা আর ক্যাব প্রিফেক্ট আরমান
😀
😀 😀
আপনি এত বেড়ান কেন ? হিংসিত
তুই দেশে আয়, তোরে নিয়া যামুনে ঘুরতে।নাইলে তোর অইখানের টিকেট পাঠা :grr:
ওয়াও!!! কি চমৎকার দেখা গেল......
নেপাল যাইতে মঞ্চায়
নেপাল। :dreamy:
বারবার যেতে মঞ্চায়।
আমিও যাপো :grr: :grr:
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
কবে যাবো পাহাড়ে, সাথে নিয়া তাহারে, আহারে - আহা'রে 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কাহারে কাহারে? :grr:
উহারে আর তাহারে :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
সাথে নিবেন যাহারে
তারে আর আমারে
ডাক দেন আহারে
বাহারে বাহারে 😛
:clap:
কাইয়ূম ভাই, পিরা গেলাম
হা হা রে :khekz: হা হা রে :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পিরা থেইকা উঠ, তোর আর পাহাড়ে গিয়া কাম নাই,
তুই যা গা বিহারে বিহারে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
যাই যদি বিহারে :dreamy:
মাল পাব কি হারে? 😕
( এই মাল মানে জিনিসপত্র ;;; )
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কত্ত বড় সাহস, সিনিয়ররে মাল কিহারে পাবি জিগাস 😡
তোর দিন কাটাইতে হবে প্রহারে প্রহারে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
উপরওলা এই অবিচার
কেমন করে সহে রে............ 🙁 :((
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কবির লড়াই তো সিরাম জইমা উঠছে!
তুই লুঙ্গি পিড়া লঙ্গাপ হ রে...হ রে...
লুংগি দিয়া মাথাতে
পাগড়ি কর রে কর রে
:clap: :clap:
মানুষ তার স্বপ্নের সমান বড়
ছন্দ আসছে কাতারে কাতারে
মজা পাইছি ভ্রাতা'রে। :)) =)) :pira:
ছবিগুলা দেখে এখনই ব্লগ লিখতে ইচ্ছা করছে!! 🙁
তানভীর ভাই এইবার সেমিস্টার প্রায় শেষ তাই আর ইচ্ছা না লেখাটেখা দেন কিছু একটা 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
তানভীরের কমেন্ট দেখে ব্লগ লিখতে ইচ্ছা করছে!! 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
লিখা ফালা
ঘুরতে মঞ্চায় নেপাল যাইতে মঞ্চায় 🙁
মানুষ তার স্বপ্নের সমান বড়
:dreamy: :dreamy: :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
🙂 নাম না জানা মন্দিরের নাম হচ্ছে পশুপতিনাথ । ফাঁকিবাজী পোস্ট দিছ! কোন বর্ণনা নাই!
শিরোনাম দেখো নাই? এইটা ফটোব্লগ। এইটাতে বর্ণনা দিতে মানা আছে। :grr:
ওয়ে শানে, তু আয়েশ কার... :pira: জটিল ফটো ব্লগ...
তু যা সো যা
Nice to see you imran in this blog.
😀 :))
:)) :clap:
ccr er imran na oita???
নেপাল যাইতে মনচায় 🙁
চল যাই উড়ে যাই, দূর বহুদুর......।
উপরের মন্তব্যগুলো দেখে মনে হয় অনেকেই নেপাল যেতে ইছছুক। যদি একটা গ্রুপ এক্সারসনের ব্যবস্থা করা যায়, তাহলে কেমন হয়?
আমি সিডনি থাকি। ফেব্রুয়ারীর প্রথমার্ধে ঢাকা যাব। যারা ইচ্ছুক নেপাল ও কলকাতা (সার্ক টিকেটে) যেতে, আমার কাছে ই-মেইলে কনফার্ম করুন।
যদি অর্গানাইজ করা সম্ভব হয়, তবে এই শীতে হয়ত একটা ব্যবস্থা করা যাবে।
আমার ই-মেইলঃ zaman.mridha@gmail.com
জামান, আরসিসি, ১৯৭১-৭৭