এক আতকা নেপাল ভ্রমন করে কালকে ফিরে আসলাম দেশে। ভ্রমন ব্লগ লেখার আগে কিছু ছবি শেয়ার করার লোভ সামলাতে পারতেছি না। সবার আগে তো সিসিবি তেই শেয়ার করতে হবে নাহলে কেমনে কি?
২৪ টি মন্তব্য : “হিমালয়ের দেশে : নেপাল ফটোব্লগ ০১”
মন্তব্য করুন
এক আতকা নেপাল ভ্রমন করে কালকে ফিরে আসলাম দেশে। ভ্রমন ব্লগ লেখার আগে কিছু ছবি শেয়ার করার লোভ সামলাতে পারতেছি না। সবার আগে তো সিসিবি তেই শেয়ার করতে হবে নাহলে কেমনে কি?
🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
🙂 🙂
🙂 🙂 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
🙂 🙂 🙂 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
🙂 🙂 🙂 🙂 🙂
সমসাময়িক ধারা বজায় রাখতে..........আপুর হইয়া আমিই পাচটা `ইসমাইল' দিয়া দেই 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:))
ছবি সুন্দর। সিসিবি বোধহয় পিকনিকের পর সবার ভ্রমন পিয়াসা বাড়িয়ে দিয়েছে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
কি চমৎকার একটা ট্যুর হইল! 😀
ছবি ব্লগ তো দিলি, এবার একটা ভ্রমণ-ব্লগও লিখে ফেল। 🙂
ডজার, তুই লেখ
তানভীররে ডজার?? কাভি নেহী। দেখ তোর এই ব্লগটায় কতগুলান ছবি আছে ওর। না জানি কত কষ্ট কইরা পোলাডার পোজ দেওন লাগছে ;)) ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঠিক হ্যায় তানভীর তু ডজার নেহি হ্যায়। এশ কর।
কত্তদিন পর রিবিন ভাইয়ের ফটোব্লগ...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😛
নেপাল যাওয়ার টাকা পাইলেন কই? 😀 😀
🙁 🙁 🙁 🙁 🙁 🙁
আমিও যাপো......... 😕 😕
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
Nah...Nepal valo na....Nepal jaite monchaileo jamu na... 🙁
:)) :))
ইরে রিবিন, নিপাল যিতে মিন চি
ভাবীরে নিয়া ঘুরে আসেন
দারুন দারুন...
দিরিন দিরিন...
রবিন, ব্লগ লিখে ফেল। তানভীর, তু আয়েশ কর।
রিবিন ভি খুব সুন্দর হয়েছে তোমাদের ছবিগুলো 🙂
কবে যে চর্মচক্ষে দেখতে পাব.........এবার লিখে ফেল