আগের ফটো ব্লগ এর পর পাবলিক ডিমান্ড খালি সী বিচ এর ছবি দেয়ার জন্য। ভাই, লাস্ট এ একটা দেয়া হলো। আরো আছে। নো প্রব্লেম।
from cable car, lankawi
Penang Beach
Penang Beach
apartment building in penang island
penang ferry jetty
Toy Museum, Penang
Toy Museum, Penang
pubic Demand
২৪ টি মন্তব্য : “ফটোব্লগঃজাস্ট সেলোগ্রাফী-০৬(পেনাং আইল্যান্ড, মালয়েশিয়া)”
মন্তব্য করুন
লং শট!!! পুতল গুলোর মত বীচেও ক্লোজ শটের ছবি ভালো হতো। ঢেউ গুলো দেখতাম। পানির রঙ দেখতাম 🙂
অত্যন্ত যুক্তিসংগতকারণে এহসান ভাইএর সাথে একমত... :-B
ঢেউ মোটেও স্পষ্ট নয়... x-(
রবিন ভাইএর ব্যান চাই... 😡
তবে ছবি আপলোড হতেই থাকবে...হতেই থাকবে... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
শুধু কি ঢেউ x-( পিছনের চমৎকার রাবারের ডিঙ্গিটাতো প্রায় বোঝাইযাচ্ছেনা কিছু 😡
সো, ছিবি ইপলিড হিতিই থিকবি, হিতিই থিকবি, পিরলে কিয়ামিত পির্যিন্ত হিতিই থিকবি :thumbup: :gulti:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাইয়ের সাথে একমত। রাবারের ডিঙ্গিটাতো ভাল করে বোঝাই যাচ্ছেনা। x-(
রিবিন। তিড়িতিড়ি সিমিদ্রি সিইকিতির ভিলি ভিলি ছিবি ইপলিড কির। 😡
নাহ জুমিং ঠিকমত হয় নাই। পোলাপাইনের বক্তব্য সঠিক।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
যাউক শেষ ছবিটা সেইভ কইরা দেখনের পর নৌকাটা একটু পষ্ট হইছে :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
৬ নম্বর ছবিটা (Toy Museum, Penang) দেখে এর সুপারম্যান এর ঐ ধাঁধাটার কথা মনে পড়ে গেল।
কইনচেন দেহি - What is the differance between Gentleman and Superman ?
(যারা উত্তরটা জানেনা, প্রশ্নটা তাদের জন্য :-B )
রহমান ভাই, এই প্রশ্ন যুগ-যুগান্তর ধরে চলে আসা এক প্রশ্ন। ছবিটা দেখার পর আমার মনেও এই পার্থক্যের কথা মনে পড়ল। 😀
ঠিক...
কবে যে মানুষ সুপারম্যানের মতন উড়ে বেড়াতে পারবে...??? :-B =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আজকে উইকএন্ড আছিল.......আর বিচ থেকেও ঘুইরা আসছি 😀 😀 :awesome: :awesome: ।
হাতে ছিল ১৫X জুম ক্যামেরা 😀 😛 ।
সেইরকম বিচ 😉 😉 ।
Life is Mad.
ঝিপ সায়েদ,
এই ব্লগে অনেক নাবালক সদস্যও আছে। তুই এরকম সুড়সুড়ি টাইপ কমেন্ট দিয়া বাচ্চা পোলাপাইনদেরকে কোন বিপথে নেয়ার ইংগিত দিচ্ছিস 😡
এইখানে ১৫X জুম ক্যামেরার কোন ছবি দিবিনা খবরদার। দিলে শুধুমাত্র মেইলে সংযুক্ত করে পাঠাতে পারিস 😉
প্রিয় ঝিপ সায়েদ ভাই,
১৫X জুম ক্যামেরা দিয়ে তোলা প্রাকৃতিক দৃশ্যাবলীর ছবি সাবালকেরা দেখতে চায়। আপনি একটা ফটো ব্লগ দিয়ে দেন সেইরকম কিছু ছবি নিয়া। উপরে :just: ডিসক্লেইমার দিয়ে দিবেন যে, এটা সাবালকদের জন্য। 😛
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
:thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আসিতেছে আসিতেছে..........আমার ১৫X ক্যামেরার যাদু সম্বলিত ফটোব্লগ অচিরেই আসিতেছে।
তয় নান্নামুন্নারা হতাশ হইলে কিন্তু আমার দোষ নাইক্কা 😛 😀 😛 ।
@ রহমান
তুই এখনও ইয়াহুতে ছবি পাস নাই???? পাঠাই দিছি তো 😉 😉 😉 😉 ।
Life is Mad.
ধুর! এর চেয়ে আমাদের কক্সবাজার বিচ অনেক সুন্দর।
আর টানা ফটোব্লগ দিয়া ফাকিবাজির জন্য রবিন রে মাইনাস। 😀
রবিনরে পিলাস 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাই ওখানকার মানুষ রা কী খুব গরীব??? 🙁 এতো ছোট জ়ামা কাপড় পড়ে 😕
আমার খুব মায়া লাগতেসে এর পরের বার আপনি ওইখানে গেলে আমাদের বলবেন দেখি কিছু জামা কাপড় দেয়া যায় কিনা 🙁
ধুর মিয়া, তুমি ছোট মানুষ এইজন্য কম বুঝ।
উনারা উন্মুক্ত পোষাক পড়ে নিজেদের মনের উন্মুক্ততার বহিঃপ্রকাশ করছেন। 😛
Nazmul, arektu boro hou. Tarpor ans paba
ছবি পছন্দ হইছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কোনটা ফয়েজ ভাই??? শেষেরটা? 😉
আমার ছবি পছন্দ হইছে। বিশেষত শেষেরটা। 😉
:)) :))