সবাইকে দেরীতে শুভ নববর্ষ।
দেশে ছিলাম না। তাই সেই সময় জানাতে পারি নাই। আসার পর দেখি এতো ব্লগ যে কখন পড়বো চিন্তা করতে করতে পিরা যিবার দিশা।
এই কয়েক দিনে এতো ছবি তিলছি যে, বেশ কয়েক টা ফটোব্লগ দেয়া যাবে। আজকে তাই একটা দিলাম। তবে জায়গা টা ছবির চেয়েও সুন্দর।

Langkawi Jetty

pentai chenang, Langkawi

Langkawi

at sunset, Langkawi

View from Cable car

where last action of hindi DON movie shoot

high high near da sky

where last action of hindi DON movie shoot

Cable car, Langkawi

another beach in Langkawi

main symbol of Langkawi

কেউ মাইন্ড খাইয়েন না। তাইলে এডু স্যার ব্যান দিবো আমারে

নাহ্, রবিন ভাইএর আসলেই কিছু হইছে... :no:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কি কইবার চাও?
তানভীর ভাইএর পোস্টে বি...শা...ল এক কমেন্ট করলেন... :-B
আবার নিজের পোস্টে ছবি ছাড়াও কত্তকিছু লিখলেন... :-B
তাই :just: কইতেছিলাম আর কি...???? O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দিন বদলাইছে না।
😮 😮
সংসারে প্রবল বৈরাগ্য!
হেই দিন কি আর আছে?
সেকেন্ড লাস্ট ছবিটার জেনারের আরো গোটা বিশেক ছবি চাই :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
এইটা জনগনের দাবীতে রুপান্তরিত হয়ে গেছে। 😀
বস, সেকেন্ড লাস্ট ছবিটা দেইখ্যা মাইন্ড খাইছি... x-(
এত দূর থেইক্যা তুলছেন কেন্??? 😡
কাঁটা-কুটা কিছুই দেখি না... :no:
মানিক, বৈঠক খানার বাতিটা... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঠিক আছে। পরের পর্বে...। 🙂
আমার মুনে হয় সি-বীচের ছবি না দিলেও চলব 😀 😀 ।
জুনায়েদ, কামরুল কি কও???
রবিন আপ আপ।
Life is Mad.
কোনটার কথা বলতেছিস? মনরোভিয়ার "সি-সি বীচ"(Ce-Ce Beach)? নাকি ঝিকিপম বীচ 😉
সায়েদ ভাই, এইডা কি কইলেন??? x-(
ছবি অবশ্যই দিবেন... 😡
নাইলে আমরা কম্পারেটিভ স্টাডি কেমনে করব??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
রিবিন...দিস্ত, ফিটি ব্লিগ ভিলি হিইছি। :clap: :clap: :clap:
নিশ্চই হেব্বি মাস্তি কইরা আসছস? কোথায় কি করলি এইটা দিয়া একটা গল্প লেইখা ফেল, :just: ফটোব্লগ না।
সব কিছু তো লেখা যাইবো না। :))
😮 😮 😮
সেসব জায়গায় ইমো দিয়া চালায়া দিয়েন... B-)
আমরা বুইঝ্যা নিমু... 😉 :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
রবিন তি দিখি পিলাপিইনের ইমিশনকে ইকদিম দিম দিচ্ছিনা x-(
সিবাই সিমিদ্র সিইকতের কিছু প্রিকৃতিক ছিবি দিখবি বিলি ইশি কিরে বিসে ইছে, কিন্তি রবিনের তি দিখি কিনো খিবিরই নিই 😡 😡
দিস ইজ নিট ফিয়ার, দিস ইজ নিট ফিয়ার ইটইল 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
বিস, ভিলো কিথার দিনি নিইক্যা... :-B
ধিরা মিইর লিগান... x-(
ইমি ইন্ন দিকি তিকাইতিছি... O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইমিও ইকজ্যিক্টলি ইটাই ভিবতিছিলাম 🙁
ভিলো কিথার দিন ইসলিই চিলে গিছে।
দিখি ইজকির দিনটা ছিলিটাকে টিম দিই,
বিলাতো যিয়না, নিজির ভিল বিঝতি পিরি হিয়তো সিমিদ্র সিইকতের কিছু প্রিকৃতিক ছিবি ইপলিড কিরলিও কিরতি পিরি 😀
কিন্তি দিস ইজ দি লিস্ট টিম, ইর পির ইর কিনো নিটিশ নিই, ডিরিক্ট মিইর 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
ভি, ইমি ইগেও খিয়াল কিরেছি যি ইপনার মিনটা খিব নিরম... :dreamy:
ইর ইপনি মিনুষকে খিব বিশ্বিস কিরেন... :dreamy:
যিই হিক, ইপনার কিথা মিত ইজকের দিনিটা দিখি... :-B
ইশা কিরছি রবিন ভি ইমাদেরকে হির্ড লিইনে যিতে বিধ্য কিরবেন নি... O:-)
ইফ টিপিকঃ দির থিকে পিরা ভিষায় লিখা দিখতে তি হিভি লিগে... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তিবি তিই হিক
ইজকের দিনিটা দেখি।
ইরপির জিস্ট গিল্লি :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাই, ডরাইতেছি তো। যিমনে সবাই হুমকি দিতাছে। আর দিলে তো এডু স্যার দিবো ব্যান কইরা। কেমনে কি। এমনিতেই রেড বুক আপডেট করা হইছে।
রিড বিক? তিই রিড বিকের দিহাই দিচ্ছিস? ইটি কিন্তু ঠিক হিচ্ছিনা x-(
রিডবিকে ছিবি ব্লিগ নিয়া কিছি নিই x-(
দিরি কিরিসনা বিপ, তিড়াতিড়ি সিমিদ্র সিইকতের কিছু প্রিকৃতিক ছিবি ইপলিড কির। B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইউম ভাই ও জুনায়েদের কথার সাবটাইটেল চাই 🙁 🙁 :(( :(( ~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x( :bash: :bash: :no: :no:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পুরা :just: ঝিকি ঝিকি পম পম... :awesome: :awesome: :awesome:
পিরা ভিষায় ইটা ঝিকিঝিকি পিমপিম হিবে 😀 😀 😀
:khekz: :khekz:
ঝিকিঝিকি পিমপিম
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
:)) :)) :pira: :pira: :pira:
ওই যে আবারো রবিন্সমাইল x-( x-(
সুন্দর। ছবিগুলো বড় হলে আরেকটু মজা হতো। :thumbup:
এতো মজা খুজিস কেন?
রিবিন দিস্ত হিবি হইছে :awesome: :tuski:
তিরে :hatsoff: :hatsoff: :hatsoff:
:just: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
রবিন ছবি ভাল হইছে।
ইয়ে আর নাই?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আরো আছে ভাই।