ফটোব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-০৩ (শেষ পর্ব)

শেষ তিন দিন সিসিবি তে আসতে পারি নাই। এসেই দুইটা মন খারাপ করার মতো খবর। মশিঊর ভাই এর টা আগেই একক থেকে শুনেছি।
দুইটা এমব্যাসী আর ব্যাংকে দৌড়াতে দৌড়াতে জান শেষ। একবার বলে এই পেপার দাও, আবার ওইটা। টুরিস্ট ভিসা এর যদি এই হাল হয়, না জানি অন্যগুলার কি হয়।
আজকে আসলাম সিসিবি তে। অনেক গুলা লেখা জমছে। সব পড়তে পারি নাই। হিট টুসকি পড়লাম। আর তাইফুর ভাই এর লেখা। যাক, তাইফুর ভাই ডজিং আর খালি কমেন্ট বাদ দিয়া লেখা দিছে। অনেকগুলা লেখা। টাইম নিয়ে পড়তে হবে। কালকে সকালে আবার প্রথমে ব্যাংকে যাবো তারপর একটা পেপার নিয়ে এমব্যাসী।
তাই আপাতত আরেকবার ডজিং দেই। আমার সেলোগ্রাফী এর শেষ পর্ব (আপাতত)।
(ওই মাস্ফু, তুই জানি ফেসবুকে কি ম্যাসেজ দিছোস?)


ড্রীম ওয়ার্ল্ড, থাইল্যান্ড
মেঘলা, বান্দরবন
মেঘলা, বান্দরবন
আমার অফিস
আমার অফিস

কাপ্তাই লেক
কাপ্তাই লেক
ডিজে পার্টি
ডিজে পার্টি
সাফারি পার্ক, থাইল্যান্ড
সাফারি পার্ক, থাইল্যান্ড
বন্যার সময়, মানিকগঞ্জ

বন্যার সময়, মানিকগঞ্জ
ইনানি বিচ

ইনানি বিচ
শুভলং, রাংগামাটি

শুভলং, রাংগামাটি
মাটি থেকে অনেক উপরে, প্লেন থেকে
মাটি থেকে অনেক উপরে, প্লেন থেকে
কবে যে কিনমু
কবে যে কিনমু

৩,২৮০ বার দেখা হয়েছে

৩৯ টি মন্তব্য : “ফটোব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-০৩ (শেষ পর্ব)”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    ইস কবে যে কিনমু 🙁 🙁 🙁


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    তুই লাস্ট ছবির ক্যাপশন দেস না ...
    আগেও খিয়াল করছি ...
    এইডা কি একটা 'ইস্টাইল' ???
    বহুৎ হইসে, এ্যালা সায়েন্সফিকশান নামা। 😀


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    রবিন ভি, ফিঁকিবিজি বিদ দিয়া তিড়িতিড়ি 'উদ্ভট ফ্যান্টাসী-৩' নিমান... 🙁

    অন দ্যা টপিক- 'আপাতত শেষ পর্ব' মানি না...এইডা দুই দিন পরপর চাই... :((


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।