শেষ তিন দিন সিসিবি তে আসতে পারি নাই। এসেই দুইটা মন খারাপ করার মতো খবর। মশিঊর ভাই এর টা আগেই একক থেকে শুনেছি।
দুইটা এমব্যাসী আর ব্যাংকে দৌড়াতে দৌড়াতে জান শেষ। একবার বলে এই পেপার দাও, আবার ওইটা। টুরিস্ট ভিসা এর যদি এই হাল হয়, না জানি অন্যগুলার কি হয়।
আজকে আসলাম সিসিবি তে। অনেক গুলা লেখা জমছে। সব পড়তে পারি নাই। হিট টুসকি পড়লাম। আর তাইফুর ভাই এর লেখা। যাক, তাইফুর ভাই ডজিং আর খালি কমেন্ট বাদ দিয়া লেখা দিছে। অনেকগুলা লেখা। টাইম নিয়ে পড়তে হবে। কালকে সকালে আবার প্রথমে ব্যাংকে যাবো তারপর একটা পেপার নিয়ে এমব্যাসী।
তাই আপাতত আরেকবার ডজিং দেই। আমার সেলোগ্রাফী এর শেষ পর্ব (আপাতত)।
(ওই মাস্ফু, তুই জানি ফেসবুকে কি ম্যাসেজ দিছোস?)
ড্রীম ওয়ার্ল্ড, থাইল্যান্ড
মেঘলা, বান্দরবন
আমার অফিস
কাপ্তাই লেক
ডিজে পার্টি
সাফারি পার্ক, থাইল্যান্ড
বন্যার সময়, মানিকগঞ্জ
ইনানি বিচ
শুভলং, রাংগামাটি
মাটি থেকে অনেক উপরে, প্লেন থেকে
কবে যে কিনমু
:boss: :boss: :boss: :boss:
:salute:
শেষ ছবিটার টাইটেল আমি দিই???
😀 😀 😛 😛
Life is Mad.
ডিজে পার্টির মোটে একটা তাও হালকার উপরে ঝাপসা ছবি দিবার লাইগা রবিনের সানগ্লাস, কালো গেন্জি শুদ্ধা ভ্যান চাই x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
ar jeisob ache DJ party er, oigula dile ami asolei BAN khamu
'নিঃশেষে প্রাণ, যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই'
সকলের তরে dj'র সেই রকম ছবি দিয়া, ভ্যান খায়া, আত্মোৎসর্গের মাধ্যমে চিরস্মরণীয় হওয়ার সুজোগ হাতছারা করিস না ভাইডি। :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
bhai re, CCB theke korbani hobar risk nite chai na. mail add den. mail koira dei
আমিও ডিজে পার্টির ছবি দেখপো.... :(( :(( :((
ইস কবে যে কিনমু 🙁 🙁 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
:(( :((
মানিকগঞ্জের ছবিটা দারুন। হায়রে এই দারুনে সেখানে থাকা মানুষগুলার না জানি কি নিদারুন দিন কেটেছিল।
বাহ ইনানীর ছবিটা তোএকেবারে ফটোগ্রাফির নিয়মকানুন(১/৩ র্যাশিও) মাইনা তোলা।বাকীগুলাও জোস
:boss: :hug: :hug: :clap: :clap:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
eita abar ki jinis? bujaiya bol
তুই লাস্ট ছবির ক্যাপশন দেস না ...
আগেও খিয়াল করছি ...
এইডা কি একটা 'ইস্টাইল' ???
বহুৎ হইসে, এ্যালা সায়েন্সফিকশান নামা। 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
apni age lekha den dekhi
ভাই Lambo টা দেইখা লালা পরতাসে........এইগুলা আর দিয়েন না ভাই, জামাকাপর নষ্ট হইয়া যায়। 🙁
রাফি, তোমার কথা বার্তা সুবিধার মনে হচ্ছে না...লালা পইড়া জামা-কাপড় নষ্ট হয়??? 😮
নাকি তোমার অন্য কিছুও পড়ে????? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
rafi, dhoro, aro lala felar bebosta korlam.:)
:khekz: :khekz: :khekz:
নিজের ছবি দিয়া কস লালা ফেলার ব্যবস্থা করলাম।
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
রবিন ভাই... আপনি এতো সু......... :grr: :grr: :grr:
=))
সংসারে প্রবল বৈরাগ্য!
পোলাপাইন, বিশাআআআল বদ
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
রবিন ভি, ফিঁকিবিজি বিদ দিয়া তিড়িতিড়ি 'উদ্ভট ফ্যান্টাসী-৩' নিমান... 🙁
অন দ্যা টপিক- 'আপাতত শেষ পর্ব' মানি না...এইডা দুই দিন পরপর চাই... :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
apatoto r dile taifur bhai amare permanent dodger banaiya dibo. ar utvot fantasy-3 will coming very soon
ডেইট দে ব্যাটা x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
দুনিয়ার ফাঁকিবাজ নিপাত যাক। 😉 😉
অফটপিকঃ
আমার মেইল আইডি তো তোর কাছে আছেই। ডিজে পার্টি'র কিছু হালকা সেই রকম ছবি তো দিলি না। 😉 😉
গাড়ী'র ছবি দেইখাই পোলাপান লালা ফেইলা জামা-কাপড় ...
ডিজে'র ছবি দিস না রবিন
পোলাপাইনের কন্ট্রোল ক্ষমতা কম।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ji bhai. etodineu pola pan re kichu sikhaite parlen na
রবিন, ছবিগুলা সুন্দর হইলেও এইভাবে জাস্ট ছবি আর ক্যাপশন দিয়া আমাদেরকে ভুজুং-ভাজুং দিতে পারবিনা! x-( x-(
তাড়াতাড়ি লেখা নামা!
beta, r kotodin comment er upor thakbi? lekhar debut kor
ওইটা পারলে কি আর এতদিন অপেক্ষা করি!
তানভীরের লেখা চাই. দিতে হবে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সহমত। তানভীর ভাই না-লিখলে আমি ওনারে নিয়া ব্লগ লিখমু (অনেক তথ্য ফাঁস হইয়া যাইব, বুইজঝেন কিন্তু।)
আলম লিখো, এগিয়ে যাও
আলম, ভাই আমি তোমার কোন পাকা ধানে মই দিছি? কলেজে থাকতেও তো মনে হয় তোমাদের খুব একটা ডিস্টার্ব করি নাই। আমার ইজ্জত নিয়া টানাটানি না করলে কি হয়না?
বাসায় একটা জং ধরা পিসি আছে, ওইটা ঠিক করাইতেও ইচ্ছা হয়না। আর অফিসে বইসা যাই হোক, ব্লগ লিখা সম্ভব না!
আলম, সিনিয়রকে হুমকি দেয়ার অপরাধে দুইটা ইবি ইস্যু হইল তোমার নামে! :grr: :grr: :grr:
এইবার আমি তোরে ধরলাম :grr: :grr:
জংধরা পিসিটা ঠিক করায়া ঐটা দিয়াই লেইখা ফালা বাপধন 😛 দরকার পড়লে গেরামিন নিয়াই কিছু লেখ 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
ভালো কথা, তানভীর গেরামিন নিয়া লেখ।
পাবলিক যত যাই কউক, বাংলাদেশের উপরে আসলে দেশ নাই।
আমরা নিজেরাই নষ্ট করি ফেলি সব।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এক মত