ডিস্ক্লেইমারঃ যারা জানেন না, তাদের জন্য।
আজকের দুনিয়ায় ফেসবুক ব্যবহার করেন না, এমন মানুষ খুব কম। আমি আগেও একটা লেখায় লিখেছিলাম যে, ফেসবুক একাউন্ট এখন স্ট্যাটাস সিম্বল হয়ে দাড়িয়েছে।সেইদিন এক ফ্রেন্ড এর সাথে কথা বলতে বলতে বল্লো যে, এই সপ্তাহে কক্সবাজার থেকে ঘুরে আসলাম। আমি খুব রাগ করে বললাম, তোমরা গেলে অথচ জানালে না? তাহলে আমিও যাইতাম। সে খুব স্বাভাবিক ভাবে বল্লো, কেনো ফেসবুক এ স্ট্যাটাস এ তো দিয়েছিলাম কে কে যাবে? তখন বললেই পারতে। বুঝেন কাহিনি।
সেদিন আমাদের মিজান কলেজের অনেক গুলো ছবি ফেসবুক এ আপলোড করেছিলো। যার অনেকগুলাই আমার কাছে ছিলো না। তো ওর এলব্যাম থেকে সেভ করা শুরু করলাম। কিন্তু কিছিখন পির দিখলিম সি দিরিন বিরিক্তিকির। কারন মোট ৪টা এলব্যাম থেকে ২৪০টা ছবি একটা একটা করে সেভ করা খুবই বিরক্তিকর।অথচ আমাদের প্রায়ই এরকম মনে হয় আরে একসাথে যদি পুরো এলব্যাম ডাউনলোড করতে পারতাম তাহলে খুব ভালো হতো।
সেই থেকে খুজে হঠাত পেলাম ফায়ারফক্সের একটি এ্যাডঅন্স। নাম হলো Facepad. তেমন কিছুই করতে হবে না। শুধু নীচের লিংক থেকে এ্যাডঅন্স টি ডাউনলোড করে ইন্সটল করুন। তারপর যে এ্যালবামটি ডাউনলোড করতে চাচ্ছেন তার উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Download Album with FacePAD এ ক্লিক পরবর্তী ম্যাসেজে Ok করুন। এবার একে একে ফাইলগুলোর সেভ ডায়ালগ বক্স আসবে সেখানে সেভ করলেই হবে।
ডাউনলোড লিংকঃ ক্লিক করুন
১ম নাকি??? 🙂 🙂
রবিন ভাই , এইটা কি শুধু FireFox এ কাজ করবে?? অপেরা তে কাজ় করবে না??
এটা শুধু firefox এর জন্য।
ধন্যবাদ রবিন ভাই।
আচ্ছা, নকিয়া এন সিরিজ অথবা নকিয়া এক্সপ্রেস মিউজিক মোবাইলে কি সিসিবি দেখার কোন ব্যাবস্থা আছে?? কেউ জানলে বলবেন প্লিজ। 🙂
অপেরা মিনি দিয়ে ট্রাই করো
Facedown name ekta software use kortam. But fb theke oita ban kore dise.
Bohut kam er jinish robin vai. :salute:
ধন্যবাদ রবিন ভাই, খুব কাজের জিনিষ ...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
জটিল জিনিস ......... :boss: :boss: :boss:
অনীতার কি হইলো জানতে মঞ্চায় ......
অনীতা মনে হয় এখন নীলের ফেইসবুক এলবাম ডাউনলোড করতাছে ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
নীলের ফেসবুকে তো নীলিমার ছবি ...... অনীতা নীলিমার ছবি দিয়া কি করবে ????
হেইডা তো আমারো কুশ্চেন 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আরেকটা ব্যাপার খেয়াল কর দোস্ত ------
রবিন তার কোন ফ্রেন্ডরে তুমি কইরা কয় ?????
অরে মনে হয় রিমান্ডে নেয়া লাগে, কি কস দোস্ত 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
:grr:
ভাই, ফ্রেন্ড ছিলো এক ভাবি।
দোস্ত ভাল জিনিস দেখাইলি । 😀
আমি কেন যেন ডাউনলোড করতে পারতেছিনা... আবার ডাউনলোড যাও হয় সেটাকে সেভ করার পর ডাবল ক্লিক করলে ইন্সটল নাহয়ে সেভকৃত ফাইলটা খোলার জন্য ওয়েব থেকে প্রগ্রাম খুঁজতে থাকে...এমুন ক্যান????
এইটা কি শুধু মজিলা ফায়ারফক্সের জন্য প্রযোজ্য নাকি যেকোন ব্রাউজারের জন্য?
ভাইয়া, এটা শুধু মজিলা ফায়ারফক্সের জন্য।
ok...rogger that...
হায়!!! হায়!!! আমারতো ফেইসবুক এ এ্যাকাউন্ট নাই।
রবিন ভাই, ভালবাসার বন্ধুত্ব এর পরের পর্ব কখন দিচ্ছেন? 🙂
করে ফেলেন ভাবি। ঐটা লেখার সময় পাইতেছি না। ইদানিং দেখেন না সিসিবি এর নীরব পাঠক হয়ে গেছি। আরো কিছুদিন থাকবো
রিবিন ভিইয়া কি ইচ্ছি কিরি ইমিন লিখিছি?
:-/
নিজের ভাষাটাকে একটু প্র্যাকটিসে রাখলাম আর কি :))
কামের পোষ্ট :thumbup: :thumbup: :thumbup:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
দরকারী পোস্ট...
আর ছবি ডাউনলোড......দীর্ঘশ্বাসের ইমো......(এই ইমোটার খুব প্রয়োজন )
ধন্যবাদ রবিন ভাই। কাজে লাগবে।
ফায়ারফক্স রক্স। 🙂
x-( x-( x-( ki mone kore jani scroll kore niche namsilam..robin,tomare paya nei thamo! :duel:
sobai k bole bole kan jhalapala kore dei,keu jaina tokhn, ar ekhon amar dosh,na?? x-( nahh,valo manus er kono dam nai duniyai :no:
মিথ্যা তো বলি নাই।
ধন্যবাদ :boss: