
বুলেট খরচ না করেই তৃতীয় বিশ্বযুদ্ধ জিতে চীন। কথিত আছে, তাদের ল্যাবরেটরীতে তৈরী করা করোনা ভাইরাস কোভিড অতিমারির কারণ। বিশ্বব্যাপী সেই মহামারি থেকে বাঁচতে লকডাউনের বকলমে মানুষ নিজেদের ঘরবন্দী করে। নিতান্ত প্রয়োজনে বাইরে বের হত মুখোশ পরে। প্রকৃতির সবচেয়ে বড় ক্ষতি করে মানুষ। তাদের ঘরবন্দী থাকাকালে ক্ষতি গ্রস্ত প্রকৃতির নিরাময় শুরু হয়। সমুদ্র সৈকতের কাছাকাছি আবার দেখা যায় ডলফিন। লুপ্তপ্রায় প্রাণি বা উদ্ভিদের খোঁজ পাওয়া যেতে তাকে স্যাটেলাইটের মাধ্যমে।
বিস্তারিত»