চেইন মেইল থেকে ছবি ব্লগ

চেইন মেইলকে ব্লগে রূপ দেওয়ার আইডিয়াটা রবিনের কাছ থেকে নিলাম। 😀 (রবিনের উপর দিয়া চালাইলেও স্পষ্ট মনে আছে আমিও এর আগে ডায়নোসোরের বিরানি নিয়া একটা পোস্ট মারছিলাম।) আসলে কয়েকদিন কিছু না লিখলে আঙুলগুলা নিশপিষ করতে থাকে!

আজ এরকম একটা ছবি ব্লগের চেইন মেইল পেয়ে মনে হলো, ধার করা মজাটা শেয়ার করে ফেলি। বলা হচ্ছে এগুলো ভারতের ছবি। কিন্তু প্রথম ছবিটা কেমন জানি শ্রীলংকার মনে হচ্ছে! ক্রিকেট কাভার করতে গিয়ে ওখানকার সি-বিচ থেকে এরকম একগাদা ছবি তুলে এনেছিল প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক শামসুল হক টেংকু। আমরা ভীষণ মজা করে দেখেছিলাম। তাই ওই ছবিটা নিয়ে সন্দেহ আছে। তবে শ্রীলংকান কালচার যদি ভারতে রপ্তানি হয়ে থাকে তাহলে নিশ্চিত আমাদের সিসিবির পোলাপাইন এখনই কক্সবাজার বা কুয়াকাটায় গিয়া চেষ্টা কইরা দেখতে পারে!! সাংস্কৃতিক আগ্রাসন বলে কথা।

its-india-1
ছাতির আড়ালে কে কে থাকতে পারে কল্পনা করো! জি-ব, মা-জাফ্রে, কা-??, কা-???

its-india-2
কামরুলের বাসায় সিসিবির জন্য এইরকম একটা আয়োজন হতে পারে, সেখানে মুহাম্মদ সিনেমা দেখতে দেখতে আমাদের ব্যাখ্যা-বিশ্লেষণ করবে

its-india-3
সিসিবির পাঙ্গা পোস্টের মতো সব আউলাইয়া গেছে!!

its-india-4
এইডা কুনু ছবির বিষয় হইতে পারে? বিষয়টা আরো খারাপ হইতে পারতো?

(লেখা : জুন ১০, ২০০৯)

৬,২৩৩ বার দেখা হয়েছে

১১৩ টি মন্তব্য : “চেইন মেইল থেকে ছবি ব্লগ”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    আহ হা... কি দেখাইলেন সানা ভাই 😀 (ক.রা. গোলকধাধা)

    তবে ছবির চেয়ে ক্যাপশন গুলো পড়ে বেশি মজা পাইছি...

    :pira: :pira:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    রবীন্দ্র হাউজ ছাতায় বিশ্বাসী নয় দেখা যাইতাছে। তয় সাদা একটা দেখা যাইতাছে হস্পিটালের, এডমিট ক্যাডায় আছে ডাক্তার সাবের কাছে দেখন লাগব এখন :grr: :grr:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. মইনুল (১৯৯২-১৯৯৮)

    পোস্টটা গতকাল দেখলাম ......... প্রথম ছবির কাহিনী ধরতে পারলাম আজকে ...... 😮 😮 😮 😮 😮

    ওরে ...... কেউ আমাকে বাচা রে ......... আমি টিউব লাইট থেকে হ্যাজাক বাত্তি হইয়া যাইতেসি ...... :(( :(( :(( :(( :((

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    অতি কষ্টে পিরা থিকা উঠছিলাম, কিন্তু ছবির ক্যাপশন গুলা আরেকবার পিড়া ঠাশ কিরা আবার পিরা গিলাম =))

    এইডা কুনু ছবির বিষয় হইতে পারে? বিষয়টা আরো খারাপ হইতে পারতো?

    =)) :goragori:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।