আজকে যদিও বুধবার, তাও আমরা সেজেগুজে কালচারাল ফাংশন দেখতে আর স্পেশাল ডিনার খাইতে গেলাম।
তার আগে সন্ধ্যা বেলায় হলো মুড়ি পার্টি, সেই আগের মত দুই হাত ভরে মুড়ি নিয়ে এসে
উপরটা চেটে দেয়া, যেন আর কেউ না নিতে পারে…এবার অবশ্য আমি ভালু মেয়ে
ছিলাম, নিজেই দুহাত ভরা মুড়ি নিয়ে নিয়ে এসে সবাইকে দিয়েছি…ভুটি, মনে আছে, তুই কেমন খাইষ্টা ছিলি? চেটে দিলেও তুই নিয়ে খেয়ে ফেলতি? উরে বাপরে, তুই তো আবার ভুটি ডাকলে তেড়ে মারতে আসিস এখন…ক্যান, আমি বুঝি ঝ্যাং ডাকলে খেপি?
সন্ধ্যায় ফাংশন ছিল, নোমান এসে সবাইরে কলেজ সাবধান করাল, তারপর কালচারাল প্রিফেক্ট বিষ্টি অনুষ্ঠানের রেসপন্সিবিলিটি ম্যাক্স কে হ্যান্ডোভার করল…আমরা সব কলেজগুলা দৌড়াদৌড়ি করে স্টেজে উঠে গেলাম, সবাই মিলে কোরাস গাইতে চাইছিলাম, ক্যাডেট কলেজগুলার জাতীয় সঙ্গীত, আমরা করবো জয়, (ইন দ্য ইয়ার অফ নাইন্টিন থার্টি নাইন থেকে প্রতিটা ব্যাচই ট্যালেন্ট শোতে যেই গান কোরাস গায়)…সবাই মনে হয় খুব দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করতেছিল বিধায় কারও গানই শুনা যায় নাই।
এরপর স্টেজে কয়েকজন এসে গিটার হাতে খাণিক্ষণ খুব চিল্লাপাল্লা করল, তারপর কয়েকজন এসে মাইক নিয়ে ঘ্যানঘ্যান করল (আশরাফ, পরোটা ভাজো এখনো?, রায়হান, এমন ভুয়া জোক করলিরে ব্যাটা? ), এরপর একটা স্লাইড শো দেখানো হইল, দুঃখের বিষয় আমি এইটা মিস করছি, সবাই বলসে ফাটাফাটি হইছে নাকি, বিশেষ করে এক্সকারশনে এমজিসিসির বাসের সামনে কয়েজন বয়েজ ক্যাডেটের ছবি (ওদের বাস ছিল না, তাই আমাদের কাছে লিফট চাচ্ছিল B-) )
এরপর কেক জবাই করা হল, তারপর অনেক্ষণ নিচে দাঁড়ায়ে গল্প…এরপর ডিনারের বেল পড়ল…ডাইনিং হল…ভৌতিক স্বরে বিইইইইসমিল্লাহ, নাবিল মনে আছে, সিতারা ম্যডাম আর আমার ট্যাটু? বয়েজ, তোমরা বিসমিল্লাহ বলোনি কেন?? মেনু সেই ফুলাও, খাবাব, মুরগ…সাথে অবশ্য ভেজিটেবল ছিল, আর স্পেশাল হলুদ রঙের মাউন্টেন ডিউ। তাবা, তোরে যে আমি আমার মুরগীটা দিয়ে দিলাম, একটা কাবাব তো দিতে পারতিরে বেটি…কিংবা এক চুমুক ডিউ… চারটা টেবিলের মাঝে একটা টেবিল পুরাই এমজিসিসি, ২৭ জন!!! এমজিসিসি পাথড়ায় লিখতে পারতাম, লিখলাম না, যাহ…৯৯ ব্যাচ পাথড়ায় (কপিরাইটঃ জুনা ভাই)
রাতে ফেরার সময় সবার সময় দেখা হচ্ছিল, কলি, কৃষ্ণচূড়া ফুটে গেল নাকি রে? বাঁধন, এত ক্রএ ডাকলাম, আসলা না ক্যান? খুব ইচ্ছা ছিল তুমি নেকাব পড়ে কেমনে খাও এটা দেখার :grr: একদম শেষে দেখা হলো তুহিনদের সাথে… তুহিন, হাত কি খুব বেশি চুলকায়?? O:-)
আমি খুবই তুচ্ছ মানুষ, গর্ব করার মত কিছু করিনি সারা জীবনে… খুব সাধারণ ভাবে, খুব সাধারণ একটা জীবনে আমার বসবাস। কেবল একটা ব্যাপার চলে আসলেই আমার চোখ জ্বলজ্বল করে ওঠে, আমার কলেজ জীবন…জানি গর্ব করা ভাল নয়…এই একটা জিনিস নিয়ে একটু গর্ব করলে কি আল্লাহ পাক বেশি রাগ করবে? মনে হয় না…
😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
🙂
রায়হান ভাই, কেমন ভুয়া জোক করছিলেন? 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভলা যাবে না। তোর আপুরে জিজ্ঞেস কর। সে অনেক রক হইছে আমার জোক শুনে ... 😛
মাস্ফু ভাই মাহমুদের ব্লগে কি এক জোকারের নাম নাকি বলছে 😛
মানুষ তার স্বপ্নের সমান বড়
কি রে কায়িক তো দেখি বিখ্যাত ব্যক্তি!!! 😮
😀 :))
তোর ফ্লপ শো আজকে আমার জন্য অন্যতম প্রধাণ বিনোদনের উৎস ছিল :awesome: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
:shy: :shy:
হায় রায়হান বেচারা অনেক কসরত করে জোক্সগুলা বলছিল, কিন্তু লাভ হয় নাইক্কা। 😀 😀
রহমান, আহসান, অনিন্দ্য বাদে সবগুলাই খাইছে ... :)) :)) :))
আল্টিমেটলি কলেজ জীবনই রক করে.. 😛
আজকের সবকিছু আসলেই সেইরকম হইছে। এত জন আসবে ভাবতেই পারি নাই। আমাদের কলেজের ২৩ জন। ফার্স্ট হৈতে পারলাম না।
ঝামেলার মধ্যে যেটা হৈছে তা হল, আমার কান এখনও ব্যথা করতেছে।
হু আজকে অনেক জনের সাথে দেখা হইছে 🙂 আমরাও ভাবিনাই এত জন আসবে
এই জন্যই গেলাম না 😀 গেলে খাওয়ার কম পরতে পারত 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
যাক , তুহিনের উপর দিয়া গেল। প্ল্যানটা যদিও আমার ছিল 😛
সাতেও নাই, পাঁচেও নাই
তাই নাকি তরফদার সাহেব? :grr:
প্ল্যানটা যে তুমার ঝানায়া ভাল কাজ করস :grr: :grr:
তুহিনের ঘটনা ঝাতি ঝানতে চায় 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
ঐ
আমিও ঝন্তেছাই...
ঝ্যাঙ্গু ঝঠিল লিখছিস। বাধনটা ব্লগে এতো চিক্কুর পারে, আর আজকে ডাকলাম কিন্তু আসলো না। 😛
আজকের আয়োজনটা সত্যি ফাটাফাটি ছিল। সত্যি সত্যি ...
ঝঠিল লিখেছি? B-) দন্যবাদ
দন্যবাধ অভে
?????
মানে কি?
ধন্যবাদ হবে
😀 😀
আপু অসাধারণ!ধুর আমার দাওয়াত ছিল যাইলেই পারতাম-খাইয়া খুইয়া চইলা আসতাম 🙁
আসতেন...আসলেই খুব মজা হইছে। না এসে ভুল করছেন। সেইরকম চিল্লাপাল্লা...
🙁 যুদি খাওয়া দাওয়া শর্ট পড়তো?তাছাড়া আজকে তোমার :just: হবু ভাবীর বাসায় আজকে দাওয়াত ছিল :shy: :shy: একবার ভাবলাম ওরে শুদ্দা যাই কিন্তু ছুডু ভাইদের সামনে এট্টু "সিঙ্গেল-ভদ্র ছেলে" পার্ট না নিলে কি আর হয় বলো?
কবে যে আমার দাওয়াত থাকবে :dreamy: :dreamy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সম্পুর্ন একমত ... :hatsoff: :hatsoff: :hatsoff:
এখন আর নিয়মিত লেখনা কেন ???
ব্লগ লিখতে গিয়ে আজকে আবিষ্কার করলাম ভাইয়া, আমি আসলে লিখাপড়া সব ভুলে গেছি 🙁
হুম। এমন জন্মদিন আমরা করেছিলাম সেই ইন দ্য ইয়ার টু থাউসেন্ট থ্রি ইন বুয়েট ক্যাফেটেরিয়া....... অল ক্রেডিট গোওস টু দ্য বয়েজ (কপিরাইট: শওকত ভাই)
ভুয়েট ক্যাফে দেখা যায় দারুণ রোক করে B-)
@আমিন,
হাটুবাহিনীর চক্করে পড়ে আমি সবকিছুই মিস করি...
:bash: :bash: :bash: :bash:
দোস্ত,
এই কথাটা আমার একদম মনের কথা...
আমি আজো খুব বেশি সাধারণ। তাই কোথাও মিশ খাইতে পারিনা 🙁
আবারো আফসোস হইলো আজকে থাকতে না পারার জন্য। অন্তত সবাইরে দেখতে পাইতাম অ-নে-ক দিন পরে... ...
বর্ণনা দিয়ে তৃতীয় চোখে সব দেখিয়ে দেয়ার জন্য ধন্যবাদ :boss:
ব্যাপার না, নেক্সট টাইম 🙂
🙁 🙁
বন্ধুত্বের এক দশকের শুভেচ্ছা। :clap:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ধন্যবাদ 🙂
ঐ!
খুব ভালো লাগলো পড়ে।
অ, ট, আমাদের বন্ধুত্বের বয়স দেখি আঙ্গুলে গুইনা শেষ করা যাইতেসেনা,
😀
কত্ত পুরানো মানুষ আপনি !!
:hug: :hug: :hug:
:salute: :salute:
সেলিনা আপা, কেমন আছেন আপা?
বুড়ি হয়ে যাইতেসেন তো :grr:
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপু।
অনেকদিন পরে কিছু লেখলা।
আমারে কেউ মিস করে না :(( :((
(সামিয়ার লেখা দেখে আমিও মিস করতেছি ওরে 😀 স্যাম লেখা শুরু করে দে)
তপু ভাই আছেন কেমন? হু অনেকদিন পর লিখলাম 🙂
@ ফয়সাল, লিখার চেষ্টা করব 🙂
আরে! সামিয়া দেখি লিখছে!! 😛 😛
ইস্! কি মজাটাই না করলা!! আমরা এরকম মজা করতে পারলাম না! 🙁
বন্ধুত্বের এক দশকের শুভেচ্ছা। 🙂
লেখালেখি আবার চালু করে দাও, তোমার লেখা আমরা মিস্ করি।
তানভীর ভাই ভাল আছেন? 🙂
অনেক মজা হইছে ভাইয়া, আসলেই অনেক মজা হইছে।
আপনারা মজা করতে পারলেন না কেন? আমরা তো একদিন মজা করছি, আপনারা প্রতিদিন করবেন 🙂
দশক পূর্তি জোড়ায় পালন করায় অভিনন্দন 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
পোলাটারে কষে দুইটা থাবর দিব, গুরুজনদের সাথে আজাইরা জিনিসপাতি লিখে বেড়ায় 😐
আপনার কথা কই নাই কিন্তুক, কমেন্ট মিসট্রান্সলেট কইরেন না :-B
ডরাইছি আপু 😕 মাথা খারাপ হৈছে মিসট্রান্সলেট করুম? মাথার একটা মায়া আছেনা? ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
=))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সেই রকম একটা গেট টুগেদার হইল,
যাওয়ার পর পরই সবাইকে দেখে বুকে জড়িয়ে ধরা,
টিশার্ট নিতে গিয়ে কলেজে পুলওভার নিতে যাবার মত কাড়াকাড়ি,
চানাচুর মুড়ি পার্টি,
মুড়ি ছিটিয়ে গোসল করানো,
অডিটরিয়ামে সীট নিয়া কাড়াকাড়ি,
ফাটা দেওয়া,
এক তালি,
আমরা করবো জয়/আমরা সবাই রাজা (গান গাইতে আমিও উঠছিলাম, কিন্তু চিল্লাচিল্লিতে কোন গান সেইটা আমিও বুঝি নাই 🙁 )
স্মৃতি চারণ
গান
ফ্লপ
প্যারোডি
কেক কাটা,
আবার গান
বুয়েট ক্যাফেতে আবারো ডাইনিং হলের মত চিল্লাচিল্লি ও টেবিল চাপড়ানো
কলেজের স্পেশাল ডিনার (কাবাব, পোলাও, চিকেন, ইংলিশ ডিনারের ভেজিটেবল, মাউন্টেন ডিউ, চকলেট কেক, সালাদ, পিয়াজ, মরিচ... বইলা শ্যাষ করা যাবে না)
বেনসন
আবার গোল হইয়া বইসা চিল্লাচিল্লি..
ধাওয়া-পাল্টাধাওয়া
এক হোন্ডাওয়ালার (ওই পুলা নাকি ক্যাডেট !!!) পাট মারা
ছবি তোলাতো পুরাটা টাইম ই চলছে...
প্রথম দিন তোমার কমেন্ট না পেয়ে মনে করছি তুমি বুঝি মাইন্ড খাইছ 😕 , এখন দেখি সিরাম বড় একখান কমেন্ট ঝুলতেছে 😀
সেইদিন আসলেই খুব মজা হইছে 🙂
অফটপিকঃ তুহিন হাতের উপরটা চুলকায় কেন? :-B
আইচ্ছা কেউ ছবি দিতাছে না ক্যান?
বন্ধুত্বের এক দশকের শুভেচ্ছা । তোমরা তো দেখি দারুন মজা করছো । :clap:
একদম সিরাম মজা করছি ভাইয়া 🙂
খুব সাধারণ একটা জীবনে আমার বসবাস। কেবল একটা ব্যাপার চলে আসলেই আমার চোখ জ্বলজ্বল করে ওঠে, আমার কলেজ জীবন…
🙁 🙁
লেখাটা খুব ভালো লাগলো আপু আর লাষ্ট এর লাইন গুলা সেরকম :boss:
🙂
🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😡
:duel:
আরে জ্বালা, রাগো ক্যান? কি করলাম? 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
স্যাম, তোরা ওইদিন মজা করছিস... এইটার ছবি দেইক্ষা মনডা কেমুন য্যান করতাছিল... 🙁
ও, আরেক্ষানকথাতুইয়ামারলেখাপড়িস্নানাকিকমেন্টকর্তেচাস্না?? 😡 😡
:-/
অনেক ফিচে ফইরা গেলাম মুনে অয় । ঝাই হোক,মঝার সময় তো ফিচে ফরি নাইক্কা । সাবাস স্যাম, ভালু হইছে । :clap: :clap: