সিসিবি থিম

অল্প ক’জন ক্যাডেটের সান্নিধ্যে জন্ম নেয়া সিসিবি প্রাঙ্গন আজ অনেক বড়, অনেক বিকশিত। হয়তো বলবেন এখনো শতভাগ পূর্ণাঙ্গতা আসেনি, তবুও মেনে নিতে হবেই সিসিবি প্লাটফর্মের বর্তমান অবস্থান ঈর্ষনীয় এবং প্রশংসার দাবীদার। শুধু স্মৃতিচারণের গন্ডীতেই নিজেদের আটকে না রেখে চিরতরুণ ক্যাডেটদের (এক্স-ক্যাডেট বলবো না, কারণ অন্তরে তারা আজো সেই পুরনো ক্যাডেটই রয়ে গিয়েছেন) বিচরণ ছড়িয়েছে বহুদূর। আজ এর সদস্য প্রায় হাজারের পথে এগুচ্ছে, আর পোষ্টের সংখ্যা তো বেশ আগেই দু’হাজারের মাইলফলক ছাড়িয়ে গিয়েছে।

আমার দৃষ্টিতে সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো সিসিবির সদস্যদের মধ্যে পারষ্পারিক সৌহার্দ্য, সম্প্রীতি, আন্তরিকতা; এবং যা সবচেয়ে বেশি জরুরী সেই পারষ্পারিক শ্রদ্ধাবোধ। আরো অনেকগুলো বাংলা ব্লগিং প্লাটফর্ম রয়েছে; এবং এদের প্রতি আমার পরিপূর্ণ শ্রদ্ধাবোধ বজিয়ে রেখে বলছি সেখানে দারুন সব পোষ্ট এবং প্রচুর সদস্য থাকলেও প্রায়সই নিন্দনীয় আচরণ চোখে পড়ে (আমি আবারো বলছি, আমি কোন ব্লগিং প্লাটফর্মকে মন্দ বলছি না, শুধু একটা রূপ যা মাঝে মাঝে গোলাপের মাঝে কাঁটার মতো হাতে রক্ত ঝরায় সেটা বোঝাচ্ছি; এবং তাও কোন বিশেষ প্রয়াসে নয়) ।

নিজের দৃষ্টিভঙ্গি থেকে বলি, দেশ ছেড়ে বহুদূরে পড়ে থেকে যখন একাকীত্বের গঞ্জনা অসহ্য মনে হয়, তখন এই সিসিবিই আমার একমাত্র সম্বল হয়ে দাড়িয়েছে। ব্লগের মাত্র হাতে গোনা কয়েকজন সদস্যকে আমি প্রত্যক্ষভাবে দেখেছি, কথা বলছে; বাকিদের ভার্চুয়াল অস্তিত্বেই আমি মিশে গিয়েছি, যেমনটি তারাও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছ্ন আমাদের সাথে। যখন ব্লগ প্রিন্সিপাল স্যার, কিংবা এডু স্যার, অথবা অন্য সিনিয়ররা ফ্রন্টরোল দিতে বলেন, নিজের অজান্তেই কেন জানি মুখে একটা হাসির রেখা ফুটে ওঠে, মনে হয় আজো আমি কলেজেই আছি, সবার সাথে। আসলে সম্পর্কের তীব্র সংজ্ঞাটা হয়তো সিসিবিতে না আসলে আমার শেখা হয়ে উঠতো না। যোজন দূর থেকে যখন মন খারাপের প্রহরে এই অদেখা- চিরচেনা মানুষগুলো স্বান্তনা দেয়, সত্যি বলছে এই আবেগহীন আমার মাঝেও আবগের বাজে একটা ঝড় উঠে যায়।

উলটা পালটা খাপছাড়া অনেক কিছু বলে ফেললাম, আসলে যেই জন্য এই পোষ্ট লিখতে বসেছিলাম সেটা বলি। ক’দিন আগে চোখে পড়লো সিসিবির কোন ব্লগীয় মটো অথবা থিম দেয়া হয়নি এখনো। (যেমন, সামুতে বাধ ভাঙ্গার আওয়াজ; কিংবা সচলে চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির)। অন্যান্য ব্লগের সাথে পাল্লা দিতে না, বরং নিজেদের একটা স্বকীয়তা সংরক্ষণের জন্য আমাদের একটা মটো হলে মন্দ হতো না; আপনারা কি বলেন? এডু স্যারদের যদি প্রস্তাবটা যথোপযোগী মনে হয় তবে একটু ভেবে দেখার বিনীত অনুরোধ রইল। সবার মতামত থাকলে সবাই মিলে বেশ কিছু মানানসই থিম প্রস্তাব করা যেতে পারে। পরবর্তীতে এডু-মডু স্যারদের সুবিবেচনায় আমরা দারুণ প্রাণবন্ত এবং অবশ্যই আমাদের পরিচায়ক, অর্থবহ একটা মটো পেতে পারি; অনেকটা অল ক্যাডেটীয় মটোর মতো। বারোটা ক্যাডেট কলেজের বারোটা মটো; আর সিসিবির হবে সর্বকলেজীয় :-B ।

এডু স্যার এবং টেকি বিশেষজ্ঞদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রইল; তাঁদের নিরলস প্রচেষ্টায় আজ সিসিবির যাত্রাপথ অনেক সুগম, সাবলীল। বিশেষত সিসিবি ডাটাবেস তৈরীতে তাঁরা যে পরিমাণ কষ্ট স্বীকার করছেন বা করতে যাচ্ছেন, সেজন্য অভিনন্দন জানিয়ে তাদের ছোট করার অপপ্রয়াসে আর লিপ্ত হবো না। সবশেষে বলবো ভালো থাকুন, সুস্থ্য থাকুন; এবং আমাদের প্রিয় সিসিবিকে আরো সমৃদ্ধ করুন। লং লিভ সিসিবি, লং লিভ ক্যাডেটস, লং লিভ বাংলাদেশ (এরকম কিছুই তো বলতো হাউস অ্যাসেম্বেলীর শেষে 😉 😉 ) |

( অস্বীকারক্তিমূলক বিবৃতিঃ পোষ্ট পড়ে কেউ পাঙ্গা দিয়েন না, এমনিতেই পুরা সপ্তাহ যাবৎ বান্দা পাঙ্গা আর ইডির উপরে আছে। সবার জন্য রইলো রকিব-টংঘরের ইস্পিসাল ধোয়া ওঠা আইস-কুল্ড কফি :
:teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: )

আপনাদের প্রস্তাবিত থিমসমূহঃ

ইউসুফ (৮৭-৯৩)স্যার – তারুণ্যে ফিরে আসি বার বার
মাসরুফ (৯৭-০৩)ভাই- রুদ্ধদ্বার মুক্তপ্রাণ
সামি (৯০-৯৬)ভাই – স্বপ্ন দিয়ে স্বপ্ন গড়ি
কচুপাতা (৯২-৯৮)ভাই- আত্মার বন্ধনে আত্মীয় সবাই

৭২ টি মন্তব্য : “সিসিবি থিম”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    :clap: :clap:
    চা টা যথারীতি ভালইছেরে :clap:
    ভালো বিষয় সামনে এনেছিস। নিশ্চয়ই অন্যরা তাদের মতামত দিয়ে আইডিয়াটাকে পূর্ণতা দেবেন।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. মইনুল (১৯৯২-১৯৯৮)
    নিজের দৃষ্টিভঙ্গি থেকে বলি, দেশ ছেড়ে বহুদূরে পড়ে থেকে যখন একাকীত্বের গঞ্জনা অসহ্য মনে হয়, তখন এই সিসিবিই আমার একমাত্র সম্বল হয়ে দাড়িয়েছে।

    তোমার সাথে একাত্মতা বোধ করছি।

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    কফিটা ভালোই লাগলো। ঢাকায় আজকে ড্রাইডে। কারো নাম বলছি না, অনেকের বেশ সমস্যা হচ্ছে!! ;;; সেজন্যই কোল্ড কফি :awesome:

    তোমার ভাবনাটা ভালো। এ নিয়ে চলো সবাই ভাবি। প্রস্তাব দিই তোমার পোস্টেই। তারপর ভোটে না হয় একটা ঠিক করে নেব।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. ইউসুফ (১৯৮৩-৮৯)
    নিজের অজান্তেই কেন জানি মুখে একটা হাসির রেখা ফুটে ওঠে, মনে হয় আজো আমি কলেজেই আছি, সবার সাথে।

    এটা আমার ক্ষেত্রেও হয় সবসময়। মাঝে মাঝে আমার বউ আমার একা একা হাসির এই ব্যাপারটা দেখে আমার দিকে সন্দেহের চোখে তাকিয়েছে!

    সুন্দর বিষয় এনেছ। সবাইকে মটো সম্পর্কে ভাবার অনুরোধ রইল।

    আশ্চর্য, কফিটা চায়ের চেয়ে ভাল হয়েছে।

    জবাব দিন
  5. নাজমুল (০২-০৮)
    নিজের অজান্তেই কেন জানি মুখে একটা হাসির রেখা ফুটে ওঠে, মনে হয় আজো আমি কলেজেই আছি, সবার সাথে

    লেখা পড়ে খুব ভালো লাগলো ভাই খুব ভালো লাগলো :boss:
    আর আপনার প্রস্তাবটা খুব ভালো লাগলো :clap:
    দেখি কি করা যায় 😕

    জবাব দিন
  6. রকিব-টংঘরের ইস্পিসাল ধোয়া ওঠা আইস-কুল্ড কফি :

    এইজন্যই তোকে আমি এত ভালো পাই 😀 😀 😀
    এতক্ষণ এই কথাই ভাবতেছিলাম। শালা বৃষ্টির জন্য আজকে রাতের রুটিন চা খেতে যাইনি রাতের ডাইনিং এর পর। তুই কীভাবে যে বুঝে গেলিনা!!

    সুন্দর লিখেছিস। আশা করি সবাই বুঝবেন।

    জবাব দিন
  7. জিহাদ (৯৯-০৫)

    ভাল প্রস্তাব। তো এইভার একশো টা মটো ভেবে সেগুলা কাগজে লিখে ব্রেকফাস্ট এর আগে রুমে দিয়ে আসবি। বেড টী এর কথা আর মুখে বললাম না। :party:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  8. হাসান (১৯৯৬-২০০২)
    ঢাকায় আজকে ড্রাইডে

    ড্রাইডে কোন কোন দিনে হয় কেউ কি বলতে পারবেন? গত বছর কোলকাতাতে একদিন শুনেছিলাম গান্ধীজীর জন্মদিন বলে ড্রাইডে ছিল। বাংলাদেশে নিয়মটা কি?

    জবাব দিন
  9. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    সিসিবি'র থিম অবশ্যই দরকার। স্বকীয়তা বলে একটা কথা আছে না...???
    এই রকম একটা উত্তম প্রস্তাব দেওয়ার জন্য আমার পক্ষ থেকে রকিবের জন্য বিশেষ পুরষ্কারঃ

    ""আগামী ২ দিন আমার জুনিয়র কেউ তোকে পাঙ্গা দিতে আইলে বলবি তুই আমার ডিস্পোজালে আছিস।""

    জবাব দিন
  10. @ কচুপাতা:

    সিলেক্টেড কিছু মানুষ যেই সাইটের মেম্বার সেখানকার থিম: চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির ............ এরচেয়ে বড় কমেডী ইহজগতে আর কিছু এসেছে ???????
    ব্যাপারটা এমন: তোমাকে সব বলতে দিলাম, কিন্তু কোন শব্দ করতে পারবা না.........

    @ পোস্ট লেখক:

    " আত্মার বন্ধনে আত্মীয় সবাই " আমার প্রস্তাব

    জবাব দিন
  11. টিটো রহমান (৯৪-০০)

    ক্যান আয়রে সখা আরেকটি বার.............আছে না???

    আমার তো ভালোই লাগছিল.........কারণ এই ব্লগের মাধ্যমে যে সময়টায় ফিরতে চাই ওই লাইনটায় তা আছে......


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।