আজ আমাদের ব্যাচের জন্মদিন। গতকাল দুপুরে আমার অফিসের তেরতলার উপর হতে বৃষ্টির শুভ্রতরঙ্গ কেবল তেরবছর আগের (একদিন কম) একটি দিনের কথাই মনে করিয়ে দিচ্ছিল। আমি অবশ্যি এমনিতে একটু বেরসিক আর কাঠখোট্টা স্বভাবের লোক। আবেগ খুব বেশি আমাকে ছোয় না। বৃষ্টি দেখে আমার বন্ধুদের চরম রোমান্টিক মূহুর্তে আমি “কিছুই লাগে না” জাতীয় নির্লিপ্ততায় অনেকের বিরক্তির কারণ হয়ে যাই । কিন্তু কিছু জায়গায় চরম বেরসিকেরও একটু ধাক্কা লাগে। তেমনই একটি ব্যাপার হলো নস্টালজিয়া। বৃষ্টির তরঙ্গের সাথে সাথে ভেসে আসে তের বছরের সময় তরঙ্গ। বৃষ্টি র মতই তারা কেবল আসে মনের দরজায় একটু খানি উঁকি দিয়ে চলে যায় আবার। ক্যাডেট কলেজ – যার জন্য পরিচিত হয়েছি এমন অনেকের সাথে যাদের সাথে কস্মিৎকালেও পরিচয় হবার সম্ভাবনা ছিল না। একে একে ভিড় জমায় কলেজের স্মৃতিতে জড়িয়ে থাকা সেইসব মানুষগুলো। হাউস বেয়ারা বিপদ নিশানা রউফ ভাই কিংবা সবার প্রিয় জিয়া ভাই অথবা ডাইনিং হলের মনসুর ভাই অথবা হাসপাতালের শক্তিমান সোহরাব ভাই। এমনি মানুষগুলো ছবি হয়ে আসে — তাদের কেউ বা হারিয়ে গেছেন , হারিয়ে গেছেন চিরদিনের জন্য। খুব করে মনে পড়ে সেই সব দিন গুলো হাউসের সামনে দাড়িয়ে জয়োল্লাস কিংবা পরাজিত হয়ে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে নতুন শপথ নেয়ার কথা। মনে পড়ে আমাদের জ্বালাতনে অস্থির মনসুর আলম সেলিম রেজা স্যার সহ অনেক ভালোবাসার স্যারদের। আবার মনে পড়ে তখনকার আপাত বিমাতাসুলভ শুভাকাঙ্খী স্যারদের রক্তচক্ষু। মনে পড়ে খুব করে মনে পড়ে হাউসের জুনিয়রগুলোকে আর বন্ধুপ্রতিম ইম ইডিয়েট অল্টারনেট সিনিয়রদের। আর তার সাথে হ্যা তার সাথেই সবচেয়ে বেশি মনে পড়ে আমার সাথে আমার মত করে আমার সাথে চলা সহপাঠীদের। তাদের সাথে সম্পর্কের ব্যাখ্যা দিতে আমাদের ৫ ব্যাচ সিনিয়রদের গাওয়া একটি গান খুব মনে পড়ছে। তারা আইয়ুব বাচ্চুর স্বপ্ন গানটির মাঝে লাইন গুলো জুড়েছিলেন–
মনে পড়ে বাসে তানহীন কোরাস
সাগর পাড়ে আনন্দ উল্লাস
প্রেপ শেষে একাডেমিক ব্লকে
অর্থহীন আড্ডায় শেষ হওয়া ক্লাশ………….
আমাদের মাঝে কেউ কি
আসবে ফিরে স্বপ্ন নিয়ে………
হঠাৎ করেই চোখটা ঝাপসা হয়ে যায়। সময়ের স্রোতে আমরা আলাদা হয়ে গেছি কিন্তু আমাদের আবেগ আমাদের চলা আমাদের ফেলে আসা ৬বছর সময় সব সময় আমাদের কাছে থাকবে সেই ১৯৯৬-২০০২ এর দিন গুলোর মতই । সংখ্যাটা বদলিয়ে মান্নাদের গানের লাইন আউড়াই যখন রাস্তায় ক্যাডেট কলেজের বাস দেখি ক্যাডেট সহ
সেই … জন নেই টেবিলটা আছে তবু
….টা পেয়ালা আর খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি
শুধু সেই সেদিনের মালি নেই………
আজাইরা প্যাচাল বহুত পারলাম। আপাতত আমি ব্লগ মাধ্যমে সব ১৯৯৬ কে জানাই আনলাকি তের বছরের লাকি শুভ জন্মদিন ।
😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন ৯৬-০২ ...... :clap: :clap: :clap: :hatsoff: :hatsoff: :hatsoff:
থ্যঙ্কু বস........ সবার কাছে পৌছে দেবো........ 😀 😀
মইনুল ভাই, থ্যাঙ্কু...... :hatsoff: :hatsoff:
আমিন ভাই, কাজটা ভালো হলো না, ঠিকই তো আপনি মজা করে এলেন, আর মাঝখান দিয়ে আমাদের দিলেন মন খারাপ করিয়ে। অনেক কিছু লিখতে চাচ্ছিলাম, কিন্তু চোখে কি জানি আটকে গিয়েছে, মুছে আসি।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রুমাল লাগবো নাকি??? 🙂 🙂 🙂 🙂
:(( :(( :((
নতুন একটা দিয়েন, বার্মীজ হইলে ভালো হয়।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
গাছের ছাল হইলে হইবো না......??? 😕
আপনাদের সবাইকে শুভ জন্মদিন!
সাতেও নাই, পাঁচেও নাই
ধন্যবাদ...... সবার জন্য..... কিন্ত বাকিগুলা গেল কই......
এইতো চলে এসেছি...
আজ একটা ক্রিকেট ম্যাচ ছিল, তাই আসতে দেরি হল। ~x( ~x(
জিহাদ থ্যাঙ্কু......... :hatsoff:
৯৬ ব্যাচের সবাইকে জন্মদিনের শুভেচ্ছা......।। :awesome: :awesome:
আমিন ভাই ও তার দল, শুভ জন্মদিন। এরপর আমরাও গেটটুগেদার আয়োজন করতে পারবো কি না কে জানে...
বয়সের কাছে সব হার মানে । শুধু সময়টা থেকে যায়------ অনেক ভড়ং ধইরা কাব্যিকতা ফলাইছি চামে । আপাতত অফ যাই...
আনলাকি জন্মদিন সেইরকম সৌভাগ্য বয়ে আনুক 🙂
আপনাদের সবাইকে শুভ জন্মদিন
হুম। আপাতত দেখতেসি আমি একাই আমরা হইয়া আছি........
এখন আমিও... 😀 😀
আমিও আছি... 🙂
শুভ জন্মদিন 🙂
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
96 ব্যাটা x-(
ভুল হইয়া গেছে, ঐটা মেহেদী ভাইয়ের পোষ্টে দিয়া আসছি :(( :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ওই তুই তো আমার পোষ্টেও ৯৯ লিখেছিস...... কাহিনি কি...??
:dreamy: :dreamy: :dreamy:
তের বছর?? পেছন ফিরে তাকালে মনে হয় এইতো সেইদিন...... 😛
আসলেই,
এইতো সেদিন.........ভাবতেই অবাক লাগে... :thumbup: :thumbup:
শুভ জন্মদিন ৯৬-০২ …এই খুশিতে সবাই ২টা কইরা :frontroll: দে তো দেখি
:frontroll: :frontroll: :frontroll: :frontroll:
রবিন ভাই, আপনি কইছেন দেইখ্যা ডাবল দিলাম...... :awesome: :awesome:
ভাই আমরা আর আপনারা দেখি পাশাপাশি। অনেক অনেক শুভেচ্ছা। সেই অম্লমধুর দিনগুলোর কথা মনে পড়লেই বুকটা যেন কেমন করে ওঠে।
ফাঁকা ফাঁকা লাগে......???
ফিরে যেতে মন চাই......... :thumbup: :thumbup:
ঐ
৪ঠা জুন, অনেক কথা মনে করায় দেয়।
সবাইকে জন্মদিনের শুভেচ্ছা।
১৩ বছর পার হয়ে গেল কেমনে কি।
জন্মদিনের শুভেচ্ছা তোমাদের সবাইকে।
সময়ের সাথে তোমাদের বন্ধুত্ব হোক আরও গাঢ়- এই শুভ কামনা রইল।
ধন্যবাদ ভাইয়া...........
লেখা দেইখাতো লেখকরে কাঠখোট্টা বা বেরসিক নির্লিপ্ত মনে হইলোনা 😀
দারুন লিখছিস আমিন যথারীতি। ৯৬ এর পোলাপাইন সবাইরে শুভেচ্ছা। তের বছর হাজার বছরে পরিণত হবে নিশ্চিত :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
ঐ..
আর জন্মদিনের শুভেচ্ছা । :clap:
কাইয়ুম ভাই লেখা দেইখ্যা বুঝবেন না তয় আমারে সামনে দেখলে ঠিক বুইঝা যাইবেন 🙂 🙂
Happy Birthday to 96-02 batch
হুমমম........
জন্মদিনের শুভেচ্ছা :party:
জন্মদিনের শুভেচ্ছা।
স্বপ্ন গানটার সাথে লাগানো অতিরিক্ত লাইনগুলো খুব সুন্দর।