জন্মদিনে আমার ক্ষুদ্রতম পোষ্ট…

আজ থেকে তের বছর আগে কিছু নিষ্পাপ কিশোর-কিশোরীর পদচারণায় মুখরিত হয়েছিল বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দশটি বিশেষ কারাগার।
১৯৯৬-২০০২ ইনটেকের সকল পাপীদেরকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
শুভ জন্মদিন।

:awesome: :awesome: :awesome:

২,৪৭৭ বার দেখা হয়েছে

৩৬ টি মন্তব্য : “জন্মদিনে আমার ক্ষুদ্রতম পোষ্ট…”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আমাদের লকার পার্টনার ব্যাচের লুকজনেরা এই দিনে কলেজে আইছিলেন পরথম দুই বচ্ছর কলেজে আমাগো লাইফটা ফানাফানা করতে x-( ।ইনাদের কাছেই শিখছিলাম কলেজের পরথম পদচারণা,ইনাদের হাতেই খাইছিলাম(জিকরুল ভাই) পরথম থাবড়া।এখনো মনে পড়ে প্যারেড গ্রাউন্ডে খায়বার হাইসের মেহেদী ভাই আইসা আমাদের হুনাইন হাউসের ভাইদের "হ্যাপি বাড্ডে" জানানোস সময় সেইটার দিকে উঁকি মারার অফ্রাধে গেট সিটেড হইয়া সারা ব্লক চক্কর দেওয়া :(( :((

    এত যন্ত্রনা দেওয়া ইমিডিয়েট সিনিয়র ভাইরা আরো একশ বচ্ছর আমাগো যন্ত্রণা দেউক এই কামনা করি।শুভ জন্মদিন!

    জবাব দিন
    • মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

      ভাইরে, তোমাকে থাবড়া মারতে তো আমাকে চেয়ারের উপর দাড়াইতে হইতো......... 😡 😡 😡

      তবে তোরে পাঙ্গায়া সবাই খুব মজা পাইতো, তাই না। ইস, এখন যদি তোকে আবার সামনে পাইতাম......।। :awesome: :awesome:

      যা আপাতত :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: দিতে থাক......

      জবাব দিন
  2. মাসুদুর রহমান (৯৬-০২)

    2 তারিখে আমার জন্মদিন ছিল ৪ তারিখে আমাদের। এক সপ্তাহে ২ জন্মদিনের জ্বালায় জীবন ফালা ফালা হয়া গেল। তাই আজকের টা স্থগিত রেখে ঘরে চুপচাপ বইসা আছি। :)) 😛 🙂

    জবাব দিন
  3. ইউসুফ (১৯৮৩-৮৯)

    শুভ জন্মদিন ৯৬-০২!

    সবাই যদি ক্যাডেট কলেজে নিজেদের জন্মদিন পালন করত (মানে কেক খেত), তাহলে আমি প্রতিবছর মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত মোমবাতি আর কেকের সিজনাল বিসনেস করতাম। ২-৩ বছরে টক-শো তে আসার মত বড়লোক হয়ে যেতাম।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।