
আমি এক মানুষ
চরম আত্নকেন্দ্রিক লোভীদের মাঝে
নির্লোভ থাকার চেষ্টায় রত,
অথচ প্রকৃতিতে ফলজ বৃক্ষ প্রসব বেদনার পর ,
শ্রাবনের প্রতিক্ষণেই সিক্ত;
আলো বাতাশ আর বৃষ্টির ত্রিমাত্রিক প্রেমে হাবুডুবু,পাতাদের হাস্য উজ্জল নৃত্য।
আমিতো মানুষ, আমার সমাজ আছে, আমি বেঁচে আছি
তাই পাওয়ার আশা না করে কল্পনাকে ভালবেসেছি।
যৌবনের উষা লগ্ন থেকে জীবনের শেষ র্পযন্ত
প্রতেকেই ভালবাসার নৌকাই পাল তুলে একাধিকবার;
তবু ভরেনা মন ভরেনা হৃদয়ের প্রান্ত।




