অলপোয়েট্রি.কম

Capture

 অলপোয়েট্রি.কম
কবি হবার তেষ্টায়
মরে গেলুম চেষ্টায়
কাব্য সমুদ্রে লোনা জল।

জ্বি, আপনি ঠিকই ধরেছেন। এটি হতে পারতো আমার এই পোষ্টের সম্ভাব্য শিরোনাম। ক্যাডেট কলেজে থাকা অবস্থায় পানিসমেন্টের হুমকিও আমাকে এক লাইন কবিতা গোছের কিছু লেখাতে পারেনি।মাঝে মাঝে একটু ভাব জেগে উঠত বটে। কিন্তু ঐ যে কে যেন বলেছিল- “ সব শালাই কবি হতে চায়, দেশে কাকের চাইতে কবির সংখ্যা বেশি” । এসব মনে পড়লে ধামাচাপা দিতাম ভাবনা গুলো। সিসিবিতে একবার আমার ব্যক্তিগত দুঃখের অনুভূতি কবিতার চেহারায় লিখেছিলাম।
আন্তর্জাতিক প্রবীন দিবসের অনুষ্ঠানের পরে মনের মধ্যে যে আলোড়ন ওঠে তা লিখে ফেলি। একান্ত ব্যক্তিগত অনুভূতি ব্লগে দেয়া নিয়ে অবশ্য দ্বিধার মধ্যে ছিলাম।
ক্যাডেট কলেজ ব্লগ এখন সকল ক্যাডেট/এক্স ক্যাডেটদের “যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা”। এখানে হাসি আছে, কান্না আছে, হাসি-কান্না নিজেদের মাঝে ভাগাভাগি করে নেবার আনন্দ আছে। তাই লগ আউট করতে না পারায় লেখাটা পোস্ট করে দেই- তিতো ওজিসান। ভদ্রতা বশত কেউ বলেনি যে ওটা কবিতা নয়। জুয়েল ভাই, রাজীব এবং সামিউল জানালো ভাল লেগেছে। সিসিবির জনপ্রিয় কবি নূপুর কান্তি দাশ রায় দিল “ অসাধারণ !” মাসাওকা শিকির হাইকু অনুবাদ করতে গিয়ে মনে হল আমিও কবিতা লিখতে পারি। বাংলার সাথে সাথে ইংরেজীও কিছু কিছু লিখলাম। এখানেও নূপুর। ওর ধারণা আমার ইংরেজী লেখাটা বাংলার চাইতে ভাল। কিন্তু আমি ইংরেজীতে খুব দুর্বল। এখানেও ভয় পাই। দুঃসাহস ও দেখাই। মানে- Fools rush in where angels dare !
অন্তর্জালে কবিতা খুজতে গিয়ে পেলাম অলপোয়েট্রি.কম। মাগনা সদস্য হওয়া যাবে। ভাল লিখতে পারলে টাকা কড়ি পাওয়া যেতে পারে। সদস্য হয়ে গেলাম কিন্তু লেখা জমা দেই না। এক সময় খেয়াল করলাম – আমরা বুঝি আপনি নার্ভাস। আপনি ভাবছেন আপনার কবিতা খুব বাজে। কিন্তু বিশ্বাস করুন তার চাইতে ভাল লেখা যেমন আছে তেমনি বাজে লেখাও আছে অনেক। নিশ্চিন্তে জমা দিন আপনার লেখা । আমরা আছি আপনার পাশে। ভয়ে ভয়ে জমা দিলাম Winterfalls. মন্তব্য পেয়ে বাড়ল আত্মবিশ্বাস। কিছু পুরাতন ও নতুন লেখা সম্পাদনা করে জমা দিলাম। প্রশংসার সাথে সাথে কিছু ধাক্কাও খেয়েছি। অনেকে মনে করে আমি ভাল হাইকু লেখি। ওখানে জানা হল দাবীকৃত হাইকুগুলো হাইকু ত নয়ই এমন কি সেনরিউও নয়। তবে কি কিছুই নয় ? হুম কিছু তো বটেই। ক্ষুদে কবিতা। বাংলা শব্দকোষ ঘেঁটে বুজলাম ওগুলো কারিকা। ঐ তিন লাইন তখন লেখা। অলপোয়েট্রির অভিজ্ঞতা শেয়ার করার জন্য ঐ শিরোনামে ভাবছিলাম।
লেখালেখির জগতে স্বীকৃতি একটা বড় ব্যাপার। সুচিন্তিত মতামত উৎসাহ বাড়ানর সাথে সাথে মান বৃদ্ধির সহায়ক। মাগনা লেখার কারণে অন্যের পোষ্টে মন্তব্য করা বাধ্যতামূলক। ভালই লাগে ব্যাপারটা। মন্তব্য বাণিজ্যও করা যায়। আর লেখালেখির উন্নতির জন্য প্রতিদিন আছে অনেক প্রতিযোগিতা। উদ্দীপক ব্যবহার করে কবিতা লেখতে হয় বিভিন্ন শর্ত মেনে। ট্রফি জিতলে পয়েন্ট পাওয়া যায়। কোন কোন ক্ষেত্রে অর্থ পুরস্কার থাকে। কবিতা লেখে বা মন্তব্য করেও পয়েন্ট পাওয়া যায়। মন্তব্য পয়েন্ট ইত্যাদি পেলে বার্তা চলে আসে।অন্য সদস্যদের সাথে বার্তা বিনিময় করা যায়।বেশ সুন্দর একটা পরিবেশ।
অলপোয়েট্রিতে এসে মানসিকতার বিভিন্নতাও দেখলাম। সিসিবিতে আপনাদের ভাল লাগা লেখা ওখানে হয়ত কারও মনেই ধরেনি। আবার শুধু প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য দুচারটে পদ্য লিখে তা ওদের ভাল লেগেছে। উদাহরণ দিলে বিষয়টা খোলাসা হবে।

13. Wake Up
Unholy alliance in a deadly race
For the crown.
Creating fatal violence
Killing people of their own.
I have a strange feeling
In my heart.
Explosion of innocent hearts
Like a sleeping volcano burst.
Demolish peoples enemy, all.
They are just waiting
For the wake up call
Ranking- 3.8
Comment: Title / intro is:  A call and title in one I daresay.
Something to work on is:  I have a strange feeling, not an strange…
My favorite line is:  Unholy alliance in a deadly race…
Atmospheric work.
I liked it , thanks!

12. Poem
Pain of poet penned
To spread fragrance
Poem blooms.
Comment: 1.Title / intro is:  Simple and it works
Something to work on is:  Maybe connect ‘fragrance’ and the concluding line a bit more,
My favorite line is:  ‘Pain of poet penned’
Nice simple poem, nice!
2. deep and speaks volumes.

11. Fool’s Gem
Water on grass top
Shining to disappear
Not that worthless.
Rank 3.7
Comment: Water is more precious than gold. Excellent job.
Good word painting here. An insight into nature I think. Well written. Again insightful.

10. Ants
Fighting ants
Cutting each others head.
Who cares?
Big in number wins.
Comment: clever, clever, clever!  Need I say anymore. So few words, such powerful meaning. Well done!

9. Alien Friend
One facebook like
From a heavenly rose
My friend Salminaz Mammadova
Rank: 4.3
Comment: Our minds sometime run and the voices turn over and over. We have to master the voices like the breaking of wild horses. Great job.

8. The Party
Falling all the leaves
But the trees are happy.
New buds growing,
Birds are singing,
Butterflies and the bees
Making a big party.
Spring fever-
The party of new life.
Rank: 4.0
Comment: Thanks for this lovely and inspirational glimpse of the promise of Spring . Well done!

7. Blame Game
Bus truck petrol bomb
Democratic burn unit!
Blame game continues.
Comment: Something to work on is:  Interesting concept. Short and sweet but it carried a heavy meaning. That in my eyes is perfection.

6. Spring Haiku
Frosty spring morning,
Fire on the silk cotton branch
Cuckoo is singing.
Rank: 4.6
Comment: This is a wonderful word picture you have created  for your prompt choice. The imagery is really strong. well done, I do encourage you to continue with your writing.

5. Coctail
Cocktail of lie and truth
How deadly
The friendly dynamyte!
Rank: 3
Comment: Very clever little write. You have managed to say so much here.   Well done!

4. Fate

Fate…
Millions of rebirths
But the result is same.
Always looser in preset game.
Agony…
Mother raped for truth
Lie caused father’s death
The child is dumb!
Tears…
Two footed reptiles,
Shedding crocodile tears.
How treacherous!!
Ethics…
While the eyes were wide shut,
I saw the bikini of ethics
In dutch auction.

3. Sadness
Albatross round the neck.
Water everywhere,
Tantalus thirst!
Stretching through abyss
And shark water.
Tsunami wrecked!
Nightmare
At broad daylight.
Prometheus fate!
Half moonlit night
Counting heavenly bodies
From hell.
Sadness everywhere!
Black clouds and rain
In the winter.
Comment: I got a kick out of you using the metaphor of an albatross bring a bad omen.  How clever!  Mixing in the chaos of the ocean also added imagery to this well-written poem. And you even referenced Prometheus, adding a sense of both imprisonment and endless suffering.

2. Frozen Heart
Winter shook the bones
With arctic vortex.
Spring following !
Frozen heart feels
Global cooling !
Comment: clever, its brevity packs a punch.

1. Winterfalls
by Tito Mostafiz
Down came the clouds
With arctic touch
Winter falls.
Sparkling diamonds !
Dew droplets
In morning sun.
Cold breeze
Green gold waves !
Bee buzz.
Your Promises,
Ultimate truth like
Weather forecast !
Rank: 3
Comment: The title / intro is:  Awesome I have enjoyed it
Something to work on is:  The whole piece was a delicious biscuit lol
My favorite line is:  I can’t choose love the words so beautiful
I love it it drew me in a wonderland
Great post

কার্যকলাপ আর সফলতায় লেভেলে উন্নতি ঘটে। যেমন, এখন আমি ৩য় লেভেলে আছি ( টোপাজ হর্স)। একটি ট্রফি জিতলে এবং কোন গ্রুপে যোগ দিলে পরের লেভেলে যেতে পারব।এমনটাই মেসেজ পাচ্ছিলাম। স্প্রিং হাইকু দিয়ে অংশ নিয়েছিলাম নতুন লেখকদের প্রতিযোগিতায়। ৩১০ জন অংশ নিয়েছিল। একটা হাইকু ছিল অনারেবল মেনশন-এ। ও টি ভারতের একজনের লেখা ।
Scent
by Shashank Garg
Whiff of a forest
Carried around by the wind
Like a lover’s scent
Rank: 4.1
ভাল, তবে আমারটা রেটিং-এ ওটার উপরে ছিল।
Spring Haiku
by Tito Mostafiz
Frosty spring morning,
Fire on the silk cotton branch
Cuckoo is singing.
Rank: 4.6
পারভেজ ভাইয়ের কোপেও কাজ হয়নি। যাই হোক প্রতিদিন নতুন নতুন সব প্রতিযোগিতা। কারণ
Calling all Poets!
Our contests are always on the look out for poems of all styles–rhyming, free verse, haiku, and more.The purpose of our poetry contests is to bring recognition to great poets and provide a source of poetic inspiration.
সৈয়দা জয়নব কাজমি। ভারতীয় মহিলা। জন্ম নাইজেরিয়ায়। বেড়ে উঠেছে সোয়াজিল্যাণ্ডে। বসবাস করে তানজানিয়ায়। শরীরে বইছে মেসিডোনিয়ান, ইরাকী ও আরব রক্ত। তারই আয়োজিত কবিতা প্রতিযোগিতা- Your very 1ST Poem on AP যাতে আগে লেখা কবিতা অংশ নিতে পারে। প্রতিযোগিতার নোটিশ-
Your very 1ST Poem on AP
Just post the very first poem u posted on Allpoetry. Whatever it is, even if its not very nice.
If your 1st poetry wins this contest then u can be sure u are a born poet and i wil award u my ‘poet of the year’ award.
I’ll be checking to see if it is your first poem here indeed so dont tink of cheating.
If u tink yor 1st poem was very poor then u are justified to abandon the idea of entering.
আমার কবিতায় তার মন্তব্য
wow a fabulous creative weather and forecasts poem and I couldn’t help admiring the fine freeverse structure of it. kudos and thanx for entering poet! best of luck in my contest.
ফলাফল ঘোষনা-
Judging Notes:
okey okay those of u that followed instructions to a tee had a better chance of winning so  here goes.  My poem of the year awards go to Winterfalls,
musinginverse and Dreamer are my poets of the year and the runner ups are Andy Stephenson, Rahul, legolas, and Rymmy. congrats to u versificators whose first poem here on Ap was so good u ought to applaud n laud your poet status. cheeeeeeers all.
এই প্রথম লেখালেখিতে একটা ট্রফি জিতলাম। এর ফলে আমার একাউন্টে ৪০০ পয়েন্ট যোগ হয়েছে। অর্থ মূল্য না থাকলেও আমার কাছে এটি সোনার চেয়ে দামী।

[অল পোয়েট্রিতে আমার লিংক]

৪,৬৯৫ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “অলপোয়েট্রি.কম”

  1. পারভেজ (৭৮-৮৪)

    "এই প্রথম লেখালেখি একটা ট্রফি জিতলাম। এর ফলে আমার একাউন্টে ৪০০ পয়েন্ট যোগ হয়েছে। অর্থ মূল্য না থাকলেও আমার কাছে এটি সোনার চেয়ে দামী।" - অবশ্যই অবশ্যই...

    আমার উল্লেখ কেন, ডিকোড করতে পারলাম না!!! 😕 😕


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    খুবই ভালো লাগলো মোস্তাফিজ ভাই। অল পোয়েট্রি তে আমিও লেখা দিয়েছিলাম একটা। ইংরেজিতে লেখা পোষালোনা --- জুতে করতে পারছিলাম না কিছুতেই। হা হা
    তবে আপনার ইংরেজি লেখাগুলো বাংলার চে' ভালো হয়।

    আর ট্রফি জেতার জন্যে বিশা আ আ আ ল অভিনন্দন! পুরো পথচলার ছবিটা আরো ভালো লেগেছে।
    স্বীকৃতির মত অনুপ্রেরণা আর কিছুতে নেই, সত্যি কথা একদম।

    কিন্তু এই পোস্টটায় ফন্টের এতরকম সাইজ দিয়েছেন! চোখ ব্যথা করছে তো। শুধু পর্বে ভাগ করে দিলে হতো না কি?

    অভিনন্দন আবারো!

    জবাব দিন
    • টিটো মোস্তাফিজ

      অনেক ধন্যবাদ। আমার কৃতিত্ত্বে তোমার ভাগ আছে- :boss: নূপুর।
      অনেক কষ্ট করে ফন্ট ঠিক করলাম। নোট প্যাড ব্যবহার করে 😀
      তোমার ভাল লাগা অংশ ওদের চোখে পড়ে নি তা করছ ? পারলে এক সময় ওখানে কমেন্ট দিও। ওখানে কি নামে লেখতে ?


      পুরাদস্তুর বাঙ্গাল

      জবাব দিন
  3. সাইদুল (৭৬-৮২)

    কবি হবার তেষ্টায়
    মরে গেলুম চেষ্টায়
    কাব্য সমুদ্রে লোনা জল

    টিটো মোস্তাফিজের জয় হোক


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন
  4. মাহবুব (৭৮-৮৪)

    মোস্তাফিজ নামের লোকেরা কি স্বভাবজাত ভাবেই কাব্য কবিতায় ঝুঁকে থাকে! কাকতালীয় হতে পারে। আমার অগ্রজের নাম মুস্তাফিজ, ভয়াবহ কবিতার হাত। আসলে ওর জন্যই আমি সচারচর কবিতার মহল্লা এড়িয়ে চলি। যাক, তোমার পুরষ্কারে আমরা সবাই গর্বিত :hatsoff:

    জবাব দিন
  5. খায়রুল আহসান (৬৭-৭৩)

    এই বিশাল সাফল্য অর্জনের জন্য বিপুল অভিনন্দন জানাচ্ছি!
    মনে পড়ছে, এই সাইটটাতে আমিও একসময় কিছুদিনের জন্য কবিতা লিখেছিলাম। নিজের একটা কবিতার জন্য অন্যের অন্ততঃ তিনটে কবিতায় মন্তব্য লিখতে হতো, এটা বেশীদিন চালাতে পারিনি।
    "Fools rush in where angels dare !" - কথাটা "dare not" লিখলে যথার্থ হতো। আসলে মূল কথাটা হচ্ছেঃ "Fools rush in
    Where angels fear to tread"।
    এটা একটা জনপ্রিয় সঙ্গীতের লীরিকঃ
    Fools rush in
    Where angels fear to tread
    And so I come to you my love
    My heart above my head

    জবাব দিন
  6. রাজীব (১৯৯০-১৯৯৬)

    কয়েকদিন আগে পড়েছিলাম।
    তখন মন্তব্য করা হয়ে ওঠেনি।

    ভাল লেগেছে।
    যদি ও আমি পুরান কবি বা প্রতিষ্ঠিত কবিদের লেখা বেশি পড়ি।
    আসলে ভাল লাগার একটা জগত গড়ে উঠেছে, এর বাইরে খুব একটা যাই না। যাও বা যাই তা সিসিবির কবি দের জন্য।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।