বাঙ্গাল কবিয়াল ভনে শোনে পূণ্যবান
আইলোরে আইলোরে নয়া বাঙ্গালা সন
যেসবের ফুল পোঁতা বাঙ্গালার মাটিত
বাঙ্গালার লাগি পুষে বহুত পিরীত
বাঙ্গাল বলিয়া সদা গরবীত হয়
তাহাদের সকলি শুভ হইবে নিশ্চয়
তাহাদেরই তরে মম প্রীতিসম্ভাষণ
নববর্ষে লভ সুখ, ধন ও মান।
তোমার প্রীতিসম্ভাষণ পেয়ে অত্যন্ত প্রীত হ'লাম।
অনেকটা কবি আব্দুল হাকিম এর কবিতার কথা মনে পড়ে যায়। যেমনঃ বঙ্গবাণী।
ধন্যবাদ খায়রুল ভাই।
বছরের শেষ দিনে পুঠিয়া রাজবাড়ি মাঠে বাংলাদেশ গ্রাম থিয়েটারেরআয়োজিত। অনুষ্ঠানে
সাঁওতাল নাচ দেখে মনে করলাম প্রাচীণ বাংলায়
কিছু লেখব। বঙ্গবাণী খুজে খুজে পেলামনা। চর্যাপদও পেলাম না।ঝাপসারওপর চালিয়ে দিলাম।
আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম।
পুরাদস্তুর বাঙ্গাল
:thumbup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
🙂
পুরাদস্তুর বাঙ্গাল
বঙ্গবাণী কবিতার মতই...
অনেক সুন্দর লাগলো ভাই 😀
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
খুশি হলেম সামি
পুরাদস্তুর বাঙ্গাল
মজা পেলাম। ডিফারেন্ট টাচ
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
ধন্যবাদ ভাই 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
শুভ নববর্ষ!
শুভ নববর্ষ
পুরাদস্তুর বাঙ্গাল