মা মাটি সতী সাবিত্রী
তোমার ভালোবাসায় গড়ি ধারয়িত্রী
মানুষ হয়েছে হিমালয় জয়ে জয়ন্তী।
গেরুয়া মাটির ঠিকানায় শান্ত নিবিড় মানুষ
প্রেমময় নজরুল, রবীন্দ্র, জীবনান্দ দাস,
মাগো, তোমার রক্ষায় আমরা সৈনিক কৃ্তদাস।
একাত্তরের মুক্তি যুদ্ধের গোড়াপত্তন
সালাম, রফিকের প্রাণের ফেব্রুয়ারী ২১শে,
যার শুরু হলো রেসকোর্সের মাঠে
কন্ঠে কন্ঠে মার্চের ২৬শে।
মাগো কেমন করে চায় ওরা
তোমার মুখের ভাষা করতে রুদ্ধ,
তোমার রক্ষায় তোমার সন্তানেরা
আনে স্বাধীনতা, করে মুক্তি যুদ্ধ।
সন্তান হারিয়ে মা-মাটি
আজো আছে পথ পানে,
থাকে চেয়ে এক উদাস মনে।
স্বর্গেতে তারা সবাই জানে
আছে তারা সবার হৃদয় কনে,
মা-মাটি-মানুষের মনে।
সুন্দর লাগলো ভাই। চমৎকার কবিতা। :clap:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
কি করে বলি ধন্যবাদ তোমায়, কি করলে হবো ধন্য ;
তবু বলি ভালো থেকো, ভালো বাসার জন্য ।
:thumbup: :thumbup: :thumbup:
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:thumbup: :thumbup: :thumbup:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
:boss: :boss: :boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ