আজ ৮ই মার্চ, বিশ্ব নারী দিবস, আমাদের প্রথাগত চিন্তার জগতে গৃহস্থ-কল্যানী-মমতাময়ী নারী অবয়বের বিপরীতে বাস্তবের সংগ্রামী নারীকে মনে করার দিন।
আমার (এবং সম্ভবতঃ আমাদের আরো অনেকের) ভাবনায় প্রকৃত মানবসত্বা সর্বদা মুক্তিকামী। সে নিজের সত্বার স্বাধীনতা রক্ষায় দৃঢ় সংকল্প। তার এই সংগ্রাম যে’ই তার স্বাধীনতায় বাঁধ সাধে তারই বিরুদ্ধে; সে ঈশ্বর হোক, দেব-দেবী হোক, আর তার মত অন্যকোন মানুষই হোক। মানুষের এই সংগ্রামী রূপ খুঁজতে গেলে সবথেকে প্রাচীন যে উদাহরণ পাই তা’
বিস্তারিত»