অনেক দিন ক্যাডেট কলেজ ব্লগে আমার লিখা হচ্ছে না। লিখব লিখব করে আর লিখা হয়ে উঠেনি। গত বছরের শুরুর দিকে পুরোপুরি উইন্ডোস বাদ দিয়ে উবুন্তু ব্যবহার করা শুরু করি। উবুন্তুতে বাংলা লিখতে সমস্যার কারনে অনেক দিন ব্লগে লিখা হয়নি। কয়েকদিন আগে আবিষ্কার করলাম যে ব্লগে অভ্র লিখার টুল যোগ হয়েছে। ব্লগ লিখার জন্যে এখন আর কম্পিউটারে অভ্র থাকার প্রয়োজন নেই।
ব্লগ লিখা না হলেও নিয়মিত ব্লগ পড়ি সব সময়। অনেক সময় ব্যস্ততার কারনে ব্লগ পড়ার সময় না পেলে সাইনা-এর (আমার বউ ) কাছ থেকে ব্লগের আপডেট শুনে নিতাম। আমার থেকে সাইনার আগ্রহ বেশি ক্যাডেক কলেজ ব্লগের প্রতি। প্রতিদিন সে একবার হলেও ব্লগে ঢুকবেই ঢুকবে। ব্লগের মেম্বারদের কে কোথায় পড়ে, কে কোথায় থাকে, কে কবে কি লিখেছিল ব্লগে ইত্যাদি ইত্যাদি সব খবর তার মুখস্থ। আমাকে সে অনেক দিন থেকেই গুতাচ্ছে যে আমি যেন এখানকার এক্স ক্যাডেটদের নিয়ে ছবি সহ একটা ব্লগ লিখি। আমি টোকিওতে যখন ছিলাম তখন ছোট্ট একটা ব্লগ লিখেছিলাম সেখানকার একটা গেটটুগেদার নিয়ে। সেখানে বাংলাদেশি ছিল খুব কম, তাই মাঝে মাঝে ৪-৫ জন এক্স ক্যাডেট নিয়ে গেটটুগেদার হত।
কিন্তু ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও তে বাংলাদেশী ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৫০-৬০ জন। ফেমিলি মেম্বারসহ বাংলাদেশীদের সংখ্যা প্রায় ১৩০ জন হবে। কিছুদিন আগে প্রায় ১০০ জনের অনুষ্ঠান হয়েছিল ২১শে ফেব্রুয়ারিতে। এখানে এক্স ক্যাডেটের সংখ্যা প্রায় ১২-১৫ জন। এখানে অনেক বাংলাদেশী, তাই আলাদা করে এক্সক্যাডেটদের গেটটুগেদার করা হয়ে উঠে না।
এখানে আমাদের কলেজের আমাদের ব্যাচের ৩ জন আছে। প্রায়ই আমরা অনেক জায়গায় ঘুরতে যাই অথবা কারো বাসায় আড্ডা দেই। গত সামারে চেরী পিকিং করার ফাকে আমরা ৩ জন ১৬ বছর আগের নভিসেস ড্রিলের কিছু অনুশীলন করি। ২ টা ছবি শেয়ার করলাম।
😀 🙂
R@fee
ছবি দুইটা দেখে বেশ মজা পেলাম বাহলুল ভাই।
কৈশোরটা আমাদের ভিতরে পাকাপাকিভাবে আসন গেড়ে ফেলেছে, বন্ধু-বান্ধবদের সাথে একসাথে হলেই সেই কৈশোরে ফিরে যাই সব সময়।
সুন্দর ছবি হযেছে, মজা পেলাম।
মিজা পিলাম 😀 😀
আর কে কে আছেন টোকিওতে??
টোকিওতে না। আমি এখন কানাডাতে। এখানে রংপুরের আমি(৯৯), নেকভি(৯৯), ইশতিয়াক(৯৯), আশরাফ ভাই(৯৪), রাজশাহীর বাসার ভাই(??),তপু ভাই(??), আশফাক(০২), পাবনার আনিস ভাই(৯৮), ফৌজদারহাটের মোস্তফা (০০) এবং আর কয়েকজন আছে।
ভাবী খুব বেশি আগ্রহী হলে উনাকেও ব্লগিং এ নামিয়ে ফেলেন 😀
শুভ প্রত্যাবর্তন, বাহলুল ভাই
সাতেও নাই, পাঁচেও নাই
আরেকটা কথা। অভ্র ফোনেটিক এখন উবুন্টুতেও ব্যবহার করা যায়।
বিস্তারিত পাবেন এখানে
সাতেও নাই, পাঁচেও নাই
অভ্র উবুন্তূতে ব্যবহার করেছিলাম। কিন্তু ব্লগের অভ্র টুলটা বেশি ভাল।
বাহালুল ভাই আপনেরা এতো ভালো ড্রিল করতেন? =)) =)) =))
সাইনার ভাবীর ব্লগ দেখতে চাই অতি স্বত্তর :dreamy:
ভাই...আপ্নারা তো খুব ভালো ড্রিলার ছিলেন :khekz:
ছবি দুইটা দেখে খুব মজা পেলাম :)) :))
শুভ প্রত্যাবর্তন বাহলুল ভাই।
ছবি গুলা দেখে সেরকম মজা পাইছি (আমি আবার ড্রিল মাঠে "নমুনা ক্যাডেট" ছিলাম কিনা !!)
পরথম ছবিটা সিরাম হইছে।
চ্যারিটি বিগিনস এট হোম
ভাই, অনেক দিন পর... :hug:
ভাবিকে সদস্য হতে বলুন... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইসসস আপনাদের ওখানে কোন স্টাফ ছিল না...তাইলে আরো মজা হইতো।।খেক খেক।। :)) :)) :)) :)) :))
হেন্ডসডাউনের কিছু ছবি ছিল। কিন্তু ছবি গুলো দিলাম না।
দুই তিন এক .............আমার সেকুএন্স টা দিয়েয়্সিশ তো ?
😀 তোরে ব্লগে দেখে ভাল লাগল সায়েম।
বড়ই মিজা পেলাম...... শুভ প্রত্যাবর্তন 😀