শ্রেষ্ঠ বীর

আমি শ্রেষ্ঠ বীর বলে মানি না একিলিসকে ,
যদিও কালজয়ী ইলিয়াডের অমর চরিত্র সে।
কিন্তু তার ছিল হেফাস্টাস নির্মিত বর্ম,
আর দেবী এথেনির সুতীব্র অনুগ্রহ।
শ্রেষ্ঠ
বীর মানব না হেকটরকেও,
সে ট্রয়ের শ্রেষ্ঠ বীর ঠিকই,
কিন্তু একিলিসের মুখোমুখি হওয়ার সাহস সে পায়নি।
কেন শ্রেষ্ঠ বীর বলব রামকে?
যার সঙ্গী ছিল বিশাল বানর বাহিনী,
কিংবা লক্ষণ, যে নিরস্ত্র অবস্থায় হত্যা করেছিল মেঘনাদকে।
তাকে শ্রেষ্ঠ বীর বলব আমি?
কখনোই নয়।
তবে,কে?ইউলিসিস?
যার স্বদেশ যাত্রার কাহিনি আজো সবার মুখে,
কিন্তু কাঠের ঘোড়ায় লেপ্টে আছে তার কলঙ্ক।
মহাভারতের অর্জুন কে বলা যায়?
তার রথের সারথি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ।
তাই আমার বিচারে সেও ব্যর্থ।
আমার চোখে বীরশ্রেষ্ঠ মহাকাব্যের কোন অমর চরিত্র নয়।
তারাই শ্রেষ্ঠ বীর-
যাদের কর্ণের মত একাঘ্নী বাণ ছিল না,
ছিল না ভীষ্মের মত ইচ্ছামৃত্যু।
ছিল না বর্ম,চর্ম,অসি,ধনু,
কিংবা কোন দেবতার বর।
তবুও কি এক অদৃশ্য শক্তিতে,
ঝাপিয়ে পড়েছিল তারা রাস্তায়।
ছিনিয়ে এনেছিল একটি ভাষা,
বুকের তাজা রক্ত দিয়ে।
তারাই শ্রেষ্ঠ বীর।
তারাই আমার মহাকাব্য।

২,১০৩ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “শ্রেষ্ঠ বীর”

  1. মঞ্জুর (২০০২-২০০৮)

    অফটপিক:সিসিবিতে আছি অনেক আগে থেকেই।মাঝে মাঝেই কিছু লিখতে ইচ্ছা করতো।কিন্তু কেন জানি কিছু লেখা হয়ে উঠেনি।আজ কি মনে করে ক্লাসে বসেই কবিতাটি পোস্ট করে দিলাম।সিসিবিতে এটাই আমার প্রথম লেখা।

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)
    সিসিবিতে এটাই আমার প্রথম লেখা।

    মঞ্জুর ঝটপট আগে গোটা বিশেক ফ্রন্ট্রোল দিয়ে দে... :grr:
    প্রথম লেখার অভিনন্দন... :thumbup:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।