আজিকার ক্যাডেট
আমাদের যুগে আমরা যখন
খেলেছি ক্রিকেট(রুম) খেলা,
তোমরা এ যুগে সেই বয়সেই
ফেসবুকে থাকো মেলা।
আমরা যখন রাতের আঁধারে
করিয়াছি ডাব চুরি,
তোমরা এখন ডাউনলোড মারো
আইটেম ভুরি ভুরি।
FGCC,MGCC সব
তোমাদের চেনা,
আমরা শুনেছি সেখানে রয়েছে
কত পরী অজানা।
দুর কলেজের অজানা কাহিনী
তোমরা শোনাও সবে,
ক্যাডেটে ক্যাডেটে জানা পরিচয়
কেমন করিয়া হবে।:-P
ক্যাডেটের সাধ
আমি হব সকাল বেলার ক্যাডেট,
সবার আগে উঠব আমি
থাকবে যেদিন প্যারেড।
ডিউটি ক্যাডেট জাগার আগে
উঠব আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমো ছাগল’-
রুমমেটরা বলবে রেগে।
বলব আমি, ‘মকরার দল,
ঘুমাইয়া তোরা থাক,
ঐ শোনা যায় ডিউটি ক্যাডেট
আসছে দিতে ডাক।
একটু যদি প্রোপার না হই
কেমনে প্রিফেক্ট হব?
আমি প্রিফেক্ট হলে তোদের
অনেক ফ্যাসিলিটি দিব 😛
(ক্লাস টেনে থাকতে আমার
একটা রুমমেট ছিল যার খুব শখ ছিল CP হওয়ার।সে প্রতিদিন সবার আগে ঘুম থেকে উঠত এবং জুতা ওয়াটার পালিশ করত।কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সে প্রিফেক্ট হতে পারেনি।:-P)
হা হা...চমৎকার লিখেছ।
প্রথম ব্লগ হয়ে থাকলে, মনে করে ফ্রন্ট রোল দিয়ে নিও দশটা।
শুভ ব্লগিং...
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
দশটা দিছি ভাইয়া:-D
এইটা আমার দ্বিতীয়,প্রথমটা আজ সকালেই দিছি।
সিসিবিতে আমি গত এক বছর ধরে প্রায় ১৭টা ব্লগ লিখলাম। আমাকে কেউ ফ্রন্ট রোল দিতে বলে নাই। 😛 😛
সুখে আছি আর কী!!
১৭০ টা হারিআপ!!! :grr:
(সম্পাদিত)
২০০২-০৮ এর হয়ে তুই লিখস 'আজিকার ক্যাডেট' !!
তুই ব্যাটা কেয়ামত পর্যন্ত ফ্রন্টরোল দিতে থাক... :chup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:thumbup: :thumbup: :)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:)) :)) :)) :))
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
:frontroll: :frontroll: :frontroll: :frontroll:
জো হুকুম ভাই।
(হায়রে ফ্রন্টরোল খাইতে খাইতেই দিন গেল)
চমৎকার লিখেছ। ভাল লাগল।
ধন্যবাদ ভাই
ভাল লাগলো :thumbup: লেখা চালিয়ে যাও...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ ভাই।
বাহ। চমৎকার। লেখা ভালু হইছে। হাত ভালো আছে। শুভ ব্লগিং
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
🙂 🙂 🙂
:)) :)) :)) লেখা সুন্দর হইছে।চালিয়ে যাও 😉
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
লেখা সুন্দর হইছে।চালিয়ে যাও :clap: :clap: :clap:
🙂