কেউ যদি প্রশ্ন করে, ফেসবুকের সবচেয়ে মজার টপিক্স বা ফিচার কোনটা? কে কী উত্তর দেবেন জানি না। আমার নিজের উত্তর হবে- একেকজনের বাহারি সব স্ট্যাটাস। কোনোটা মজার, কোনোটা দুঃখের, কোনোটা রাগ কিংবা অভিমানে ভরা, মানে ফেসবুকের অন্য আর সব ফিচারের মধ্যে এর মত বৈচিত্র্য আর কোনোটায় আছে কিনা সন্দেহ। কিছু স্ট্যাটাস তো বোঝাই যায় না সে আসলে কী বলতে চাইতেছে? আবার কোনোটা খোলাখুলি বোঝাই যায় সেই জনাব লোক দেখানো কিংবা ভাব মারার জন্য লিখেছেন ওইটা। সারাদিন কাজ কাম খুঁইজা না পাইয়া, এই মজার জিনিসটা নিয়াই গবেষণা শুরু করছিলাম। ক্যামন হয়, যদি সেই অদ্ভুত স্ট্যাটাসগুলোর আসল মিনিংগুলো জানতে পারি? আসুন চুলচেরা HardCore বিশ্লেষণে নামি… ;;;
:-B স্ট্যাটাস দুঃখজনকঃ 🙁
১. আর ভাল্লাগেনা >>(তার যে কী ভাল্লাগে না, সেইটা হাজার ঘুতায়াও বাইর করতে পারবেন না)
২. মন ভালো নাই >>(মানে, আমারে সবাই আইসা অহন জিগাও, ক্যান মন ভালো নাই)
৩. মানুষ এমন ক্যানো? >>(মানে, মানুষ ক্যামন সে ছাড়া আর কেউ জানে না)
৪. চারপাশের সবাই এত্ত স্বার্থপর ক্যানো? >>(মানে, আমি একাই ধোয়া তুলসী পাতা, বাকি সবাই ভন্ড)
৫. মানুষ চেনা বড় দায় >>(মানে, উনি এই মাত্র এইডা টের পাইলেন)
৬. আমার মনটা কেউ বুঝলো না, সবাই শুধু ভুলই বুঝে গেলো। >>(মানে, তেনার মন বুঝতে হইলে পুনরায় জন্ম লইয়া আসুন)
৭. মনের মত কাউকে পেলাম না। >>(মানে, তারে আসলে কেউ বেইল-ই দেয় না, তিনি বেল-Less)
:-B স্ট্যাটাস হতাশজনকঃ 😐
১. কী স্ট্যাটাস দিমু আর খুঁইজা পাই না। >>(মানে, তিনি একটা গবেট, কত স্ট্যাটাস দেখাইতেছি, তবু খুঁইজাই পায় না!! অথবা তিনি তার স্ট্যাটাসে কিছু কমেন্ট আশা করছেন)
২. ফেসবুক আর ভাল্লাগে না… >>(মানে, তিনি এখন নতুন কিছুর মোহে পড়েছেন, মোহ কাইট্টা যাক, ইঁদুর নিজ গর্তে ফিরবেই)
৩. কী আছে কপালে আল্লায় জানে। >>(মানে, কপালে কিচ্ছুই নাই, থাকার কথাও না, চুল শুরুই হয় কপালের পর থেইক্যা)
৪. মেডিকেলে ক্যান যে আসছিলাম!! >>(মানে, তিনি ভাব লইতেছেন যে তিনি অনেক কঠিন একটা সাবজেক্টে অধ্যয়ন করিতেছেন, কত্ত ব্রিলিয়ান্ট!)
৫. দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম, আজো মনের মানুষ পেলাম না। >>(মানে তিনি বুঝাইতেছেন, তার রিলেশনশীপ স্ট্যাটাস অহনো Single, So…..)
:-B স্ট্যাটাস লোক দেখাইন্যা/ভাব মারাইন্যাঃ B-)
১. উফফ্ মাসে ৫ বার করে P6 নিতে হয়, ক্যান যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়! >>(মানে, তিনি বিরাট এক ইন্টারনেট ব্যবহারকারী, তার মত বস্ পাবলিক দুনিয়ায় সেকেন্ড আরেকটা নাই)
২. ফেসবুকে মানুষ যে কী মজা পায়, বুঝি না। >>(মানে তিনি ছাড়া বাকি সবাই একেকটা উজবুক। তার লেভেলের “সেন্স অব হিউমার”-ওয়ালা পাবলিক পৃথিবীতে নিজে একটাই।)
৩. সারাদিন রাত ফেসবুকে বইসা পোলাপাইনগুলা যে কী করে!! >>(মানে, উনি ছাড়া আর কারো ফেসবুকে আসার অধিকার-ই নাই)
৪. উফফ্ কাল রাতে সারারাত নেট-এ ছিলাম, খুব টায়ার্ড লাগছে >>(মানে, উনি অনলাইনে বিরাট পপুলার)
৫. ইংলিশ মুভি বাদ দিয়ে পোলাপাইন হিন্দি ছবি দেখে কী যে মজা পায়!! সব খ্যাত… >>(মানে, তিনি বহুত উচ্চবিত্ত সম্ভ্রান্ত পরিবারের, আর বাকি সবাই নর্দমা থেইকা উইঠা আইছে)
৬. কাল কক্সবাজার থেকে আসলাম, পরশু পাহাড়পুর যাবো, আর পরের মাসে দেখি তেতুলিয়া থেকে ঘুরে আসা যায় নাকি। >>( মানে, আমি বিরাট ভ্রমণপ্রিয় মানুষ, টাকা পয়সা ব্যাপার না, তেজপাতা।)
৭. একটা ছোট্ট হাতির বাচ্চা কিনবো, কোথায় পাওয়া যাবে, কেউ ইনফর্মেশন দিন। >>(মানে, আমি ব্যাপক সৌখিন ধাঁচের, টাকা পয়সা হাতের ময়লা)
৮. KFC টা আর আগের মত নাই, বসুন্ধরার ফাস্টফুডগুলোতেও আর ভাল্লাগে না, Pizza Hut-এ যেতে যেতে বোরিং হয়ে গেছে। কোথায় গিয়ে যে একটু শান্তি পাবো?? >>(মানে, তিনি অঢেল টাকা-পয়সার মালিক, অসম্ভব রকমের বিলাসী, আর কটঠিন ইশ্মার্ট এবং আপডেটেড। এবং তাঁর gf-ও শীরাআআআম)
:-B স্ট্যাটাস ভং মারাইন্যাঃ :no:
১. হায় হায়, কাল ওয়ার্ড ফাইনাল, কিচ্ছু পড়ি নাই, আমার কী হবে? (মানে, আমি সাধারণত, না পড়েই পরীক্ষা দিয়ে থাকি, এবং পাশও করি, কত্ত ব্রিলয়ান্ট?)
২. সারাটাদিন ঘুরে বেড়াই, আড্ডা মারি, মুভি দেখি, পড়াশুনা করি না, করবোও না। পরীক্ষায় যে কিভাবে পাস করে যাই, আসলে আমারে পাস করানোই উচিৎ না। (মানে, আমি একখান বস্ পাবলিক)
৩. বন্ধুই জীবন, বন্ধুই সব। I just cant Live without friends. >>(মানে বন্ধুর সংজ্ঞা শুধু আমিই জানি)
৪. কিছু পোলাপাইনের মন-মানসিকতা এত্ত খারাপ, ছিইই… I just Hate those… >>(মানে আমার মানসিকতা বহুত উঁচু লেভেলের, কারো সাথে খাপ-ই খায় না)
৫. এতো চেষ্টা করি সকালের ক্লাস করবো, ঘুমের জন্য কিচ্ছু হয়না। উফফ ক্যান যে এতো ঘুম আমার!! >>(মানে, উনি বাসার আদরের লাডলা, আলালের দুলাল, তারে আদর কইরা কেউ কিচ্ছু বলে না)
৬. কিছু ছেলে আছে, রাস্তায় মেয়ে দেখলেই তাদের দিকে ফ্যালফ্যাল করে তাকাবেই। উফফ… অসভ্য আর বাজে একটা অভ্যাস। আমি পারসোনালি খুবই অপছন্দ করি। >>(মানে, তিনি বহুত ভদ্র একখান ছেলে, রাস্তায় তিনি মেয়ে দেখলেই চোখ বন্ধ করেন) (সাইড টকঃ তিনি আসলে পুরুষ জাতির কলঙ্ক)
৭. উফফ, কী সুন্দর বৃষ্টি! >>(মানে তিনি একজন অতি উঁচু দরের প্রকৃতি প্রেমিক/প্রেমিকা, স্ট্যাটাসেই সেইটা ফাইট্টা বাইর হইতেছে)
৮. বিদায় ফেসবুক। সবাইকে অনেক মিস করবো। >>(মানে, তিনি সবার কাছে সিমপ্যাথী আশা করতেছেন। তার বিদায়ে কয়জন শোকাহত হতে পারেন, সেইটাই গণণা করাই তার মূল লক্ষ্য।)
:-B স্ট্যাটাস মিনিংলেসঃ :-/
এখন যেগুলা লিখতে যাইতেছি, আমার বাব-দাদার 14 গুষ্টিও এইগুলার অর্থ আবিষ্কার করতে পারবে না বিধায় আফনেগো হাতে তুইলা দিলাম। এইগুলার আসলেই কোনো তাৎপর্য আছে কিনা আমার জানা নাই।
১. ……….
২. ◘◘◘◘
৩. ♠♠♦♦
৪. ♥♥♥♥
৫. ♦♦♦♦
৬. ▬▬▬▬
৭. §§§§§§§§§§
[বিঃদ্রঃ এই রচনাটি এবং উল্লেখিত স্ট্যাটাসগুলার সব চরিত্র ও সংলাপ সম্পূর্ণ কাল্পনিক। দয়া করে খামোখা নিজের গায়ে মাখিয়ে নিজেকে হেয় করবেন না। তারপরেও কারো সাথে ঘটনাচক্রে কাকতালীয় মিলে গেলে লেখক দায়ী থাকবেন না। মিলে গেলে চুপচাপ থেকে নিজের ইজ্জত বাঁচানোর চেষ্টাই মঙ্গল।] ;)) ;))
ভাল ছিল :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সবই আল্লাহর ইচ্ছা :hatsoff:
:thumbup: গুড, ভেরি গুড
চ্যারিটি বিগিনস এট হোম
ভাই তৃপ্তি পাইলাম 😀 😀
তুই তো ফেসবুক এক্সপার্ট হয়া গেছোস রে!! খাড়া আমি একবার একটা স্ট্যাটাস দিছিলাম ব্যাপক হিট হইছিলো-ওইটা দেইঃ
আমাদের এনামের(হ-১৮৭৫) খুব প্রিয় একটা গান যেটা সে বাথরুমে গাইতোঃ
বাপজান বাজারে গেছে,মা নানাবাড়িতে,সিনেমাতে গেছে ভাইজান- ;;)
এই সুযোগে আইসা একখান পান খাইয়া যান(কোরাস) ;;;
এই সুযোগে আইসা একখান পান খায়া যান :awesome: :awesome:
:)) :)) :))
মাসরুফ ভাই, এইটা কি এনাম ভাইরে ব্যাম্বু দিয়ার জন্যে স্ট্যাটাস মারছিলেন?? ;)) ;))
:khekz: :pira: :khekz: :pira: :khekz:
=)) =)) =)) =)) =))
মামা শেরাম শেরাম......। =)) =))
পুরা ফেসবুক গবেষক দেখা যায় 😉
হ ভাই, আল্লাহর অশেষ মেহেরবানিতে... :ahem: 😀 😀 😀
বস কন দেখি এই স্ট্যাটাসটা কীসের লক্ষণঃ 😛
পাশের বাসার মেয়েটারে দেখলাম। জাস্ট অছাম অছাম অছাম। পাগল হয়ে গেলাম......
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ওরে খাটাইশশশশ............ অফ যা কইলাম :)) :)) :)) :))
আমাগো চা-ওয়ালা পান খাইতে চায় 😉
আরেকটা যোগ করা যায়ঃ
"আমাকে একটা ভূত কিল দিতাসে...উরে...আমি কি সুখে আছি!"
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
এইটা তো ভালোই মজার স্ট্যাটাস। চুরি করমু নাকি ভাবতেশি ;;) ;;)
:pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira:
ইফতেখার ভাই.........
জটিল হইছে.........
:boss: :boss: :thumbup: :thumbup:
:pira: :pira:
ভাইরে, এই পোস্টটা ফেসবুক নোটে দিয়া অহন বহুত কষ্টে দিনাতিপাত করতেছিরে ভাই। সব আমার স্ট্যাটাসের পিছে লাগছে। :chup: :duel: :gulli2: :gulli2:
ভয়ে স্ট্যাটাস দেওয়াই অফ রাখছি আপাতত :no:
ব্যাপার না ভাইয়া......
আসলে আমিও আপনার নেক্সট status কি দিবেন চিন্তা করতেছিলাম......
:hug: :dreamy:
ভাই একটা নির্ভেজাল স্ট্যাটাস কালেক্ট কইরা দে ভাই... 😕 😕
আমাদের কিছু পোলাপানের কথা মনে পইরা গেল ......
হিহিহি......মইনুল ভাই,
এমনে হইবো না, কাহিনী পুরোটা বলেন। 😛 😛 😛
চুরি করলাম একটা... দেখা যাক 🙂
@রেশাদ ভাইঃ
ভাইজান,
চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়েন ধরা, আপনি ধরা পড়েন নাই। মানে ভালোই পারেন। 😉 ;;; ;;;
তা, বস্, কোনটা চুরি করলেন? ;)) ;)) ;))
:)) :))
;;; ;;; ;;;
ওই পোলা,যারা ফেসবুক একাউন্ট ডিএক্টিভেট করে রাখে তাদের পিছনে লাগিস না কইলাম। x-(
ফরিদ ভাই,
ডিএক্টিভেটেড মনে হইতেসে। বস্ নতুন আইডিয়া দ্যাওনের লাইগা থ্যাঙ্কুউউউ :goragori: :goragori:
:khekz: :khekz: :khekz:
স্ট্যাটাসের চেয়ে তোমার ব্রাকেট কমেন্টগুলাই দেখি ব্যাপক বিনোদন..।...
লাগে রহো মুন্না ভাই
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
থ্যাঙ্কু ফয়েজ ভাই :guitar: :guitar: :guitar: :goragori:
বহুত কষ্টে আছি ভাইজান, :no:
এই পোস্টটা ফেসবুক নোটে দিছিলাম, সব আমার স্ট্যাটাসের পিছে লাগছে। :chup: :duel: :gulli2: :gulli2:
ভয়ে স্ট্যাটাস দেওয়াই অফ রাখছি আপাতত :no:
স্ট্যাটাসহীন প্রফাইলডার দিকে তাকায় থাকন যায় না :-/ 🙁
......সিরামমম মজা পাইছি রে ইফতি, হাস্তেই আছি। ৫ তারার কম তোরে ক্যামনে দেওন সম্ভব রে ভাই ??? :boss:
আব্দুল্লাহ ভাই, তুছি গ্রেট হো... :guitar: :guitar: :guitar: :guitar:
......ব্যাটা কি গেরেট-মেরেট কস, আমি তো তোর লেখার ভক্ত হই গেছি। :boss:
@আবদুল্লাহ ভাই 😀
লইজ্জায় লাল :shy: থেইকা বেগুনী :grr: হইলাম, বস্
......যা যা, এত্ত কালারিং না হইয়া নয়া আরেকটা পুষ্ট লিখতে বইয়া যা। পইড়া এড্ডু হাসি। 😀
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
মজা পাইছি 😀 :clap:
ধইন্যবাদ তরে :guitar :guitar:
ইফতেখার দারুন হইছে তোর লিখাটা। আমি আমার আশেপাশের মানুষদের দেখাইছি। সবাই খুব মজা পাইছে রে। সাবাশ বেটা সাবাশ। :clap: :clap: :clap: :gulli2: :khekz: :khekz: :khekz:
মুহিব্বুল ভাই, অনেক ভাল লাগলো কমেন্টটা পড়ে। :yes: :goragori: :yes:
তয় ভাই, বহুত চিপায় পড়ছি এইটা লিখার পর থেইকা। পুলাপান সব বাঁশ লইয়া খাড়ায়া আছে। :chup: অগো ভয়ে ইস্টাটাস-ই দেওনের সুযোগ পাইতেসি না। :no: :no:
ইস্টাটাস না দিতে পাইরা হাতে বিয়াপক ইচিং :tuski: হইতেসে।
একটা সুরাহা দ্যান ভাই 😐
:gulli2: :gulli2:
কষ্টে আছি...
স্ট্যাটাস্টাইন
অছাম অছাম অছাম =)) =)) =)) =))
@হুমায়রাঃ
থ্যাংকু থ্যাঙ্কু ত্যাঙ্কিউ :shy: :shy: :shy: (এত্ত হাসিস না রে, কষ্টে আছি 🙁 )
ভাই এবং বইনেরা, কেউ ভালো দেইখ্যা একটা স্ট্যাটাসের আইডিয়া দ্যান গো... স্ট্যাটাস দিলেই বাঁশ খাইতেছি আইজকাল। নীড হেল্প
......আমি তোর পরের স্ট্যাটাসটার জন্য ওইয়েট করতাছি । :grr: :grr: :grr:
বস্, দীর্ঘদিন স্ট্যাটাস হাইবারনেশনে থাকার পর, ধীরে ধীরে অহন ইট্টু ইট্টু রিকভার করছি মনে হয়... 😛 😛
পড়ে মজা পেলাম।
আমার ফেসবুক একাউন্ট নেই। কারণ একাউন্ট খোলার কোন যুক্তিসংগত কারণ খুঁজে পাইনি আর সময়ও একটা ব্যাপার। অনেকে বলছে ফেসবুক থাকলে নাকি তা এডভাটাইজের কাজে ব্যবহার করা যায়। যেমন নতুন কোন বইয়ের প্রচার করা। তোমার কী ধারনা?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
@আফজা আপুঃ
থ্যাঙ্কু আপু 🙂 🙂 🙂
আমার ধারণা, ফেসবুক :just: একটা এন্টারটেইনমেন্ট। মজা পাওয়ার জন্য আমরা কত কিছুই তো করি। এটাও নাহয় করলাম। আর তাছাড়া খারাপ অনেক দিক (সময় নষ্ট- facebook-এর একটা বড় bad side) থাকলেও, ভালো দিকের মধ্যে সবথেকে important একটা হলো ফ্রেন্ডদের সাথে কানেক্টেড থাকাটা। তাই শত আজাইরা হলেও আমি পার্সোনালি ব্যাপক Enjoy করি এই জিনিসটা। আর হ্যা, প্রচার টা ব্যাপক ভাবে করা যায়। আপু আপনি তো বই লিখেন। এইটা ব্যবহার করতে পারেন 🙂
আর একটা কথা, আপনি কিন্তু অলরেডি আমাদের এইখানে (রংপুর মেডিকেল কলেজ) ব্যাপক হিট হয়ে গেছেন। আপনার দুইটা লেখা ফেসবুকে শেয়ারে দিছিলাম (অতীত বয়ান)। (ইকরাম ভাইয়ের-ও একটা লেখা- বন্ধু, এক দুষ্টু ক্যাডেটের গল্পো।) মনে আছে তো? ঐটা আমার ব্যাচমেটরা পড়ে এত্ত অবাক হইছে, কয়েকজন তো রেগুলার সিসিবি ভিজিট করে এখন। শুনে আপনার ক্যামন লাগলো জানি না, যখন বাইরের নন ক্যাডেটদের মুখ থেকে শুনি "তোরা সব Just একেকটা বস্ রে ভাই, তোরা ক্যাডেটরা রিয়েলী... U've got something..." আপু সেই অনুভুতিটুকু just লিখে এক্সপ্রেস করতে পারবো না। সো, at least এইজন্য আপনাকে একটা :salute:
ভালো থাকবেন 🙂
কী আর বলবো? খুশিতে নাচতে ইচ্ছে করছে।
ফেসবুককে আমি খারাপ বলছি না। আমি এখন বিশের কোঠায় থাকলে আমিও তোমাদের দলে সামিল হতাম। আর ব্লগেই তো কতো কতো বন্ধু পাচ্ছি (অবশ্য ক্যাডেটিয় নিয়মে জুনিয়র বন্ধু লিখতে হবে)।
তোমার যে ডাক্তারী ভালো লাগে না পড়তে - এই সমস্যা (যা করতে চাই তা করতে পারছি না) কিন্তু ৯০% মানুষের। লিখতে গেলে অনেক কিছু বলতে হয়। আমি না হয় প্যাশন বনাম প্রোফেশন শিরোনামে একটা ব্লগ দেই? কখন হবে জানি না - তবে মেমরীর কিউতে রেখে দিলাম।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু, আমরা নতুন সেই লেখার প্রতিক্ষায় থাকলাম। খুব তাড়াতাড়ি পাবো আশা করি। জানি দারুণ হবে "প্যাশন বনাম প্রোফেশন" ।আগে থেকেই প্রিয়তে আর ৫ তারা ✰✰✰✰✰ থাকলো :dreamy:
(আপু, আরেকটা কথাঃ "তুই" করে বললে খুব বেশি ভাল্লাগতো) 🙂 🙂 🙂
আপু, স্টীল ওয়েটিং। লিখাটা কবে পাচ্ছি আমরা??? তর্সইতেসেনা তো... :hug:
josh akta jinish 😛 :)) :(( :clap: =)) :boss: .....................
খাইছে রে। খুশি হয়া গেলাম তো 😀 😀 😀
:hatsoff: :hatsoff: :hatsoff:
josh.........................................................
😀 😀 😀
=)) 😀
হাসো গাও মুচকুরাইতে থাক,
কেয়া পাতা কাল হো না হো 😀 😀 😀
:pira:
পিরায় নিতে পাইরা আনন্দিত হইলাম রবিন ভাই 😀 😀 😀 :awesome:
ইফতেখার।।।।।সেরাম হইসে ।।।।সেরাম :boss: :boss: :boss:
থ্যাঙ্কুউউ আপু :awesome: :awesome:
খুশিতে ব্রেক ড্যান্স দিতেসি :tuski: :tuski: :tuski:
Sorry can't write bangla at this moment, i m from mobile phone. Anyway,great post bro 😀
U r in RPMC? Our Nayeem is now internee doc there, u know him? He is well-known with the name 'Taskin'. I visited there in the mid of this year to attend Ahmed bhai (CCR 96-02)'s wedding reception.
সুন্দর সুন্দর সুন্দর .........
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ 🙂
:thumbup: :tuski:
আনন্দে :frontroll: দিলাম একটা............. 😛
:hatsoff: :hatsoff: :hatsoff:
ভাল ছিল। =)) =)) =)) =)) =))
থেংকু 😀
মোর দ্যান জটিল!!!!!!!!!!!!!!!! =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
Saleh
:guitar: :guitar: :guitar: :guitar:
:thumbup:
অসাধারন হইসে ভাই...... ::salute::
😀 😀 😀 ;;;
:just: :clap: :clap: :clap: :hatsoff: :hatsoff:
মূল পোস্ট ও মন্তব্যগুলো বেশ উপভোগ করলাম।