দুইটি প্যারোডি

আজিকার ক্যাডেট
আমাদের যুগে আমরা যখন
খেলেছি ক্রিকেট(রুম) খেলা,
তোমরা এ যুগে সেই বয়সেই
ফেসবুকে থাকো মেলা।
আমরা যখন রাতের আঁধারে
করিয়াছি ডাব চুরি,
তোমরা এখন ডাউনলোড মারো
আইটেম ভুরি ভুরি।
FGCC,MGCC সব
তোমাদের চেনা,
আমরা শুনেছি সেখানে রয়েছে
কত পরী অজানা।
দুর কলেজের অজানা কাহিনী
তোমরা শোনাও সবে,
ক্যাডেটে ক্যাডেটে জানা পরিচয়
কেমন করিয়া হবে।:-P

ক্যাডেটের সাধ
আমি হব সকাল বেলার ক্যাডেট,
সবার আগে উঠব আমি
থাকবে যেদিন প্যারেড।
ডিউটি ক্যাডেট জাগার আগে
উঠব আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমো ছাগল’-
রুমমেটরা বলবে রেগে।
বলব আমি, ‘মকরার দল,
ঘুমাইয়া তোরা থাক,
ঐ শোনা যায় ডিউটি ক্যাডেট
আসছে দিতে ডাক।
একটু যদি প্রোপার না হই
কেমনে প্রিফেক্ট হব?
আমি প্রিফেক্ট হলে তোদের
অনেক ফ্যাসিলিটি দিব 😛
(ক্লাস টেনে থাকতে আমার
একটা রুমমেট ছিল যার খুব শখ ছিল CP হওয়ার।সে প্রতিদিন সবার আগে ঘুম থেকে উঠত এবং জুতা ওয়াটার পালিশ করত।কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সে প্রিফেক্ট হতে পারেনি।:-P)

২,৪৪০ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “দুইটি প্যারোডি”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ২০০২-০৮ এর হয়ে তুই লিখস 'আজিকার ক্যাডেট' !!
    তুই ব্যাটা কেয়ামত পর্যন্ত ফ্রন্টরোল দিতে থাক... :chup:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : রেজা শাওন (২০০১-২০০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।