১। আমরা তখন ক্লাস সেভেন । সব শিক্ষককে ভালও করে চিনিওনা । সবার নাম ও জানি না। statistics এর শওকত স্যারকে সবাই বদি বলে ডাকতো। আমাদের ক্লাসমেট ইয়াসিন আবার এইটা জানত না। একদিন মাহিনুর ম্যাডাম ইয়াসিনকে বাইরে থেকে আসতে দেখে বলল, ”কি ইয়াসিন কই গেসিলা?”
ইয়াসিনের জবাব, ”ম্যাডাম বদি স্যারকে ডাকতে গেসিলাম।”
=)) =))
২। এইবারের ঘটনা ক্লাস টুয়েলভ এর। আমাদের নতুন ফর্ম মাস্টার হইছে বদি। প্রথম দিন form ক্লাস এ অনেক উপদেশের পরে স্যার বলল,
” wish you bad luck.”
:awesome: :awesome:
৩। আমরা তখন ক্লাস টেন। আমাদের দুই বছরের ১ সিনিয়র ভাইয়া আমাদের ১ ক্লাসমেটকে বলল
”তোমাদের ব্যাড লাকটা আসলেই খারাপ।”
৪। আরেকবার ১ ভাইয়া আমাদের ফল ইন এ এসে বলল, ”no quiet.”
:)) :))
৫। ১ দিন এডজুটেন্ট হাউজ এ রাউন্ড এ আসছে। মেঘনা হাউজ এ আমাদের রাইসুল খালি গায়ে ঘুমাইতেছিল। এডজুটেন্ট দেখে জানতে চাইল,
”তুমি খালি গায়ে ঘুমাইতেছ কেন?”
রাইসুলের জবাব, ”গরম লাগে।”
স্যার দেখল ফ্যান বন্ধ। তখন বলল,”ফ্যান বন্ধ কেন”?
রাইসুলের জবাব, ”ঠান্ডা লাগে।”
:khekz:
৬।ক্লাস সেভেনের আরেক ঘটনা। আমাদের কোনো এক বন্ধু ফলইনে পশ্চাদদেশ দিয়ে বায়ু ছেড়ে দিল। পিছনেই ছিল জোহা স্টাফ। স্টাফ বলল, “……. তুমি স্টাফকে পিছনে রেখে বায়ু ছাইড়লে কেন ? স্টার্ট ফ্রন্টরোল ”
ভালো লাগলো।
😀 😀
Life is Mad.
ভাইয়া একটা টুশকি পরবার মন চায়
:khekz: :khekz:
......ভাল লিখছস রে রায়েদ। মজাক পাইলাম। :))
......বদি স্যার তো মাঝে মাঝেই ক্লাসে আইসা চিল্লাইয়া উঠতেন,
=)) =)) :)) :))
:boss: :boss: :goragori: :goragori: :)) :)) :thumbup:
জুনায়েদ
:guitar:
বাঙ্গির এই ঘটনা ঘটছে না কি ! =)) =))
মজা পাইলাম
:)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
=)) =))
চ্যারিটি বিগিনস এট হোম
রায়েদ, পোষ্টে স্যারের নাম ব্যবহার না করলেই বোধহয় ভালো হতো।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..