রোমান্টিক মুভি। আজকের দিনে এর চেয়ে ভাল টাইমপাস আর কি হতে পারে। (বান্ধবীদের সময় দেওয়ার পর)।
তাই এই আড্ডা রোমান্টিক মুভি নিয়ে। এর কোনো সম্পূর্ণ তালিকা করা যাবে না। আমি একটা তালিকা দিলাম। আপনারাও দেন পছন্দের রোমান্টিক মুভি নিয়ে। তারপর বেছে নেবো নামটি। এবং তারপর দেখবো যেগুলো দেখিনি।
১. রোমান হলিডে-আমার ধারণা আজি হতে শতবর্ষ পরেও এটি থাকবে সেরা রোমান্টিক ছবি। গ্রেগরি পেক ও অড্রে হেপবার্ন। রাজকুমারী আর সাংবাদিকের গল্প।
২. এনি হল: উডি অ্যালেনের সেরা ছবি। ভুমিকায় অ্যালেন নিজে আর ডায়েনা কিটন। অসাধারণ এর সংলাপ আর গল্প বলার ধরণ।
৩. অ্যান এফেয়ার টু রিমেমবার: কেরি গ্রান্ট আর ডেবোরা কার। প্লেবয় কেরি গ্রান্ট পেমে পড়ে কারের। ঠিক করে প্রেম সত্যি হলে নির্দিষ্ট সময়ের পর দেখা করবে। এটা নিয়ে হিস্দি ছবি আছে। আমির খানের মন।
৪.ক্যাসাব্লাস্কা: তালিকা বানানেওয়ালারা এইটারে সেরা রোমান্টিক মুভি বলে। যুদ্ধ এর পটভূমি হলেও আদতে এটি ভালবাসারই ছবি।
৫. লাভ স্টোরি: সেই বিখ্যাত উপন্যাসের চলচ্চিত্র রূপ। রায়ান ও নিল ও আলি ম্যাকগ্রো। ধনীর ছেলে প্রেমে পড়ে দরিদ্র মেয়ের। তারপরে ক্যান্সার। সেই পুরান গল্প, কিন্তু এই বই দিয়েই শুরু।
৬. ইট হ্যাপেন্ড ওয়ান নাইট: এক রাতের ঘটনা। তবে এই গল্প নিয়ে যে কত ছবি হয়েছে তার ইয়ত্তা নেই।
৭. দি আফ্রিকান কুইন: ক্যাথারিন হেপবার্ণের ছবি। পরিণত বয়সে প্রেমে পড়ার গল্প। যুদ্ধ এর বড় অংশ জুড়ে থাকলেও এটা আসলে প্রেমেরই ছবি।
৮. দি প্রিটি উইম্যান: আধুনিক রূপকথা। এই প্রথম একটা রোমান্টিক ছবি দেখে মনে হয় নায় আহারে এই রকম যদি একটা মেয়ে পেতাম।
৯. টাইটানিক: প্রেমের ছবি হিসাবে উত্তম। তবে এতোগুলা অস্কার পাওয়া ঠিক হইলো কিনা সেই প্রশ্ন করাই যায়। এই ছবি দেখে কেটের প্রেমে পড়ে নায় কে কে আছেন হাত তোলেন।
১০. সেরেনডিপিটি: আরেকটি আধুনিক রূপকথা। মহা রোমান্টিক ছবি। অল্প বয়সীদের জন্য আদর্শ ছবি।
১১. লাভ একচুয়ালি: এইটা একটা ভালবাসার প্যাকেজ ছবি। সব ধরণের ভালবাসার গল্প আছে একটা ছবিতেই।
১২. বিফোর সানরাইজ: এইটা আসলে আমার অন্যতম অল টাইম প্রিয় ছবি। এর সঙ্গে দেখতে হবে এর দ্বিতীয় পর্ব বিফোর সানসেট ছবিটাও। ইথান হক আর জুলি ডিপলি।
১৩. অ্যান অফিসার অ্যান্ড জেন্টেলম্যান: প্রথম দেখে আমি ডেবোরা উইঙ্গারের প্রেমে পড়ছিলাম। দুষ্ট দুষ্ট দৃশ্য আছে ছবিটায়।
১৪. নটিং হিল: বিখ্যাত নায়িকার সঙ্গে সাধারণ মানুষের প্রেম। হিউ গ্রান্ট আর জুলিয়া রবার্টস।
১৫. ফিফটি ফার্স্ট ডেটস: আমার ভীষণ পছন্দের ছবি। একেই বলে প্রেমে পড়া। শট টার্ম মেমোরি লসের ছবি। বার বার মনে করিয়ে দিতে হয় মেয়েটাকে।
১৬. এ ওয়াক ইন দি ক্লাউডস: কঠিন প্রেমের ছবি। এইটা নিয়াও ভারত-বাংলাদেশে একাধিক ছবি হইছে।
১৭. দি ওয়ে ইউ ওয়্যার: রবার্ট রেডফোর্ড আর বারবারার ছবি। ঢাকায় অনেক খুঁজেও এটা পেলাম না। অনেক আগে দেখে মুগ্ধ ছিলাম।
১৮. দেয়ার ইজ সামথিং অ্যাবাউট মেরি: কমেডি হলেও চমৎকার এক রোমান্টিক ছবি। এই দৃশ্যটাই দিলাম। কেন যারা দেখেছেন তারা বুঝতে পারছেন।
১৯. ওয়েস্ট সাইড স্টোরি: রোমিও জুলিয়েটের মিউজিক্যাল ভার্সন। চমৎকার একটা ওয়েল মেড মুভি।
২০. হোয়েন হ্যারি মিট স্যালি: মেগ রায়ানের অনেক ছবির নাম করা যায়। আমার কাছে এটাই সেরা। ভিন্ন ধরণের গল্প বলার আঙ্গিক।
২১. ঘোস্ট: মরে ভুত হয়ে প্রেমিকাকে রক্ষা করা। মজার একটা ছবি।
২২. সিটি অব অ্যাঞ্জেল: মেগ রায়ান ও নিকোলাস কেইজ। আরেকটি চরম রোমান্টিক ছবি। শেষে মনটা খারাপ হয়।
২৩. মেইড ইন ম্যানহাটন: জেনিফার লোপেজের ছবি। আধুনিক রূপকথা ঘরানার ছবি।
২৪. দি গ্রাজুয়েট: এই ছবিটাকেও আমি রোমান্টিক মুভির দলে ফেলতে চাই। বিশেষ করে শেষ দৃশ্যটা তো অসাধারণ।
২৫. এ ওয়াক টু রিমেমবার: আরেকখান ঘন প্রেমের ছবি। দেখে ফালান।
৯৪ টি মন্তব্য : “সেরা রোমান্টিক মুভি”
মন্তব্য করুন
স্লিপ লেস ইন সিয়াটল ও দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে যোগ করলে এটা আমারো সেরা রোমান্টিক সিনেমার লিস্ট হয়ে যেতো। যদিও আমার ক্রমবিন্যাসটা অন্যরকম হতো।
বলা প্রয়োজন ছিল এইটা শুরুতে পছন্দের ক্রম বজায় রাখতে পারলেও পরে আর পারি নাই। আর হিন্দি তালিকায় রাখি নাই।
স্লিপ লেস ইন সিয়াটল আমার সবচেয়ে ফেবারিট রোমান্টিক সিনেমা। কিন্তু আপনার সেরা ২৫ এ নাই। 🙁 :((
সান ফ্লাওয়ার কে কি রোমান্টিক সিনেমা বলা যাবে না? প্রেক্ষাপট যুদ্ধ হলেও গল্পটাতো প্রেমের!
দিলা তো ঝামেলা বাজাইয়া। এখন কতো ছবির নাম মনে পড়তাছে। যেমন সান ফ্লাওয়ার। আরো মনে পড়বে এখন। যেমন চিলড্রেন অব লেসার গড নামে একটা ছবি আছে আমার খুব প্রিয়।
২৫ টা মুভির মধ্যে মাত্র ৭ টা মুভি কমন পরায় আমার ব্যাঞ্চাই :bash: ।
ইয়ে মানে,,,এইটা কি আমাদের কে বললেন 😕
সবাইরে কইলাম।
ইয়ে মানে আমার মাত্র ৮ টা কমন পর্ছে।
50 first dates সবচেয়ে ভাল লাগছে আমার।
অফটপিক: মুহাম্মদ (দা মুভি বোদ্ধা) একটু পরে আইসাই হয়তো বইলা দিবে, সে সবগুলাই দেক্সে।
কোন ছবির কোন শটটা কোন অ্যাঙ্গেল থেকে নিলে আরো ভাল হত, আর কোন মুভিতে মানবজীবনের কোন নিগূঢ় সত্য প্রকাশিত হয়েছে... ইত্যাদি ...
:khekz: :khekz: :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দেখেন এহসান ভাইয়ের রিভিউয়ের মইধ্যে হয়তো অলরেডি লেইখা ফালাইছে আরেকটা।
খোঁচা দিয়া লাভ নাই। আরও ডিস্টার্ব দিমু। যেমন:
ফিফটি ফার্স্ট ডেট্স ভাল লাগে নাই। জোড় করে হাসানোর চিরন্তন প্রচেষ্টার পাশাপাশি কিউট নায়িকা দিয়ে মন ভোলানোর অপচেষ্টা। কিচ্ছু হয় নাই। হাসতেও পারি নাই, মনও ভুলে নাই।
থিমটা মোটামুটি ভাল ছিল। এই থিম দিয়া বেশ ভাল সিনেমা বানানো যাইত। ডিরেক্টর ব্যর্থ।
ফিফটি ফার্স্ট ডেট্স দেখেছি। কিন্তু বুঝলাম না শওকত ভাই কেম্নে সেরা ২৫ শে জায়গা দিলো।
আসলে আমার মন ভালোই ভুলেছিল। ওই ফুরীরে আমি খুব বালা পাই। আমি শুধু পরিচালকের জন্য যেমন সিনেমা দেখি তেমনি শুধু সুন্দরী নায়িকার জন্যও দেখি।
রায়হানের কেয়ামত থেকে কেয়ামত আমারও বেশ প্রিয়। কারন তখনতো মৌসুমীর জনি প্রিন্ট শাড়ীর বিজ্ঞাপনও দেখতাম। বলেছিলাম না বয়স, পরিস্থিতি ভালোলাগায় প্রভাব ফেলে।
একমত।
🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁
আমি আবার অল্পতে খুশী হই। তাই এইটা দেইখা আরাম পাইছি।
আমি ভাই কুরুচিপূর্ণ দর্শক। নিম্নমানের নাচগানই যার আনন্দ যোগায়। ধন্যবাদ।
এত ডিরেক্টর দেইখা জীবনের দার্শনিক মর্ম খুঁজার জন্য আমি ছবি দেখি না। যেইটা দেখতে ভাল লাগে সেইটাই দেখি। সেইটার রেটিং ৪% হোক ১০০% হোক সেইটার আমার কাছে কোন বেল নাই।
যেমনঃ ১০০% রেটিং ওয়ালা বিফোর সানরাইজ দেইখা আমার ডিরেক্টরের মুখের উপর াইগা দিতে ইচ্ছা করছে। ধন্যবাদ।
:thumbup:
দেখে নিজের মজা লাগাটাই আসল। মানুষের মজা লাগার ব্যাপার অনেক কিছুর উপর নির্ভর করে ও man to man differ করে।
যেমন অনেকের কাভি আলবিদা না কেহনা পছন্দ হয় নাই। আবার ফয়েজ ভাই নাকি কাইন্দা দিছে। আমার বেশ ভাল লেগেছে। আসলে আমার গান গুলো বেশি ভাল লেগেছে। তেমনি রাব নে বানাদি জোড়িও ভাল লেগেছে। আর এখন নামাচ্ছি বিল্লু বারবার। শাহরুখ খানের সিনেমা দেখে নামাচ্ছি না। ভাল লাগতেও পারে আবার না লাগতেও পারে। সহজ সিনেমা তাই নামচ্ছি।
আমিও ভাই সব ধরেণর সিনেমার দর্শক। তবে সর্বশেষ হিন্দি দখছি যুবরাজ। এইরকম অখাদ্য সিনেমা সুভাষ ঘাই বানাইলো কেমনে। :gulli2:
ফ্যাশন দেখে ভাল লাগছে। রক অন জোস। জানে তু মজা লাগছে। দোস্তানা ফাউল। সরি আল ফাল হবে (কপিরাইট ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন)
তুহিন, মুহাম্মদ জ্ঞান দিয়ে আক্রমন করলে কই যাবি?
তুলা কিন্তে। কানে দিমু।
=)) =))
=)) =)) =))
ছবিটা প্রথম দেখেছিলাম ফৌজদারহাটে। সে সময়েই মনে ভীষণ দাগ কেটেছিল। তার অনেকদিন পর সম্প্রতি (গত এক/দেড় বছরে) আবার দেখলাম সেই একই মুগ্ধতা নিয়ে।
কিন্তু মাসুমের তালিকা থেকে আমার দেখা ছবি মাত্র ৬টা!! কেম্নে কি? নিজেরেই :gulli2: :gulli2: :gulli2:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই আপনাদের সময় কলেজে তো বেশ ভালো ভালো ছবি দেখাইত। আমাদের ৬ বছরে কোনো ভালো ইংরেজি ছবি দেখছি, মনে পড়ে না।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ভাল একটা রেফারেন্স। তবে "নোটবুক" মুভিটা যোগ করতে পারেন।
নোটবুক তো ভাই পুরা পাংখা একটা সিনেমা। আমার খুব ভালো লেগেছে।
নোটবুকও নাই। এই লিস্ট আবা করতে হেব :bash:
নোটবুক তালিকায় থাকা উচিত।
১ সেরেনডিপিটি
২ ফিফটি ফার্স্ট ডেটস
৩ স্লিপ লেস ইন সিয়াটল 😛
😛 দেয়ার ইজ সামথিং অ্যাবাউট মেরি এর ছবিটার কাহিনী মনে পরছে... নায়কের ... :khekz: :khekz: :khekz: :khekz:
:goragori: :goragori: :goragori:
অলমোস্ট আমার পছন্দের সব রোমান্টিক ছবিই আছে তালিকায়।
সেরা বেছে মিতে বললে আমিও দ্য ওয়ান এন্ড অনলি 'রোমান হলিডে'। এখন পর্যন্ত যত রোমান্টিক ছবি হয়েছে, আর ভবিষ্যতে যত রোমান্টিক ছবি হবে সব মিলিয়ে এটিই আমার কাছে সেরা থাকবে।
রোমান্টিক ছবির তালিকায় একটা বাংলা ছবি আমার কিন্তু খুব প্রিয়। 'হঠাৎ বৃষ্টি।'
বাংলা বা হিন্দি গোগ করলে সেইটা হইবো নতুন এক লিস্ট।
শওকত ভাইয়ের লিস্টের ২৫টার মধ্যে মাত্র ৭টা দেখছি। আমার ফেভারিট লিস্টটা এরকম: (প্রেমের ছবি (লাভ স্টোরি) আর রোমান্টিক ছবির মধ্যে কিছুটা পার্থক্য আছে বোধহয়। আমি এখানে রোমান্টিক ছবি ধরছি, সবগুলা প্রেমের ছবি নাও হতে পারে।)
ট্যাক্সি ড্রাইভার (মার্টিন স্করসেজি)
সাইকো (আলফ্রেড হিচকক)
ভার্টিগো (আলফ্রেড হিচকক)
সমাপ্তি (সত্যজিৎ রায়ের "তিন কন্যা"-র শেষ খণ্ড)
রোমান হলিডে (উইলিয়াম ওয়াইলার)
দি উইন্ড উইল ক্যারি আস (আব্বাস কিয়ারোস্তামি)
চারুলতা (সত্যজিৎ রায়)
নায়ক (সত্যজিৎ রায়)
অরণ্যের দিনরাত্রি (সত্যজিৎ রায়)
কাপুরুষ+মহাপুরুষ (সত্যজিৎ রায়)
পারসোনা (ইংমার বারিমান)
মুলহল্যান্ড ড্রাইভ (ডেভিড লিঞ্চ)
অ্যানি হল (উডি অ্যালেন)
ইট হ্যাপেন্ড ওয়ান নাইট (ফ্রাংক কাপরা)
বারান (মাজিদ মাজিদি)
দ্য ব্যান্ড্স ভিজিট (এরান কোলিরিন)
বিফোর সানরাইজ+বিফোর সানসেট (রিচার্ড লিংকলেটার)
ব্রোকব্যাক মাউন্টেইন (অ্যাং লি)
মাই ফেয়ার লেডি (জর্জ কিউকর)
শেক্সপিয়ার ইন লাভ (জন ম্যাডেন)
ওয়ান্স (জন কার্নি)
অ্যাটোনমেন্ট (জো রাইট)
ফরেস্ট গাম্প (রবার্ট জেমেকিস)
দোসর (ঋতুপর্ণ ঘোষ)
"ওয়েস্ট সাইড স্টোরি" দেখার খুব ইচ্ছা আছে। প্রথম সুযোগেই দেখে ফেলব।
ধুর, কোন লিস্ট কইরাই জুইত পাইতাছি না। রোমান্সের চোটে দিশাহারা অবস্থা।
আমি কমেন্টেই বলতাম যে ব্রোকব্যাক মাউন্টেইন নাই কেন? তুই তো দিয়েই দিলি।
.. আমারো একই অবস্থা।কিন্তু দোসর তোমার এত ভালো লাগলো কেমনে? আচ্ছা মীরা নায়ার এর 'কামাসূত্র' রোমান্টিক না প্রেমের সিনেমা। যেটাই হোক আমার ভাল লেগেছে।
:shy: :shy: :shy: ওই মুভিতে মায়া নামের মাইয়াডা(আসল নাম ভুইলা গেছি)...... :shy: :shy: :shy:
আমার কামসূত্রের প্রথম ১৫ মিনিট সেরা মনে হইছে। মায়া যখন কয় যে আজ তার ঝুটা রাজকুমারীরে দিয়া দিছে।
আমার লিস্টটা হইতাছে একদমই লাভে লাভে ভরপুর টাইপ সিনেমা। তাই সাইকো বা ট্যাক্সি ড্রাইভার টাইপ কিছু রাখি নাই।
চমৎকার লিস্ট। :thumbup: :thumbup:
আমারগুলো দেই। সিরিয়াল ঠিক রাখাটা কষ্টকর।
১। সিনডারেলা স্টোরি- কিচ্ছু করার নাই। এইটা দেখে আমি বিরাট মুগ্ধ হইছিলাম- তাই ফার্স্ট
২। রোমান হলিডে।
৩। বিফোর সানসেট। এইখানেও কিচ্ছু করার নাই। আমার সানরাইজের চেয়ে সানসেট বেশী ভালো লাগছে।
৪। ফিফটি ফার্স্ট ডেটস।
৪। গার্ল নেক্সট ডোর।
৫। লাভ একচুয়ালি।
৬। ওয়ান্স।
৭। ইট হ্যাপেন্ড ওয়ান নাইট।
৮। ডেফিনেটলি মে'বি (এইটা সিরিয়ালে আরেকটু পরে থাকবে)
৯। লিটল ম্যানহাটন।
১০। কেয়ামত থেকে কেয়ামত 😀
তুই ** আবার গার্ল নেক্সট ডোরও বলে দিলি। আমি কি বলব :(( :((
গার্লস নেক্সট ডোর-মাইয়াটা ব্যাপক জোস 🙂
ভাই আমিও তাই কইতে চাইসিলাম আর কি :shy:
ক্যামেরন ডায়ায'এর খাড়াচুল দেখে মনে পড়ল ......না, থাক, কমুনা। 😛 😛
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
রাখলাম প্রিয়তে....দেখব পরে....
অফটপিক: এহসান, ইয়ে মানে তোমার হার্ড-ড্রাইভটা...
ইউসুফ ভাই, আমাদের কবে দেখা হবে আমি জানি না। কিন্তু আমি আমার পোর্টেবল হার্ডড্রাইভ সাধারনতঃ সাথে রাখি। তাই কোন সমস্যা নাই। কিন্তু আপনার নরমাল মেশিনে তো জায়গা হবেনা। আমার মত 250 GB একটা এক্সটার্নাল HD কিনে রাখেন।
লিস্টগুলার মধ্যে অধিকাংশই দেখা। তাই নিজেকে একটু মুভি বোদ্ধা বোদ্ধা মনে হচ্ছে 😛
আমার লিস্টের মধ্যে 'ইট হ্যাপেন্ড ওয়ান নাইট' একেবারে প্রথম দিকে। তবে মেগ রায়ান/টম হ্যাংকসের 'ইউ হ্যাভ গট মেইল' , মেগ রায়ানের 'ফ্রেন্ঞ্চ কিস' থাকবে। আরেকটা ছবি বেশ আনকমন ব্রিজিত ফোন্ডা/নিকোলাস কেইজ 'ইট কুড হ্যাপেন টু ইউ' । রোমান্টিক কমেডির মধ্যে 'কাম সেপ্টেমবর' সেরা। টমক্রুজ/নিকোল কিডম্যানের 'ফার অ্যান্ড অ্যাওয়ে' , নিকোল কিডম্যানের 'কোল্ড মাউন্টেন' আমার ফেবারিট দের মধ্যে সবসময় থাকবে। ম্যাথু পেরি & সালমা হায়েকের 'ফুলস রাস ইন' কেও রাখবো। মিউজিক্যাল রোমান্টিক ছবির মধ্যে 'সিংগিং ইন দা রেইন' কে রাখতেই হবে।
আরেকটা ছবি আমার অসম্ভব প্রিয়। ডেমিমুরের 'ইনডিসেন্ট প্রোপোজাল'। এই ছবির একটা ডায়লগ আমার কাছে সেরা রোমান্টিক ডায়লগ মনে হয় :
"if you love something badly let it go away, if it comes back to you it was always yours. but if it doesn't comeback it was never yours to begin with."
সেদিন ডেইলি স্টারে দেখলাম এইটুকু দিয়ে আরও কয়েক লাইন যোগ করেছে...
ছেড়ে দেবার পরও সে যদি না যায়- বরং তোমার বাসায় থাকে, তোমার খাবার খায়, তোমার ক্রেডিট কার্ড থেকে ইচ্ছামতন খরচ করে...হয় তাকে তুমি বিয়ে করেছ অথবা জন্ম দিয়েছ...
অফটঃ মান্নান ভাই, ‘ইউ হ্যাভ গট মেইল’ ও ‘ফ্রেন্ঞ্চ কিস’ ছবি দুইটার কথা বলার জন্য আপ্নেরে :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আসলে মেগরায়ানকে ভুলতে পারিনা। স্যালুট দিলে মেগ রায়ানকে দাও
ঠিকই কইছেন... :thumbup:
আমার চাওয়া খুব কম...তাই মনে হয় বেশি ভালর দরকার নাই- মেগ রায়ানের মতন কাউরে যদি পাইতাম... ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ছয় ছয়টা মুভি আমার দেখা 😮 😮
আমি তো অনেক পড়াশোনা করি 😛
তবে সেরেনডিপিটি কে ভাল বললেন কেন বুঝি নাই। গত বছর ১৪ই ফেব্রুয়ারী রাতে (মানে ১৩ইফেব দিবাগত রাত) ক্লাসমেটরা মিলে একসাথে দেখলাম আমার বাসায়...ঠিক করেছিলাম পরেরদিন ঘুম থেকে উঠেই দোকানে যাবো হাতমোজা কিনতে। কপাল...ঘুম দিয়ে উঠতে উঠতে ২টা বেজে গেল 🙁
আ ওয়াক টু রিমেম্বারও ভাল লাগে নাই, পুরা বাংলা সিনেমা, খালি কথাগুলা ইংরেজীতে বলে 😐
অফ টপিক:
'আউট অফ আফ্রিকা' মুভিটা ঠিক রোমান্টিক ক্যাটাগরিতে পড়েনা। কিন্তু মেরিল স্ট্রিপের সাথে রবার্ট রেডফোর্ডের প্রেমটার মধ্যে অন্য কিছু ছিল যা অনেক রোমান্টিক মনে হয়েছিল আমার কাছে। এই ছবির মেরিল স্ট্রিপের ক্যারেন বেলিক্স চরিত্রটা, আর আফ্রিকার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যগুলো আমার আফ্রিকা আসার অনুঘটক হিসাবে কাজ করেছে। কেনিয়াতে তাই সুযোগ পেয়ে কারেন বেলিক্স এর বাড়ি দেখার সুযোগ হাতছাড়া করিনি। সত্যিই ছবির মত জায়গাটা, বাড়িটা, কফিবাগানটা। সেসব ছবিগুলো অন্যকোন দিন শেয়ার করব।
Waiting for those.................. 🙂
Life is Mad.
ওয়ে ওয়ে, সায়েদ ভাই কিবোর্ড ব্যবহার করছে :tuski: :awesome: :tuski:
আউট অব আফ্রিকা তো আমারো খুবই পছনেদের ছবি। একটা শিকারের দৃশ্য আছে না? অনেক আগে দেখছি। আবার দেখতে হবে।
দোস্ত,
অনেক প্রিয় একটা ছবির কথা মনে করায়ে দিলি...
'আউট অফ আফ্রিকা' দেখসিলাম কলেজে থাকতে, মুভি অফ দ্যা উইক এ...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমার পছন্দের তালিকায় WALL E থাকবে। শুধু মাত্র মানুষের ভেতর নয় রোবটের ভেতরের প্রেম দিয়েও যে এতটা আবেগ ফুটিয়ে তোলা সম্ভব তা জানতাম না। আমার ১ নম্বর হবে গার্ল নেক্সট ডোর। আমার পছন্দের তালিকায় সবসময়ই থাকবে বাংলা 'স্বরলিপি' ছবিটা।
এইটা দেখা হয় নাই। দেখতে হবে।
ইউ আভ গট মেইল...
সিটি অফ এঞ্জেলস...
হ্যা, সিটি অফ এঞ্জেলস।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এই বিশাল লিস্টের মাত্র কয়েকটা দেখেছি। 🙁
অনেক ছবি দেখতে হবে, অনেক কিছু জানতে হবে!
@তানভীর বাঁচতে হলে
=))
😛 😛
ব্লু-লেগুন-১ (২ টা ভাল লাগে নাই)
কাভি আল বিদা না কেহনা (বুড়া বয়সে হাউমাউ কইরা কাদছি)
চিনি কম (আহারে অমিতজি, টাবু ভইন)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাই কাইন্দেন না।
এইটা দেইখা আমার মেজাজ খারাপ হইয়া গেছিলো।
শাহরুখ খান অভিনয়ের 'স্বরে অ'ও পারে না। করন জোহরের ডিরেকশন হচ্ছে আমার দেখা ফালতু ডিরেকশনের মধ্যে অন্যতম। 🙂
শাহরুখ খান আর করন জোহর এই দুই জনের কোন ছবি আর জীবনে দেখবো না বলে সিদ্ধান্ত নিছিলাম। এখনো সেই সিদ্ধান্ত বহাল আছে। 😀
:thumbdown: :thumbdown:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
অফিসে ম্যালা কাজ। তাই লগ-অফ হইয়া চুপচাপ বইসা ছিলাম। কিন্তু ফয়েজের মন্তব্য পইড়া চুপ থাকতে পারলাম না।
আমার জীবনে দেখা অন্যতম বিরক্তিকর সিনেমা এইটা। এইটা কেন দেখছিলাম :bash:
এই ছবির সবাইরে :gulli2:
ফয়েজরে কি করা যায় ভাবতাছি ~x(
ভাইয়া আমি কই কি করবেন,
অরিজিনাল একটা ডিভিডি প্রিন্ট গিফট করেন, আরও কান্দি 😀
ভাল লাগছে, ক্যান লাগছে জানি না, আপনাদের ক্যান লাগে নাই আমি কি জানি,
আহারে তিনটা বছর কত কষ্ট করছে এই দুইজন। মনে হইলেই কান্না পায়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তয় এইটার ইংরেজি ভার্সনটা দেইখ্যা ব্যাপক মজা পাইছি।
ক্লোজার। আমার অনেক পছন্দের ছবি।
😮 😮
কত অজানারে,
এইটার আবার ইংরেজী ভার্সান আছে নাকি, নায়িকা ক্যাডায় বস?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
নায়িকার নাম শুনেই তো লাফ দিবা। জুলিয়া রবার্টস, নাতালি পোর্টম্যান, জুড ল আর ক্লাইভ ওয়েন।
না দেখলে জলদি দেখা। পারলে আজই।
😀
ভাইয়া বলে কথা, অমান্য করি কেমনে 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হুবহু অনুকরণ না, তয় মূল ভাবটা নিছে ক্লোজার থেকে। তয় ক্লোজার জোস।
Closer তো ফাটাফাটি। ক্লাইভ আওয়েন রে আমার জোস লাগে। জুড ল রে বাশ দিসে; চরম মজা পেয়েছি। আর নাটালি পোর্টম্যান কি আর কমু, যদিও এই সিনেমাতে পোর্টম্যানরে ঠিক মত ব্যাবহার করা হয় নাই। এটা পুরাটাই জুলিয়া রবার্টস আর ক্লাইভের সিনেমা।
ক্লাইভের Derailed দেখেছেন। ড্রামা ক্যাটাগরীতে দারুন সিনেমা। যদিও আমি জেনিফার এনিস্টনের জন্য সিনেমাটা দেখা শুরু করেছিলাম। এইটার হিন্দি ভার্সান ও আছে।
কি বস আমার লিস্ট বানাইবেন নাকি।
ডেরেইলড আমিও দেখছিলাম জেনিফারের নাম দেইখা। এইটা কিন্তু একটা শিক্ষামূলক সিনেমা। সাবধান হইয়া গেিছ। 😀
লিস্ট আবার হবে।
😉 ভালো বলেছেন। সাবধানের মাইর নাই।
ক্লোজারও ধরতে গেলে শিক্ষামূলক সিনেমা। চ্যাট কইরা যেমনে ধরা খাইল।
ক্লোজার, ডিরেইল্ড দুইটাই ভাল লাগছে...KANK শুরু করেও শেষ করতে পারি নাই...
ডিরেইল্ড এর হিন্দি করছে দি ট্রেইন... ইমরান হাসমির সিনেমা।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ইমরান কিসমি নাকি নাম ওর।
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
গুনে গুনে একমাস তিন্দিনপর হাসতাছোস দেখি :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও হাসি :)) :)) :))
A lot like love (ashton kutcher, amanda peet)
মনে হয় কেউ দেখে নাই । দেখতে পারেন ।
আমার Personal favourite
when harry met sally
a lot like love
notebook
before sunrise
before sunset
forrest gump
you have got mail
pretty woman
mr and mrs iyer
serendipity
pyaar ki side effects (most likely inspired!! from High Fidelity)
walking tall
love actually
step up (great chemistry between the actors)
আরো আছে । আপাতত এতটুকুই থাকুক ।
আমি বোদ্ধা না, তবু তিন চারটা বাদে সবই দেখছি
তবে আরো যে যে নাম আসতে পারে
বাংলা-সীমানা পেরিয়ে(আলমগীর কবির), দহন(শেখ নিয়ামত আলি), সাড়ে চুয়াত্তর, চারুলতা, মি: এন্ড মিসেস আয়ার ইত্যাদি
হিন্দি- দিল সে, পারদেশ, পুষ্পক ইত্যাদি
অন্যান্য- ম্যালিনা, ললিতা, ড্রিমার্স, ত্রিস্তান.....ইত্যাদি
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এইটা একটা কথা কইছস
মালেনা।
ললিটা - কুবরিকের টা।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
কি ব্যাপার আমার কমেন্ট টা উধাও হইল কেমনে x-( ??
আমার কাছে Gone with the wind মুভিটাও অনেক ভালো লাগসে। আমেরিকান সিভিল ওয়ারের প্রেক্ষাপটে জটিল ভালোবাসার কাহিনী। =((
আমারও। গন উইথ দ্যা উইন্ড।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ইটারনাল সানশাইন অভ দ্য স্পটলেস মাইণ্ডের কথা কেউ বললেন না দেখে মাইন্ড খাইলাম ... আমার দেখা সেরা তিনটা রোমান্টিকের একটা ... উইন্সলেটের এক্টিং আর তার লাল-নীল চুলের ভক্ত হইছিলাম এই ছবিটা দেইখা ...
কালকে রাতে সিনেমাটা দেখে মন্টাই ভরে গেলো ...
কয়েকটা কমন পড়েছে। প্রিয়তে নিয়ে নিলাম যাতে করে অন্য নামগুলো যেকোন সময় বের করে ছবিগুলো খুজে দেখে নিতে পারি। আরেকটা কথা, দেয়ার ইজ সামথিং এবাউট মেরির পোষ্টারটা দেখে পিরা গেলাম। কারন ... :goragori: :khekz: :pira:
চ্যারিটি বিগিনস এট হোম
😀 😀 😀 😀 😀 😀
সানফ্লাওয়ার নাই দেখে দুঃখ পেলাম।
রোমান হলিডে, ক্লাসাব্লাঙ্কা, এবং সানফ্লাওয়ার তিনটা একত্রে আমার কাছে ১ নম্বর রোম্যান্টিক ছবি।
হিন্দি সিলসিলা।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আপনার বাকিগুলার সাথে একমত হলেও '' মেইড ইন ম্যানহাটন'' এরসাথে একমত হতে পারলাম না, ভাল লাগে নাই... এই লিস্ট এর সব মুভি ই দেখেছি , দারুন সব রোমান্টিক মুভি কালেকশন। এর বাইরেও অনেক রোমান্টিক মুভি খুব ভাল লেগেছে, যেমন...... ওয়ান শর্ট ফিল্ম ম আবাউট লাভ, দা ইংলিশ পেসেন্ট, লাভ ইন দা টাইম অফ কলেরা, বালাড অফ া সোলজার, দা নোটবুক, আই গিরাসলি(সানফ্লাওয়ার), অ্যান অফিসার অ্যান্ড আ জেন্টালম্যান, অ্যা মোমেন্ট টু রিমেম্বার (কোরিয়ান),স্লিপলেস ইন সিয়াটল,ইটারনাল সান শাইন অফ দি স্পটলেস মাইন্ড,ইটস অ্যান ওয়ান্ডারফুল লাইফ, সেরেন্দিপিটি, ইউ হেভ গট আ মেইল এবং আর অনেক ( নাম মনে করতে পারছিনা এখন)...।। 😛 😛 😛 😛 😛 (সম্পাদিত)