আবারও পেরেক

পেরেক এর আরেক ঘটনা বলি . এটাও আমি ক্লাস টুএলভ এ থাকার সময়কার ঘটনা . তখন কলেজ এ নতুন ক্লাস সেভেন এসেছে , মনে হয় ১০ – ১৫ দিন হবে. প্রতিদিন সেকেন্ড প্রেপ এর পর হাউস রাউন্ড দেয়া ছিল আমার একটা রেগুলার রুটিন. ( কারণ জুনিয়র পান্গাতে আমার সেই রকম ভালো লাগত ) .
যাই হোক ঘটনায় আসি, এই যে নতুন ক্লাস সেভেন তা এসেছে, তাদের আমার তিতাস হাউস এর এক ক্যাডেট এর নাম ছিল একজাক্ট পেরেক এর নাম. এই নিয়া আমরা ব্যাপক মজা করছি.

তো ওই দিন রাউন্ড দিতে গেসি , গিয়া দেখি জুনিয়র ব্লক এ বিরাট জটলা . এমনিতে তো সেভেন এর ব্লক এ রাউন্ড দিতাম না . জটলা দেখে ওই দিকে এগিয়ে গেলাম .
গিয়ে দেখি পেরেক কে ঘিরে ক্লাস সেভেন এর ক্যাডেটরা দাড়ায় আছে . আর স্যার এর সামনে দাঁড়িয়ে একটা ক্যাডেট কাঁদতেসে. ( ক্যাডেট এর নাম আর পেরেক এর নাম একই, এই সেই ক্যাডেট )

আমি বললাম ” স্যার, কি সমস্যা ? ”

পেরেক স্যার বললেন : ” ম ম মানে এই যে হায়দার , এসে পরেছ ভালই হইছে. মানে
এই বান্দর ক্যাডেট গুলা ২ দিন হয়নাই এখানে আসছে , আর এখুনি নিকনেম দেয়া শিখে ফেলেছে .”

আমি 🙁 মনে মনে) : সাবাস , এই না ক্যাডেট . আমাদের সব চেয়ে বড় আর্টই তো হলো নিক নেম দেয়া.

আমি বললাম : ” স্যার এই ক্যাডেট কান্নাকাটি করতেসে ক্যান ?”

পেরেক: ” মানে এই ক্যাডেট গুলা ক্যাডেট রেজাউল কে মানে মানে পেরেক পেরেক বলে খেপাচ্ছে . (হা হা হা ) মানে হায়দার , তুমি ই বল মানে পেরেক কেমন নিক নেম হলো ? বজ্জাত পোলাপান ! ”

২,২৫০ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “আবারও পেরেক”

    • আহমদ (৮৮-৯৪)

      হায়দার 😀
      আগের ব্লগে ১০টা :frontroll: দিতে কইসিলাম।
      তুমি দেখি মমেন্টামের ঠেলায় কয়েকটা বেশীই দিয়া ফালাইসিলা :duel:
      সেই :frontroll: -এর ঠেলায় তুমি একটার পর একটা ডেলিভারি দিয়া যাইতেসো :goragori:
      তাও আবার ভেরি ফাস্ট ডেলিভারি। :gulli: :gulli2:
      ভেরি গুড :awesome: চালায়া যাও :awesome: :hatsoff: :hatsoff: :hatsoff:


      চ্যারিটি বিগিনস এট হোম

      জবাব দিন
  1. শাহরিয়ার (২০০৪-২০১০)

    স্যার তো মনে হয় কিছুদিন আগে রিটায়ার্ড করসেন!ওনার ছেলে এখন আমাদের কলেজে...প্যারেন্টস ডে তে দেখা হয় আর মনে পড়ে..."মানে...মানে...তিতাস হাউজের একটা ক্যাডেট...আমি নাম বলবো না...তবে সে হাউজ প্রিফেক্ট...খুব দুষ্ট......"


    People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.

    জবাব দিন
  2. হায়দার ভাই পারেক্রে নিয়ে ১ টাসেরিয়েস বাইর করেন তারে
    নিয়ে সারা জীবন লিখ্লেউতো লেখা শেষ হার কথা না
    টি এস সি তে ১ বার দেখা হইসে শুরুতেই তার বেসিন ভাঙ্গার কথা মনে পরসে
    আর মানে মানে করতে করতে ২ ঘন্টা পার কিরে দিসে

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।