খুব খিয়াল কইরা দেখলাম মেয়েরা আমারে দেখলে সব সময় হাসে। প্রথম প্রথম খুব লজ্জা লাগতো, ভাবতাম, শালার ওদের কি দোষ! আমার চেহারা-সুরৎ, টার্ন-আউটই এমন যে দেখলে কোন মেয়েই হাসি সংবরণ করতে পারে না। অবশ্য সবাই যে এক্কেরে হো হো কইরা হাসে এমন না। অনেকেই খুব রুচিশীলা এবং সংযমী। তারা ঠোট টিপ্পা চোখের কোনে হাসে আবার কেউবা শাড়ির আঁচল অথবা ওড়না দিয়া হাসি গোপন করার চেষ্টা করে।
অবশেষে ক্যামনে ক্যামনে জানি বুইঝা ফেললাম, এরা আসলে শুধু আমারে দেইখা না, সবাইরে দেইখাই এই রকম হাসে। বেশ কিছুদিন আগে একটা বেগুনি শার্ট পইরা এক বন্ধুর বিবাহ-বার্ষিকী’র দাওয়াতে গেলাম, উপস্থিত সব ভাবিরা আমারে নিয়া ব্যাপক হাসাহাসি করলো। বুঝতে পারলাম আমার রুচি নিয়া সন্দেহ করতেছে। তার কয়দিন পর সাদা শার্ট পইড়া আরেক দাওয়াতে গেলাম, এইবার তাঁরা বেগুনি শার্ট পইরা আসিনাই বইলা হাসাহাসি শুরু করলেন। আমি তখন নিশ্চিত হইলাম শুধু আমার সাথেই না তারা সবার সাথেই এমন করে। ওদের হাসতে আসলে কোন কারণ লাগে না।
আমার দোস্ত রুম্মান এই ব্যপারে আমার চেয়েও বেশি প্রতিক্রিয়াশীল। ওর ধারণা মেয়েরা খামাখা হাসে কারণ তাদের মাথায় ঘিলু নাই, পাঙ্গাস মাছের মাথায় যেই পরিমান ঘিলু থাকে একটা মেয়ের মাথায় সেই পরিমান ঘিলুও নাই। আমরা সাধারনত পাঙ্গাস মাছ খাই না, কিন্তু রুম্মানের কথা সত্য-মিথ্যা যাচাই করার জন্য একবার বাজার থেইকা বড় একটা পাঙ্গাস মাছ আনা হইলো। মাথা কাটার পর তার ভিতরে দুই আঙ্গুলের এক চিমটি ঘিলু খুইঁজা পাইতে আমার খুব কষ্ট হইলো। এবং তখন মনে হইলো এর চেয়ে কম ঘিলু কোন মানুষের মাথায় থাকতে পারে, এইটা রুম্মান একটু বেশি বইলা ফালাইছে।
অবশ্য সব ব্যাপারেই রুম্মানের এই রকম নিজস্ব থিওরি আছে। যেমন ও মেয়েদের ভাইটাল স্ট্যাটিক্টিস মাপে চার অঙ্কে, ৬০-৩৬-২৪-৩৬ এইভাবে। শেষের তিনটা তো কোনটা কী জানি, কিন্তু প্রথমটা কী জিজ্ঞেস করলে ও বলে ওইটা মেয়েদের মাথার সাইজ ! অবশ্য আমার নিজের ধারণা মেয়েরা নিজেরাও জানেনা তারা কি জন্যে হাসে। তবে স্বয়ং রবি ঠাকুর মেয়েদের হাসাহাসি নিয়ে মাথা ঘামিয়েছেন। ‘পঞ্চভুত’ রচনার এক জায়গায় তিনি বলেছেন, ‘পুরুষ জাতিকে পক্ষপাতী বিধাতা বিনা কৌতুকে হাসিবার ক্ষমতা দেন নাই, কিন্তু মেয়েরা হাসে কী জন্য তাহা দেবা ন জানন্তি কুতো মনুষ্য………।’ মেয়েরা কী জন্যে হাসে তা স্বয়ং দেবতারাই জানেন না আমরা তুচ্ছ পুরুষ মানুষরা কিভাবে জানবো !
যাই হোক, হাসাহাসির কথা বাদ দিয়া এইবার একটু ঝগড়া-ঝাটির কথায় আসি। মেয়েদের ঝগড়া করতে কারন লাগে কিনা তা আমার চেয়ে বিবাহিত ভাইজানেরা ভাল বলতে পারবেন তবে স্বামী-স্ত্রী সংক্রান্ত গল্পগুলি পড়ে আর বিবাহিত বন্ধু-বান্ধবদের দেখে একটা ব্যপার নিশ্চিত হইছি, মেয়েদের রণমূর্তি খুব ভয়ংকর। ঝগড়া-ঝাটির সময় নাকি সবসময় শেষকথা মেয়েরাই বলে। মহাকবি গ্যাটে আফসোস করে বলেছেন, ‘মহিলারা শেষ কথা বলবেন তাতে আমার আপত্তি নাই, কিন্তু শেষ দশহাজার কথা ওরা বলবেন এটা আমি মানতে পারি না।’ অবশ্য আমার এক দোস্ত এই কথার সাথে তীব্র দ্বিমত কইরা বলছিলো ‘তোরা বিশ্বাস কর আর না কর, আমার বাসায় ঝগড়া-ঝাটির সময় শেষকথা সবসময় আমিই বলি।’
বিশেষ জোরাজুরির পর অবশ্য সে স্বীকার করলো তার শেষকথাটি হচ্ছে, ‘ঠিক আছে, বুঝতে পেরেছি।’
ঝগড়া-ঝাটির কথা যেহেতু আসলো, সেই গল্পটা বলি। কোন এক অফিসে, যেমন হয়ে থাকে আর কি, এক সহকর্মী আর এক সহকর্মিনীর মধ্যে তুমুল ঝগড়া, বাদানুবাদ। কী নিয়ে ঝগড়া সেটা অবশ্য জানা যায়নি। তবে সেই ঝগড়ার সবশেষে শোনা গেল ভদ্রমহিলা উচ্চকন্ঠে তার সহকর্মীকে বলছেন, ‘আমি যদি আপনার স্ত্রী হতাম, আমি আপনার খাবারে বিষ মিশিয়ে দিতাম।’ এরকম ভয় দেখানোর পরও ভদ্রলোক বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, ‘আমি যদি আপনার স্বামী হতাম, আমি সেই বিষ খেতাম।’
ভয়াবহ গ্যাঞ্জামের কথা। তোমার মতো স্ত্রীর স্বামী হয়ে বেঁচে থাকার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। চিন্তা করে দেখলাম, গোলমাল হ্যায় ভাই, গোলমাল হ্যায়। তবে এরচেয়েও গোলমালের গল্প হচ্ছে জন ড্রাইডেন নামে এক ইংরেজ কবি’র, মোটামোটি ভয়াবহ। ড্রাইডেন তার কবিতায় বউয়ের কবরের জন্যে সম্ভাব্য এপিটাফ লিখেছিলেন এইভাবে-
এইখানে শায়িত আমার স্ত্রী, থাকুন তিনি শান্তিতে
আর আমিও থাকি, আমিও থাকি শান্তিতে।
বুঝা গেল না? ঠিক আছে এই দেশি গল্পটা শুনেন। ক্লান্ত অসুস্থ এক স্বামী ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে বললেন, ‘আপনার এখন বেশ কিছুদিনের জন্যে পুরোপুরি বিশ্রাম প্রয়োজন।’ এবং তারপর কড়া ডোজের ঘুমের ঔষধ দিয়ে ভদ্রলোকের স্ত্রীকে সেটা নিয়মিত খেতে বললেন।
সত্যিই তো, স্ত্রীরা না ঘুমালে স্বামীদের বিশ্রাম হবেই বা কী করে !
সুতরাং বিয়া করার আগে খুব খিয়াল কইরা…….।
(ডিসক্লেইমারঃ
তাবৎ জাহানের নারীদের কাছে ক্ষমাপ্রার্থনা পূর্বক, এটা নিছকই ব্যর্থ রম্য প্রচেষ্টা। )
হুমমমমমমমমম
হ !
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কেম ... তোর বিয়ে হওয়ার সম্ভাবিলিটি আরও দুই বছর পিছাইল ...
(প্রথম দিকে খুব ভাল লাগলেও ... শেষের দিকে ইট্টু ঝুইলা গেছে ... তারপরও তোর লেখা মানে তোর লেখা ... ৪ দাগায়া গেলাম)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস! কমাইয়া এক বছর করা যায় না?
দুই বছরে তো ছাজাহানের ছাজানো বাগান হুগাইয়া যাবে ! 😉
(ধুনফুন লেখা হইছে, কিন্তু অনেকদিন ধইরা কিছু লিখি না, হাত নিস্পিশ করে কী করুম কন ! 😀 )
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হাত নিশপিশ-এর আরেকটা মেডিসিন অবশ্য আছে ...
ফোরামে কওয়া যাইব না ... চিপায়ে আয় ... ;;;
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কালা কুর্তার কেউ চিপায় ডাকলে লাবলু ভাই যাইতে না করছে। ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কি ব্যাপার কামরুল কালা কুর্তা তোমারে প্রায়ই চিপায় ডাকে ক্যান?? :no: :no: :no:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমার মামা আপনেরে হস্ত*ৈুন এর পরামর্শ দিতাছে-ছি ছি ছি আপনেরা এত্ত খারাপ????
😮 😮 😮
কি বলেন কাইয়ূম ভাই? (ক.র....) ;)) ;)) ;))
লেখা ফাটাফাটি হইছে :hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ওই ব্যাডা , সবখানে কাইয়ূম ভাই, কাইয়ুম ভাই কইয়া কী আমারে রগড়া খাওয়াইতে চাস নাকি! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এক্কেবারে হক্কথা, কি বলেন কাইয়ুম ভাই? :grr: :grr: :grr:
আমার কাছে লেখাটা ভাল লাগছে। এইবার কামরুল ভাই খাওয়ান। 🙂 🙂
যা ক্যানটিনে গিয়া লাবলু ভাইয়ের নামে কুক খাইয়া আয় ! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হুম ... বালিকাদের হাসি ... x-(
চ্যাতলা ক্যান? লেখা পছন্দ হয় নায়? কইষা মাইনাস দিয়া যাও। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😀 😀 😀 আহা!কত্তদিন পর ব্লগে নারী বিষয়ক পুস্ট আইলো,তাও ভাইঙ্গা ভুইঙ্গা না একখানা আস্ত পুস্ট 😀 😀 😀
তুই এত খুশী হইলি কি মনে কইরা ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:shy: :shy: :shy: মামা জানেন ই তো আপনের ভাগিনা নারী জাতিরে কি পছন্দ করে :shy: :shy: :shy: এই কারণে খুশি হৈছি :shy: :shy: :shy: লাইক মামা লাইক ভাগিনা :shy: :shy: :shy:
ওই তোরে না লং-আপ করাইরা আসছি ! এইখানে ঘুরাঘুরি করতেছিস ক্যান? x-(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মাস্ফ্যু কি হলুদ ব্যানারের পিছনে লং আপ হইছিলি নাকি? তাইতো কই, ব্যানারটা অনেকক্ষন দেখি না ক্যান, শিউর ভাইঙ্গা পড়ছে ...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
@আকাশদা- ~x( ~x( ~x( :bash: :bash: :bash: :(( :(( :(( ওই মিয়া আমার ওজন নিয়া খোটা দ্যান ক্যান,জানেন না আমি ডায়েট কর্তাছি? 😡 😡
কেন রে, তুইও কি সাইজ জিরো হইতে চাস নাকি ?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হুম, সে কি আর বলতে...????? :khekz: :khekz:
মেহেদী ভাই,গাছ হয়া গাছের মূলে কুঠারাঘাত করা ধর্মে সইবেনা দাদা... x-(
😛 😛
প্রথম দিকে খুব মজা পাচ্ছিলাম, কিন্তু লেখাটা শেষের দিকে এসে একটু কেমন যেন আবেদন হারায়ে ফেলছে। ৩.৭৫ রেটিং দেয়ার উপায় থাকলে তাই দিতাম।
মামা, আর কত দেরী করবি। কাইয়ূম ভাইরে দিয়া তো আর হবে না।
কি বলেন কাইয়ূম ভাই? :grr: :grr:
আচ্ছা আরো আবেদনময়ী লেখা দেবার চেষ্টা করুম। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ক্যাডা?? কামরুল ভাই নাকি??
😉 😉 😀 😀
হ!
দেখি ৫টা :frontroll: দে তো। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
লেখাডা প্রথমে খুব ভালা হইছে। শুরুর দিকে ঝাক্কাস লাগলো... :thumbup:
আগে জানলে তলাডা আরো ভালো কইরা লিখতাম। 🙁
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
খুব ভালো লেগেছে কামরুল।
আমি কই কি,
বিয়াটা কইরাই ফালাও,
শেষ কথা না বলার মধ্যেও চাম আছে।
হেরে গিয়ে জিতে যাওয়া আর কি।
হে হে....
নূপুরদা
শরম্পাইতেছি । :shy:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
শেষ্কথা না কওয়া মানে হৈলো, ভালয় ভালয় :just: ছাইড়া দিলাম। :duel:
নূপুরদা,
আমারো মঞ্চায় :((
অনেকদিন পর ব্লগে আসলাম...।। মজা পাইলাম...।। :thumbup: :thumbup:
দেশে আসার পর থেকে তো তোর দেখাই পাওয়া যাচ্ছে না এখানে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তুই কি দেশে নাকি হাসান?
মজা পাইছো, এখন ট্যাকা দেও। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এইডা কি কামরুল ভাই। আমি খাইতে চাইলাম আপ্নে সানা ভাইয়ের নাম কইরা ফুটলেন এখন আবার রিভার্স খাওয়ার ধান্ধা করেন। একলাই খাইবেন নাকি? সাথে এই অধমদের একটু দেইখেন।
😮 😮 😮 কামরুল ভাই মানুষরে মজা দিয়া ট্যাকা ন্যান? :grr: :grr: :grr:
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :khekz:
:khekz: :khekz:
:khekz: :khekz: :khekz:
:pira:
:just: :pira:
ওরে কেউ আমারে ধরেন :khekz: :khekz:
ধইরা কি করতে হবে? বিয়া দিয়ে দিতে হবে? ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=))
=)) =))
তোমারে ধরার মানুষ আসতেছে, একটু অপেক্ষা করো। 😛
না আমি কিছু কমু না!! দুই দুইডা চকবার আজকা খাইয়া গ্যাছে!! ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
যাক বহুতদিন আরো শান্তিতে থাকতে পারবো দেখা যায় 😀
এই পোস্ট আপনে প্রথমে দিতে চাইসিলেন না x-(
সাতেও নাই, পাঁচেও নাই
জগতের সকল প্রানী শান্তিতে থাকুক। 🙂
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ইয়ে ... মানে কামরুল ভাই... কি কি খিয়াল করব ? ? ? আমার জন্য না... আমার এক বন্ধুর জন্য...। :shy: :shy:
হ,বন্ধুর কথা কৈয়া চামে দিয়া বামে নিজের লাইজ্ঞা সিস্টেম করার এই অব্যাস তো আপনের সেই কলেজ থিকাই x-( x-( x-(
মাসরুফ... :chup: :chup: ... সত্য কথা সবার সামনে এইভাবে বলতে হয় নাকি!! :shy: :shy:
😮 😮 ওকি জাফরদা দেকি নিজেই স্বীকার গেলেন ভায়া!সাধু সাধু!নাহ আপনার মত মানুষ এ ঘোর কলিকালে খুব কমই খুঁজে পাওয়া যাবে মশাই!
:shy: :shy: 😀 😀
দুই জনের জন্যেই খিয়াল কইরা.........। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মাসরুফ... তোরে খিয়াল কইরা ! ! ! .. বুঝছস তো?? কামরুল ভাই কি বলতে চাইছে। :-B :-B
বুঝি নি তো দাদা একটু খোলাসা করে বললে এই অধমের গতি হত 🙁 🙁
সাধু সাধু :boss: :boss:
কেডা হাঁসু নাকি রে? 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
জ্বে না, মুই বিশ্বপেরেমিক কইতে আছি। মোরে চেনছেন?
বেদ্দোপ
তুই এই লুইচ্চা নাম নিছিস ক্যান? x-(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সাধু কিরে হাঁসু? :-B
মিলা আফার একখান গানের নাম।
বিয়ার বয়স হইলে ছেলেরা নাকি বাপ-মারে কোলবালিস বানাইতে কয়, সিঙ্গল খাট ডাবল করতে কয়.....................আর কাম্রুল রমণীয় রসিকতা নামে পোস্ট দেয় 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সেকি ! আমার বিয়ার বয়স হইয়া গেছে নাকি? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
না ...
বিয়ার বয়স পার হয়া যাইতেছে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কিডা তাইফুর ভাই নি??........
:awesome: :tuski: :awesome: :tuski:
:awesome: :tuski: :awesome: :tuski:
:awesome: :tuski: :awesome: :tuski:
:awesome: :tuski: :awesome: :tuski:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:)) :)) :goragori: :goragori:
=)) =)) =))
অবশেষে কামরুলের উপলব্ধি! যা বিশ্রাম নেওয়ার অহনই নিয়া নেও!
অফটপিক : আমি বাসায় ফেরার আগেই আমার বউ ঘুমাইয়া পড়ে!! আমিও শান্তিতে বিশ্রাম নিই!! ;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
তার মানে হলি ডেতে বলি হন :awesome: :awesome: 😀 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হ, হলি ডেতে আমি ঘুমাই, আমার বউ বিশ্রাম নেয় ...... :grr: B-) :grr: B-) :grr: B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আপনাদের সংসারে তাইলে ফ্যামিলি টকিং বইলা কোনো ব্যাপার নাই.............. :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমরা সারাদিন লগ-ইন থাকি! সেলফুন আর চিরকুট আছে না.... ;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমি খালি বউয়ের সঙ্গেই ঘুমাই। আর সবার সঙ্গে জেগে থাকি। 😛
তা তো ঘুমাইবাই!! আমার মতো চব্বিশ বছর হোক, তখন কি মন্তব্য করো দেখমুনে!! :(( :(( :((
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বিশ্রামে আছি ----কামরুল 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বড় ভাইদের কথায় বাম হাত দিও না........ ভালো ছেলে! বিশ্রাম নিচ্ছে আইজুদ্দিন.... 😉
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস্ তাইলে কি ডাইন হাত দিতে বলছেন ;)) :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
😀 😀
লগ-ইন লেখা? আমি যেন পড়লাম লক-ইন 🙁
কি জানি কয়, বেশি বেশি কি করলে চোখ খারাপ হয়! ধর্মগ্রন্থেও আছে!! সাবধান। শ্যাষে না অন্ধ হইয়া যাও... :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঠিকাছে লাবলু ভাই।
(লাবলু ভাইরে কিছু কওয়া ঠিক হবে না, আমারে দুইটা খাম দিছে। 😀 😀 )
আঙ্গুর ফল সাহসী পরিশ্রমীদের জন্য শুধুমাত্র টকই না হারামও বটে।
সংসারে প্রবল বৈরাগ্য!
কেডা কাইয়ুম নি! তোমারে '৯৪-এর পুলাপাইন খুব জ্বালাইতাছে দেখলাম! ঘটনা কি? 🙁
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাবছিলাম সবকয়ডিরে ফলইন ব্রেক করার পার্মিশন দিমু, কিন্তু সু পালিশ কইরা আসেনাই দেইখা সব কয়টার ফলইন ব্রেক করার পার্মিশন্টা আটকায়া দিছি B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
এত রাতে রোদ চশমা পড়ছেন, চোখ উঠছেনি ভাইয়া? ;;;
B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
কেম ভাইয়া, আমি কখন তোমার দিকে তাকিয়ে হাসি দিলাম? :no:
দেন নাই? তাইলে কি ভুল দেখলাম? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এত তাড়াতাড়ি চশমা লাগবো তোমার? 😛
B-)
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আয় হায়, তোমারও কি চোখ উঠেছে? :grr: ;;;
আমি এই ধরনের কোনো কথা কখোনো বলি নাই। নিজের কথা অন্যের নামে আর কত চালাবা দোস্ত। এইবার টেকনিক বদলাও। :thumbdown:
:)) :))
সংসারে প্রবল বৈরাগ্য!
:chup:
যত দোষ সব রুম্মান ভাইয়ের, এখন সময় হয়েছে রুম্মান ভাইয়ার জেগে উঠার। 😛
আমি তো অবিবাহিত। তাই ঘুমাইয়া পড়ি।
বিয়া করলে জেগে থাকুম। 😉
জুলাইয়ের উত্তর নভেম্বরে আইসা দিলি??? ঘুমতো ভালোই লম্বা হইছে দেখি, বিয়া একটা তে মনে হয় কাম হবেনা।
সংসারে প্রবল বৈরাগ্য!
রুম্মান মামা
তুইও মেয়েদের ভয় পাওয়া শুরু করলি ! :))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
নাহ মামা, মেয়েদের ভয় পাই না।
রেস্পেক্ট করি।
:salute: নারী জাতি।
রুম্মান ভাইয়া, তোমার জন্যে :hatsoff:
:thumbup: :thumbup:
নাহ! কামরুল পোলাডার বিয়াডা এবার দিতেই অয়। এডু/মডু গো কাছে বিনীত আবেদন জানাই, এট্টা বেবস্তা করেন 😛
একমাত্র আপ্নে আমার মনের কথাডা বুঝতে পারছেন। :shy:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
যাই মৌসুমী আপারে খবর দেই।উনি শুঞ্ছি বর্তমানে সিঙ্গেল।কামরুল ভাইয়ের সাথে খুব মানাবে 😀
মাস্ফু ভাই, মৌসুমি আপা'টা কেডা? :-/
গরীবের্রাণী :grr: :grr: :grr:
হাসেঁর ছানা থেকে একি নাম? 😮
আমি কিন্তুক আগলি ডাকলিং'ই ডাকব। 😛
মানুষ পোকামাকড়, তেলাপোকা, মাকড়সা কত কিছুই রে ডরায় and I am afraid of woman.
কেউ বিয়ার কথা কইলে মনে হয় "অভিশাপ" দিচ্ছে... 😡 😡
আস্তে ক।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
🙁
আরিফ একটা ব্যপার ছাড়া আর কোন কিছুতে "না" বলে না! ;;; 😀
তুই তো জানিসই, আমি সর্বদা পজিটিভ থাকার টেরাই করি... B-)
ভাইয়া কি সব women রে ডর খান? :grr:
নাহ। পার্টনার হওয়ার চান্স আছে যাদের, তাদের ডরাই...... বাকিদের ভালা পাই... :hug:
যাক বাবা !!!!!!!!! 🙂 :hug:
superman আরিফ ভাই এইডা কি শুনাইলেন 🙁
:thumbup: :thumbup:
রবিন নাকি ?? এই লাইনটাই পছন্দ হইল ...
দেখুমনে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কিছু কিছু অভিশাপ মনে হয় এড়ানো যাবে না :grr: :grr:
একিকস্রবিন! 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
রবিন তুমিতো মামা এড়াইতে চাও বইলা মনে হয়না :grr:
কিছু হইলেই রুম্মান ভাইয়ের ঘাড়ে চাপায় দেন ক্যান!!!!! 😛 😛
অনটপিকঃ আমারে দেখলেও নারীজাতি কেমনে জানি মুখ টিপা হাসে। কালে কালে তো বিকেল হয়ে গেলো, তিন প্রহরের বিল আর খুইজা পাওয়া হলো না।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ক্যাডা ছূডূ ভাই নিকি??? :grr:
পরীক্ষা কেমন হল? 🙂
ক্যাডা দিদি নাকি??? তো আচেন কেমন??? পরীক্ষা মাশাল্লাহ ভালোই হইছে 😀 । কাইল্কেরটা মনে হয় সুবিধা করতে পারবো না, দেখা যাক!!!!
আপনের খবর কি?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আচি ভালই, তা পড়ালেখা না করলে পরীক্ষা ভালো হবে কি করে? 😛
পড়ালেখা পরে করবো, এখন রান্না করতেচি। B-) নিজেরে টমি মিয়া টমি মিয়া লাগতেছে :ahem:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
টমি মিয়া??? ফুহ!!! কোথায় রকিব আর কোথায় টমি মিয়া ???? ;;;
😕 :thumbdown:
একবার আমার রান্না খাইলে বারবার মনে পড়বে!!! আহা কী না খাওয়াইলো রকিব :ahem: !!!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এজন্য'ই তো বললাম, কোথাকার টমি মিয়া'র সাথে তুলনা। :grr:
না মানে আমি কইতে চাইছিলাম একবার খাইলে চিরজীবন মনে রাখবেন, মানে খাইয়া হাসপাতালে যাবার অভিজ্ঞতা বোধকরি কখনো হয় নাই আপনার ;))
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঠিক হাসপাতাল না, তবে কাছাকাছি অভিজ্ঞতা হয়েছিলো। 🙁
ক্যাডা??? মঈন ভাই কি আপনার উপর এক্সপেরিমেন্ট করছিলো নাকি ??
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দুলাভাইরা সবসময় শালাদের উপর এক্সপেরিমেন্ট করে, সেটা জানিস না বুঝি? :grr:
😕 😕
ভয় দেন ক্যান!!!! :(( :((
কে খাইয়েছিল তাই বলেন!!!
নেন এককাপ :teacup: খাইতে খাইতে এই গানটা শুনেন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভয় কই দেখালাম রে ভাইয়া???? ;;)
গতবার দেশে আমার ভাই আমাকে একটা রেস্টুরেন্ট এ নিয়ে গেল, নতুন নাকি হয়েছে, হেন না তেন না। জমজমাট। বাসায় এসে ২৪ ঘন্টা বিছানায়। :((
এই যদি ভালো রেস্টুরেন্টের নমুনা হয়, তাইলে খারাপের সংজ্ঞা কি? :-B
থ্যাঙ্কস গানের জন্যে। 🙂
খারাপ হইলে আর বাসায় আইতে হৈতনা, ওই রেস্টুরেন্টেই ২৪ঘন্টা কাটায়া আসতে হৈত, এক্কেবারে কুইক সার্ভিস 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
😮
হ, ঠিক কইসেন। :grr:
=)) =))
কামস এর লেখায় কমেন্ত করতে দেরী হয়ে গেল । আমার কাছে পুরা লেখাটাই ভাল লেগেছে । কামস এর বিয়া দেয়া দরকার । টিটো ঠিক বলছিস ।
:shy:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল তর এই লেখা আমি আগে দেখি নাই কেন? জটিল =))
ভাই তুই এখন একটা বিয়া কইরা ফালা , তাইলে আর কেও হাসবো না , গ্যারান্টি
:no:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) :))
Life is Mad.
এইবার বুঝতে পারছি প্রোফাইল পিকচারে ক্যান নিজের ছবি দেন নাই । এইডা দেইখা যদি কোন
ব্লগ পড়া মেয়ে হাসে এইজন্য । ভাই ঠিক বলছি না । :)) :)) :))
:dreamy:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।