ব্লগর ব্লগর

এই কাহিনীর কোনো চরিত্রের সঙ্গে কেউ কোনো মিল খুঁজে পেলে দায়-দায়িত্ব তার। আমি কিছু জানি না। 😐

ক্লাশে নতুন শিক্ষক এসেছেন। প্রথম ক্লাশ। এসে ভাবলেন প্রথম দিন পড়ালেখা না করে একটু গল্পসল্প করাই ভাল। তাছাড়া ছাত্র-ছাত্রীদের জানা, পরিচিত হওয়া এটাও জরুরী।

তাই শিক্ষক এসেই সবাইকে সে কথা জানিয়েও দিলেন।
-আজ আমরা পড়াশোনা করবো না। আজ শুধু গল্প। প্রত্যেকে দাঁড়িয়ে নিজের নাম বলবে আর বলবে প্রিয় সখের কথা। শুরু ছেলেদের দিক থেকে। প্রথম বেঞ্চে বসা প্রথম ছেলেটা থেকে শুরু হোক।
-আমার নাম কামরুল হাসান। আমার সখ পুকুরে শাপলা দেখা।
শিক্ষক একটু অবাক হলেন। ভাবলেন ভালই তো, নতুন ধরনের সখ।
দ্বিতীয় ছাত্র-আমার নাম মাসরুফ। বন্ধুরা বলে ম্যাস্ফু। আমার সখ পুকুরে শাপলা দেখা।
শিক্ষক আবার অবাক হলেন। সখ বলে কথা।
তৃতীয় ছাত্র- আমার নাম জুনায়েদ। আমার সখ পুকুরে শাপলা দেখা।
এইবার শিক্ষক তব্দা খাইলেন। পোলাপান ফাইজলামি করতাছে না তো আবার!
চতুর্থ ছাত্র-স্যার আমার নাম বন্য। আমারও সখ পুকুরে শাপলা দেখা।
এইবার মনে মনে একটু ক্ষেপেই গেলেন, কিন্তু ধৈর্য হারালেন না।
পঞ্চম ছাত্র- আমার নাম রাশেদ। স্যার আমারও সখ পুকুরে শাপলা দেখা।
এইবার শিক্ষক ক্ষেপেই গেলেন।
ষষ্ঠ ছাত্র-আমার নাম জিহাদ, আমার সখ পুকুরে শাপলা দেখা।
শিক্ষক বুঝলেন পোলাপাইন তার সঙ্গে ফাইজলামি করতাছে।
সপ্তম ছাত্র: আমার নাম রবিন। আমার সখ পুকুরে শাপলা দেখা।

শিক্ষক এবার ক্ষেপে গিয়ে বললেন, থাক ছেলেদের আর বলার দরকার নাই। এবার মেয়েরা বলবে।
দেখলেন কোনায় একটা মেয়ে বসা। অপরূপ সুন্দরী। তেমনই তার বাদ-বাকি সৌন্দর্য। মুগ্ধ হইলেন তিনি। কোমল গলায় বললেন এবার তোমার কথা বলো।
মেয়েটা দাঁড়িয়ে বললো-আমার নাম শাপলা। আমার সখ পুকুরে সাঁতার কাটা।

৬,১৫৪ বার দেখা হয়েছে

৫৩ টি মন্তব্য : “ব্লগর ব্লগর”

  1. আহসান আকাশ (৯৬-০২)
    আমার নাম শাপলা। আমার সখ পুকুরে সাঁতার কাটা।

    🙂 🙂 🙂


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. সাইফ (৯৪-০০)

    :just: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    আমাদের জাতীয় ফুলের প্রতি সবার এত ভালবাসা ও তাকে একপলক দেখার বাসনা দেখে সবার উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র নিবেদন...
    শাপলা...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. দেখলেন কোনায় একটা মেয়ে বসা। অপরূপ সুন্দরী। তেমনই তার বাদ-বাকি সৌন্দর্য। মুগ্ধ হইলেন তিনি। কোমল গলায় বললেন এবার তোমার কথা বলো।

    শিক্ষকও আসলে শাপ্লা দেক্তে চাইছিলেন। :-B :-B :-B

    [Q.E.D]

    জবাব দিন
  5. সাকেব (মকক) (৯৩-৯৯)
    কবে যে দেশে ফিরে শাপলা দেখমু

    'গ্রুপ ফাইটার' সিরাজ,
    দেশে ফিরা শাপলাও কি গ্রুপে দেখার ইচ্ছা রাখো? 😛


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    😕 ভাই ঈমানে কইতাছি শাপলা নামে আসলেই আমার এক বান্ধবী আছে-এন এস ইউ থিকা বিবিএ পাস কইরা এখন চাকরি করে-আমার সাথে বড়ই সুসম্পর্ক-এই গতকালকেও ফেসবুকের ওয়ালে শুভেচ্ছা জানাইছে প্রিলি পাস করার জুন্য বিশ্বাস না হইলে দেইখা নিয়েন:-o 😮 😮

    আমার বান্ধবীরে নিয়া কুকথা কওনের জন্য মাসুম ভাইয়ের ভ্যাঞ্চাই x-( x-(

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।