এই কাহিনীর কোনো চরিত্রের সঙ্গে কেউ কোনো মিল খুঁজে পেলে দায়-দায়িত্ব তার। আমি কিছু জানি না। 😐
ক্লাশে নতুন শিক্ষক এসেছেন। প্রথম ক্লাশ। এসে ভাবলেন প্রথম দিন পড়ালেখা না করে একটু গল্পসল্প করাই ভাল। তাছাড়া ছাত্র-ছাত্রীদের জানা, পরিচিত হওয়া এটাও জরুরী।
তাই শিক্ষক এসেই সবাইকে সে কথা জানিয়েও দিলেন।
-আজ আমরা পড়াশোনা করবো না। আজ শুধু গল্প। প্রত্যেকে দাঁড়িয়ে নিজের নাম বলবে আর বলবে প্রিয় সখের কথা। শুরু ছেলেদের দিক থেকে। প্রথম বেঞ্চে বসা প্রথম ছেলেটা থেকে শুরু হোক।
-আমার নাম কামরুল হাসান। আমার সখ পুকুরে শাপলা দেখা।
শিক্ষক একটু অবাক হলেন। ভাবলেন ভালই তো, নতুন ধরনের সখ।
দ্বিতীয় ছাত্র-আমার নাম মাসরুফ। বন্ধুরা বলে ম্যাস্ফু। আমার সখ পুকুরে শাপলা দেখা।
শিক্ষক আবার অবাক হলেন। সখ বলে কথা।
তৃতীয় ছাত্র- আমার নাম জুনায়েদ। আমার সখ পুকুরে শাপলা দেখা।
এইবার শিক্ষক তব্দা খাইলেন। পোলাপান ফাইজলামি করতাছে না তো আবার!
চতুর্থ ছাত্র-স্যার আমার নাম বন্য। আমারও সখ পুকুরে শাপলা দেখা।
এইবার মনে মনে একটু ক্ষেপেই গেলেন, কিন্তু ধৈর্য হারালেন না।
পঞ্চম ছাত্র- আমার নাম রাশেদ। স্যার আমারও সখ পুকুরে শাপলা দেখা।
এইবার শিক্ষক ক্ষেপেই গেলেন।
ষষ্ঠ ছাত্র-আমার নাম জিহাদ, আমার সখ পুকুরে শাপলা দেখা।
শিক্ষক বুঝলেন পোলাপাইন তার সঙ্গে ফাইজলামি করতাছে।
সপ্তম ছাত্র: আমার নাম রবিন। আমার সখ পুকুরে শাপলা দেখা।
শিক্ষক এবার ক্ষেপে গিয়ে বললেন, থাক ছেলেদের আর বলার দরকার নাই। এবার মেয়েরা বলবে।
দেখলেন কোনায় একটা মেয়ে বসা। অপরূপ সুন্দরী। তেমনই তার বাদ-বাকি সৌন্দর্য। মুগ্ধ হইলেন তিনি। কোমল গলায় বললেন এবার তোমার কথা বলো।
মেয়েটা দাঁড়িয়ে বললো-আমার নাম শাপলা। আমার সখ পুকুরে সাঁতার কাটা।
1st
আমার নাম সাব্বির। আমারও সখ পুকুরে শাপলা দেখা। B-) B-)
:gulli2: :gulli2:
:goragori: :goragori:
:pira: :pira:
🙂 🙂 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :))
:just: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
amio shapla dekhpo :(( (this is Mashfu,I am at Kamrul Bhai's house now)
amio shapla dekhpo :(( (this is Rezwan,I am at Kamrul Bhai’s house now) :awesome: :awesome:
Whats going on there 😛 😛 ?????
Life is Mad.
বিলাডি মাস্ফু, রেজওয়ান
আমার ঘুমের সুযোগ নিয়া আমার আইডিতে কমেন্ট করার জন্যে তোরা দুইটা কন্টিনোয়াস :frontroll: দিতে থাক। কত্ত বড় সাহস 😡
আর আগামী ১৫ দিন যাতে আমার বাসার ১০০ মাইলের মধ্যে না দেখি দুইটারে। 😡
amio shapla dekhpo :(( (this is bonno,I am not at Kamrul Bhai’s house now) :awesome: :awesome:
:salute: ওকে বস...
১৬ দিনের মাথায় তাইলে আবার আমু নে ;;;
:dreamy: :dreamy:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমিও শাপলা দেখপো
আমাদের জাতীয় ফুলের প্রতি সবার এত ভালবাসা ও তাকে একপলক দেখার বাসনা দেখে সবার উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র নিবেদন...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাই তুমি কি "ঐ শাপলা "দেখতে দেখতে ক্লান্ত? 😐
:grr: :grr:
বস, এইডা কোন ক্লাসরে ঘটনা ???
😀 😀 😀 😀
Life is Mad.
বিসিএস কোচিং ক্লাশ হইতারে
x-( x-( x-(
চ্যাতো ক্যান 😉 😉 😀 😀 ????
Life is Mad.
ভাগ্য ভাল স্যারও পুকুরে শাপলা দেখতে চায় নায় 😉
কিছু কোমলমতি বাচ্চা ছেলেদের নিয়ে খারাপ গল্প বলায় আপনার ... চাই x-(
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমি তো ভাবসিলাম ২-১ টা বলবে ...শাপলা দেখা আর গিটার বাজানো।
😮 😮
জটিল কইসস । :boss:
শিক্ষকও আসলে শাপ্লা দেক্তে চাইছিলেন। :-B :-B :-B
[Q.E.D]
লাইবেরিয়া তে শাপলা নাই......।। 🙁 🙁 🙁 🙁 🙁
কবে যে দেশে ফিরে শাপলা দেখমু............ :(( :(( :(( :(( :(( :((
বস, লাইবেরিয়া তে পুকুর, নদী কিচুই নাই? at least চৌবাচ্চা ?
আছে। কিন্তু ওই খানে শাপলা নাই। সব কচুরিপানা ;;;
আমরা শাপলা বানাচ্ছি 😀 😀 😀 😀 ।
আর্টিফিশিয়াল।
Life is Mad.
অভাবে স্বভাব নষ্ট প্রবাদটা এতদিনে বুঝলাম :khekz: :khekz: :khekz:
:khekz: তোরো...????
:khekz: :pira:
:pira: :khekz: :khekz:
'গ্রুপ ফাইটার' সিরাজ,
দেশে ফিরা শাপলাও কি গ্রুপে দেখার ইচ্ছা রাখো? 😛
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
যারা যারা শাপলা দেখতে চান, লাইনে দাঁড়ান, সিনিয়রিটি ওয়াইজ ;;;
😛 😛 😛
বস এইটা একটু কেম্ন যেন শুনাইল না......
সবাই মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ......।আমি আবার এই নিতিতে চলি... :dreamy: :dreamy:
:(( :((
শওকত ভাইতে মনে হয় শিক্ষক, আর সানাউল্লাহ ভাই তো নাগরিক কমিটি। ইউসুফ ভাইকে দেখি, চান্স নিতে পারে আবার নাও নিতে পারে।
তয় সিনিয়ারিটি ওয়াইজ পয়লা মনে হয় আমি......। কি বল 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জনগনের শাপলা দেখার এই অদম্য ইচ্ছার জন্য আমরা সিনিয়ররা (মানে সানাউল্লাহ ভাই, শওকত ভাই, রাইসুর আর আমি) আমাদের মননয়োনপত্র জমা ই দিলাম না।
ঠিক আছে তো সানাউল্লাহ ভাই, শওকত ভাই। নাকি 😉 ?
:khekz: :khekz: :khekz: :khekz:
শওকত ভাই, আপ্নে এত ভস কেন???? :-B :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি বন্য...আমি শাপলা দেখিনা.. B-)
আমি ডাইরেক্ট শাপলা তুলি,তার্পর ভেজে খাই... :grr: :grr:
আমরিকা তে কেনো শাপলা নাই :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
😕 ভাই ঈমানে কইতাছি শাপলা নামে আসলেই আমার এক বান্ধবী আছে-এন এস ইউ থিকা বিবিএ পাস কইরা এখন চাকরি করে-আমার সাথে বড়ই সুসম্পর্ক-এই গতকালকেও ফেসবুকের ওয়ালে শুভেচ্ছা জানাইছে প্রিলি পাস করার জুন্য বিশ্বাস না হইলে দেইখা নিয়েন:-o 😮 😮
আমার বান্ধবীরে নিয়া কুকথা কওনের জন্য মাসুম ভাইয়ের ভ্যাঞ্চাই x-( x-(
সংশোধনঃ
পড়ুনঃ
শাপলা নামে আসলেই আমার এক :just: ফ্রেন্ড আছে
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) =)) =)) =)) =)) =)) :just: ফ্রেন্ড :khekz: :khekz:
Life is Mad.
:khekz: :pira:
কি দিলি রে :goragori: :goragori:
বুচ্চি,আন্নের বানধুবী আচে,আঁর নাই,তো?? x-( x-(
অফটপিক: ব্লগে আর আমুনা,ম্যাস্ফু ভাই খালি অপমান করে :(( :((
তাইলে তো ম্যাস্ফুর প্রশ্ন পুরাটাই কমন পড়ছে 🙂
বস, পুকুর পাহারা দেয় কোন দারোয়ান?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমিও কো-এড ক্যাডেট কলেজ এ পড়ব ...
ভাই জোকসটা আগে শুনছি। তারপরেও নাম বদলানোতে ভালো লাগলো।
ভদ্রভাষায় ফ্লপ.. :khekz: :khekz: :khekz:
x-( x-( x-( x-(
আলপিনে ছাপা হইছিল
পুরা খোচ্চা.... :khekz: :khekz: