একটা প্রশ্ন ইদানিং ঘুরে ফিরে আমাকে বড় বেশি বিরক্ত করে যাচ্ছে। বিয়ে করে কি ভুল করে ফেললাম? কিছুদিন আগেও তো দিনগুলো এত দ্রুত পার হয়ে যেত না! উলটো স্থবির, শ্লথ, শম্বুক গতির দিনগুলোর একেকটা ঘন্টা এত বেশি সময় ধরে চলত যে বিরক্তি এসে যেত। আর এখন আমার সময় কাটে ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে। চব্বিশ ঘন্টা পার হতে সময় নেয় মাত্র আধ ঘন্টা। এই হারে হিসেব করলে আয়ু যে চরম দ্রুত কমে আসছে সেই চিন্তা থেকেই কি বিরক্তিকর প্রশ্নটা প্রশ্রয় পাচ্ছে ??
সেই যে বাসার ভিতর এসে ঢুকেছি, আর বের হতে ইচ্ছা করে না। দিন, তারিখ, বার ভুলে গিয়ে ছুটির মত ছুটি কাটাচ্ছি। বিকেল হলে বড়জোর ছাদটা, এর বেশি দূরে যেতে মন সায় দেয় না। আগে ঘরের ভিতর কথা বলার মানুষ ছিল না, দম বন্ধ হয়ে আসত ঘরে। বাইরে যেতাম, চিনি কি চিনি না টাইপ মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম কথা বলে। এখন কথা বলার আর শোনার একটা মানুষ সারাদিন আমাকে আষ্টেপৃষ্টে বেধে রাখে, কলজের এক ফুট দূরত্বে ঘুর ঘুর করে। এক রুমে আবদ্ধ থাকার বিরক্তিকর আনন্দময়তা আর বাইরে যাওয়ার ব্যাকুলতার মৃত্যুর জন্যই কি প্রশ্নটা বারবার ফিরে আসছে ??
বাসায় মা আর বউয়ের অসম প্রতিযোগিতা চলে, কে বেশি ভালবাসে, বাসতে পারে, তাই নিয়ে। খাওয়ার টেবিলে অস্বস্তি নিয়ে বসে থাকি, তাও শান্তি। আগে ছিল একজোড়া চোখ, চোখে চোখে রাখত। এখন দু’জোড়া চোখ চোখে চোখে রাখে। স্নেহ আর ভালবাসার সূক্ষ পার্থক্য নিয়ে দু’জোড়া চোখ একইভাবে এই আমার দিকেই তাকিয়ে থাকে। চোখে চোখে রাখার চোখের সংখ্যা বেড়ে যাওয়ার কষ্টকর শান্তিই কি তবে প্রশ্নটাকে উস্কে দিচ্ছে বারে বারে ??
এখন আমার সব আছে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট … সে সময় পেছন থেকে জড়িয়ে ধরার মত মমতাময়ী হাত। গোসল শেষে চুল মুছিয়ে দেয়ার টাওয়েল। নিজে নিজে লোশন মাখার বিরক্তির অবসান। পাশে বসে সিসিবি’র লেখা আর কমেন্ট গুলো পড়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ইমটি নয় বরং জীবন্ত খিলিখিলি অভিব্যাক্তি। দুপুর-সকালে ঘুম ভাংগাতে কর্কশ এলার্ম নয়, কানের কাছে ফিসফিস। ইন্সমনিয়ার মত বিরক্তিকর রোগকে গল্প বলা রাতে বদলে দেয়া। লিখতে পারা, না পারা আরও কত সব অভিব্যাক্তি মিলিয়ে দিনে দিনে এই বছরটার সব পেয়েছির বছর হয়ে উঠা …
তবু কেন হিংসুক প্রশ্নটা বারবার আমাকে আরামদায়ক খোচা দিয়ে যায় …
১ম? :-/
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
প্রতিযোগী নিজের পারফর্মেন্সে নিজে সন্দিহান হবার কারণে ডোপ টেষ্ট কইরা দেখা গেল প্রতিযোগীর পি...তে বিষ ...
জয়ের মুকুট টিটো'কে দেয়া হইল।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:clap:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হা ... তুই ফাষ্ট হইছস ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
~x( ইস এই কমেন্টটা আগে ক্যান দেখলাম না
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
খেলমু না...টিটো তো এইখানে দর্শক মাত্র... x-(
আমার ফার্স্ট হওয়া দেইখা হাততালি দিতেসিলো...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:no: :no: :no: :no: :no: :no: :no: :no: হাততালি দেয়াটা নিরাপদ। ১ম হইলেও ২য় হইলেও এমনকি ৩য় হইলেও
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
উহিয়াহিউয়ায়ুয়হিয়াউহা... :grr:
মাঠে থাকা ১১জন খেলোয়াড়কে ডজ দিয়া অবশেষে আমিই :hatsoff:
অনটপিকঃ
বস, আপনার মনে হয় 'সুখে থাকতে ভূতে কিলায়' রোগ হইসে :-B অবহেলা না করে... 😀
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
এইডা আবার কি ??
ফাস্ট হইয়া তোর যেই সুখ ... তাতে তো মনে হয় অবহেলা না কইরা তোর কাছেই দৌড়ানো উচিৎ আমার।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বল আমার পায়েই ছিল....তা আপনার গোল সংখ্যা কম বলেই না পাসটা দিলাম 😉
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বস, আপনার মনে হয় ‘সুখে থাকতে ভূতে কিলায়’ রোগ হইসে
আমারো তাই মনে হছে ভাইয়া। :-B
হুমমমম, চাচ্চু হইতে আর বেশি বাকী নাই মনে হয়।
আরে ব্যাপার না, চালাই যাও, তবে চ্যাপ্টা হইও না (টিপস আর কি)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
টিপসটার জন্য ধণ্যবাদ বস ... :salute:
আগে চ্যাপ্টা ছিলাম ... এখন ফুলতেছি ... 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আপনি তো ফুলন দেবী হইয়া যাইবেন ভাই এমন চলতে থাকলে। খিয়াল কইরা খুব খিয়াল কইরা।
ভাবীরে ত্যাল মারার জন্য লিখছেন তাই না?? মাসুম ভাইয়ের মতো আপনিও কী একটা দামী মোবাইল চান নাকি? 😛
ইস্ এভাবে নাও ক্যান? পজিটিভ্লী দেখ: আমগোর ভাবীরে উনি কত্তওওওওওও ভালোবাসে!!! : 😡 😡 😡 😡 😡 😡
আপাতত "সিসিবি'তে লগড ইন থাকার সময় গিয়াঞ্জাম করব না" এই আশ্বাস দিলেই আমি খুশি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আরররররে বস্... আএন বুকে আএন :hug:
ধুর! আমাদের মত এলিজিবল ব্যাচেলরদের মনে হিংসা নামক রিপুর উদ্রেক করায় তাইফুর ভাইয়ের ব্যান চাই। 😡 😡
এই ধরনের "সুখে থাকতে ভূতে কিলায়" টাইপ লেখা দেয়ায় তাইফুর ভাইয়ের আবার ব্যান চাই-ই চাই। 😡 😡
বিয়েটা তাইলে কইরাই ফ্যাল ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এত অল্প বয়সে বিয়া? :no: :no:
জীবনে আরও অনেক কিছু দেখার বাকি, জানার বাকি। ;;; ;;;
ওই তানভির রিপু শব্দটা চেন্জ করা যায় না শুনলেই কি কি যেন মনে হয় :bash: মাই ডার্টি মাইন্ড :thumbdown:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আর যা কিছু দেখা, জানা বাকী, ওইটা শরীয়ত মুতাবিক দেখতে হইলে বিয়া করা জরুরী ... :-B
বে-শরীয়তী কামে মনযোগ থাকলে অবশ্য অন্য কথা ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস্, বে-শরীয়তী কাম বলতে আপনি কি বুঝাইতে চাইছেন? O:-) O:-)
দেলওয়ার হোসেন সাইদি আংকেলের 'ওয়াজ' এখন সিডি'তে পাওয়া যাচ্ছে ... "বে-শরীয়তী কামের আলিফ টু ইয়া" সিডি'তে তোর প্রশ্নের যের, যবর, পেশ সহ উত্তর পেশ করা আছে ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=))বিবাহ কর তানভীর, আযাইরা প্যাচাল পাইরা লাভ নাই । তাড়াতাড়ি স্বাতীকে বিয়ার প্রসতাব পাঠা :))
:khekz:
বৎস, তোমার মনটা ইদানীং বড়ই চঞ্চল বলিয়া বোধ হইতেসে...
সাবধান! বাঁচতে হলে জানতে হবে :-B
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমার মন চঞ্চল কেন? সাকেব ভাই জবাব চাই!!! 😛 😛
তানভির ভাই আপনি জানেন না? 😮 😮
তানভীরের সাথে এক মত। ধুর! আমাদের মত এলিজিবল ব্যাচেলরদের মনে হিংসা নামক রিপুর উদ্রেক করায় তাইফুর ভাইয়ের ব্যান চাই।ব্যান চাই। ব্যান চাই।
ব্যাঞ্চাইয়া সময় নষ্ট না কইরা এডিটেড হয়া যা ...
বহুত ফয়দা ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সব তো রেডি। আপনার দাওয়াত রইলো আমার বিয়েতে। কোনো গিফট কিন্তু আনবেন না।
(ইয়ে,মানে খালি একটা বিয়ে করার মতো মেয়ে লাগবে )
তাইলে তো 'বিয়া করার মত মাইয়া' তোর বিয়েতে গিফট হিসেবে দেয়া দরকার। 🙁
কিন্তু গিফট আনতে যে না করলি ?? :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি তো ফর্মালিটি কইরা কইছি। বড় ভাই আনলে মানা করমু কোন সাহসে।
ব্যাপক চিন্তায় পইড়া গেলাম... :dreamy: :dreamy: :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তুই আপাতত সমাজ সংস্কারের যে মহান ব্রত নিয়া মাঠে নামছিস তাতে আমিও ব্যাপক চিন্তায় আছি ... :dreamy: :dreamy:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বেশি কিছু না জাস্ট তাইফুর ভাইর ব্যাঞ্চাই।
সুখ কবে হবে আর সুখের অসুখই বা কবে হবে... ( দীর্ঘশ্বাস )
সবাই দেখি আমার ব্যাঞ্চায় ...
সুখের দিন অতিসন্নিকটে বৎস্য ... লাইগা থাক, জাইগা থাক, ফল পাবি। :-*
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বাজিলো বুকে সুখের মতো ব্যাথা...
বাকী লাইনগুলা মনে নাই।
মনে পরার দরকারও নাই ...
ওই এক লাইনই অনেক সুন্দর ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দুই লাইনের কবিতাটা সুন্দর হইছে... :clap: :clap: :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বাজিলো বুকে সুখের মতো ব্যথা…
বাজিলো বুকে সুখের মতো ব্যথা
সুখের বরষায় বুকখানা আমার
হয়ে যাবে স্যাতস্যাতা!!!
মনে না পরলে এই রকম মনের মত মিলায়া-ঝিলায়া ...
শাবাস আদনান ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জিহাদ কৈ রে?তোরে নিয়া আইজকাল কোবতে বাইর হয়...
:khekz: :khekz:
তাহার পানে থেকে চেয়ে চেয়ে,
বাজিল বুকে সুখের মত ব্যাথা 😀
মাস্ফু ভাইকে ইদানিং প্রায়ই ক্লান্ত কিন্তু সুখি মনে হয়। আমি তো বুঝি না, ইহার মানে কি 😕 😕 :-/
অনুভূতির সুন্দর প্রকাশ । দোআ করি এমন অসুখ আপনার সারাজীবন থাকুক । সবাই আমিন বিলা নিয়েন 😀
আমিন ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:(( :((
আহা বেচারা রবিন ভাই :grr:
আমিন
আমিন।
অফটপিকঃ এই আমিন টা কে? :))
🙂 :awesome:
www.tareqnurulhasan.com
তারেক ভাই তো একই অসুখে সুখী... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নৃ্ত্যরত কলা দেইখা তাই তো মনে হয় ...
(নূরু ভাই, লেখা ক্যামন লাগছে সেই সমালোচনা করলে ভাল লাগত।)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
লেখা পইড়া মনে হইছে- " ঘরের কথা পরে জানলো কেমনে? "
ফাস কেলাস! 😀 :awesome:
www.tareqnurulhasan.com
এতক্ষণে শান্তি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমিও বিয়া করপো :(( :((
সিসিবির সংখ্যাগরিষ্ঠ অবিবাহিত ,আনচানিত যুবক পোলাদের মনে আগুন জ্বালানোর সার্থক চেষ্টা চালানোর জন্যে তাইফুর ভাইয়ের ডাইরেক্ট ব্যান চাই :gulli2: ...
অফটপিকঃ সুখে থাকলে কখনও কখনও ভুতে একটু একটু কিলায়। ~x(
তুই কি আঞ্চানিত নাকি ?? ;;;
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইসব ইচ্ছাকৃত উস্কানিমূলক প্রশ্নের জন্যে আরেকবার ব্যান আবেদন করতাছি... :gulli:
:gulli2: :gulli2: :gulli2: :gulli2:
আমারো আশা জাগিতেছে... কিন্তুক ব্যান চামু না :thumbup:
আমি সিগারেট খাইনা।
লাস্ট কবে লোশন দিসি গায়ে তাও মনে নাই।
টাওয়েল না, গামছা দিয়া গা মুছি।
এলার্ম এর দরকার নাই । যখন খুশি তখন উঠি।
ইমো দিয়াও হাসার দরকার হয় না।
আর একা একা রাত জাগতেও খারাপ লাগেনা। মনে হয় রাত জিনিসটা জেগে থাকার জন্যই।
তাইলে না করলেও চলে মনে হয়... :-B
সাতেও নাই, পাঁচেও নাই
এইটারে কয় ছ্যাকা খাওয়া পাব্লিক, বুঝাইতে পারছি...............।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ঐ :-B
আমি খিয়াল কৈরা দেখসি আমি কিসু কইলেই ফয়েজ ভাই সেইটারে ছ্যাকা খাওয়া বলে চালায় দেয় :no: :no: :no: :thumbdown:
সাতেও নাই, পাঁচেও নাই
:grr: :grr:
ঐ.....................।।
:awesome: :awesome:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:awesome: :awesome: :awesome:
@জিহাদ,
সবই বুঝলাম ...
তবুও না করলে চলে না ...
নিজে নিজে আর কত দিন ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আসলে বলতে চাইসিলাম আপাতত না করলেও চলে । মাই মিসটেক :bash: :bash:
সাতেও নাই, পাঁচেও নাই
সেটাই... নিজে নিজে আর কত দিন? নো মোর লোনলী কর্নারস।
আমি কিন্তু লোশন দেয়া, গা-মোছা, ঘুম থেকে ডাকা, রাত জাগা ইত্যাদি একা একা আর কত ... তাই বলছিলাম ... 😕
তবে তোমার চিন্তা ধারা আমার পছন্দ হইছে। 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) :goragori: :khekz: :pira:
হুদাই ভুতের কিল খাবার জন্যে তাইফুর ভাইকে :grr:
আমিও ভুতের কিল খাপো...... :((
কিলের ইমো থাকলে ভাল হইত ...
মাইনষের কিল খাইতে চাইলে কইস। :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জো খায়া ও পাস্তায়া, জো নেহি খায়া ওভি পাস্তায়া................... 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাভাই ...
:boss: :boss: :salute: :boss: :boss:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
পস্তাবো কেন ভাইয়া? আমরা তো খাওয়ায় দাওয়ায় আপনাদের সাস্থ্যের উন্নতি করি। 😀
:(( :((
কিলের ইমো নাই, হ্যামারের টা আছে... আপাততঃ অটা দিয়া চল্ব। :chup:
:chup: :chup:
😡 😡 😡
এইখানে কয়ডা কিল আছে ।
অনেকদিন পর 'আর্টসফিকশনে'র তাইফুর ভাইকে ফিরে পেলাম মনে হচ্ছে। :guitar:
আপনার সুখের অসুখ সারাজীবন থাকুক। কামনা করি যেন কোনদিনও এই অসুখ না সারে 😀
লেখা নিয়ে কমেন্ট করার জন্য ধণ্যবাদ।
সুন্দর কামনা'র করার জন্য ডাবল ধণ্যবাদ।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কামরুল ... তোর কমেন্টটা পইড়া আসলেই শান্তি লাগতেছে ... :boss:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইবার তাইলে আমার সুখের অসুখ বাঁধানোর একটা ব্যাবস্থা করেন।
অফটপিকঃ
শুনিয়াছি আপনি নাকি শালীদায়গ্রস্ত দুলাভাই!
আপনার শালী'র আপত্তি না থাকলে আমিও কবুল !
নারী ও শিশু ... :khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😮 :no: ~x(
x-( unar shali class 9 e pore...poroma shundori....khali boyesh ektu kom.....amar jonno perfect....Kamrul bhai er age gap beshi hoya jay....... 😀
:just: :pira:
মাস্ফ্যু দেখি সবাইরেই কাছে রাখতে চায় ... কাউরেই হাতছাড়া হইতে দেওয়া যাইব না ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
masfu,tui sobar eto khobor janos kemne???
ওই শালা ম্যাশের বাচ্চা... আর কত লুইচ্চামি করবি??
এই মাত্র ফোন দিয়া ঝানলাম তাইফুর মামার পরমাসুন্দরী শ্যালিকার নাম তা**।অত্যন নম্র ভদ্র মেয়ে,ঠিক তার দুলাভাইয়ের মত 😀 😀 😀
অফ টপিক-আমি সিসিলিতে নিরুদ্দেশ যাইতাছি,তাইফুর মামার নাকি rab এ পোস্টিং।আমার ক্রস ফায়ারে পড়ার কুনু ইচ্ছা নাই 🙁
আপনার সাথেও বয়সের পার্থক্য বেশি হয়ে যায় তাই না মাস্ফু ভাই? আমি ঠিক আছি মনে হয়। ;;)
আমি আপনার চেয়ে ছুট, এক্কারে পারফেক্ট 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এফসিসির সাইফুদ্দিন স্যারের ভাষায় বলিঃ এত্ত ছোট তোরা তোদের তো এখনো ুুই গজায়নি :))
তাইফুর ভাইর সুখের অসুখে আরো নতুন নতুন উপসর্গ যোগ হোক। এই যেমন... না কইতে আমার লজ্জা লাগতেছে ভাইয়া নিজেই কইব পরের পোষ্টে।
আমি কি বেশরম ?? x-(
যেইটা কইতে তোর লজ্জা লাগে ... আমি সেইটা ক্যাম্নে কই ... :shy:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
taile to r taifu bhai basa theke ber e hoibo na
দোস্ত তোমার লেখায় কমেন্ট করার জন্য লগইন করলাম। চমৎকার হইসে। মিশন নিয়া কিসু লেখবি নাকি? একা একা কেমন কাটল?
মামা, আছস ক্যামন ?? মন্তব্যের জন্য ধণ্যবাদ। কাটল কোনরকমে … তুই যাবি না ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর মামা , আপনের মামা কি তাইলে আমার মামার মামা হইবো???মাসুম ভাইরে আমি কি কৈয়া ডাকুম কইয়া দ্যাঞ্ছাই দেখি 🙁
নানা :awesome: :awesome:
মামামামা ডাকতে পার। তবে লোকজন ছাগল বলতে পারে।
আমার ভাগিনারে কিছু বলার আগে ভাইবা বলবি ... x-(
ভাগিনার জন্য আমি মামা বিসর্জন দিতে প্রস্তুত ... 😡
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
না দোস্ত মিশনের নাম পার্মানেন্টলি বাদ দেওয়াইছি। আমার এখন ধান্দা কবে এই চাকরী থেকে বাইর হইতে পারি।
আহ্... মিশন করলে তো টাকা আইতো হায় হায় কি মিস টা করলেন মিয়া!!
বউরে খালি আগে খাওয়ার সময় মিস করতাম। নিজের রান্না ভালো লাগে না। তাইফুর ভাইয়ের ব্লগ পইড়া তো মনে হইতাছে আইজাকাই দেশে চইলা যাই। 🙁
লন এক কাপ চা খান :teacup:
ভাবী তো বিরাট ভালো মাইয়া। বিড়ি খাইলেও কিছু কয় না 😀
সবাই আমার বিজনেস শুরু করলেন কেন???
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বিড়ি খাইতে দেয় না ... সিগারেট খাইলে ক্যাচক্যাচ করে, তবে ম্যানেজ করা যায় ... 😀
(হয় তুই দেশে আয়, নয়ত ভাবীরে নিয়া যা)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আহারে কবে যে তাইফুর ভাইয়ের মত পুষ্ট দিতে পারিব 🙁
মানুষ তার স্বপ্নের সমান বড়
দোয়া করি ... এই বছরের শেষ দিকেই ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:-B
x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, এই অসুখ জীবনে যাতে না সারে।
লেখাটা পইড়া দিলখুশ হয়া গেছে 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তাইলে চা অফার করলিনা ক্যান ?? x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দোস্ত, আমিও অসুখে পড়্তাম চাই 😀 😛
ক্যামনে যে লেখোস :boss: :dreamy:
সংসারে প্রবল বৈরাগ্য!
অসুখে পরলে লেখা এম্নেই ফ্রি ফ্রি বাইর হইব দোস্ত ...
অসুখে পরতে চাস ... তো পরস না ক্যান ?? x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কাইয়ূম ভাইকে অসুখে না পড়ার জন্য :thumbdown: :thumbdown:
অসুখ কি? :-/ :-/ ক্যামনে পিড়ে এর উপ্রে :bash: :bash:
সংসারে প্রবল বৈরাগ্য!
বুঝেও না বুঝার ভান করায় কাইয়ূম ভাইয়ের ভ্যাঞ্চাই। 😡 😡
অসুখই তোর উপরে পিরবে ...
(কপিরাইটঃ আইয়ুব চাচ্চু)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এক্কারে........... :gulli2: হইছে!
:(( :(( :(( :((
তাইফুর্ভাই, আপনি আমারে ভুইল্যা গ্যালেন :(( :((
আমারও বিয়া করতে মন চায় 😀 😀 😀
:(( :(( :((
কিরে, পুরান লেখা নিয়া টানাটানি শুরু করলি ক্যান ??
বিয়া করবি নাকি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হাসেঁর বাচ্চা'র না পরীক্ষা চলছে? পড়া রিভিশন না দিয়া এইখানে আইসা পুরান লিখা রিভিশন দিচ্ছো? :-B
গাইড বইয়ের খুঁজে আসছিলাম। 😛
আহা! :dreamy: :dreamy:
তাইফুর্ভাইরেমিস্করি :((
:dreamy: :dreamy: :dreamy: