গ্রুপ এঃ মেক্সিকো বনাম ক্যামেরুন
ভেন্যুঃ এস্তাদিও ডাস দুনাস, নাতাল
রেফারিঃ উইলমার রোলডান, কলম্বিয়া
সময়ঃ বাংলাদেশ সময় রাত ১০টা।
ম্যানেজার
মেক্সিকো- মিগুয়েল হেরেইরা
ক্যামেরুন- ভলকার ফিনকে
দলের খবর
মেক্সিক্যান বস সম্ভবতঃ আজকেও ম্যান ইউ তারকা হারনান্দেজকে সাইডবেঞ্চে বসিয়ে রাখবেন। অবশ্য সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে এটা অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত। সেক্ষেত্রে আক্রমন ভাগের দায়িত্বে থাকবেন মেক্সিক্যান ‘রোনাল্ডিনহো’ জিওভানি সান্তোস এবং সাথে থাকবেন রাউল জিমেনেজ কিংবা ওরিবে পেরালতা।