গ্রুপ এঃ মেক্সিকো বনাম ক্যামেরুন
ভেন্যুঃ এস্তাদিও ডাস দুনাস, নাতাল
রেফারিঃ উইলমার রোলডান, কলম্বিয়া
সময়ঃ বাংলাদেশ সময় রাত ১০টা।
ম্যানেজার
মেক্সিকো- মিগুয়েল হেরেইরা
ক্যামেরুন- ভলকার ফিনকে
দলের খবর
মেক্সিক্যান বস সম্ভবতঃ আজকেও ম্যান ইউ তারকা হারনান্দেজকে সাইডবেঞ্চে বসিয়ে রাখবেন। অবশ্য সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে এটা অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত। সেক্ষেত্রে আক্রমন ভাগের দায়িত্বে থাকবেন মেক্সিক্যান ‘রোনাল্ডিনহো’ জিওভানি সান্তোস এবং সাথে থাকবেন রাউল জিমেনেজ কিংবা ওরিবে পেরালতা।
ক্যামেরুন শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলবে কিনা এটা নিয়ে কিছুটা হলেও সংশয় ছিল। দলের মধ্যে বোনাস জনিত মনোমালিন্য আপাতত কেটে গেলেও দল হিসেবে তারা কতটা পারফর্ম করে সেটাই এখন দেখার বিষয়। দলে তারকা খেলোয়ার ইদ্রিসু জায়গা করতে ব্যর্থ হলেও এখনো ইতো, আলেক্স সং, বেনয়েট একোটো, এমবিয়া সহ আরো বেশ কয়েকজন আছেন যাদের অভিজ্ঞতা এবং খেলার গতিবিধি বদলে দেবার ক্ষমতা আছে।
সম্ভাব্য একাদশ এবং ফরমেশন
শেষ কথা
ক্রোয়েশিয়ার খেলা দেখার পর ‘এ’ গ্রুপে এ দুই দলের খানা নেই বলেই মনে হচ্ছে। তবে আজ যে দল জিততে পারবে তারা কিছুটা হলেও পরবর্তী রাউন্ডে যাবার দৌড়ে এগিয়ে থাকবে। আগে দুই দল একবারই মুখোমুখি হয়েছিল এবং সেই খেলায় মেক্সিকো জিতেছিল। যদিও সেটা বিশ্বকাপের ম্যাচ ছিল না, কেননা মেক্সিকো এখনো কোন আফ্রিকান দলকেই সর্বোচ্চ আসরে হারাতে পারেনি। অবশ্য আমি রেজাল্টের ব্যাপারে অতটা আশাবাদী না, কেননা আমার প্রেডিকশন অনুযায়ী খেলা ১-১ গোলে ড্র হবে।
গ্রুপ বিঃ স্পেন বনাম নেদারল্যান্ডস
ভেন্যুঃ এরিয়া ফন্তে নোভা, সালভাদর।
রেফারিঃ উইলমার রোলডান, কলম্বিয়া
সময়ঃ বাংলাদেশ সময় রাত ১টা।
ম্যানেজার
স্পেন- ভিনসেন্ট দেল ভস্কো।
নেদারল্যান্ডস- লুই ভ্যান হাল।
দলের খবর
গতবারের চ্যাম্পিয়ন স্পেন এবং রানার আপ নেদারল্যান্ডস তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করছে নিজেদের সেরা স্কোয়াড নিয়েই। ঘরোয়া মৌসুমের শেষের দিকে ইঞ্জুরিতে ভুগতে থাকা স্পেনের স্ট্রাইকার ডিয়াগো কোস্টা মাঠে নামতে প্রস্তুত। ব্রাজিলে জন্মানো এই স্ট্রাইকারকে ঘিরেই স্পেনের আক্রমন সাজানো হবে, সাথে থাকছে ইনিয়েস্তা এবং সিলভা। মধ্যমাঠের নির্ভরতার প্রতীক জাভির ফর্ম সাম্প্রতিক সময়ে দুঃশ্চিন্তার কারন হলেও বুস্কেট এবং আলোনসোকে নিয়ে জাভিই নেতৃত্ত দেবে স্পেনের মধ্যমাঠের। আর রক্ষনভাগের দ্বায়িত্ব পড়ছে রামোস এবং পিকে’র উপরে।
নেদারল্যান্ডের মিডফিল্ডার গুজম্যান এবং স্ট্রাইকার রবিন ভ্যান পার্সি দুজনেই তাদের ইঞ্জুরি কাটিয়ে উঠেছেন। লুই ভ্যান হাল এবার ওয়ার্ম আপ ম্যাচ গুলোতে নেদারল্যান্ডকে ৫-৩-২ ফর্মেশনে খেলিয়েছেন, জমাট ডিফেন্সের সাথে ভ্যান পার্সি, স্নাইডার এবং রোবেনের গড়া আক্রমন ভাগের সফলতার উপর নির্ভর করতে হবে নেদারল্যান্ডসকে।
সম্ভাব্য একাদশ এবং ফরমেশন
শেষ কথা
বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দৃষ্টিকটু ফাইনাল উপহার দেয়া এই দুই দলের আজকের খেলা থেকেও রোমাঞ্চকর কিছু আশা করবো না কঠিন এই গ্রুপের প্রথম ম্যাচে কোন দলই মনে হয় ঝুঁকি নেবার চেষ্টা করবে না। তবে অনেক কিছুই নির্ভর করছে নেদারল্যান্ডস এর তরুন রক্ষনভাগের উপরে, বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় প্রতিপক্ষকে খেলার চাপ যদি তারা নিতে না পারে তাহলে কস্তা, ইনিয়েস্তা, সিলভা তাদের উপরে চড়াও হতে পারে। নিজে নেদারল্যান্ডের সমর্থক হলেও তাদেরকে জয়ী হিসেবে দেখতে পাচ্ছি না, ওরা ভাল খেলতে পারলে ড্র আদায় করে নিতে পারে, নতুবা স্পেন সহজেই ম্যাচ জিতে যাবে।
এটি একটি যৌথ প্রযোজনা, প্রথম ম্যাচের সম্পূর্ণ প্রিভিও প্রিয় জুনাদার করা, বাকিটা আমি বিভিন্ন ওয়েব সাইট থেকে তথ্য নিয়ে মূলত অনুবাদ করেছি।
শুরু হোক ফুটবলালোচনা!
প্রথম ম্যাচের দল অলরেডি চলে এসেছে।
আমার কাছে মনে হচ্ছে, মেক্সিকো ফেভারিট এই ম্যাচে। তবে বলা যায় না।
তবে, স্পেন কেন জানি মনে হচ্ছে কস্তাকে স্টার্ট নাও করাতে পারে, সাব হিসাবে নামাবে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
খেলতেছে মেক্সিকো আর ক্যামেরুন আর তুমি ঘোষনা দিচ্ছ চিলি ফেভারিট 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মাথার মধ্যে চিলি-অস্ট্রেলিয়া ঘুরতেছে। ভারগাসরে ভালো পাই 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আইজকা এইখানে বইলাম। যদিও খেলা পুরা দেখুম কিনা বুঝতাসিনা! গতকাল সারাদিন নষ্ট করসি। থিসিসের কাজ আগায় নিতে পারতাম! 😕 :bash:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আমিও এখান-ওখান থেকে মেরেই করেছিলাম... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মেক্সিকো তো শুরুতে কাঁপায়ে দিচ্ছে... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
লাইন্সম্যান কি বুঝে অফসাইড দিলো কে জানে, মেক্সিকো আজকে না জিতলে আবার রেফরিং নিয়ে কথা উঠবে
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
গোল লাইন টেকনোলজির চেয়ে অফসাইড টেকনলোজির দরকার ছিল... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বাহ লাইন্সম্যান, বাহ
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
রেফারিং কি এইবারেও ইজ্জত মারবে!? 😕
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
রেফরিরা কি হলুদ রঙ এর জার্সি দেখে কনফিউসড হয়ে গেল নাকি? নেদারল্যান্ডের কমলাও তো হলুদের কাছাকাছি, ওদের দিকেও একটু সুনজর রাখলেই আমার আর কোন অভিযোগ নাই 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:khekz: হাহাহাহা হলুদের প্রতি ভালবাসা!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
কর্ণার কিক থেকে আসা হেডের গোলটা পাইলোনা ক্যান মেক্সিকো?
কোন ব্যাখ্যা আকাশ?
লাইন্সম্যানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে কর্ণারের পরে হেড এ কন্যাক্ট হয়েছিল মেক্সিকান খেলোয়াড়ের, সেটা হয়ে ঐ সময় মেক্সিকোর যে খেলোয়াড় গোল দিলো সে অফসাইড পজিসনে ছিল।
কিন্তু রিপ্লে তে পরিষ্কার দেখা গিয়েছে হেড করেছিলো ক্যামেরুনের প্লেয়ার, তাই সেটা অফসাইড হয় না।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হাফ টাইমের আড্ডাবাজি হতে পারে এখানে. ক্লিক করে চলে আসেন
সাতেও নাই, পাঁচেও নাই
এইটা কি মিস ছিল?! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
লফট করে তুলে দিলেই ধরা খাইতো। গাধা ডিরেক্ট শট নিসে! x-(
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
গোওওওওওওওওওওওওওওওওওওওওওওওওল! :goragori:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
oh.. what a save at extra time!
দুর্দান্ত!
কত ধরসিলেন? পুরা পয়েন্ট পাইসি! :goragori: :goragori: :goragori:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আমি এই খেলায় টোটাল ধরা। ২-২ ছিলো।
১ টা গোলের পয়েন্ট পাইছি... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ফুল পয়েন্ট! B-) B-)
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
জয় এবং গোল ডিফারেন্স 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
১৮ পয়েন্ট নিয়ে খেলায় এসে পড়লাম! যদিও তৃতীয়!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
এখনো কয়েক হাজার খেলা বাকি... খেলায় ফেরা, যাওয়া আবার ফেরা... বহুদিন চলবে... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সেইটাই। পুরাই জুয়া খেলা। দুইদিনের দুনিয়া। আজ শীর্ষে তো কাল তলানিতে
সাতেও নাই, পাঁচেও নাই
অসমবব কে সমবব করাই সরকারের কাজ! B-)
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
দুই দলই সেকেন্ড জার্সিতে কেন? হলুদ/কমলার ফেবার আর পেলাম না মনে হয় 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হেহেহেহেহ। অন্তত একটা নিউট্রাল রেফারিং হোক! 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মারদাঙা খেলা হবে দেখতে পাচ্ছি। জুনাদা যেটা ধারণা করেছেন।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ওহ স্নাইডার ~x(
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ডি জং এর চরিত্র আর ভালো হইলো না।
স্নাইডারের ওয়ান টু ওয়ান'টা মিস হওয়াটা ভোগাতে পারে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
গত ফাইনালের রবেনের মত 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহ রেফারি
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আর কোন গোল না হইলেই খুশী 😛
আমার প্রিডিকশন সুবিধার যাইতেছে না।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
গো-ও-ও-ও-ও-ল
পেনেল্টি ছিলো কি আদৌ?
রেফারিং এবার বেশ ভাবাচ্ছে।
জুনাদা বলছেন ট্যাকলিং এর এটিটিউড ভালো ছিলো না! কি মনে হয়?
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
যা বলছি ঠিকই বলছি... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আরে আমি কইছি নাকি ভুল বলছেন! আমি সংবাদদাতা। সংবাদ দিলাম! 😛
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
তুই হলুদ 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
খিক। আয়রনিকালি সত্য! এইখানে, সমর্থনে! 😀 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
এই জন্যই আরো বললাম ... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:grr: :grr:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
যদিও ডাচ সাপোর্টার হিসেবে বলছি, পেনাল্টি ছিল না। ডিফেন্ডার ক্লিয়াররি কস্তাকে মিস করছে, কস্তা শেষ মুহুর্তে বরং ডিফেন্ডারের পায়ের উপরে টাচ করে ডাইভ দিছে
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
পার্সি পার্সে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:thumbup: :thumbup:
চলে আসুন হাফটাইম কাফেতে।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
The flying dutch man
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হাহাহাহাহাহা সুন্দর বলসেন। গোলটা চমৎকার।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
উইয়ার্ড!! 😕
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সুন্দরকে সুন্দর বলতে শিখুন জুনাদা ~x( :-B
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অন্য কারনে বলছি। একটু আগে মোকারে আমি 'ফ্লাইং ডাচ ম্যান' বললাম...এসে দেখি তুই ও বলছিস
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
gO-O-O-O-O-O-l
গো-ও-ও-ও-ও-ও-ল 🙂
স্কাই, কি দিলি?? 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
প্রিডিকশন খেলুম্না। আমারে রাস্তা মাপায়া দিচ্ছে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
১-৫ হেহ! ~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x(
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
I'm out of this world 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কি খেলা দেখলাম!
স্পেন আবারো চ্যাম্পিয়ন হলে ইতিহাসে লেখা থাকবে ''অনেক কষ্টে অর্জিত এই চ্যাম্পিয়নশীপ। ১১ জন ভাই এর ইজ্জতের বিনিময়ে আমরা এই কাপ পেয়েছি...'' 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এই খেলার ট্রমা থেইকা উঠতে উঠতেই ওদের টাইম শেষ হয়ে যাবে! :grr: :grr: :grr:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
=)) ক্লাসিক জুনাদা
সাতেও নাই, পাঁচেও নাই
জুনাদা মরিচ-ক্যাঙারু মারামারি দেখতে আছেন না ঘুমাবেন?
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
দেখপো। চিলি আমারে ফুল পয়েন্ট দেবে...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
প্রেডিকশন কি জুনাদা?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
২-০
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:hug:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তোর সাথে কোলাকুলি নাই, তোর না ম্যাচের প্রিভিউ আপডেট করার কথা! x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:frontroll: :frontroll: :frontroll:
মাফ করে দেন জুনাদা, ৫-১ এর ধাক্কায় আওলায় গেছি 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তাও ঠিক। কালকেও একটা লেখা দিয়া দিস... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আকাশদার কুফা কেটে গেছে মনে হচ্ছে। সাথে আমিও কিছুটা খুশী। নেডারল্যান্ডের চেয়ে স্পেনরে পাওয়া ভালো রাউন্ড অফ ১৬ তে। গোল অন্তত কম খাইতে পারার একটা চান্স থাকবে ব্রাজিলের।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সব প্রেডিকশনের মাদার ফাদার 😀 :((
সাতেও নাই, পাঁচেও নাই
মন্দের ভাল নেদারল্যান্ডের পরের খেলা হিসাব ঠিক মত করা যাবে। 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আমার তো এক দুই পয়েন্ট পাওয়ার কথা। স্পেনের গোল সংখ্যা ঠিক গুনছি 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি এবং আমার নেদারল্যান্ড এক সাথে জ্বলে উঠলাম 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কীভাবে পারলো
মরিচ-ক্যাঙারু মারামারি দেখার জন্য কে কে আছেন?
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আছি
🙂
চিলি অস্ট্রেলিয়ার প্রেডিকশন নিয়া চিন্তায় পইড়া গেলাম, কোন কিছুই আর নিরাপদ নহে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
১০ গোল খাবে বেটারা
নেদারল্যান্ড এর আত্মা চিলির উপর ভর করছে নাকি?
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ক্যাঙ্গারুদের জন্য ভয় ই লাগতেছে 😕
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
নাহ, আমারে সাহস দেয়ার জন্যই ওরা ক্ষেপে গেল কি না কে জানে!
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অল্পের জন্য জিহাদ ভাইয়ের প্রিডিকশন ফেইল করছে। এক্কারে শেষ মিনিটে। 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমিও ২-১ দিছিলাম
চিপা দিয়া গেল! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
জবানের ঠিক নাই :duel:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাল হইছে... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হেহ শেষ মূহুর্তে পলটি না খাইলে মজা আর থাকলো নাকি?! :grr: :grr: :grr: I will be back! B-)
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ভাই, প্রিডিকশন টপ ১০ এর লিস্টে আমার নাম আসে নাই। দুর্নীতি হইছে। জিহাদ ভাই আর রবিন ভাইয়ের চেহারা সুন্দর দেখে উনাদের নাম দিছে, কিন্তু পয়েন্ট সমান। :bash: :bash: :bash:
(আসল কাহিনী অবশ্য টের পাইছি)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দুদকে মামলা করতে হবে! x-( x-(
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মোকাব্বির ভাই তো ল'ইয়ার। ভাই, চা খাওয়ামু, কেসটা জিত্যা দিয়েন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আজকেই মামলা হবে! যাইতাসি!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\