ইতালিয়া নাইন্টি টিভি রুম ভর্তি
সাদা বুক পেট উরু
বিশ্বকাপের শুরু।
বুঝেনা ফুটবল
নাম জানে ম্যারাডোনা
আর্জেনটিনা।
বুঝে ফুটবল
আর ব্রাজিল
বাকি সব আঁতেল।
ফাউলও একটা কলা
বুঝে ম্যারাডোনা
ধরা ক্যামেরুনে।
গোলমুখে ছিল ব্যান
মার্কো ভ্যান
হল্যান্ড আর বাস্তেন।
সাম্বা ছন্দ হয় বন্ধ বলে আর কৌশলে
উড়ায় নীল সাদা
পলি ব্যাগ আমোদে।
আসল বস কাইজার
আর বর্বর প্যানজার
আহা কী পাওয়ার।
পেনাল্টীতে চ্যাম্পিয়ন জার্মানী
সব দোষ রেফারীর
কডেসাল গাইনী।
:brick:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
🙂
পুরাদস্তুর বাঙ্গাল
ফুটবল কবিতা :clap: :clap: :clap:
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
:teacup: :party:
পুরাদস্তুর বাঙ্গাল
:brick:
আমিও ফালাইলাম আজকে
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
ইট কেন ভাই :-/
পুরাদস্তুর বাঙ্গাল
রায়হান ইটের মর্মার্থ বুঝতে ব্যর্থ হইতেসে টিটো ভাই! ইট প্রথমে ফালাইলে এক জিনিস আর পরে ফালাইলে আরেক! :grr: :grr:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
তুমি তো ইট ফেলে পালাইছো :chup:
পুরাদস্তুর বাঙ্গাল
এইযে সকালে পড়লাম। কিন্তু আর মন্তব্য করা হয় নাই। কবিতায় বিশ্বকাপের মজা অন্যরকম! আর যদি কাহিনী মুখস্ত থাকে তাহলে আরো মজা! 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😀
পুরাদস্তুর বাঙ্গাল
কম কথায় নব্বুই-এর গোটা বিশ্বকাপটা।
মজার একটা অভিজ্ঞতা হলো...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ভাগ্যবান অনুভব করছি :boss:
পুরাদস্তুর বাঙ্গাল
🙁 🙁 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:((
পুরাদস্তুর বাঙ্গাল
'৯০ এর বিশ্বকাপের সময় এইচএসসি পরীক্ষা ছিলো। কলেজে শুধু আমরাই ছিলাম -- বিশ্বকাপের শুরুর কয়েকটা দিন শুধু আমরাই ছিলাম কলেজে। মনে আছে, আমরা কয়েকজন পরীক্ষার আগের দিনও ম্যাচ দেখেছিলাম - যুক্তি ছিলো, বোর্ড এক্সাম তো প্রতি বছর আসে আর বিশ্বকাপ প্রতি চার বছরে একবার। 😀
এবং প্রথম ম্যাচটা তাই দেখছিলাম শুধু আমরা আমরাই। আর্জেন্টিনা যখন সে খেলায় ক্যামেরুনের কাছে ধরা খেলো, কি মজা যে পেয়েছিলাম আর্জেন্টিনা সমর্থকদের চেহারা দেখে!
😀 😀
ক্যাডেটীয় যুক্তি 😛
পুরাদস্তুর বাঙ্গাল