নব্বইয়ের কাসুন্দি

ইতালিয়া নাইন্টি টিভি রুম ভর্তি
সাদা বুক পেট উরু
বিশ্বকাপের শুরু।

বুঝেনা ফুটবল
নাম জানে ম্যারাডোনা
আর্জেনটিনা।

বুঝে ফুটবল
আর ব্রাজিল
বাকি সব আঁতেল।

ফাউলও একটা কলা
বুঝে ম্যারাডোনা
ধরা ক্যামেরুনে।

গোলমুখে ছিল ব্যান
মার্কো ভ্যান
হল্যান্ড আর বাস্তেন।

সাম্বা ছন্দ হয় বন্ধ বলে আর কৌশলে
উড়ায় নীল সাদা
পলি ব্যাগ আমোদে।

আসল বস কাইজার
আর বর্বর প্যানজার
আহা কী পাওয়ার।

পেনাল্টীতে চ্যাম্পিয়ন জার্মানী
সব দোষ রেফারীর
কডেসাল গাইনী।

১৬ টি মন্তব্য : “নব্বইয়ের কাসুন্দি”

  1. আহসান আকাশ (৯৬-০২)
    গোলমুখে ছিল ব্যান
    মার্কো ভ্যান
    হল্যান্ড আর বাস্তেন।

    🙁 🙁 🙁


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    '৯০ এর বিশ্বকাপের সময় এইচএসসি পরীক্ষা ছিলো। কলেজে শুধু আমরাই ছিলাম -- বিশ্বকাপের শুরুর কয়েকটা দিন শুধু আমরাই ছিলাম কলেজে। মনে আছে, আমরা কয়েকজন পরীক্ষার আগের দিনও ম্যাচ দেখেছিলাম - যুক্তি ছিলো, বোর্ড এক্সাম তো প্রতি বছর আসে আর বিশ্বকাপ প্রতি চার বছরে একবার। 😀
    এবং প্রথম ম্যাচটা তাই দেখছিলাম শুধু আমরা আমরাই। আর্জেন্টিনা যখন সে খেলায় ক্যামেরুনের কাছে ধরা খেলো, কি মজা যে পেয়েছিলাম আর্জেন্টিনা সমর্থকদের চেহারা দেখে!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।