সিসিবি চালু হওয়ার পর থেকে বিগত বছর খানেক ধরে একটা রোগ আমাকে খুব পেয়ে বসেছে।রোগটা অবশ্য খুব অপরিচিত কিছু না-এইটাকে বলা যায় “ক্যাডেট সিমিলারাইজেশন সিনড্রোম”। গালভরা নামটার সাদামাটা ব্যাখ্যা অনেকটা এরকম-দৈনন্দিন জীবনে দুনিয়াতে যা কিছু আছে তার সব কিছুর সাথে নিজের ক্যাডেট জীবনের কোন না কোন ঘটনার মিল খুঁজে পাওয়া।এই সেদিন ভার্সিটিতে সার্টিফিকেট তোলার সময় ভিসি স্যারের দিকে এক ঝলক তাকিয়েই মনে হল,”আরে,আমাদের ভিসি স্যার তো হুবহু ক্লাস সেভেনে পাওয়া ভিপি স্যারের মত দেখতে!খালি চুলটা সাদা,গায়ের রঙ আরেকটু কালো,উচ্চতাটা একটু বেশি আর কথা বলেন কিছুটা ভিন্ন স্টাইলে”।বুঝুন অবস্থা!হাতের কাছে পড়ে থাকা বিখ্যাত ব্যক্তিদের একটা জীবনী পড়তে পড়তে তাই আমার মাথায় যে এঁরা ক্যাডেত হলে কেমন হত এই চিন্তা আসবে-তা আর বেশি কথা কি?
চলুন দেখা যাক বিখ্যাত ব্যক্তিদের ক্যাডেট জীবনের কল্পিত রূপ!
স্যার আইজ্যাক নিউটন
বালক নিউটন ক্লাস ইলেভেনে থাকতে একবার হুনাইন হাউসের পুকুর পাড়ে বসে বন্ধুদের ডাব পাড়ার কাজে সহায়তা করছিল।হঠাৎ এক নাইট গার্ড চলে আসায় সে সবাইকে সতর্ক করে দিল-সব ক্যাডেট আশেপাশের ঝোপঝাড়ে লুকিয়ে পড়ল।কিন্তু সেয়ানা নাইটগার্ড এসব দেখে অভ্যস্ত-তাই সে খুঁজে খুঁজে যে-ই কিনা নিউটনের ঘাড়ে হাত দিয়ে তাকে টেনে বের করছে-ঠিক সেই মুহূর্তে গাছ থেকে মাঝারি সাইজের একটা নারিকেল আপনা আপনি এসে পড়ল তার মাথায়।গার্ড সেখানেই ফ্ল্যাট-মাথায় ক্যাপ থাকার কারণে বড় ধরণের কোন দুর্ঘটনা না ঘটলেও ঘন্টা আধেক অজ্ঞান হয়ে পড়ে থাকতে হয়েছিল তাকে-আর সেই সুযোগে নিউটন পগার পার!তিন বার লাস্ট ওয়ার্ণিং খাওয়া নিউটন সাক্ষাত ‘ধরা” এর হাত থেকে বেঁচে গিয়ে চিন্তা করা শুরু করল-“আচ্ছা,নারিকেলটা নিচে পড়ল কেন?”
সেই থেকে তার চিন্তার শুরু এবং দা রেস্ট ইজ হিস্টোরি!
এডলফ হিটলার
হিটলার বাল্যকালে ছিলেন খুব কড়া একটা ক্যাডেট কলেজের ছাত্র।কিন্তু সেই ছেলেবেলা থেকেই আর এম গুপ্তা রচিত বড় বড় মানুষের ছোট ছোট বইয়ের প্রতি তাঁর ছিল অদম্য আকর্ষণ।এই আকর্ষণ মেটাতে তিনি এসব বই কেবল সংগ্রহই করতেন না,নিজ থেকে এসব গল্পের উপর ভিত্তি করে চিত্রাঙ্কন করে সেগুলো ক্যান্টিন কূপনের বিনিময়ে সমমনা ক্যাডেটদের কাছে বিক্রিও করতেন।একবার হাউস বেয়ারা হানিফ ভাই তাঁর এই বই এবং চিত্রের ভান্ডার দুর্ঘটনাক্রমে আবিষ্কার করে ফেলে এবং সরাসরি হাউজ অফিসে জমা দিয়ে দেয়।ক্ষুদ্ধ হিটলার এর প্রতিবাদ করতে গিয়ে হাউস মাস্টারের বেদম প্রহারের সম্মুক্ষীন হন।এই নিদারুণ প্রহারের ফলেই তিনি সিদ্ধান্ত নেন যে আর্মিতে গিয়ে ক্যু করে ক্ষমতা দখলের মাধ্যমে এর শোধ নিতে হবে।
মনে মনে এই সংকল্প নিয়ে তিনি আই এস এস বি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং দা রেস্ট ইজ হিস্টোরি!
উসাইন বোল্ট
রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র উসাইন বোল্ট শুরুতে ছিলেন হাউস টিমের ক্রিকেটার।ফাস্ট বোলিং ছিল তাঁর অত্যন্ত প্রিয়।কিন্তু বলের গতির চাইতে প্রায়শঃই তাঁর রান-আপের গতি বেশি হওয়াতে প্রথম প্রথম ব্যাটসম্যানেরা ভ্যাবাচ্যাকা খেলেও পরের ওভারগুলোতে তাঁর বল পিটিয়ে তামাতামা করত।একদিন এভাবে লম্বা রান-আপে বল করতে গিয়ে তিনি তালুকদার স্যারের নজরে পড়ে যান।তালুকদার স্যার তখন তাঁকে ক্রিকেট ছেড়ে আসন্ন ইন্টার ক্যাডেট কলেজ এথলেটিক্স মিটে ১০০ মিটার দৌড়ে অংশগ্রহন করতে উৎসাহিত করেন।
সেই আইসিসি এথলেটিক্স মিটে ক্যাডেট উসাইন(মতান্তরে হোসেন) বোল্ট (মতান্তরে বল্টু) রেকর্ডসহ স্বর্ণপদক লাভ করেন এবং দা রেস্ট ইজ হিস্টোরি!
প্রিয় পাঠক,বিদেশি সেলিব্রিটিদের কথা তো হল,এবার আসুন দেখি চৌধুরী জাফরুল্লা শরাফতযদি ক্যাডেট কলেজের ছাত্র হতেন তাহলে কি হতঃ
মাত্র ১০ কেজি ওভারওয়েট ক্যাডেট জাফর তার গদাইলস্করি চালের কারণে বহুবার হাউস টিমের বিপর্যয়ের কারণ হয়ে দাঁডিয়েছিল।শেষে টিমমেটরা বিরক্ত হয়ে চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে দল থেকে তাকে বাদ দেবার সিদ্ধান্ত নিল।প্রত্যেক ক্যাডেটের ভেতরেই যেহেতু একটি বাঘ লুকিয়ে থাকে-জাফরের ভিতরে লুকিয়ে থাকা বাঘ তাকে পরামর্শ দিল-আরে ব্যাটা খেলোয়াড় হতে পারিস নি তো কি হয়েছে-কমেন্ট্রি দিয়ে মাঠ কাঁপিয়ে দে!পরামর্শটা জাফরুল্লার খুব মনে ধরল-আর মনের ভেতরের এই ইচ্ছার কথা একদিন দোনামোনা করে সে তার জুনিয়র ক্লাস সেভেনের ক্যাডেট খোদাবক্সের সাথে শেয়ার করে ফেলল।নিজ ব্যাচের ক্রিকেট দল থেকে বাদ পড়া খোদাবক্সও এরকম কিছু একটাই ভাবছিল মনে মনে।দুজন মিলে হাউসের ড্রাইং রুমের আয়নার সামনে অনেক অনুশীলন করে পরিক্ষামূলকভাবে ইন্টার হাউস ক্রিকেটের জুনিয়র গ্রুপে একটা ম্যাচে ধারাবিবরণী দিল।
সেই ধারাবিবরণীতে সারা কলেজ মাত এন্ড দা রেস্ট ইজ হিস্টোরি!
এই বেলা চুপে চুপে একটা কথা বলি।এই ব্লগের একজন জাফরুল্লা শরাফতকে নিয়ে শুধু লেখা-ই দেননি,আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে জাফরুল্লা শরাফতের অনুকরণে ধারাবিবরণী দিতেও নাকি ইনার জুড়ি নাই।সিসিবি ইফতারে এই নিয়ে উনাকে চেপে ধরলেও রোজার অজুহাত দিয়ে উনি কোনরকমে পিছলিয়ে যান।আমি ব্লগের সবার কাছে আবেদন করছি-আগামী গেটটুগেদারে এই লোককে জাফরুল্লা শরাফতের স্টাইলে ধারাবিবরনী দিতে বাধ্য করা হোক-এমন প্রতিভা লুকিয়ে রাখার নয় বরং তা চোখ দিয়ে দেখার মত জিনিস(কপিরাইট-বুঝতেই পারছেন!)
উফ,বুঝতেই তো পারছেন আমার বাকি পোস্টগুলোর মত এটাও জন্মদিন পোস্ট-এত ডাউট কিসের তাহলে?
জি হ্যাঁ, আজকে সিসিবিতে জাফরুল্লা শরাফতকে অমর করা ব্লগের লেখক আমিন ভাই(৯৬-০২) এর শুভ জন্মদিন।
বল মিড উইকেট অঞ্চল দিয়ে সোজা সীমানার বা-ই-রে থুক্কু হযাপি বাড্ডে আমিন ভাই!
জন্মদিনের পোষ্টে পত্থম। 😀
শুভ জন্মদিন আমিন ভাই। এইভাবে যুগ যুগ ধরে আপনার জন্মদিন পালন করার প্রত্যাশা করতেছি।
এখন কেক-কুক আর মুস্তাকিম এর ভাপ খাওয়ান। 😀 😀
অফটপিকঃ মাস্ফ্যুদা আপনে মিয়া আসলেই বস।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কানাডায় মুস্তাকিমের ভাপ পাওয়া যায় ?? 😮
আমাদের এখানে খালি চাপ পাওয়া যায় 🙁
ওহ ২য় B-)
মুস্তাকিম এর ভাপ খাপোওও :(( :((
😀 😀 :duel: :duel:
মাসরুফ ভাই তো আগে দেখছিলাম "মাস্ফু" কইলে খ্যাপতেন। 😀 😀
এখন তো দেখি দিলে আরাম পান মনে হয়। 😀
দেশে আইসা খাইয়া যাইস রকিব.....
তয় ভাপ টা কি??? চাপের বড় ভাই নাকি???
আর হ্যা উইশ করার জন্য থ্যাঙ্কু।
Happy birthday Amin ..... :party: :party: :party: :party:
ধন্যবাদ মাইনুল ভাই।
হাহাহা, নিউটনের টা এইটা কি লিখছিস জামাই! মাথায় হেলমেট আর লুংগি দিয়া পাগড়ি না থাকলে শুধু ক্যাপ দিয়া ডাব আটকানি =)) =))
লেখা জুইতের হইছে,
সো, হেপি বাড্ডে আমিন :clap: :clap: আরো বড় হ, আর কামরুলের সাথে তিন প্রহরের বিল দেখতে যাওয়ার তৌফিক প্রাপ্ত হ। 😀
এখন সিওর পোলায় আইসা বলবে, ব্লগিং এ টিম পি না, কারেন্ট নাই, ব্লা ব্লা ব্লা 😀 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাই,
তৌফিক ভাইরে এর মধ্যে টাইনা আনলেন ক্যান? :-/ ঝাতি ঝানতে ছায়। :-B
😀 😀 😀
😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম চাচা,উত্তর না দিয়া ফোকলা দাঁতে ক্যালাইয়া হাসেন ক্যান? :gulli:
ঝাতি তো আর তোর দুলাভাই না যে যখন প্রশ্ন করবি লগে লগে উত্তর দিয়া যাইবো x-(
থ্যাঙ্কু কাইয়ুম ভাই।
আমি ঘুমায়া আছিলাম বইলা এইখানে আসতে দেরি হয়া গেছে। গত ২৪ ঘন্টায় ১৮ ঘন্টার উপর ঘুমায়ছি। তার আগে অবশ্যি অফিসের বিরাট চাপ ব্লা ব্লা ব্লা......
আপনেগো অফিসেও চাপ বানায়? তাও আবার বিরাট বিরাট?
আইসা পড়িস অফিসে চাপ খাওয়াইয়া দিমু নে.....
আমিন ভাইয়া শুভ জন্মদিন। আমি এক বছর ধরে এই দিন্টার জন্য অপেক্ষা করতে সিলাম 😉
তাইলে আড় কি করা :frontroll: :frontroll: :frontroll: দিতে দিতে ফ্রীজ থেকে মিষ্টি খায়া নে.......
🙁
মাস্ফুদা, ইকিলি বিকিলি চিকিলি মিকিলি........
মজা পাইছি,
মিষ্টি খাইছি। (ক. রা. - *মন)
:))
আমি বাড্ডে কেক খামু :(( :((
ওই বান্দর ইকিলি বিকিলি চিকিলি কি রে? x-(
ইকরি কিকরি ঝিকরি........আন্নে হেইডা বুজবার ফার্লেন না..........আঁই বাড্ডে কেক খামু..........
কিরে কাহিনী কি?মাথায় মাল উঠছে নাকি ?এইগুলা কি কস? :-/
বউয়ের লগে শপিং এ গিয়া সিল খাইছে তো, তাই মাথা ঠিক নাই ওর। ছাইড়া দ্যান। একাই ঠিক হয়া যাইবো।
এই কথা তরে কে কইল? x-(
ওই জাবির তোর ফেসবুক রিকোয়েস্ট পাইছি কিন্তু এড করতে গিয়া দেখি ফ্রেঞ্চ ভাষা আইতেছে।আবার পাঠাইস।
পাঠাইতেছি 🙂
মিরচি মিরচি উরচি নিরচি :no: .......ইরচি ঠিরচি ইরচি..... 🙂
থিরচি 🙂
ঐ আবার শুরু হৈল :bash: :bash: ~x( ~x( :(( :((
হেপি বাড্ডে আমিন ভাই :party: :party:
আচ্ছা, আমিন ভাইয়ের সাড়াশব্দ নাই... মাস্ফুভাই ভুল কইরা ফেললো না তো!! :khekz: :khekz:
শুন ভুল আমার না,ভুল হইলে হইছে আমার এসিস্টেন্টের(রকিব)।এইবার ভুল হইলে ওর এসিস্টেন্ট জন্মদিন প্রিফেক্টশীপ সিজ করুম x-(
না ভুল করে নাই। ঠিকই আছে। ইংরেজি১৮ই সেপ্টেম্বরি আমার জন্মদিন । বাংলায় আশ্বিনের ১। সেটা অবশ্য ২ দিন আগে গেছে।
আর হিজরী সন গননা করলে ১০ই জিলহাজ্জ কুরবানীর ঈদের দিন।
াওনেক লোকের ঈদের আনন্দ মাটি কইরাই আমার জন্ম....
:pira: :pira: :khekz:
আহসান তোর এসএম এস পাইছি। আমার মোবাইল থেকে রিপ্লাই মারা যায় না। টাই এইখান থেকেই থ্যাঙ্কস। 😀 😀 😀
অয়েল্কাম আমিন ভাই। 😀
রিপ্লাই মারা জায় না মানে???রিপ্লাই অপশনই নাই নাকি? 😀 😛 =))
মোবাইল লয়া বিরাট বিপদে আছি। ৩ বাটন নষ্ট। মনের মত এসএম এস লিখা যায় না। ৩ ওয়ালা নাম্বার সরাসরি ডায়াল করা যায় না ব্লা ব্লা ব্লা 😀 😀 😀
:bash: মোবাইলটারে :duel: দেন
শুভ জন্মদিন আমিন ভাই 🙂 বহুদিন কোন পোস্ট দেন না তাই আজকে জন্মদিন উপলক্ষ্যে একটা পোস্ট আর ফ্রীজ থেকে বের করে এক বাক্স মিষ্টি দেন 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
থ্যাঙ্কু রাশেদ। ফ্রিজে মিষ্টি ভরা আছে। খেয়ে নাও। 😀 😀
দাড়াও আগে আমি খাইয়া নেই (যদিও রোজার দিন)।
পোস্ট দিতে চাইছিলাম। আজলে রাইতে অফিসে না যাইতে হলে দিবো।
অফঠপিক, মাসরুফ ভাইরে চামে কে জানি জামাই বইলা ফেলছে 😀 😀
শুভ জন্মদিন আমিন ভাই। 🙂
থ্যঙ্কু ............
ওরে,প্রবল জনমতের সামনে আমার আপত্তির কুনো বেইল নাই-তাছাড়া টিজ নাম যত তুই থামাইতে কবি লুকজন আরো বেশি কৈরা কৈব 🙁
কবিদের নামে গীবত গাওয়ার জন্য মাস্ফ্যু লং আপ।
- কবিদের পক্ষ থেকে জনৈক অকবি।
:(( :bash: ~x( মিয়া আপনেরে এত্ত সোন্দর কৈরা শুভেচ্ছা জানাইলাম আর আপনে আমারে এম্নে বাঁশ দ্যান?নাহ,দুইন্না থিকা ইনসাফ উইঠা দিহান ভাবীর বাড়ি বেড়াইতে গেছে 😡
আমি বাঁশ দিলাম কই। জনৈক অকবি না কইলো। আমি সঘুধু তার পক্ষ থেকে ঘোষণা দিলাম......
তাইলে তো ঈদে এইবার ফলিন কইরা দিহান ভাবীর বাড়িতে যাইতে হয়। :party: :party: :party: :party: :party:
অবশ্য'ই চলে আসো ভাইয়ারা সবাই ফলইন কইরা 😀
ভাবীরে এই দিন পাঁচেক আগে ইমেইল দেওনের কথা ছিল দেই নাই দেইক্কা রাগে আমার ব্লগে পরথম হয়নাই :(( :((
বৌদিগো,রাগ করেন না পিলিজ!!!
মাশফু ভাই,একজন বিজ্ঞানী বাদ দিছেন,আর্কিমিডিস। 😀
যারা যারা বাদ পড়ছে আগামী পর্বে আসবে :-B
মাস্ফ্যু লেখাটা ভাল্লাগ ছে। ( নিজের নাম ভিতরে দেখলে এমনিতেই ভালো লাগে। ) 😀 😀 😀
থ্যাঙ্কু...
যা ফ্রীজ থেকে মিষি্ট খেয়ে নে।
মিষ্টি না,আমারে নান্দোজের চিকেন পেরিপেরি খাওয়াইতে হৈব।আবার কইয়েন না নান্দোজ চিনেন না-সিসিবি ইফতার যেইখানে হইছিল সেই বেঙ্গল গ্যালারির ঠিক উলটা দিকেই পর্তুগীজ এই দোকান 😀
আইচ্ছা......
হেপি বাড্ডে আমিন ভাই। তালিয়া :clap:
:clap: :clap: :clap:
শুভ জন্মদিন আমিন ভাই। 🙂
ফ্রীজ থেকে মিষ্টি খা.....
ইফতারে খামুনে।
হ্যাপি বার্থডে দোস্ত 🙂
থ্যাঙ্কু।
শুভ জনমদিন
শুভ জন্মদিন আমিন :hatsoff: :hatsoff: :hatsoff:
থ্যাঙ্কু দোস্ত........
আপনেরা যারা এখনো জানেন না তদের জ্ঞাতার্থে জানাইতেছি, আজ সিসিবির সবাইরে আমিন ভাই ইফতারের দাওয়াত দিছেন। ভেন্যু পরবর্তীতে আমিন ভাই জানিয়ে দেবেন,ইন্স্ল্লাহ। :grr:
অ. ট.- শুভ জন্মদিন, আমিন ভাই 😉
শুভ জন্মদিন দোস্ত। দ্যা রেস্ট ইস হিস্টোরি...
:khekz: থ্যাঙ্ক ইউ
এডল্ফ হিটলার বিখ্যাত ব্যক্তি?!!! ~x( :bash: ~x( :bash: কুখ্যাত হওয়া উচিত ছিলো। 🙂
জুবায়ের তুমি ঠিক বলছ ভাই।গেরায়ে ফেলছি :(( যাউজ্ঞা,বিখ্যাত না হইলেও অতি পরিচিত তো বটেই...হলকাস্টের ছবিগুলা দেইখা...বাবাগো... 🙁
শুভ জন্মদিন আমিন ভাইয়া 😀 :party: দেরীতে আসলাম ...
ম্যাশ পটেটো কি লিখা দিলিরে, আবার দেখি ফর্মে ফিরে এসেছিস 🙂 তয় আমার টা বাদ গেসিলো, ঐটার জন্য দেরীতে হলেও তোলে পাঙ্গামু নাকি ভাবতেসি :grr:
😀 😀 😀
লেট করে ফেললাম মনে হয়... আমিন, শুভ জন্মদিন :party:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
থ্যাঙ্ক ইউ। আমি মনে হয় আরো লেট করলাম।
শুভ জন্মদিন। কন্যারাশির ছেলেদের একটু সুনাম আছে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
:shy: 😉
শান্তাপু, ধন্যবাদ।
সুনাম টা কি বুঝলাম না??
সুনাম হৈল, কন্যাদের প্রতি ইনাদের বিয়াপক আগ্রহ থাকে 😛
~x( ~x(
ধনু রাশির ছেলেদের সুনাম নাই?
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
শুভ জন্মদিন ভাইয়া।
Amin,late happy birthday
থ্যাঙ্কু
যাহ্! দেরী করে ফেললাম।
শুভ জন্মদিন আমিন। 🙂
ঐ :party: :party:
তানভীর ভাই জুনা ভাই থ্যাঙ্কু।
এইটা মনে হয় তোমার প্রথম লেখা। একটু হাইথট হাইথট লাগলো মনে হয়।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু এইটা আমার প্রথম লেখা??? :bash: :bash: :bash:
ডায়ালগ মাসালা(একটু বেশি ঝাল) বাদে(ভুলেও ওইটায় যাবেন না কিন্তু,আমার সম্পর্কে ইমেজ খারাপ হয়া যাবে) আমার বাকি ব্লগ গুলা কি তাইলে খুইলাও দেখেন নাই? :(( :(( :((
ম্যাশ তোর খবর আসেরে !!!! 😡 এখনও আমার লিখা টা পাইলাম না, বিরাট পাঙ্গা অপেক্ষা করতেসে। :grr: :grr:
😕 😕 :(( :((
তোমার রকিবুন্নেসা ম্যাডাম, ফ্লার্ট সবই পড়েছি। সব কিছু ছাপিয়ে কেন জানি তোমার জামাই আর খাদক (সেইসাথে ম্যানহুড) পদবীটাই মাথায় থাকে। বুঝলাম না এটা আমার দোষ না তোমার ইমেজ সমস্যা?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
🙁 🙁 🙁
:khekz: :khekz: :khekz:
=)) =)) =)) =))
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
ম্যাশ পটেটো দেখি বিশাল ইমেজ সংকটে পড়ছে :grr: :grr: :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
পোলাপাইন বড় হইয়া যাইতেসে ... শুভ জন্মদিন
HBD!!!
ইফতেখার ভাই সাব্বির ভাই থ্যাঙ্কু।
হ্যাপী বার্থডে আমিন......।
ভালোই রোগ বানাইছস রে...। =)) =)) =))
শুভ জন্মদিন আমিন, ধনে-মানে বড় হও, শতেক সন্তানের জনক হও এই দোয়া করি 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইতা কিতা ? আপনি আমারি ধৃতরাষ্ট হইবার কইলিন নাকি ?
:shy: :shy: আমি তাইলে ভীম হপো :shy:
ছুম্মা আমিন।
চামি আমারি নাম ধইরা ডাইকা লইলি মনি হয় x-(
ফয়েজ ভাই, ছোট পোলা হইয়াও একটা কথা কই। এইটা কি দোয়া করলেন না কি............................. :no: :no: দেশে আর মানুষের থাকনের জায়গা নাই রে ভাই। :no:
দেরী হইলেও শুভ জন্মদিন আমিন। মোবাইল নেই নাই এখনো, নিলে আপডেট পাবা। দাওয়াত-কাউন্টার দাওয়াত, জ্বর- এইসব নিয়া ব্যস্ত এখন। ঈদের পর দেখা করার আশা রাখি। 🙂
আমি মনে হয় ময়মনসিংহ যাইতে পারুম না।
গেলে জানামু।
আর ঢাকায় আসলে আমারে ফোন দিও।
রেজিস্টার করেছি, নিজের পার্সোনাল ব্লগ পেইজও তৈরী হয়েছে। কিন্তু লগ ইন করতে পারছি না। লগ ইন ইনফরমেশন সব ঠিকঠাক আছে, আমাকে পাঠানো ইমেইল অনুযায়ীই লগ ইন করার চেষ্টা করেছি। সমাধান দেয়ার জন্য অগ্রিম ধন্যবাদ। 🙂
ভুলে এখানে দিয়ে ফেলছি। সরি। ~x(
কমের মধ্যে শেষ হয়ে গেল... :no: :no: :no: :no: :no: :no: :no: :no: :no: :no:
Saleh