২০০৮ সাল। আমি তখন ক্লাস ১২ এ পড়ি। সেদিন ছিল প্যারেন্টস ডে| সেই ক্লাস সেভেন থেকেই আমার প্যারেন্টস নিয়মিত আসে না। আসলেও অনেক দেরী করে আসে। আমিও বুঝি সেই মংলা থেকে কুমিল্লায় প্যারেন্টস ডে’গুলোতে আসা কতটা কষ্টকর। তাই আমি নিজেই মাঝে মাঝে আসতে নিষেধ করতাম। কখনো খুব বেশি খারাপ লাগে নি। এমনকি আমাদের এস,এস,সি পরীক্ষা চলাকালীন সময়ে যখন আর সবার বাবা মা এসেছে। তখন অভিভাবক শূন্য হয়ে আমার খুব বেশি খারাপ লাগে নাই। বরং আব্বু আম্মু যে এতদূর কষ্ট করে আসে নি সে জন্য ভালো লাগছিল। কিন্তু প্রায় সাড়ে ৫ বছর কলেজে কাটিয়ে দেয়ার পর কেন জানি ঐদিন নিজেকে খুব অভিভাবকশূন্য মনে হচ্ছিল। খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমার জন্যও কারো আসা উচিত ছিল। তখন বাজে ১১টার বেশি। আর মাত্র ১ ঘন্টা বাকি প্রিয় কোনো মানুষের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। কাকে আসতে বলব আমি? আমার বাবাতো আর superman নয়। হঠাৎ করে এই কষ্টের কথা বলে আর কষ্টও দিতে চাচ্ছিলাম না। কিন্তু কাউকে না বললে, কারো সাথে দেখা না করলে যে আমার মনটায় কেমন একটা কষ্ট হচ্ছিল। একথা কিভাবে বোঝাব যে কারো সাথে দেখা করাটা কতটা জরুরী তখন আমার জন্য। নাহলে কষ্টটা আরো কষ্ট দিবে, যে এমন কেউ নেই, যে আমাকে এসে একবার দেখে যাবে। চিন্তা করলাম কে আছে আমার সবচেয়ে কাছে, যে আমাকে খুব আপন মনে করে। চকিতে মনে পড়ল, আব্দুল্লাহ ভাইয়ের কথা। তখন তিনি আছেন কুমিল্লা ক্যান্টনমেন্টে। তাকে বললে হয়ত আসতে বেশিক্ষণ লাগবে না। কিন্তু সময়তো বেশি নেই। আর বলার সাথে সাথে যে তিনি আসতে পারবেন তার তো কোনো নিশ্চয়তা নেই। তারপর ও ছোট ভাইয়ের আবদার নিয়ে একটা ফোন দিলাম ভাইয়াকে। বললাম আজকের দিনের এই parent’s dayতে কেউ না আসায় আমার কেমন কষ্ট হচ্ছে। শুনে ভাইয়া দিলেন এক ঝাড়ি। কেন আগে বললাম না যে আজকে parent’s day. তাহলে তো তিনি অনেক আগেই চলে আসতেন। এখন কিছু ঝামেলা আছে সেইগুলা সেরে এই অল্প সময়ের মধ্যে কিভাবে আসবেন বুঝতে পারছিলেন না। তারপর ও বলেছিলেন চেষ্টা করবেন আসতে। তখনই আমি বুঝে গিয়েছিলাম আমার অন্যতম প্রিয় এক মানুষের সাথে আমার দেখা হতে চলেছে।
সময় শেষ। ক্যাডেটরা যার যার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে হাউসের দিকে রওনা দিয়েছে। আর আমি অপেক্ষা করছি কখন আসবেন আব্দুল্লাহ ভাই। তিনি এসেছিলেন। রসমালাই সাথে করে। আমার সব কষ্ট দূর করতে। আমাকে জানাতে, আমি একা নই। আমার এমন একজন আছেন, যাকে বললে, তিনি তার সর্বোচ্চ উপায়ে চেষ্টা করবেন আমার সাথে দেখা করতে। সেই ৪৫ মিনিট এই বিশ্বাসে বসে থাকা যে তিনি আসবেন, সেই মুহূর্ত যখন আমি বুঝেছি আমার বিশ্বাস সম্পূর্ণই সঠিক, সেই অল্প কিছুক্ষণ কলেজে তার অবস্থানকাল, যা আমাকে দিয়েছে অসহনীয় আনন্দ, আমার জীবনের অন্যতম আনন্দময় সময়। যা আমি বোধহয় চাইলেও ভুলতে পারব না অবস্য কখনো ভুলতেও চাইব না সে ব্যাপারে ১০০০% গ্যারান্টি দেয়া যায়।
আব্দুল্লাহ ভাইকে বোঝানোর মত শব্দভান্ডার আমার কাছে নেই। কামরুল ভাইয়ের কাছ থেকে ধার করা লাগবে। তাছাড়া এ ব্যাপারে ৯৮-০৪ এর ভাইয়ারা সবচেয়ে ভালো বলতে পারবেন। অসাধারণ জনপ্রিয় এই ভাইয়ের ছোট ভাই হিসেবে নিজেকে পরিচয় দিতে খুব গর্ববোধ হয়।
আর গর্ববোধ হচ্ছে, আজ তার জন্মদিনে তাকে নিয়ে ব্লগ লিখতে পারছি বলে। এটাকে আমি আমার সৌভাগ্য হিসেবেই মানছি। আমি আর কিছু বলব না, যা বলার তার বন্ধুরাই বলবেন বলে আশা করছি। শুধু বলব:
শুভ জন্মদিন ,আব্দুল্লাহ ভাই
অ.ট.: কেক্কুক চাই না। ভাবীরে জলদি দেখতে চাই। 😀
শুভ জন্মদিন আব্দুল্লাহ ভাই 😀 । :party:
(সম্পাদিত)
.....রেশাদ ভাই, এখন কই যাই কন তো? :frontroll: কয়ডা ইস্যু করবেন???
আবারো শুভ জন্মদিন আব্দুল্লাহ ভাই। :party:
শুভ জন্মদিন আব্দুল্লাহ ভাই, আপনি কই এখন? 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
......ফয়েজ ভাই, লজ্জা পাইছি ঘুম থেকে উইঠাই। :frontroll:
ফয়েজ ভাই, আপনার ট্রেডমার্ক কমেন্টের কি হইলো :-/
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এইটা তোমার জন্য স্পেশাল বরাদ্দ দিমু কিনা ভাবতাছি। যেমন কিউট একখান প্রোফাইল পিক লটকাইছো 😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:shy: :shy: :shy:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:))
বলি ও আকাশদা, ঠিকই তো রাম-সীতার জুড়ির মত একখান পেল্লায় ছবি ঝুলিয়ে রেখেছেন,এখন অমন মুখ রাঙ্গিয়ে লজ্জা পাচ্চেন যে বড়? :)) (আহা,কত দিন পর কলকাতার আকাশদার সাথে ইট্টু কল্কাত্তাই ভাষায় কথা কইলাম...)
......ঠাণ্ডার রাতে আরাম করে ঘুমাইছি। ঘুম থেকে উঠেই স্বভাবমত সিসিবিতে একবার নজর দিতে দেখি ছোট ভাই রায়েদ ইবনে আহসান এর নয়া পোস্ট। অলরেডী লেট, তার পরেও ভাবলাম শেষ করে যাই। টপিক দেখে তো আমি মোটামুটি লস্ট। 😮
......রায়েদ, তোর এই লেখায় আমি বিমোহিত, সম্মানিত এবং একই সাথে লজ্জিত। আসলে আমার মত নগন্য একজনকে নিয়ে সিসিবির মত বড় পরিসরে পোস্ট আসতে পারে, কল্পনাও করি নাই।
আসলে আমার মত নগন্য একজনকে নিয়ে সিসিবির মত বড় পরিসরে পোস্ট আসতে পারে
হইছে,আর অচোগিরি করা লাগবেনা x-( কেক্কুক আমার ঠিকানায় পাঠায় দিস...হেফী বাড্ডে...
অফ টপিক- অচো মানে হইলো অমায়িক ** (অশ্লীল একটা শব্দ-আমার দুষ না,কপিরাইট জুনাদার)
......পাঠাইতে তো চাইছিলাম, কিন্তু শুনলাম বিরাট ডলার উপরে আছেন। কিচ্ছু খাইলেও নাকি বমি কইরা দেন। 🙁
......নিজের শরীরের ওজন অক্ষত রাইখা ফিরা আসেন ভাইজান, কেক্কুক সব হইব। 😀
শুভ জন্মদিন আবদুল্লাহ ভাই 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
......ধইন্যবাদ স্যার। :frontroll: :frontroll: :frontroll:
লেখাটা খুবই ভাল লেগেছে।
শুভ জন্মদিন আব্দুল্লাহ।
চ্যারিটি বিগিনস এট হোম
......যাক, একজন বড় ভাই অন্তত্য ভাই ডাকে নাই। 😀
😀 😀
খুশি হয়ে গেলাম
শুভ জন্মদিন আব্দুল্লাহ ভাই :grr:
😛 :no: :frontroll:
শুভ জন্মদিন আব্দুল্লাহ :grr: :grr: (ভাই)
কেক্কুক চাই না। ভাবীরে জলদি দেখতে চাই। 😀
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
......ধন্যবাদ রে ভাই। 😀
......আর্মিতে আইসা এখনও তো আমার বিয়ার বয়সই হয় নাই। 🙁
বিসমিল্লাহ বইলা কইরা ফালান বস । আরে আমরা আছি না ? ও ভাল কথা,শুভ জন্মদিন ।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
......ওইডাই তো ভরসা স্যার। 😀
শুভ জন্মদিন জামালপুরি ভাই 😀
শুনলাম বিয়ে করতাছেন, সত্য নাকি ;;;
মানুষ তার স্বপ্নের সমান বড়
......বিয়া তো করবারই চাই; :shy:
......কিন্তু পাত্রী তো দেখি নাই। 🙁
আমিও ত জামালপুরী :hug:
......কস কি আছিব মিয়া? আয় বুখে আয়। :hug:
জনপ্রিয়তার নমুনা দেখার জন্য ফেসবুকে আব্দুল্লাহ ভাইয়ের প্রোফাইল দেখে আসলাম। হাজারে বিজারে মানুষ খালি শুভেচ্ছা পাঠায়ে রাখসে।
......হ রে, আমার ক্যাডেট ভাইরা সবাই আমারে মনে রাখছে। 😀
......তোদের শুভেচ্ছায় আমার মনটা বেশি রকম ভাল হইয়া গেছে।
শুনলাম বিয়ে করতাছেন, সত্য নাকি ;;;
......প্রপাগান্ডা ছড়াবি না কইয়া দিলাম। x-(
শুভ জন্মদিন আব্দুল্লাহ ভাই /তোমার কোন জুড়ি নাই/ তুমি তো আমার গেরাই/ভাবীরে জলদি দেখতে চাই..
.......স্যার তো দেখি সিরাম কবি;
.......প্রো পিক এও জাক্কাস ছবি।
.......বিয়া করুম, করবারই চাই,
.......তার আগে দেখুম মোহসীন ভাবী। :grr:
আব্দুল্লাহ ভাই, শুভ জন্মদিন !!!! 😛
......হাদু, তুই আমারে ফুন দেস নাই। 🙁
লেট হয়ে গেলো, বেটার লেট দ্যান নেভার।
শুভ জন্মদিন আবদুল্লাহ ভাই। কেক্কুক+ভাবী+ভাতিজা/ভাতিজি- চাই।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
......আমি তো ভাই তোর চাইতেও ম্যালা লেইট। উইকেন্ড মারছিলাম কম্প্যু ছাড়াই। 🙁
......দেশে আয়, কেক্কুক হইব। কিন্তু পরের গুলা যে কবে ম্যানেজ করতে পারুম। ~x(
shuvo jonmodin abdullah vai 🙂
......ধইন্যবাদ সামিয়াপ্পু। 😀
:party:
......বিসিসি কইরা আইসা দেখি ডজার হই গ্যাছস, খালি ইমো দিয়া কাম চালাস।
গিফটটা হবু ভাবির জন্য।চাইলে তুই ও..................
......ছোট অ্যান্টেনার উপর দিয়া গেল রে। 🙁
অসাধারণ জনপ্রিয় এই ভাইয়ের ছোট ভাই হিসেবে নিজেকে পরিচয় দিতে খুব গর্ববোধ হয়।
অসম্ভব রকম ভালো এই ভাইয়ের ছোট ভাই হিসেবে নিজেকে পরিচয় দিতে খুব গর্ববোধ হয়।
উদ্ধৃতি দিতে গিয়া পেচ লাগাইয়া ফালাইসি......... :(( :(( :((
......লজ্জায় ফালাইয়া দিলি তো। :shy:
শুভ জন্মদিন আব্দুল্লাহ ভাই,
কেক চাই,কেক চাই
জুনায়েদ
......পাবি পাবি, আমি বুয়েট আইতাছি। আহারে বাইচ্চাকালের খোয়াব ছিল বুয়েট পড়ুম। :dreamy:
শুভ জন্মদিন আব্দুল্লাহ ভাই 😀
......ভাইজান, ধইন্যবাদ। :frontroll:
২০ তারিখ আমার ও জন্মদিন ছিল।
:((
শুভ জন্মদিন আব্দুল্লাহ ভাই। 😀
শুভ জন্মদিন তৌকির ভাই 😀 :party:
দুই একদিন দেরী হওয়াটা কোন ব্যাপারনা, আমরা আমরাইতো :grr:
শুভ জন্মদিন তৌকির ভাই,
আমরা আমরাই, আমরা আমরাই :awesome: :awesome:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
শুভ জন্মদিন তৌকির ভাই ;))
......শুভ জন্মদিন তৌকির ভাই, কেক্কুক চাই চাই। :party: :party: :party:
শুভ জন্মদিন আব্দুল্লাহ ভাই। :party:
আহ জন্মদিনের পোস্ট দেখলে খুফ ভাল্লাগে। কি ফিলিংস :dreamy: :hug:
:hug:
সুভো জম্মোদিন আব্দুল ভাই(কল্কাতার ভাষা)
......প্রাণ্তা তো বেমালুম জুরিয়ে দিলেন মাস্ফ্যু দাদা। 😀
( হইল না তো মনে হয়, 🙁 )
লজ্জা পাইলাম।
মাসরুফ ভাই,কেক্কুক খাপো। 😛
আর আপনি আমারে উইশ করলেন না কেন? x-(
........... রায়েদ........ লেখা টা পইড়া অনেক ভালো লাগলো......... 🙂
আব্দুল্লাহ ভাই....... আপনে আসলেই :boss: ............. ::salute:: ::salute::
......শরম পাইতাছি তো। :shy:
ধইন্না পাতা , খালেদ ভাই
দোস্ত একটা গিফটের ফটো আপলোড করছিলাম।আপলোড হয় নাই।
:bash: :bash:
......হায়রে, তুই ও ঘাপলা মারস। 🙁
~x( ~x( ~x( =(( =((
......স্যারজ্বী, =(( =((
আব্দুলাহ ভাইয়ের সৌজন্যে এই প্রথম একটা ৫০ মারলাম 😀 😀