একটি স্বপ্ন

৩য সেমিস্টার এ ওঠার পর ১টি মজার কোর্স পেলাম। Media and Politics.

ভালই যাচ্ছিল ক্লাসগুলা। কিন্তু হঠাত করেই লাগলো প্যাচ। টিউটোরিয়ালের ঘোষণা আসল। সমস্যা সেটা না, সমস্যা যা তা হলো, আমাদের এইবার হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হবে আর না হলে ১টি তথ্যচিত্র বানাতে হবে। আনন্দের সাথে আমাদের গ্রুপের সবাই সায় দিল তথ্যচিত্র বানানোর পক্ষে। বিষয় নির্বাচনেও কোনো ঝামেলা হলো না। সর্বসম্মতিক্রমে আমরা পিলখানার দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনাটা নিয়ে তথ্যচিত্র বানাবো ঠিক করলাম।

এরপরই শুরু হলো সমস্যা। আমাদের মত আনাড়ি কয়েকজন ছাত্রছাত্রী কিভাবে এই ঘটনাটা সবার সামনে তুলে ধরব তাই নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম আমরা বিষয়টা পরিবর্তন করব। কিন্তু বিধি বাম। স্যারের ইচ্ছা আমরা পিলখানা নিয়েই করি। আমাদের জন্য ২টা ওয়ার্কশপের আয়োজন করা হলো। ১টা ক্লাস চলচ্চিত্র বা তথ্যচিত্র কি তা বোঝার জন্য আরেকটা ক্লাস আমাদের idea নিয়ে আলোচনা করার জন্য। ক্লাস নিলেন ”যে শহর চোরাবালি” এর পরিচালক শুভাশীষ রায়।

কিন্তু সব কিসুই ব্রেইনের উপর দিয়ে গেল। চলচিত্রের মত এত কঠিন ১টা বিষয়তো আর এত সহজে শেখা যায়না। আমাদেরও তাই ভয় করা শুরু করসে শেষ পর্যন্ত পারবতো এত কঠিন ১টা দায়িত্বের সফল সমাপ্তি ঘটাতে।

এই মাসটা বিশ্ববিদ্যালয় বন্ধ। যা করার কয়েকদিনের মধ্যে করতে হবে। এখনো অনেক কাজ বাকি। এখনো কিসুই তৈরি হয়নি। script তৈরি করতে হবে। sponsor খুঁজে বের করতে হবে। ক্যামেরা ভাড়া করতে হবে আর তার সাথে আরো কত কিসু।

আপনেরা সবাই দোয়া করবেন এই অধম আর তার সহপাঠীরা যেন ঠিকঠাক তথ্যচিত্রটা তৈরি করে ফেলতে পারে।

আমার ১ম লেখা। ভুলত্রুটি নিজ গুনে ক্ষমা করবেন. আর কারো যদি এই ব্যাপারে কোনো উপদেশ থাকে তাহলে তা জানানোর জন্য সবিনয়ে নিবেদন জানাচ্ছি.

৩,৫৪০ বার দেখা হয়েছে

৩৬ টি মন্তব্য : “একটি স্বপ্ন”

  1. রকিব (০১-০৭)

    বিলাডি রায়েএএএএএএএদ!!!
    স্টার্ট ফ্রন্টরোল!!!!!!!! ১০০ টা দিয়া চায়ের দোকানের টিনের চালের সাথে লং আপ হয়ে থাকবা। :grr:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. রায়েদ (২০০২-২০০৮)

    :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:

    দিতেই আসি

    জবাব দিন
    • রকিব (০১-০৭)

      উঠে পড়ো মিয়া।
      তোমাদের সাফল্য কামনা করছি ভাই। একটা অনুরোধ রইলো, শর্টফিল্ম বানানো হলে যদি সম্ভব হয় সিসিবিতে পোষ্ট করো। আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।


      আমি তবু বলি:
      এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

      জবাব দিন
  3. রায়েদ (২০০২-২০০৮)

    :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:

    দিতেই আসি।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।