৩য সেমিস্টার এ ওঠার পর ১টি মজার কোর্স পেলাম। Media and Politics.
ভালই যাচ্ছিল ক্লাসগুলা। কিন্তু হঠাত করেই লাগলো প্যাচ। টিউটোরিয়ালের ঘোষণা আসল। সমস্যা সেটা না, সমস্যা যা তা হলো, আমাদের এইবার হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হবে আর না হলে ১টি তথ্যচিত্র বানাতে হবে। আনন্দের সাথে আমাদের গ্রুপের সবাই সায় দিল তথ্যচিত্র বানানোর পক্ষে। বিষয় নির্বাচনেও কোনো ঝামেলা হলো না। সর্বসম্মতিক্রমে আমরা পিলখানার দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনাটা নিয়ে তথ্যচিত্র বানাবো ঠিক করলাম।
এরপরই শুরু হলো সমস্যা। আমাদের মত আনাড়ি কয়েকজন ছাত্রছাত্রী কিভাবে এই ঘটনাটা সবার সামনে তুলে ধরব তাই নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম আমরা বিষয়টা পরিবর্তন করব। কিন্তু বিধি বাম। স্যারের ইচ্ছা আমরা পিলখানা নিয়েই করি। আমাদের জন্য ২টা ওয়ার্কশপের আয়োজন করা হলো। ১টা ক্লাস চলচ্চিত্র বা তথ্যচিত্র কি তা বোঝার জন্য আরেকটা ক্লাস আমাদের idea নিয়ে আলোচনা করার জন্য। ক্লাস নিলেন ”যে শহর চোরাবালি” এর পরিচালক শুভাশীষ রায়।
কিন্তু সব কিসুই ব্রেইনের উপর দিয়ে গেল। চলচিত্রের মত এত কঠিন ১টা বিষয়তো আর এত সহজে শেখা যায়না। আমাদেরও তাই ভয় করা শুরু করসে শেষ পর্যন্ত পারবতো এত কঠিন ১টা দায়িত্বের সফল সমাপ্তি ঘটাতে।
এই মাসটা বিশ্ববিদ্যালয় বন্ধ। যা করার কয়েকদিনের মধ্যে করতে হবে। এখনো অনেক কাজ বাকি। এখনো কিসুই তৈরি হয়নি। script তৈরি করতে হবে। sponsor খুঁজে বের করতে হবে। ক্যামেরা ভাড়া করতে হবে আর তার সাথে আরো কত কিসু।
আপনেরা সবাই দোয়া করবেন এই অধম আর তার সহপাঠীরা যেন ঠিকঠাক তথ্যচিত্রটা তৈরি করে ফেলতে পারে।
আমার ১ম লেখা। ভুলত্রুটি নিজ গুনে ক্ষমা করবেন. আর কারো যদি এই ব্যাপারে কোনো উপদেশ থাকে তাহলে তা জানানোর জন্য সবিনয়ে নিবেদন জানাচ্ছি.
বাহ!গোল...... 😀
আমি হেল্প করতে পারবো...কোন দিকে হেল্প লাগে?ডাক দিয়েন!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
পিলখানার ঘটনার কোনো ভালো ভিডিও থাকলে আওয়াজ দিস।
আবার নেট থেকে ডাউনলোড করা ভিডিওর কথা বলিস না যেন।
প্রথম তো তাই মাফ কইরা দিলাম B-)
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
১ বছরের বেশি সময় ধরে মেম্বার হওয়ার পরও এখনো কোনো ব্লগ না লেখায় আসহাবের ব্যান চাই ।
১ বছরেরও বেশি সময় ধরে মেম্বার হওয়ার পরও এখনো কোনো ব্লগ না লেখায় আসহাবের ব্যান চাই। 😛 😛
আমার নিজের অনেক গুন । যা তোরে মাফ কইরা দিলাম । B-)
তুইও এখনো কোনো ব্লগ লেখিসনি। তোরও ব্যান চাই। 😛
আগ্রহ নিয়ে বসে আছি তোমার ছবিটি দেখার।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু, আমি ছাড়া আরো চারজন আসে। দোয়া করবেন যেন সবাইকে দেখানোর মত মানসম্মত হয়।
লম্বা,সুদর্শন অভিনেতা প্রয়োজন হইলে আমারে খবর দিস B-) B-)
কি করব ভাইয়া, আমাদের তথ্যচিত্রের নায়কেরা প্রায় সবাই মারা গেসে আর ভিলেনের দোল পালায়ে গেসে।
আপনি চয়েস করে নেন কোনটাই অভিনয় করবেন ।
ভাইয়া ঘটনার বেশিরভাগ নায়কেরা তো শহীদ হয়েছেন।
ভিলেইন গুলি শুধু বেঁচে আছে।
আর আমাদের জীবিত অভিনেতা দরকার। 😀 😀
এইখানে কি নায়ক নায়িকার কোন পার্ট আছে?? 😀
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
মাজহার ভাই(ককক,শহীদ)কে নিয়ে ডকুমেন্টারি হতে পারে।খালি হাতেই এক সৈনিকের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে সেটা দিয়ে দুজন বিদ্রোহীকে পরপারে পাঠিয়ে দিয়েছিলেন বিডিআর হত্যাকাণ্ডের শহীদ এই বীর।আর ভাবী তো আমাদের ব্লগেই আছেন।উনার বীরত্ব অনেকটা রূপকথার গল্পের মতই।
আমি খুব দুঃখিত, যাঁর কথা বললাম তিনি তানভীর ভাই।মৃত্যু নিশ্চিত জেনেও এই বীর হাল ছাড়েননি- "শত্রু" সৈনিকের হাত থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে একজন প্রকৃত সৈনিকের মতই বীরগতিপ্রাপ্ত হয়েছেন।উনার গল্প যে কোন উপন্যাসকেও হার মানাবে।ভাবী এই ব্লগেই আছেন।
ভাইয়া গুরুত্বপূর্ণ তথ্যপ্রদানের জন্য ধন্যবাদ।
কিন্তু আমাদেরকে বলা হয়েছে পুরো ঘটনাটার উপরে ফোকাস করতে। কিন্তু মাত্র ১৫ মিনিট সময়ের মধ্যে। তাই আমার ধারণা এরকম আরো ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আমরা তুলে ধরতে পারবনা। আমাদেরকে আরো যে জিনিষটা ফুটিয়ে তুলতে হবে, তা হলো ঘটনাটা কিভাবে আমাদের দেশের সার্বভৌমত্বের উপরে হুমকি হতে পারত।
মাশরুম ভাই,আপনি লম্বা?তাইলে আমি কি খাটো?
বাই দা ওয়ে,পরথম ব্লগের কিছু নিয়ম কানুন আছে-রকিব্বা কই গেলি,পোলার রেজিমেন্টেশান করা...
বিলাডি রায়েএএএএএএএদ!!!
স্টার্ট ফ্রন্টরোল!!!!!!!! ১০০ টা দিয়া চায়ের দোকানের টিনের চালের সাথে লং আপ হয়ে থাকবা। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
দিতেই আসি
উঠে পড়ো মিয়া।
তোমাদের সাফল্য কামনা করছি ভাই। একটা অনুরোধ রইলো, শর্টফিল্ম বানানো হলে যদি সম্ভব হয় সিসিবিতে পোষ্ট করো। আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আশা করি তোমাদের তথ্যচিত্র বানানোর প্রচেষ্টা সফল হবে 🙂
আর প্রথম ব্লগের লেখার জন্য অভিনন্দন রইল।
মানুষ তার স্বপ্নের সমান বড়
ধন্যবাদ ভাইয়া।
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
দিতেই আসি।
আরে এই ছেলেটার দেখি :frontroll: দেয়াই শেষ হচ্ছে না। ফিল্ম বানাবে কখন? আমরা তো অপেক্ষায় আছি।
চ্যারিটি বিগিনস এট হোম
কি করব ভাইয়া? এখনো তো কেউ গেট আপ করাই নাই।
আমি আবার সিনিয়রদের সম্মান করি।
আহমদ ভাই ব্যস্ত। ঠিকাছে গেট-আপ। ক্যান্টিন থেকে এক কাপ আইসক্রিম আর একটা কোক খায়া বিলটা আহমদ ভাইরে পাঠায়ে দিয়ো। :grr:
থ্যান্ক ইউ ভাইয়া।
যাই আইসক্রীম খেয়ে আসি। 😀 😀 😀
শুভকামনা রইলো... =))
ধন্যবাদ ভাইয়া
আসো একদিন কার্জনে। চা বিড়ি খাই ...
ভাইয়া বিড়ি খায়না, তবে আইসক্রীম খুব ভালা পাই। 😀
আমি বিড়ি খাই ভাই,আর আমি কার্জোনেই থাকি 😀
শুভ কামনা
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুভকামনা রইল তোমার জন্য।