ছোট গল্পঃ সহকর্মী -০১ : নীলা এবং সাজিদ

ছোট গল্পঃ

সহকর্মী -০১ : নীলা এবং সাজিদ

নীলা এবং সাজিদ খুব ভালো সহকর্মী। অনেক টা বন্ধুর মতন। ঠিক বন্ধু বলা ভুল হবে। নীলা, সাজিদ এর খুব কাছের এক বড় ভাইয়ের স্ত্রী। নীলা এর একজন বেষ্ট ফ্রেন্ড আছে যে কিনা নীলা এর সবসময় কাছে ছিলো , আছে, থাকবে। তাই সাজিদের জায়গা ঠিক বন্ধুত্বের বলয়ে নয়। আবার নীলা – সাজিদ এর মাঝে কোন প্রেম ও নেই। কিন্তু তারা দু’জন সহকর্মী বা বন্ধু থেকে একটু বেশি। এই সম্পর্কের ঠিক কি নাম দেয়া যায়, ভেবে পায়না সাজিদ বা নীলা কেউই। সাজিদ শুধু ভাবে। তাদের মাঝে প্রায়ই কথা হয়। অনেক গল্প শেয়ার হয়। ছবি শেয়ার করে আনন্দ ভাগাভাগি হয়। অনেক সময় বিপদে সাহায্যের জন্য আগ বাড়িয়ে এগিয়ে আসে সাজিদ। নীলা এর ভালো লাগে কিনা জানেনা সাজিদ। তবে সে কখনও নিষেধ করেনি। এভাবে সাজিদ এর দিনগুলো ভালোই কাটছিলো।

কিন্তু হঠাত করে কোন কারণ ছাড়াই সাজিদ কে এড়িয়ে চলতে লাগলো নীলা। সাজিদ অনেক ভেবেছে, কোন কারণ খুজে পায়নি। সে কখনও তাকে কষ্ট দেয়নি, এমনকি কিছু করার চিন্তা করার আগে বা কিছু বলার আগে নিজের সীমানা ঠিকই মনে রেখেছে। এখন নীলা সাজিদ এর মুঠোবার্তারও কোন উত্তর দেয়না, অথচ আগে সে মুহুর্তেই উত্তর পেতো। দেখা হলে কোন গ্রুপ ছবি তোলার ক্ষেত্রেও এড়িয়ে যায় নীলা ইদানিং। সেলফি তুলতে অপারগতা প্রকাশ করে। বলে সে এখন আর সেকফি তুলেনা। কিন্তু সেটা যে সত্য নয়, সেটা দুইজন ই জানে। সাজিদ একদিন প্রশ্ন করায় যে সব যুক্তি সে শুনতে পায়, তার ঠিক মানে খুজে পায়না সাজিদ। তার কাছে এগুলো অজুহাত মনে হয়। আসলেই সব ঠুনকো অজুহাত। নীলা নিশ্চয়তা দেয় তার কোন দোষ নেই। সে এখন সবার সাথে কিছুটা দূরত্ব মেইনটেইন করছে। নীলা বলে “Don’t take it personally ”. নীলা মনে করিয়ে দেয় “Nothing is constant. Only change is constant”। সাজিদ শুনে, কিছু বলেনা। তার কাছে এগুলো ঠুনকো মনে হয়। তবে সাজিদ ঠিকই বুঝে নেয় – যে তার সীমানা নীলা নতুন ভাবে সংজ্ঞায়িত করেছে। সাজিদ খানিকটা আশ্চর্য হয়, কিছুটা কষ্ট পায় কিনা সাজিদ জানেনা । তবে সে চুপ থাকে। আগ বাড়িয়ে যোগাযোগ করেনা। নিজেকে গুটিয়ে নেয়। তবে মন থেকে ওর ভালোর জন্য দোয়া করে। ছোটখাটো ভালো কিছু করার সুযোগ পেলে তার অজান্তে সে তা করে যায়। তবে সে চুপ থাকে। শুধু পেশাগত কারণগুলো ছাড়া, আগ বাড়িয়ে সাজিদ আর যোগাযোগ করেনা, এসএমএস বা ফেসবুক ম্যাসেঞ্জারে টুং টাং শব্দের কারণ হয়না সে আর। তার চুপ থাকাটা আসলে কি , সেটা শুধু সে-ই জানে। আর কারও জানার প্রয়োজন ও নেই, সাজিদ সেটার প্রয়োজন ও মনে করেনা। ।

লেখকঃ মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
ইমেইলঃ a.shaon@gmail.com
তারিখঃ ১৮ অক্টোবর ২০১৭

পোষ্টটি প্রকাশিত হয়েছেঃ
ব্লগঃ http://www.somewhereinblog.net/blog/shaon1016/30214944
ব্লগঃ http://www.cadetcollegeblog.com/shaon/59678

৬,৫৬৮ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “ছোট গল্পঃ সহকর্মী -০১ : নীলা এবং সাজিদ”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।