এর আগে একটা পোষ্টে বলেছিলাম এখানে পিলখানার শহীদদের জন্য শোকসভা আয়োজন করেছিল এসোসিয়েশন অফ বাংলাদেশ এক্স ক্যাডেটস, জাপান। সেখানে আমরা একটা স্মারক তৈরি করেছিলাম ওখানে যারা এসেছিল সবার থেকে কিছু লেখা নিয়ে। সেটা পাঠানো হয়েছিল বাংলাদেশ আর্মির চিফের কাছে। উনি একটি চিঠি দিয়েছেন তার উত্তরে। শাহেদ ভাই অনেকদিন আগে আমাকে সেটা পাঠিয়েছে সিসিবির সবার সাথে শেয়ার করার জন্য কিন্তু আমার দেয়া হচ্ছিল না। এখানে চিঠিটা তুলে দিলাম। আলিমুজ্জামান ভাই এবং শাহেদ ভাই কে অনেক ধন্যবাদ।
১২ টি মন্তব্য : “জেনারেল মঈন এর চিঠি”
মন্তব্য করুন
১ম
কিরে কি খবর কেমন আছস? এখানে প্রথম হইলে হবে না বিসিএস এর রেজাল্টের দিন ও এই কথা শুনতে চাই কইলাম। আমার পক্ষ থেকে আগেই একটা ট্রিট এর ঘোষণা দিলাম তোর আর তোর জাষ্ট ফ্রেন্ড এর জন্য।
বস ২৮ বিসিএস হইল ২৯ বিসিএসের মক টেস্ট 🙁
আরেয় আজিম এই লিখায় কমেন্ট কই?মইন সাহেব তো দেখি বিয়াপক অজনপ্রিয়!কিন্তু ভদ্রলোকের হাতের লিখা দেখি এই বয়েসেও সিরাম :clap:
তপু দোস্ত , ক্যামন আছস?? তোর শরীর কেমন?? পোলাপান সবাই তোর কথা জিগাইল। আমাদের সবাইরে জানাইস।
দোস্ত অবস্থা আগের মতই। চিপায় পড়ে গেছি ক্লাস শুরু হয়ে গেছে দৌড়াদৌড়ি বেড়ে গেছে। তোরা সবাই কেমন আছিস।
তপু ভাইরে দেখি সিরাম হ্যান্ডসাম লাগতেছে!নাহ বিয়াডা এইবার দিতেই হইব আপনেরে...
থ্যাঙ্কু থ্যাঙ্কু...... :shy:
তপু ভাই আপনের শরীর কেমন?ছবিটা দেইখা মন ভাল হয়া গেল...কত্ত জাপানী মাইয়া না জানি এই ছবি দেইখা...(সেন্সর্ড) 😀
ভাই লেখা বেশী ছোট......বোঝা যায় না 😕
ছবির উপর ক্লিক কর বড় হবে।
তপু, শাহেদ ভাইকে (৯০-৯৬) বলনা এই ব্লগে জয়েন করে লিখালিখি করতে। উনি এখানে লিখলে এই ব্লগ আরো সমৃদ্ধ হবে বলে আমি মনে করি।
শাহেদ ভাই হল নীরব পাঠক আমার মনে হয়। উনি মাঝে মাঝেই আসেন এখানে তবে ভাইয়া মনে হয় বিশাল ব্যস্ত মানুষ। দেখি বলে ভাইয়াকে যদি অন্তত কমেন্টে আনা যায় প্রথমে তাহলে পরে নিজের থেকেই লেখা শুরু হবে।