এতোদিনে সবার জানা হয়ে গেছে যে আমরা ডোমেইন কেনার ধান্ধায় নামছি। এই ধান্ধাবাজীর প্রথম বাধা অর্থাৎ টাকা পয়সা তপু ভাইয়ের কল্যানে সমাধান হয়ে গেছে। দ্বিতীয় যেটা তা হলো কি নাম হবে আমাদের সেই সপ্নের ঠিকানার…1. cadetcollege.com এই নামটা খুব ভাল হয়, কিন্তু একটাই অসুবিধা… ব্লগের সাথে যায়না ঠিক মতো।2. cadetsblog.com এইটাও ভাল…
সবার প্রস্তাব নীচে পেশ করুন…
cadetsblog.com টাই বেশি ভাল।
তবে cadetcollege.com টাও ফাটাফাটি।
cadetcollege.com এটা পাওয়া যাবেনা তাই লিস্ট থেকে বাদ দিতে পার। অথবা .com বাদ দিয়ে .org বা .net নেয়া যায় অবশ্য। ২ নংটা এখনো খালি আছে। cadetsdiary.com ও হতে পারে।ওটাও খালি আছে।
how about www.idreamofcadetdays.com? (I dream of cadet days don com)
হুম cadetcollege খালি নাই। আইচ্ছা .net কেমন হয়?
cadetcollege.com টা ডোমেইন নেম দালালির সাইট বলে মনে হল আমার কাছে। শালার এইহানেও দালাল দিয়া ভৈরা গ্যাসে।
cadetsblog.com আমার কাছে বেশি ভাল লাগছে। ছোট নাম এবং শুনেই বোঝা যায় এর ভেতরে কাহিনি কি...
আমার মতে cadetcollege.com না পেলে cadetcollegeblog.com নেয়া যেতে পারে। কারণ ব্লগের নাম ডাইরেক্ট হওয়া উচিত। আর .com না হলে ভাবটা ঠিক আসে না।
নামফলক 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
cadetsblog এর একটা সমস্যা আছে। পৃথিবীতে ক্যাডেট অনেক প্রকারের আছে। তার উপর আমরা কেউই ক্যাডেট নই। সবাই এক্স ক্যাডেট। বিএমএ বা যেকোন মিলিটারি একাডেমিতেও ক্যাডেট বলা হয়। এরকম ক্যাডেট অনেক। কিন্তু ক্যাডেট কলেজ একেবারে ইউনিক। ঠিক ক্যাডেট কলেজ নামের কিছু বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া আর কোথাও নাই।
তাই ক্যাডেট কলেজ রাখা উচিত।
রাখাউচিত ঠিক আছে।কিন্তু ডোমেইন তো বুকড।
তবে cadetcollegeblog দিলে কেমন হয়?
ক্যাডেটকলেজব্লগ নামটাও দেখি আমার সাজেস্ট করা ছিল 😀
সাতেও নাই, পাঁচেও নাই
আবেগের অতিশয্যে মুহাম্মদের উপরের মন্তব্যটা মিস কইরা গেলি মনে হয়। 😉 😉
আমার মতে cadetcollege.com না পেলে cadetcollegeblog.com নেয়া যেতে পারে। কারণ ব্লগের নাম ডাইরেক্ট হওয়া উচিত। আর .com না হলে ভাবটা ঠিক আসে না।
make it cadetcollege.com.bd coz pakistan has also cadet
colleges..
@ মুহাম্মদ
ক্যাডেড কলেজ ব্লগ এইটাই ঠিক মনে হচ্ছে...
cadetcollege.com.bd আর cadetcollege.com এই দুইটা কি একই ডোমেইন হবে? যদি না হয় দেন এইতা ভেবে দেখা যেতে পারে
cadetsblog.com.bd
এইভাবে হলে মনে হয় সব কুলই রক্ষা পায়।পাকি ভাবার চান্স নাই। ব্লগিং এর ব্যাপারটাও প্রকাশ পায়
জিহাদের নামটাই আমার মনে হয় ঠিক আছে।
লাস্ট এ আবার bd ক্যান? লেজ লেজ লাগতাছে।
সবদিকে ভেবে শেষ পর্যন্ত আমার যেইটা মনে হইলো যে cadetcollegeblog.com দেয়াই ভাল।এইটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত।
cadetsblog হলে ঠিকমত আসলে জিনিসটারে ডিফাইন করা হয়না।কারণ ক্যাডেট বলতে আরো অনেক ইন্সটিটিউশনের শিক্ষানবীশকেই বুঝানো হয়।
যাই হোক,মতামত জানানোর পথ তো এখনো খোলাই আছে।দেখা যাক আর কে কি বলে...
yes its good...
make it cadetcollegeblog.com
sohomot....
oita te AL HERA pre cadet er polapain o likha dite parto !!!hi hi hi...
cadetcollegeblog.com ই ভাল।
কিন্তু পরে আবার .com.bd লাগাইস না।
i agree.
এখন পর্যন্ত cadetcollegeblog.com দিকেই জনমত বেশী ঝুঁকে আছে। যতদিন ডোমেইন নেয়া হচ্ছেনা ততদিনই মতামতের জন্য এই পৃষ্ঠা খোলা থাকবে।
cadetcollegeblog.com jindabad
accha amrao kintu contribute korte agrohi taka poysar byapare....
bdcadetcollege.org ai cadetcollegebd.org
holeo mone hoi kharap hoi na
মাশরুফ তোর জন্য একটা কন্ট্রিবিউট এর ব্যবস্তা করেছি আমি। তোর তো এইটা লাস্ট সেমিষ্টার। দুদিন পরে পাশ করে জব করবি। আমি আগষ্টে দেশে আসব। তুই একটা পার্টি দিবি। এখানকার সবাই মিলে আমরা একটা গেট টুগেদার করব।
topu vai...perfect.....
oidin ekta havvvy kawa dibar mone lagche!!
chance paile cadet ra kamne khay mone ase to....
হ হ একটা গেট টুগেদার হইব আগষ্টে...ঐখানে কন্ট্রিবিউট করবেন...ঢিঁচ্ছু...
@ সবাই...
পোল শেষ করার অনুরোধ করি। নাম ঠিক হইল,
https://cadetcollegeblog.com
নাম তো মোটামুটি ঠিক। এবার আসেন সবাই মিলে খাওয়ার মেন্যু আর কোথায় খাব ঠিক করি।। 🙂
মাশরুফের চালটা তোমরা কেউ বুঝতে পারনাই। ও তো ভাবছিল আর কোন খরচ নাই। যেই আমি ওরে কন্ট্রিবিউট করার একটা উপায় বাতলে দিলাম সেই থেকে ওর আর কোন খবর নাই। উধাও হয়ে গেছে। বাঁচতে পারবি?
প্ল্যানটা আমি এখনো শিওর না। কি কি কেনা হচ্ছে? ডোমেইন আর হোস্ট পুরাটাই? নাকি শুধু ডোমেইন কিনে ওয়ার্ডপ্রেসেই হোস্ট করা হবে?
হোস্টিং টা কামরুল ভাইয়ের সার্ভার থেকে করা যায়। এক্ষেত্রে সমস্যা মেইন্টেনেন্স। এছাড়া আরেকটা উপায় আছে, সেটা হলো কিছু কিছু ডোমেইন কম্পানী ডোমেইন কিনলে লিমিটেড হোস্টিং ফ্রি দেয়। এই যেমন ২০ গিগা এর মতো। ওয়ার্ডপ্রেসে হোস্ট মনে হয় করা হবে না। এগুলো তপু ভাইয়ের সাথে কথা বলে জানতে পেরেছি। তারেক ভাই কি বলেন...
আমি অন্যরকম ভাবছি।
আচ্ছা ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম অফারটা কি কেউ বলবে আমাকে?
আমি খুঁজে দেখেছি- সম্ভবত সবচেয়ে সস্তায় ডোমেইন দেয় এরাঃ
http://www.godaddy.com/gdshop/default.asp
১০ ডলারে পুরো বছর।
আর সবচেয়ে সস্তায় ( সম্ভবত) হোস্টিং দেয় এরাঃ
http://3ix.org/
বছরে ১৪ ডলার লাগে, বা এরকমই।
ডোমেইন চোখ বুজে ওখান থেকে কেনা যায়, আমি নিজেও আমার সাইটেরটা এখান থেকেই কিনেছি। ঠিক আছে।
তবে হোস্টিং কেনার সমস্যা হচ্ছে- সস্তা হলে সার্ভিস ভালো না পাবার চান্স বেশি। আমারটা পার্সোনাল সাইট, তাই লোড একেবারেই নেই। কিন্তু ক্যাডেটকলেজ ব্লগ হলে ওখানে বিস্তর চাপ পড়বে। সস্তা সার্ভার সামলাতে পারবে বলে মনে হয় না।
এ ক্ষেত্রে, আমি বলবো- যদি ওয়ার্ডপ্রেস ভালো অফার দেয়, তাহলে ওদের প্রিমিয়াম অফারটা কিনে ফেলা যায়। রিলায়েবল সার্ভার পাওয়া যাবে তাহলে। ওদের ফিচারও খারাপ না।
শুধু একটা ডোমেইন কিনে ফেলে রিডাইরেক্ট করে দিলেই হলো।
একটা আছে, যেটাতে বছরে ৩০ ডলার দেয়া লাগে...আসলে আমাদের প্রথমে এই জিনিসটা নেবার কথা ছিল...তাতে অনেক ভাল হবার কথা...
ভাইয়া আপনি একটা প্ল্যান করে বলেন।
রায়হান,
৩০ ডলারে কি কি দিবে এটা কি জানিয়েছে?
যেমনঃ
১। কতজন ইউজার এলাউ করবে?
২। ইমেজ বা অন্য ফাইলের জন্যে কতটুকু স্পেস দিবে?
এই দুইটা জিনিসই মুলত জানা দরকার।
একটা খুব ভালো সার্ভারে হোস্ট করতে চাইলেও বছরে ৫০/৬০ ডলার লেগে যাবে। এরচেয়ে ওয়ার্ডপ্রেসের নিজেদের সার্ভিসই কিনে ফেলাটা ভালো হবে বলে মনে হচ্ছে। মেইনটেইন্যান্সের ঝামেলা থাকবে না। টাকাও বেশি লাগবে না।
আমি আপাতত ঘুম দিতে গেলাম। এইখানে আলোচনা করলে কালকে আমিও এসে যোগ দিবো।
গুন্নাইট।
এই গুলান কি কতা হৈতেচে? কি সব হোশ্টিঙ ফোঁশ্টিং.......অঁই...তরা কি কস? ধূরো মাতাডাই কারাপ ঐয়া গ্যালো। আমি তো কিচু বুজবার লাগচি না।
মাইনাচ (চিকনমিয়া হৈতে ওনুপ্যারনিতো)
রায়হান ৩০ ডলার এর যেটা বলসে সেটা আনলিমিটেড প্রাইভেট ইউজার এলাও করার জন্য।এইটা ওয়ার্ডপ্রেসের একটা আপগ্রেডেশন প্যাকেজ।
আর ডোমেইন এর ব্যাপারে আমি যতদূর বুঝলাম যদি আমি নিজস্ব ডোমেইন এ ব্লগটাকে ট্রান্সফার করতে চাই তাহলে যদি আমি ওয়ার্ড প্রেসের সাথে রেজিস্টার করি তাহলে বছরে ১৫ ডলার পে করতে হবে।আর ডোমেইন যদি অন্য কোন খানে রেজিস্টার করা থাকে তাহলে ১০ ডলার লাগবে।
আমি লিংকটা দিয়ে দিলাম।পড়ে কে কি বুঝলো একটু জানান দয়া করে।
http://en.forums.wordpress.com/topic.php?id=4766&replies=2
আমার মনে হয় ১৫ ডলারে ওয়ার্ডপ্রেসের সাথে রেজিস্টার করাই ভাল।তাহলে ওরা জাস্ট রিডাইরেক্ট করে নতুন ব্লগ ইউ আর এল এ পাঠাবে।আর পুরোনো সব লিঙ্ক ই আগের মতই কাজ করবে।
তারেক ভাই,
এই FAQ টা দেখেন।
http://faq.wordpress.com/2006/11/10/domain-mapping/
যতদূর বুঝলাম ১৫ ডলার দিলে সবকিছু ওরাই করবে বাট ব্লগ ইউ আর এল টা শুধু আমাদের ইচ্ছেমত করতে পারবো যদি সেটা এভেইলেভল থাকে।
মানে হোস্টিং ওয়ার্ডপ্রেসই করবে।শুধু ভিন্ন ডোমেইন ব্যবহারের জন্য বছর বছর ১০ ডলার দিয়ে ওয়ার্ড প্রেস কে রাজি খুশি রাখতে হবে
আমরা প্রথম থেকেই একটা পুরোদস্তুর সাইট করে ফেলতে চাচ্ছিলাম। ধরলাম, সচলায়তনের মত সব ধরণের অপশন থাকবে সেখানে, কিন্তু সদস্য সংখ্যা বা ব্লগ ও ফাইলের সংখ্যা হবে তা থেকে বেশ কম।
@তারেক ভাই,
৬০ ডলারের হোস্ট দিয়ে কি সেরকম করা সম্ভব?
টাকা-পয়সা নিয়ে আশাকরি আমাদের ঝামেলা হবে না। বছরে ৮৪ ডলারের একটা ভালো হোস্টের সন্ধান পেয়েছি। লিংকটা দিলাম:
http://www.bluehost.com/
এখানে সব ধরণের সুবিধা আছে। ভালো মানের একটা ব্লগ করা যাবে এতে। সবাই লিংকটাতে গিয়ে মতামত দিন।
ডোমেইনের নাম তো cadetcollegeblog.com ই ঠিক হয়ে গেল। এবার হোস্ট বিষয়ে আলোচনা দরকার। এজন্যে একটা নতুন পোস্ট করা হয়েছে। "আজীবন স্বাধীনতা" পোস্টে এ বিষয়ে আলোচনা করুন।
ডোমেইনের নাম তো cadetcollegeblog.com ই ঠিক হয়ে গেল। এবার হোস্ট বিষয়ে আলোচনা দরকার। এজন্যে একটা নতুন পোস্ট করা হয়েছে। "আজীবন স্বাধীনতা" পোস্টে এ বিষয়ে মন্তব্য করুন।
Kamrul Dada.......apne amar moto nanna munna re parlen amne bash marte?ami party dimu jaan....NSU er pashe malotilota restaurant e....amar sobcheye priyo jayga....oikhaner gorur dudh er cha er sathe gorom gorom special naan diya.....khaile mone hobe je etodin eita khai nai deikha jibon joubon shob tuccho......Mamu ki je test.......
arey ajob reply post kori kintu dekhay na ken?
মাশরুফ ভাই,
আপনার করা বেশ কিছু কমেন্ট আস্কিমেট স্প্যাম হিসেবে ধরছে। টেকনিক্যাল কোন সমস্যা হয়েছে। এখনও ধরতে পারছি না। সবুর করেন। দেখা যাক কি করা যায়।
naam ja achey ta-e shoi. ghor ekta paisi. etai boro kotha. home is shome. shetar j naam e thakuk. kichu jay ashena amar.
(ps: cadetsblog.com dile hobey ki.cadets to shudhu cadet college er na. force'r long course'r o to gentlewo/men cadets ache. tai cadetsblog.com bolle to kivabe kivabe jno sounds like longcourse er cadet rao included! tai naam ja ache. valoi ache amar mote.)
কইত্থাইক্কা কই আইলাম......
সিসিবি জিন্দাবাদ :thumbup:
ডোমেইন এর নাম cadetcollegeblog.com করা হোক... =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ