অনেক প্রতীক্ষার পর অবশেষে ব্যক্তিগত বার্তা প্রেরণের সুবিধাটিও যোগ করা হলো!
চায়ের দোকানে আড্ডা দেবার পাশাপাশি এখন থেকে সিসিবি সদস্যরা নিজেদের মধ্যে ব্যক্তিগত বার্তা প্রেরণও করতে পারবেন। লগইন করে ড্যাশবোর্ডে প্রবেশের পর দেখতে পাবেন ব্যক্তিগত বার্তা নামে একটি নতুন অপশন যুক্ত হয়েছে। সেখানে বার্তা প্রেরণ সংক্রান্ত প্রয়োজনীয় লিংক সন্নিবেশিত আছে। পাশাপাশি ড্যাশবোর্ডেও নতুন বার্তা প্রাপ্তির নোটিফিকেশন প্রদর্শিত হবে।
১। আপনি চাইলে একসাথে একাধিক ব্যবহারকারিকে একই বার্তা পাঠাতে পারবেন। এজন্য কীবোর্ডের কন্ট্রোল কী (Ctrl) চেপে ধরে প্রাপকের জায়গায় একাধিক ব্যবহারকারি সিলেক্ট করতে হবে। ড্রপডাউন লিস্ট ক্লিক করে সিলেক্ট করে যাকে পাঠাতে চান তার নাম টাইপ করা শুরু করলেই প্রাপকের ঘরে তার নামটি চলে আসবে।
২। আপনি যদি ব্যক্তিগত বার্তা গ্রহণে অনিচ্ছুক থাকেন তবে আপনার প্রোফাইল সেকশন এ গিয়ে সেই সেটিংস ও নির্বাচন করতে পারবেন। এজন্য সংশ্লিষ্ট অপশনটির পাশ থেকে টিক চিহ্ন তুলে দিয়ে প্রোফাইল আপডেট করতে হবে।
৩। মডারেটররা চাইলে সরাসরি ড্যাশবোর্ড থেকেই আপনার নিবন্ধনকৃত ইমেইলে বার্তা পাঠাতে পারবেন। তবে আপনি যদি এই সুযোগ রহিত করতে চান তবে প্রোফাইল সেকশনে গিয়ে সংশ্লিষ্ট অপশনের পাশের টিক চিহ্ন তুলে দিয়ে প্রোফাইল আপডেট করুন।
৪। নতুন কোন বার্তা আসলে ড্যাশবোর্ডে নোটিফিকেশনের পাশাপাশি আপনি যে ইমেইল আইডি দিয়ে সিসিবিতে নিবন্ধন করেছেন সে মেইলেও একটি নোটিফিকেশন মেইল স্বয়ংক্রিয়ভাবে পৌছে যাবে।
৫। একজন ব্যবহারকারি তার ইনবক্সে সর্বোচ্চ বিশটি বার্তা সংরক্ষণ করে রাখতে পারবেন। এর বেশি হলে নতুন কোন বার্তা এলেও তা আপনার ইনবক্সে ডেলিভারি হবেনা। তবে আপনার ইনবক্স পূর্ণ হয়ে গেলে তা উল্লেখপূর্বক আপনার ইমেইল ঠিকানা বরাবর স্বয়ংক্রিয় মেইল পৌঁছে যাবে।
সর্বোপরি এই সিস্টেমটি যোগাযোগের জন্য কেবল মাত্র একটি সহায়ক মাধ্যম হিসেবে চালু করা হলো। নিয়মিত ইমেইল সার্ভিসের কোন বিকল্প এটি নয় । যে কোন রকমের ফ্লাডিং বা কিংবা এর যথেচ্ছ ব্যবহার পুরোপুরি নিরুৎসাহিত করা হচ্ছে।
ধন্যবাদ।
( প্লাগইন কৃতজ্ঞতা: http://www.vincentprat.info/ )
এই জরুরী সুবিধা চালু করার জন্য এডু স্যার কে ধন্যবাদ 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
ফার্স্ট হইলাম মনে হয় 😀 এইবার তাইলে এককাপ চা খাই :teacup:
মানুষ তার স্বপ্নের সমান বড়
ভাইয়া আমার পক্ষ থেকে মিষ্টি চা :teacup:
এডু স্যাররে ধন্যবাদ।
এডু স্যারেরে ধইন্যাপাতা 😀
:hatsoff: :hatsoff: :awesome: :awesome:
Life is Mad.
ধন্যবাদ এডু স্যার 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হুমমম... সিসিবি'তো দেখি দিনে দিনে পাথ্রাইতাছে...
ধন্যবাদ এডু/মডু...
Kamer jinish. Ami sure je ar kono bangla blog e eto option nai.
CCB ROXXX
হুম, ভাল অপশন... ধন্যবাদ এডু স্যার... :hatsoff: :hatsoff:
ধন্যবাদ এডু-মডু স্যারেদের। 😀
সাবাস... :thumbup:
😀 :goragori: :goragori: জয়তু এডু স্যার, জয়তু সিসিবি।
অফটপিকঃ আমারে কেউ ব্যক্তিগত বার্তা পাঠায় না :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এতোজনরে ব্যাক্তিগত বার্তা দিলাম, কেউ জবাব দেয় না।
এই হইছে সিসিবিতে আমার অবস্থা।
কেউ পছন্দ করে না। 🙁
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমারে পাঠাই দেইখেন B-)
সবাই মনে হয় ফ্রিজ থেইকা মিষ্টি খাইতে ব্যস্ত...
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
জবাব দিতে চাইলাম কিন্তু 'reply to sender' অপশন দেয়ার পর ও দেখি প্রাপক এর ঘরে সবার নাম ই চলে আসছে!
ওইখান থেকে সিলেক্ট করো
রিপ্লাই অপশনটা ঠিক করা হয়েছে এখন।
সাতেও নাই, পাঁচেও নাই
আমার পাওয়া প্রথম বার্তা B-) B-)
;)) ;)) :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
😀 😀 😀 😀 :)) :)) :))
আহা! দিলে বহুত মজা আইলো। :clap: :clap: :clap: :clap:
ব্রাভো.. 🙂
চমৎকার। :thumbup:
বহুত খুব। :clap: :clap: :clap:
তয় প্রেরক-এর ঠিকানা লিখার পদ্ধতিটা আরেকটু সহজ হলে ভালো হয়।
ভেরী গুড জব ডান :thumbup: :thumbup: 😀
ধন্যবাদ এডু-মডু স্যারেদের। 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
এই ব্যবস্থা এডজুট্যাণ্ট এর জন্য বিশেষ উপকারী। কিছু বিশেষ মানুষের ইনবক্সে এখন থেকে কিছু এক্সক্লুসিভ পাঙ্গার নির্দেশ পাঠানো যাবে।
অনটপিকঃ অনেক ধন্যবাদ একটা সুন্দর ফিচারের জন্য।
ধন্যবাদ
ধন্যবাদ এডু-মডু স্যারেদের। 🙂
কিন্তু আর এক টু সহজ করলে সুবিধা হত।
উদ্যোগকে স্বাগত জানাই। ধন্যবাদ। যখন "রিপ্লাই টু সেন্ডার" ক্লিক করলাম, দেখা গেল রেসিপিয়েন্টের জায়গায় সবার নাম, অর্থাৎ যাদের মেলটি প্রেরণ করা হয়েছিল। এটা কি "বাগ" বলা যায়? এর থেকে উত্তরণের উপায় কি?
ওটা 'বাগ' ছিল। ঠিক করা হয়েছে। ধন্যবাদ।
সাতেও নাই, পাঁচেও নাই
প্রাপকের ঘরে এখন বর্ণানুক্রমিক ভাবে নামগুলো প্রদর্শিত হবে। আশা করি প্রাপক নির্বাচনের ব্যাপারটা আগের চে সহজ হবে। তবে আরো সহজ করার চেষ্টা চলছে।
পাশাপাশি রিপ্লাই টু সেন্ডার অপশনটিও ঠিক করা হয়েছে।
এবং লগ ইন করা থাকলে এখন থেকে হোম পেজেও নতুন বার্তা প্রাপ্তির নোটিফিকেশন প্রদর্শিত হবে।
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ তুই নিজেই দেখি বাগ হয়ে গেলি(প্রোফাইল পিক্স)......সিসিবি তে এখন দেখি কয়েল লাগানো লাগবে :grr: