রাজাকারদের না বলুন

কথা নয় আজিকার
দেশে যত রাজাকার
ভোটে, জোটে আছে দল পাঁকিয়ে
আমি, তুমি, তাহারা
ভাই,বোন, মা হারা
দেখবো তা’ শুধু শুধু তাকিয়ে?

আর কত অনাচার
দেশ নয় প্রাণ আচার
শুয়োরেরা চেটেপুটে যে খাবে
এক দুই করে তিন
এদেশেতে দিনদিন
ক্ষমতার নামতা সে শেখাবে।

তাই বলি এসময়
এখনি যে সে সময়
হও যদি দেশপ্রেমী সাচ্চা
ভোটে বলো-” সর তুই,
দূরে গিয়া মর তুই;
তুই হলি শুয়োরের বাচ্চা।”

৩,৮৫৩ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “রাজাকারদের না বলুন”

  1. হাসনাইন (৯৯-০৫)
    তাই বলি এসময়
    এখনি যে সে সময়
    হও যদি দেশপ্রেমী সাচ্চা
    ভোটে বলো-” সর তুই,
    দূরে গিয়া মর তুই;
    তুই হলি শুয়োরের বাচ্চা।”

    মনের কথা তুই কেমনে জানলি?? 😮 😮 😛 😀

    জবাব দিন
      • টিটো রহমান (৯৪-০০)

        আমি কিন্তু খারাপ বলি নাই। প্রান আচারে ঠিক পুকুরচুরি ব্যাপারটা আসেনি। ওর ছড়াটা আরো ব্যাপক অর্থ প্রকাশ করে

        ব্যাক্তিগত মত.....সো.........

        ওরা চার দল যেহেতু সেহেতু হয়ত ব্যবহার করতে পারত.......

        আর কত অনাচার
        মেলে রেখে ফনা চার

        আগেই বলেছি তো দুর্দান্ত হয়েছে


        আপনারে আমি খুঁজিয়া বেড়াই

        জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।