বিশ্বকাপ বাছাই পর্ব এবং আর্জেন্টিনা।

ব্রাজিলই একমাত্র ফুটবল দল যারা কিনা প্রতিটা বিশ্বকাপের মূল মঞ্চে খেলেছে। এবারও ল্যাতিন আমেরিকার গ্রুপে সবার আগে জায়গা করে নিয়েছে সবচেয়ে বেশীবার (৫ বার) বিশ্বকাপ জেতা ব্রাজিল। । অন্যদিকে প্রতিদ্বন্দী আর্জেন্টিনা এখনও জায়গা নিশ্চিত করতে পারেনি।

আর্জেন্টিনা এমন এক ফুটবল পরাশক্তি যারা কিনা সব কিছুই জয় করার সক্ষমতা রাখে। আর্জেন্টিনার বর্তমান দলটি অবশ্য ১৯৮২ এর সেই বিখ্যাত শিল্পী দল জিকো-সক্রেটিস এর ব্রাজিলের দলের মতন নয়। কিন্তু তাতেই কি ? জাদুকর মেসি আছেন না? তার সাথে দিবালা, ডি-মারিয়া, হিগুয়েন কে ধরেন। কিংবা আগুয়েরা। কি দূর্দান্ত সব খেলোয়াড়। এই দলের এমন অবস্থা মানায় না। একদম ই না।

গত ম্যাচে সুয়ারেজ বিহীন উরুগুয়ের সাথে ড্র করায় অর্জেন্টিনা এখনও ৫ম অবস্থানে। সরাসরি জায়গা করে নিতে হলে ১ম চার দলের মাঝে থাকতেই হবে। ৫ম হলেও অবশ্য সুযোগ থাকবে। সেক্ষেত্রে ওসেনিয়ার দলের সাথে প্লে-অফ খেলে জিততে হবে। মেসির আর্জেন্টিনা যতই ধুকতে থাকুক, প্লে-অফ জেতাটা তাদের জন্য কষ্টকর হওয়ার কথা নয়।

ইতিহাস থেকেও অনুপ্রেরণা নিতে পারে মেসির আর্জেন্টিনা। ১৯৯৪ সালে ঠিক এমনই অবস্থায়ই পড়েছিলো অনেকদিন বিশ্বকাপ না জেতা ব্রাজিল। শংকায় ছিলো ব্রাজিল। হয়ত মুল মঞ্চে এবার আর খেলাই হবেনা। অনেকেই নিশ্চিত ছিলেন এ ব্যাপারে। কিন্তু সবাইকে ভূল প্রমাণ করেন এক সময় বার্সায় খেলা রোমারিও। রোমারিওর দেয়া ৭২ আর ৮২ মিনিটের ২ গোলের সুবাধে উরুগুয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতে তবেই হাফ ছেড়ে বাঁচে ব্রাজিল। মূল মঞ্চে নিশ্চিত করে নেয় জায়গা। সবচেয়ে বড় ব্যাপার হল সেই দল নিয়ে ব্রাজিল সে বছর বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে। রোমারিও পান গোল্ডেন বুট।

নিচে ল্যাতিন আমেরিকার বাছাই পর্বের দলগুলোর বর্তমান অবস্থা তুলে ধরা হলো।

সবচেয়ে বড় কথা হল আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপের মেজাজ অনেকটাই হারিয়ে যাবে। কে জানে এটা হয়ত মেসির শেষ বিশ্বকাপ। মেসি কে ছাড়া বিশ্বকাপ হয় নাকি? কে চায় যে জিকোর মতন ট্র্যাজিক হিরো হয়ে জীবন কাটাতে? সব জেতা হলেও আর্জেন্টিনার হয়ে এখনও যে কোন ট্রফি জেতা হয়নি মেসির। এখনও যে অনেক কিছু পাওয়ার বাকী তার। স্বপ্নময় কিছু ড্রিবলিং এর অপেক্ষায় । অপেক্ষায় মেসি ম্যাজিক দেখার। আর্জেন্টিনা দলে , মেসির দরকার নেই আর্জেন্টিনার মেসি হয়ে খেলার। মেসি খেলুক বার্সার মেসি হয়ে। হিগুয়েন খেলুক জুভেন্টাসের হিগুয়েন হয়ে। ডি- মারিয়ায় খেলুক পিএসজি এর ডি- মারিয়া হয়ে। মেসি কে যে তাদের এখনও কিছুই শোধ করা হয়নি।

জেগে উঠো আর্জেন্টিনা ।

Current Position Teams MP W D L GF GA +/- Pts
1
Brazil 15 11 3 1 37 10 27 36
2
Colombia 15 7 4 4 18 15 3 25
3
Uruguay 15 7 3 5 26 17 9 24
4
Chile 15 7 2 6 24 22 2 23
5
Argentina 15 6 5 4 15 14 1 23
6
Peru 15 6 3 6 24 24 0 21
7
Paraguay 15 6 3 6 16 21 -5 21
8
Ecuador 15 6 2 7 23 22 1 20
9
Bolivia 15 3 1 11 13 34 -21 10
10
Venezuela 15 1 4 10 17 34 -17 7

৫,৪৬৭ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।