অ্যাপলিকেশনটির ছবি:
অ্যাপলিকেশনটির ভিডিও দেখুন:
সফটওয়্যারটির মাধ্যমে প্রথমবারের মত আপনি পাচ্ছেন মুঠোফোন থেকে আপনার প্রাণের ভাষা বাংলায় ফেসবুকের স্ট্যাটাস আপডেটের সুযোগ। তাছাড়া সফটওয়্যারটি আপনার হাতের মুঠোয় এনে দিচ্ছে প্রথমবারের মত মোবাইলে বাংলা ফোনেটিক পদ্ধতিতে লেখার সুবিধা।
বাংলা ফোনেটিক কি-প্যাড:
আরো ছবি :
সবার মতামত চাচ্ছি। আশা করি সবাই প্রোডাক্টটা কেমন লাগলো জানাবেন।
অসাধারন!!!
দারুন কাজ :thumbup:
ইন্সটল করলাম, কিন্তু কিছু লিখতে পারছিনা ...... ভিভাজ প্রো ব্যবহার করছি ...
চমতকার একটা ব্যাপার :thumbup: :thumbup:
এখনই ব্যবহার করতে পারছি না - তবে ভবিষ্যতের জন্য তোলা রইল।
Life is Mad.
:salute: :clap: :clap: :clap: :salute:
:thumbup: :boss: :boss:
রেদওয়ান,
তুই এইডা কি দিলি দোস্ত................অসাধারণ জিনিস.....
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
কোড না দেখেই বুঝতে পারছি ভিতরে কি করা হয়েছে....... আইডিয়াটা চমৎকার 🙂
আমি পাসওয়ার্ড ফ্রিক কিছুটা তাই নিম্বাজ ছাড়া আর কোন অ্যাপ ব্যবহার করি না, তাই এটাও ব্যবহার করা হবে না......তবুও কিবোর্ড, লেআউট নিয়ে অনেক কাজ করার কারণে কিছু রিভিউ টাইপ কথা লিখি:
এইতো, রিভিউ এতটুকুই। কাজটা ভাল লাগলো ভাইয়া, শুভকামনা 🙂
কিঞ্চিৎ মাইনাস খেয়ে গেলাম 🙁 আমি উপরে আমার প্রিয় হাসি'র ইমোটিকনটার পরে ব্রাকেট ক্লোজ করতে ")" দিলাম কিন্তু সেটা "হা হা হা" হাসি'র ইমোটিকন হয়ে গেল।
মন্তব্য প্রিভিউ থাকলে ভাল হত
অসাধারণ,
ভাইয়া ব্ল্যাকবেরীর জন্য এম্মন software বানানো যায়না ??