যারা আজকের গেট টুগেদার মিস করেছেন তাদের জন্য বলছি, আমরা আমাদের মাস্ফুকে মিস করেছি :just: ততক্ষন পর্যন্ত যতক্ষন আমাদের অজানা ছিলো যে অষ্ট্রেলিয়ার ক্রিকেট টীমের মতন আমাদের রিজার্ভ বেঞ্চটাও অনেক শক্তিশালী। আমাদের অতি প্রিয় ফয়েজ ভাই যতক্ষন ছিলেন আমদের আনন্দের মাত্রাটা কখনই কম ছিলোনা। তবে আমরা খুব চিন্তাগ্রস্ত “তেল গ্যাস রক্ষায়” উনার ভবিষ্যত করণীয় ঠিক করা নিয়ে। (নাহ ছেলেপেলে খুউব বেয়াদব হয়ে যাচ্ছে :frontroll: :frontroll: )।
কাইয়ুম ভাইকে আমরা হারিকেন দিয়েও খুজে পাইনি 🙁 । ফরিদের আর জ্বর আসার সময় পেলোনা। (পাতানো জ্বর নাতো, কি বলিস ফরিদ? 😀 )
আর যারা আসি বলে ফাকি দেয়ার সাহসটুকুও দেখাননি তাদের অন্তরের জ্বালা দিগুন করতে আন্দালিবের জ্বালাময়ী ছবি ব্লগ দেখেন
জ্বালাময়ী ছবি বলোগ! =))
=)) =)) =)) =))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
😉
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
তবে ফয়েজ ভাই মনে হয় না এতো সহজে ছেড়ে দিবেন :-/ :-/ :-/
নিকট ভবিষ্যতের কথা চিন্তা করে কামরুল ভাই একটা জিডী করে রাখতে পারেন 😀 😀 😀
R@fee
পার্বত্য চট্টগ্রাম এবং অদিবাসী সম্পর্কিত জমজমাট আলোচনাএ আমার মেয়ের গুরুত্বপূর্ণ মতামতের কথা কেউ উল্লেখও করলো না,
You cannot hangout with negative people and expect a positive life.
ইসসিরে !!!!!
মেল্লা পোলাপান। কোনটা থু্যা কোনটারে ধরি।
ওদিকে টাইমো নাইকা। ধুর বিজি হয়া গেলাম।
শাওন, তোর কপালে মাইর আছে। :gulli: আমি শালা জ্বরে মরি আর তুমি কিনা সিসিবি'র আড্ডায় গিয়া পেট পূজা কর। ~x( ~x(
খুউব একটা মিচ হইয়া গেলো।
সারোয়ার