ইসসিরে… আড্ডা কিংবা ইফতার কিংবা তেলগ্যাসরক্ষাকমিটি

সিসিবির আড্ডাগুলো নানা বয়সের এক্সক্যাডেট মিশিয়ে একেকটা অসামান্য স্মৃতি হয়ে থাকে। যতোবার সিসিবির কোন আড্ডা বা পিকনিক বা গ্যাদারিংয়ে গিয়েছি, খুব চমৎকার নির্মল সময় কাটিয়েছি। আজকেও তার ব্যতিক্রম হলো না। সামিয়ার পোস্ট পেটপূজা আপডেট হতে হতে আজকের ইফতার+ডিনার পার্টি হয়ে গেল। শান্তা আপুর দেশে আসা উপলক্ষ্যে আয়োজন। আর বাড়তি পাওনা ছিল ফয়েজ ভাইয়ের সাথে দেখা হওয়াটা। শান্তা আপু সবার জন্য চকোলেটের একটা বড়ো বাক্স নিয়ে এসেছিলেন। আর সামিয়া এনেছিলো সেলোফেন পেপারে মোড়া ডিমের হালুয়া। চরম হাসাহাসি আর মৌজের ফাঁকে ইফতার হলো, ইফতারের পরে কফি আর আড্ডা। এই সময়ে হাসিঠাট্টার পাশাপাশি সিসিবি সম্পর্কিত আলাপও উঠে এলো। একসাথে কিছু করা, অর্গ্যানাইজড হয়ে একটা প্রোডাক্টিভ এফোর্টের নানা পন্থাও বললেন অনেকে। আমি ফাঁকে ফাঁকে ছবি তুললাম। শুরুতে প্ল্যান করে বসি নাই বলে এক চিপায় পড়ে সবার ছবি তুলতে পারি নি। ডিনারের একটু আগে আগে এলেন আহসান ভাই-ভাবী, ওবায়দুল্লাহ ভাই। আর বাকিরা তো ছিলেনই। খাওয়ার পরে আড্ডার সবচেয়ে পিচ্চি রাফী ও রায়েদ কথা বললো। ব্লগ নিয়ে তাদের অনুভূতি আর ভাবনাও জানা হলো। তারপর কী কী হইসে আমি জানি না, কারণ আমি বাসায় চলে আসছি। সবাই ছবি দেখেন আর ভালু ভালু কমেন্ট করেন। সিসিব্লগাড্ডা যুগ যুগ জীয়ে…!

৩,৬৯২ বার দেখা হয়েছে

৫১ টি মন্তব্য : “ইসসিরে… আড্ডা কিংবা ইফতার কিংবা তেলগ্যাসরক্ষাকমিটি”

  1. সামীউর (৯৭-০৩)

    বোমার হালুয়ার বাটি সামনে নিয়া সামিয়ার ছবিটা হেব্বি হইসে!
    ( গেরিলা সিনেমায় জয়া তো বোমারে বুটের ডালের হালুয়াই তো বলসিলো- কি বলেন আন্দালিব ভাই?)

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    ছবিগুলোর জন্য জনাব আন্দালিব ভাইকে ধন্যবাদ। বুঝা গেল, তেমন লোকজন হয় নাই, খানাপিনাও খুব বেশি হয় নাই। যাক ভালোই হইছে, রোযার মাসে অল্প খাওয়াই ভালো। ডিমের হালুয়াটা মনে হয় চিনি কম হইছিলো। যাক, ব্যাপার না 😛 😛 😛

    অনটপিকঃ রাফী এবং রায়েদের ভাবনা এবংঅনুভূতিগুলো খানিকটা ব্লগাকারে শেয়ার করবার অনুরোধ জানালাম ইফতার পার্টিতে উপস্থিত সবাইকে। 🙂


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. সামিয়া (৯৯-০৫)

    তেল রক্ষা গ্যাস কমিটি কোন থন আসলো?? ছিবিগুলা ফেইসবুকেও দিয়েন, ছোট বিধায় বুঝতে পারিনা।

    লাস্টের থেকে তিন নাম্বার ছবিতে লাবলু ভাইয়ের পাশে ফয়েজ ভাই কিরাম ঘুমাইতেসে দেখেন...

    জবাব দিন
  4. শাওন (৯৫-০১)

    ফয়েজ ভাইয়ের বাসায় নাকি গ্যাস আর বিদ্যুতের সাথে তেলের ও সংকট? ? 😀 :frontroll: :frontroll:


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  5. সামি হক (৯০-৯৬)

    ফয়েজ ভাইয়ের ছবি সিসিবির ব্যানারে দেওয়া হোক। আর এই ইফতারের সবাইকে বানিজ্য মন্ত্রীর কাছে ধরায়ে দেওয়া হবে এই বলে যে 'আপনি মানা করা সত্তেও দেখেন মানুষ জন ইফতার আড্ডার আয়োজন করছে এবং সেখানে এত্তো
    এত্তো খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে।'

    (আসলেই আঙ্গুর ফল বড়ই টক) 🙁

    জবাব দিন
  6. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    পার্বত্য চট্টগ্রাম এবং অদিবাসী সম্পর্কিত জমজমাট আলোচনাএ আমার মেয়ের গুরুত্বপূর্ণ মতামতের কথা কেউ উল্লেখও করলো না,

    হুম, লন্ডনেও অনেক মারামারি হচ্ছে


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।