সুন্দরবন দর্শন

“সুন্দরবনের জন্য ভোট দিন” সত্যি কথা বলতে কি এখনও ভোট দেয়া হয়নাই। কিন্তু গত তিন দিনের লম্বা ছুটি পেয়ে সুযোগটা কাজে লাগাতে ভুলিনাই। কয়েকজন বন্ধু নিয়ে দে ছুট। সাথে ভাবীরাও আছেন। ১৭ই ফেব্রুয়ারি- ঢাকা থেকে শ্যামলী বাসে করে খুলনা যাত্রা। তারপর ঘাট থেকে নৌকা করে লঞ্চে উঠা- দ্যা রয়েল ম্যাগপাই। লঞ্চের মালিক ও নেতা “ফারুক ভাই”। সে এক জিনিস ভাই…মাইক্রোফোন হাতে পেলে কোন R.J এর ক্ষমতা নেই যে তার কথা কেড়ে নেয়। সুন্দরবনের বাঘ কিংবা হরিণ থেকে বরং এই ফারুক ভাই ই উনার কথা দিয়ে আমাদের ট্যুর টা জমিয়ে তুলেছিলেন। কিছু ছবি শেয়ার করলাম।

ফারুক ভাই (দ্যা রয়েল ম্যাগপাই। লঞ্চের মালিক ও নেতা)

একটা মজার কাহিনী দিয়ে শেষ করি। চিড়িয়াখানার সব বাঘ-ই নাকি বাইরে থেকে আমদানি করা।এই ব্যাপারটা আমার জানা ছিলোনা। সুন্দরবনের বাঘকে নাকি আটকে রাখা যায়না। ফারুক ভাইয়ে ভাষাতেই বলি।
“ সুন্দরবনের বাঘ কখনও খ্যাচার মধ্যে থাকতে পারেনা।
ও দরকার হলি মাথা খুঁটি মারা যাবে
তা-ও খ্যাচার মধ্যি ও কিন্তু নাই
ও খ্যাচা একদম ই লাইক করেনা
ওরে কখনই খ্যাচাতে দেখবেননা। ও SOMEHOW বনির মধ্যি থাকবি।“

আপনারা ফারুক ভাইয়ের কথা ঠিকমত বুঝতে পারছেন তো? নাকি অন্য কিছু ভাবছেন?

১,৩৬১ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “সুন্দরবন দর্শন”

  1. ফরিদ (৯৫-০১)
    সুন্দরবনের বাঘ কখনও খ্যাচার মধ্যে থাকতে পারেনা।
    ও দরকার হলি মাথা খুঁটি মারা যাবে
    তা-ও খ্যাচার মধ্যি ও কিন্তু নাই
    ও খ্যাচা একদম ই লাইক করেনা

    :khekz: :khekz: :khekz:

    জবাব দিন
  2. তানভীর (১৯৯৫-২০০১)
    ১৭ই ফেব্রুয়ারি- ঢাকা থেকে শ্যামলী বাসে করে খুলনা যাত্রা।

    একদম মিথ্যা কথা। আমরা সোহাগের একটা ভাঙ্গা বাসে খুলনা গিয়েছিলাম। সেই ভাঙ্গা বাসের একটা ভাঙ্গা জানালার পাশে আমি সারারাত কাঁপতে কাঁপতে খুলনা গেছি। শাওন মরার মত ঘুমাইছে।

    জবাব দিন
  3. তানভীর (১৯৯৫-২০০১)

    একটা কথা না বললেই নয়। সুন্দরবন ট্যুরে শাওন একটা গান গেয়ে পুরা সুপার হিট। গানের কথা অনেকটা এরকমঃ

    বিয়া হইছে তাতে কি
    হলুদে তো এসেছি
    বসে ছিলে মন্দপের কোনায়
    চলে গেছো তাতে কি
    নতুন একটা পেয়েছি
    তোমার চেয়ে অনেক সুন্দরী
    লোকে আমারে শুধায়
    মানুষ কেন ছ্যাঁকা খায় বলোনা...।

    পুরো গানটা শুনতে চাইলে নিচের লিঙ্ক এ ক্লিক করুনঃ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।