এল ক্লাসিকো ও সম্ভাব্য একাদশ [২৩ ডিসেম্বর ২০১৭ (শনিবার, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়), রিয়ালের বার্নাব্যু তে]

এল ক্লাসিকো ও সম্ভাব্য একাদশ [২৩ ডিসেম্বর ২০১৭ (শনিবার, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়), রিয়ালের বার্নাব্যু তে]

=================================================================================

এল ক্লাসিকো । ২৩ ডিসেম্বর ২০১৭ (শনিবার, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়), রিয়ালের বার্নাব্যু তে। অথচ চির প্রতিদ্বন্দী বার্সেলোনা এগিয়ে আছে বিশাল ব্যবধানে, ১১ পয়েন্ট (যদিও রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলেছে)। বার্সেলোনার জন্য একটা ড্র ই চলবে। আর জয় মানে রিয়াল কে শিরোপা দৌড় থেকে ছিটকে ফেলা, পুরোপুরি। বার্সা কে হয়ত ৪-৪-২ ই খেলাবেন কোচ ভালভাদ্রে, রিয়াল মাদ্রিদ এর কাউন্টার এ্যটাক সামলানোও হবে তাতে। মেসি আর সুয়ারেজ থাকবেন একদম সামনে । মিডফিল্ডের ৪ জনের মাঝে পাউলিনহো কে হয়তো একটু সামনের দিকে এগিয়ে খেলাবেন, মূলত মিডফিল্ড থেকে ষ্ট্রাইকিং জোন পর্যন্ত বলের যোগান অব্যাহত রাখা আর কানেক্ট টা ঠিকমতন রাখার জন্য। দুর্দান্ত খেলবে বার্সা এই ফর্মেশনে।

ওদিকে রিয়াল কোচ এর জন্য ম্যাচটা কঠিন। হার মানে পুরোপুরি ছিটকে পড়া। এর মাঝে আবার রোনালদো আর মডরিচ কে দলের সাথে অনুশীলনে দেখা যায় নি। ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে চোট পাওয়া না আবার কাল হয়ে দাঁড়ায়। ওদিকে বেল সুস্থ হলেও ম্যাচ প্র্যাকটিস কম থাকায় জিদান তাকে প্রথম একাদশে নাও রাখতে পারেন। সেক্ষেত্রে ৪-৪-২ ই খেলবে রিয়াল শুরুতে। রোনালদো আর বেনজামো সামনে। তবে যথারীতি খেলার শুরুর পর ই বেনজামো প্রায়ই পিছনে চলে আসবেন মূলত মিডিফিল্ড আর ষ্ট্রাইকিং জোন কে কানেক্ট করার জন্য, আসলে মডরিচ আর ইসকোর জন্য জায়গা বের করার কাজে। সেটা কাভার দিতে উপরে এসে ডি বক্সের বাইরে যোগ দিবেন বাম দিক থেকে মার্সেলো, মিডফিল্ড থেকে ডান দিক দিয়ে মডরিচ বা ক্রুজ । আর বেল যখন নামবেন তখন তখন ফর্মেশন টা হবে ৪-৩-৩ । বেল নামবেন ইসকো বা বেনজামোর পরিবর্তে। মানে সামনে তখন থাকবে রোনালদো- ইসকো বা বেনজামো- বেল। যেটাই হোক পুরো খেলা হবে রোনালদো কেন্দ্রিক আর সেটা খেলাবেন জার্মান মিডফিল্ডার ক্রুজ এবং কুশলী মডরিচ। আর তাদের খেলা টা নিশ্চিত করার জন্য আর বার্সার আক্রমন শুরুতেই রুখে দেয়ার জন্য আছেন ব্রাজিলিয়ান কাসামেরো। আর যদি কোন কারণে রোনালদো খেলতে না পারেন, তবে রিয়াল এর খেলাটা হবে অলআউট। সেক্ষেত্রে এসেনসিও খেলবেন রোনালদোর জায়গায়। আবার সময়ের সেরা লেফট ব্যাক মার্সেলো কে ও দেখা যেতে পারে পরিপূর্ণ উইঙ্গার হিসাবে (তার যে সীমাহীন প্রাণ শক্তি)। তবে আমার ধারণা রোনালদো খেলবেন আর জিদান তার নিয়মিত ফর্মেশন নামাবেন না, একটু ভিন্ন ফর্মেশন দিবেন শুরুতে। অনেক টা ৪-১-২-২-১ (৪-৩-৩ এর এক্সটেন্ডেড রুপ) যেখানে বেনজামো থাকবেন ইসকোর রিপ্লেসমেন্ট হিসাবে । পরে ফিরবেন নিয়মত ফর্মেশনে। দেখা যাক।

জমজমাট একটা ম্যাচের অপেক্ষায়।

নিচে সম্ভাব্য ফর্মেশনের ছবি দেয়া হলো (ফর্মেশনের ছবি নিজে বানাইনি, বরং কালেকট করা হয়েছে)

লেখাঃ মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
ইমেইলঃ a.shaon@gmail.com
তারিখঃ ২২ ডিসেম্বর ২০১৭ (শুক্রবার)

লেখাটি আরোও পোষ্ট হয়েছেঃ http://www.somewhereinblog.net/blog/shaon1016/30222935

https://ibb.co/hn1RS6

https://ibb.co/b1Mh0R

Berca

Real_Madrid

৫,৯৪৯ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।