সেই সুদূর শৈশব থেকে শুরু করে আজ অবধি যাদের কবিতার আবেদন আজো ম্লান হয়ে যায়নি আমার কাছে তাদের অন্যতম নির্মলেন্দু গুণ।
আজ প্রিয় কবির জন্মদিন। শুভ জন্মদিন কবিকে।
কবির পুরো নাম নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী। ১৯৪৫ সালের ২১ শে জুন তারিখে কাশবন, বারহাট্টা, নেত্রকোণায় সুখেন্দু প্রকাশ গুণ এর ঔরসে বিনাপানির গর্ভে কবির জন্ম হয়।
নির্বাসন, ধর্ম এবং মতপ্রকাশ
ইসলাম, নাস্তিক, ক্যাডেট
প্রথমেই জুম্মা মোবারক।
হ্যা, ইসলাম এখন ডিজিটাল।
আমার ২য় মেয়ের জন্মের সময় আজান ও দিয়েছিলাম ডিজিটালি।
ইন্টারনেট- ফেসবুকের আগে কোনদিন শুনি নাই জুম্মা মোবারক।
মুহাম্মদ নবী ও জুম্মা মোবারক বলেছেন এমন হাদিস ও পাই নি।
কিন্তু কথা দিচ্ছি আজ রাতেই চেক করবো বুখারি।
প্রথমে একটু বিনোদন দিই।
খেলাধূলা কি ইসলাম ধর্ম সম্মত???
আরবে নবীর সময় কুস্তি লড়া হতো।
হুমায়ুন আজাদ – একজন অলৌকিক স্রষ্টা
হুমায়ুন আজাদকে কি আমি কখনো স্পর্শ করেছি?
মানে হ্যান্ডশেক বা পা বা সেই অর্থে?
মনে পড়ে না।
ফুলার রোডে, কলা ভবনে, ভার্সিটির পথে, বই মেলায় তাকে অনেক অনেক দেখেছি। সালাম দিয়েছি। মুগ্ধ চোখে চেয়ে দেখেছি।
হেঁটে যায় এক মহাজীবন।
সালামের উত্তর তিনি কোনদিন দিয়েছেন মনে পড়ে না। তবে চোখ তুলে কখনো তাকাতেন, কখনো না।
হেঁটে যায় এক অহঙ্কারি পুরুষ।
ছোট কথা, বড় কথা – ধর্মনিরপেক্ষতা/ সেক্যুলারিজম
অনেকেই ধর্মান্ধ (যে কোন ধর্মাচার হতে পারে) আর মুসলিমদের মধ্যে পার্থক্য খুঁজে পান না। এটা যেমন অনেকেই ভাবেন বা বিশ্বাস করেন ঠিক তেমনি অনেকেই এই বিশ্বাস বা ধারণা পোষণ করে থাকেন যে নিধার্মিক (নাস্তিকের চেয়ে অধিকতর ও যৌক্তিক প্রতিশব্দ) আর সেকুলারিজম/সেকুলার (ধর্মনিরপেক্ষতাবাদ বা ধর্মনিরপেক্ষ) একই জিনিস।
এই ভাবনার পিছনে সবচাইতে বড় যে কারণটি রয়েছে তা হলো আমাদের অর্জিত জ্ঞান বা লদ্ধ অভিজ্ঞতা।