সিসিবি-তে কবিতা পাঠ

সাবিনা চৌধুরী অনেকদিন ধরেই পিছনে লেগে আছেন একটা ভিডিও ব্লগ যেন নামাই, সেইজন্য।
নানা অজুহাত দিয়ে অনেক সময় পার করলাম। কিন্তু শেষমেষ বুঝলাম, ফিতা না কাটা পর্যন্ত এই অবস্থা থেকে পরিত্রাণ নাই।
যদিও প্রধান অজুহাতই ছিল, “আমি তো ফটোজনিক না” – কিন্তু সাবিনা ওটা মানতে রাজী না।
অনুরোধের ঢেকি গিললাম কিন্তু তা যে ভবিষ্যতেও হবে সেই গ্যারান্টি কিন্তু নাই।

আমি তো পারি কেবলই “পাঠ-প্রচেষ্টা” করতে আর টুকিটাকি আবৃত্তি। তাঁর উপরে ভর করে ভিডিও ব্লগ নামানো দুঃসাহসই বটে।
সিসিবি বলেই সেই দুঃসাহস দেখাচ্ছি। কারন এখানের পাঠক ভদ্র। পঁচালেও তা ভদ্রচিত ভাবেই পঁচায়।

সবাই এই দুঃসাহস সহ্য করে নেবে, এই আশা আছে পুর্ণ মাত্রায়।

তো যা বলছিলাম, কেবল কবিতাই যেহেতু পারি, তাই ভাবলাম, সেটাই করি।
আর সিসিবিতেই যখন করছি, সেখানে পড়া কবিতা নিয়েই হোক তা।

এখানে যাঁদের কবিতা আসা মাত্রই গোগ্রাসে গিলি, সেরকম কয়েকটি কবিতা নিয়েই শুরু হোক আজকের পাঠ-প্রচেষ্টার আসর।

আর নূপুর কান্তি দাশের কবিতা নিয়েই শুরু হোক তা।

নূপুর আমার পড়া সিসিবি-কবিদের মধ্যে সবচেয়ে কন্সিস্টেন্ট, আউট স্পোকেন।
একরাতে – মিশিগানের পথে আগেও রেকর্ড করেছি সাউন্ডক্লাউডে। তবে প্রেমের পদ্য এবারই প্রথম রেকর্ড করলাম ইউটিউবের জন্য।
দুটোই খুবই পাঠোপযুক্ত। একবার পড়লে, বারবার আওড়াতে ইচ্ছা হয়। দেখা যাবে এখানে:

কাজী তানজিনা তিশা সিসিবির নতুন ব্লগার। তারপরেও স্বকিয়তার কারনে ওর কবিতাগুলো অন্যরকম এবং পাঠযোগ্য।
তিশার কঠিন একটা সময়ে ওর সাথে ব্যক্তিগত কিছু আলাপচারিতা হওয়ায়, এই কবিতাগুলোর কিছু কিছু গল্পও আমার জানা। তাই অর্থগুলো অনেক বেশি বিস্তৃত ও বাঙময়, আমার কাছে। ব্যাপারটা বলতাম না পক্ষপাত দুষ্টতা এড়াতে। কিন্তু কদিন আগে তিশাই তা মনে করিয়ে দিল এক ফেবু স্ট্যাটাসে। তাই না জানিয়ে উপায় ছিল না।
এই যে তিশার বাছাই করা কবিতাখানি: “সুপ্রভাত, অতঃপর…”

এবার সাবিনার কবিতা নিয়ে কিছু কথা। সিসিবির সবচেয়ে সার্থক “উপমা বিশারদ” বোধহয় সাবিনা। কত অদ্ভুত অদ্ভুত অথচ লাগসই উপমা যে সে দিতে পারে, না দেখলে – না শুনলে বিশ্বাস করা কঠিন!! ওর ভালবাসার সুরভী -এর একটি পাঠ-প্রচেষ্টা আছে সাইন্ডক্লাউডে। উপমায় ভরপুর। এখনে যেটা দিলাম, সেটাও কম যায় না কোন দিকেই। শুনুন “সখী ভালবাসা কারে কয়”

সবশেষে বহুমুখি প্রতিভা সাবিহা জিতু-র কবিতা

জিতু একাধারে গায়িকা, চিত্রশিল্পি, লেখক, কবি, গল্পকার, প্রাবন্ধিক, উদ্যোক্তা ইত্যাদি। সাম্প্রতি তাঁর বাজিয়ে গুনের সাথেও পরিচয় হলো। চমৎকার মাউথ অর্গান শুনলাম ইউটিউবে।

এইরকম বহুমুখি প্রতিভার অধিকারীর কবিতায় ওয়াইড রেঞ্জের ভ্যারিয়েশন থাকবে, সেতো জানা কথাই। যে দুটো কবিতা বেছে নিলাম, শুনলেই তার প্রমান পাওয়া যাবে।
কাছাকাছি সময়ে লিখা “ভালবাসারা কোথায় হারিয়ে যায়?” যেখানে একটা খুবই সিরিয়াস কবিতা সেখানে “ধ্যাত্!” একটি চটুল পদ্য-প্রচেষ্টা। এমনকি নিজেও ধ্যাত! কে কবিতা বলে অবিহিত করে নাই।

তবুও কবিতা ধরে নিয়েই পাঠ করলাম, মূলতঃ ভ্যারিয়েশন বোঝাতেই। দেখা যাবে এখানে:

এখানে শেষ হচ্ছে সিসিবির কবিতা পাঠের আসর।

তবে বোনাস হিসাবে দিচ্ছি জীবনানন্দ দাশের “আকাশলীনা”। দেখা যাবে এখানে:

৩৬ টি মন্তব্য : “সিসিবি-তে কবিতা পাঠ”

    • সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

      :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:

      বাংলা লিখতে কষ্ট হয় খুব সেল ফোন থেকে, ভাইয়া! তাই এত্তোগুলা তালিয়া দিয়ে বুক করে রেখেছিলাম প্রথম কমেন্ট। পরে ল্যাপ টপ নিয়ে বসতেই হলো তোমাকে শুভেচ্ছা জানাতে।

      চোখ অথবা হাত ব্যাথা হলেও ক্ষতি নেই, হৃদয় তো জুড়িয়ে গেলো তোমার অসাধারণ পাঠপ্রচেস্টায়!

      জবাব দিন
  1. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    অবশেষে সিসিবিতে ভিডিও ব্লগ এলো!!! :clap: :clap: :clap: :clap:

    আমার নামের উল্লেখে ভীষণ সম্মানিত বোধ করছি, পারভেজ ভাইয়া! সিসিবিতে ভিডিও ব্লগের দাবী জানিয়েছিল নূপুর প্রথমে, আর আমি সদা সর্বদাই সেই দাবীকে উস্কে দিয়েছি। কতজন কে যে বলেছি নূপুরের স্বপ্ন পূরণ করতে! শেষ অবধি নূপুরকেই এগিয়ে আসতে বলেছিলাম কিন্তু দিনশেষে সবাই দেখি গুণের চাইতে রূপটাকেই প্রাধান্য দিতে চাইলো 😛 অসীম সাহসী তুমিই যে কান্ডারী হবে একথা আমি ঠিকই ধরতে পেরেছিলাম, জানো!

    সব ক'টি কবিতাই শুনলাম। এক কথায় অসাধারণ :clap: :clap: :clap:

    সিসিবিতে ভিডিও ব্লগের যাত্রা শুরু হলো। তোমার জন্য লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনী সালাম রইল, ভাইয়া!

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      পাঠ-প্রচেষ্টা ভাল লেগে থাকলে পরিশ্রম সার্থক।
      ভাল লাগুক বা না লাগুক, খুশি যে হয়েছো - সেটা কিন্তু জব্বর বুঝতে পারছি।
      আর এতটাই খুশি যে আধ ঘন্টার মধ্যে চারবার ফিরে এসেছো কমেন্ট করার জন্য।

      দেখে মনটাই তো ভরে গেল...


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
  2. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    ...প্রধান অজুহাতই ছিল, “আমি তো ফটোজনিক না”...

    এরই নাম কি বিনয় গো, ভাইয়া? আমার তো মনে হলো এইবার তোমাকে নিয়ে টিভি চ্যানেল গুলো ডাকাডাকি শুরু করবে!

    জবাব দিন
  3. সাইদুল (৭৬-৮২)

    তোমার আবৃত্তি শুনে আমারও পুরোনো কবিতা পোস্ট করতে ইচ্ছে করছে যেহেতু বড় কবিতা লেখার মত দম নেই l. কিন্তু সিসিবির সাথে পেরেছিলাম ঊঠছিনা একটি পোস্ট করে অনন্ত কাল বসে থাকতে হয় কবে মডারেটর সম্পর্কে পান !


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন
  4. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    ওরে বাবা,
    গত প্রায় ছত্রিশ ঘণ্টায় এদিকে তেমন যাতায়াত হয়নি -- ঘুণাক্ষরেও সন্দেহ জাগেনি এমন অভাবিত কাণ্ড হয়ে গিয়েছে এরই মধ্যে! অভিনন্দন পারভেজ ভাই ভিডিওব্লগ নামিয়ে ফেলার জন্যে। নিজের নামোল্লেখ শুধু না, আপনাকে আমার আস্ত লেখাদুটো পাঠ করতে শুনে কি বলবো বুঝে উঠতে পারছিনা। আপনার এই তাৎক্ষণিকত্ব আর আন্তরিকতায় বারবার টাস্কি খেয়ে যাচ্ছি -- বয়সে আপনার চেয়ে ছোট হতে পারি, কিন্তু তরুণতর এমন দাবী করতে পারবোনা। 🙂

    বললে খুব আশ্চর্য শোনাবে এই উইকএন্ডটা সিসিবিতে না আসতে পারার কারণও ছিল পাঠপ্রচেষ্টা। আমার পুরনো শহর ক্লিভল্যান্ড গেছিলাম কবিতাপাঠের একটি অনুষ্ঠানে। এফসিসি ৭৯-৮৫-র মুশতাক তিতাস ভাই আয়োজন করেছিলেন এখানকার দুই বাংলার কবিতা নিয়ে দুই বাংলারই কবিতাপ্রেমীদের পাঠের আসর। কী যে এক ভালোলাগা নিয়ে সেখান থেকে ফের মিশিগানে ফিরে এলাম বলবার নয়। সেখানে তিতাস ভাইয়ের আদেশে নিজের কয়েকটা লেখা পড়তে হয়েছিল, তার মধ্যে মিশিগান এর এ লেখাটাও ছিল। আর আজ সিসিবিতে ফিরে আপনার কণ্ঠে শুনছি এটা। প্রভূত আনন্দ যেমন হল, তেমনি লজ্জাও হল। পাঠক উচ্ছ্বাসের সঙ্গে আমার লেখার কথা বলছেন তাকে পাঠও করছেন এতটা যোগ্যতা আমার নেই এ ব্যাপারে আমি নিঃসন্দেহ।

    আর অন্য যে পাঠগুলো করলেন সেগুলোর প্রত্যেকটি আমার প্রিয় লেখা, সেসব পাঠের নিবিড় অভিজ্ঞতা মনে আছে বেশ। শুনতেও বেশ লাগলো। তবে ' ধ্যাত' শুনে বেশ হাসি পেল। একজন হাট্টকাট্টা পুরুষমানুষকে 'ছাড়ো না!' বলতে শুনে মজা পেলাম।

    আশা করছি, লোকজন এগিয়ে এসে আরো ভিডিওব্লগ উপহার দেবেন। ভিডিওব্লগিং কবিতাপাঠ ছাড়াও ঘোষণাআকারেও আসতে পারে, আসতে পারে পিকনিক কিংবা গেট টুগেদারের জমজমাট স্মৃতি।

    আর এই ব্লগের পরিবেশনার ব্যাপারে আমার কয়েকটি বিনীত পর্যবেক্ষণ। যদি পেছনে শুধু দেয়াল বা সেরকম কিছু রেখে পাঠ করা যায় তবে শ্রোতার দৃষ্টিবিচ্যুতি কম হবে। আমার যেমন চোখ চলে যাচ্ছিল পেছনের বস্তুগুলোর দিকে; ক্যামেরার দিকে মুখ করে বলতে দেখলে আরো ভাল লাগতো; পাঠের সময় কবিতার আবেগের সঙ্গে সঙ্গে মুখের অভিব্যক্তির তারতম্য যত কম হয় তত ভালো; মাথা নাড়ানো পরিহার করতে হবে। আমি শুধু আরো দৃষ্টিনন্দন পরিবেশনা কামনা করে এ কথাগুলো বললাম পারভেজ ভাই। আপনার কাছে পৌঁছায় জেনেই।

    শেষে ঃ নিজের লেখা আরেকজনকে পড়তে দেখা/শোনার অনুভূতি বেশ ইমোশনাল করে দিল আমাকে। (সম্পাদিত)

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      বাপরে বাপ! এত বড় কমেন্ট!!
      আমি আপ্লুত...
      প্রথম প্রচেষ্টা, নানা ভুলভ্রান্তি হবেই। অস্বীকার করার উপায় নাই।
      কেউ না কেউ না ধরিয়ে দিলে, তা শুধরাবো ক্যামনে।
      খুব ভাল করেছো ভুল গুলো ধরে দিয়ে। পরেরবার আরো ভাল করতে পারবো বলে আশা করছি।
      এইটা করতেই এক একটা সিকোয়েন্সের জন্য কমপক্ষে দুইটা "টেইক" করা লেগেছে।
      সাবিনারটা তো চার টেইকে "ওকে" করলাম।
      একবার ভাবলাম, আবার করি সবগুলো।
      পরে ঠিক করলাম, থাকুক প্রথমটা এইভাবেই সব ডেসট্রাকশন নিয়ে আপাততঃ।
      আবার করায় যেই ঝক্কি, তা দিয়ে বরং আরেকটা নামিয়ে দেয়া যাবে। সেটায় যদি ত্রুটি কমাতে পারি, তাও মন্দ কি?
      কাজ শুরু করে দেবো।
      এইবার ডেসট্রাকশন কমানোর চেষ্টা তো থাকবেই, আই কন্টাক্টেরের প্রচেষ্টাও থাকবে।
      এতজন দেখছে, সেটা মাথায় রাখতে হবে না?

      এমবেড গুলি বেশি বড় বড় হয়ে গিয়েছিল - ঐগুলা কমিয়ে দিলাম।

      আর হ্যা, ভিডিওগ্রাফিতে আমি দুগ্ধপোষ্য শিশু। তাই যা যা ত্রুটি চোখে পড়ে, জানাতে সবাই কে উৎসাহিত করছি।
      কোন রাখঢাক না করে কঠিনতম ভাষায় জানালে যথাসম্ভব যত্ন নিয়ে তা রিপিয়ারের চেষ্টা করবো - কথা দিচ্ছি।

      নূপুর তোমার অন্য সকল কথা আমাকে স্পর্শ করেছে।
      অনেক।
      অনেক ধন্যবাদ।

      পুনশ্চঃ ক্লিভল্যান্ডে কবিতাপাঠের অনুষ্ঠানে করা পারফরমেন্স গুলা রেকর্ড করো নাই? পোস্ট করে দাও, আমরাও দেখি...


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
  5. জিহাদ (৯৯-০৫)

    কী আর বলবো ভাই। বড় বড় মানুষেরা বড় বড় কথা বলে গেছেন। আমি ছোট মানুষ হয়ে ছোট করে বলে যাই - চমৎকার!

    পাশাপাশি একটা ছোট্ট টিপস শেয়ার করি। পোস্টে ইউটিউব এমবেড করতে চাইলে এমবেড কোডেরও দরকার নেই, সরাসরি ইউটিউব লিংক পোস্টে দিলে সেটা অটোম্যাটিকেলি পোস্টে এমবেড করে দিবে।

    ভিডিও ব্লগিং জারি থাকুক।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  6. রাজীব (১৯৯০-১৯৯৬)

    কয়েকদিন আগে দেখেছি এবং শুনেছি। ভালো লেগেছে।
    এখন কিছু সমালোচনা করি।

    ০১ আরেকটু যত্নবান হতে হবে।
    ০২ ভিডিও টা সামনে থেকে করা হলে ভালো হয়।
    ০৩ কবিতার বই হাতে থাকুক বা কম্পিউটারে চোখ রেখেই পড়েন।
    ০৪ ব্যাক্গ্রাউন্ড মিউজিক ছাড়া যে আবৃত্তি হবে না তা নয় তবে হলে ভালো হয়।
    ০৫ আপনার আবৃত্তির ঢং টা আমার কাছে একটু ক্যামন জেনো ঠেকছে, কারো সাথে যারা আবৃত্তি সত্যি সত্যি বোঝেন তাদের সাথে একটু কনসাল্ট করে নিতে পারেন।

    আমার সমালোচনা আপনি পজিটিভলি নিবেন বিশ্বাস করেই বললাম। সত্যি বলতে কি আমি চাচ্ছি আপনার কাছ থেকে টপ ক্লাস জিনিস বেরিয়ে আসুক।

    এবার যেহেতু সিনিয়রের অনেক সমালোচনা করলাম তাই দশটা দিয়ে নিই।
    :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
    • পারভেজ (৭৮-৮৪)

      প্রথমেই ধন্যবাদ, নিঃসঙ্কোচ সমালোচনায়।
      যেকোন সমালোচনা শুনে প্রথমে যে একটু মন খারাপ হয় না, তা না, তবে আমার ধারনা আমি সেটা দ্রুত কাটিয়ে উঠতে পারি।
      আর একটা সময়ে বরং কৃতজ্ঞতায় ভরে ওঠে মন। এই ভেবে "শুধু দেখেই নি, কত কিছু ভেবেছে দেখার সময়। আবার লিখেছেও সেই সব ভাবনার কথা।"
      আসলে সমালোচনা অর্জন করতেও যে যোগ্যতা লাগে, সেটা বুঝি না বলেই তা দেখলে শুরুতেই ধাক্কাটা লাগে।
      এইভাবে ভাবলে, লাগে না। বা লাগলেও তা কেটে যায়।

      যা যা বলেছো, কতটা পারবো - জানাচ্ছি।
      ১) পরেরবার অবশ্যই আরও যত্নবান হবো। কোন সন্দেহ নাই।
      ২) পরেরবার ল্যাপটপের ওয়েবক্যাম ইউজ করবো। প্র্যাকটিস করেছি। সুতরাং সামনে থেকেই তা হবে। গ্যারান্টেড।
      ৩) যথা সম্ভব সামনে তাকাবো। কিন্তু টেস্ট রেজাল্ট বললো, পড়ার সময় পুরো আই কন্টাক্ট থাকছে না। 🙁
      ৪) ব্যাক্গ্রাউন্ড মিউজিক আয়োজনের এখনও কোন ব্যবস্থা করতে পারি নাই। মাথায় রাখলাম। দেখি কি করা যায়।
      ৫) স্ট্যাইল খুব বেশী রিপেয়ার করা সম্ভব না। তাও মাথায় রাখলাম। কিছু কিছু নিরীক্ষা করে বেটার অপশনটা বেছে নেবো।
      এইগুলা করায় একটু তাড়াহুড়ো ছিল। পরের বার তা থাকবে না, আশাকরি...


      Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

      জবাব দিন
  7. মোকাব্বির (৯৮-০৪)

    সীমিত ব্যান্ডউইডথের ইন্টারনেট সেবার কারণে প্রথম দুটো শুনে আপাতত থামলাম। দিন দশেক পরেই সাইকেল শেষ হচ্ছে। তখন কিছু মেগাবাইট হাতে থাকলে বাকিগুলো এক ধাক্কায় শুনে ফেলবো। আপাতত একটা ভাল লাগা জানিয়ে গেলাম। আপনাদের কয়জনের কাছে আমি ব্যক্তিগত কৃতজ্ঞতা জানাই। অডিওব্লগের যেই চমৎকার একটা প্রচলন শুরু এবং চালু রেখেছেন। আরো অনেকেই সামনে এগিয়ে আসবে এই প্রত্যাশায়। :hatsoff:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।